Dinajpur Districts Tv

Dinajpur Districts Tv বিনোদন ও সংবাদ সবার আগে সব সময়।

দিনাজপুরকে দেখুন,দিনাজপুরকে জানুন

শ্রমিকদের ২৩ দফা মেনে নিলো কর্তৃপক্ষ, বৃহস্পতিবার খুলছে উত্তরা ইপিজেডনীলফামারীর উত্তরা ইপিজেডে আন্দোলনরত শ্রমিকদের ২৩ দফ...
03/09/2025

শ্রমিকদের ২৩ দফা মেনে নিলো কর্তৃপক্ষ, বৃহস্পতিবার খুলছে উত্তরা ইপিজেড

নীলফামারীর উত্তরা ইপিজেডে আন্দোলনরত শ্রমিকদের ২৩ দফা দাবি মেনে নিয়েছে কর্তৃপক্ষ। এর মধ্যে ছাঁটাই করা শ্রমিকদের বহালের বিষয়টিও রয়েছে। এর মাধ্যমে টানা কয়েক দিনের অচলাবস্থার পর আগামীকাল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) থেকে খুলছে ইপিজেডের সব কারখানা। তবে এভারগ্রীন কোম্পানির কারখানা খুলবে শনিবার।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন উত্তরা ইপিজেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুল জব্বার।

03/09/2025

সৈয়দপুর ক্ষুদ্র ও কুটিরশিল্প মেলার সংগীতশিল্পী সাথি খানের কিছু অংশ
Dinajpur Districts tv পেজ ফলো করুন।
শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন।

স্পস্ট দেখা মিললো কাঞ্চনজঙ্ঘা পর্বত।Dinajpur Districts Tv পেজ ফলো করুন।শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন।
02/09/2025

স্পস্ট দেখা মিললো কাঞ্চনজঙ্ঘা পর্বত।
Dinajpur Districts Tv পেজ ফলো করুন।

শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন।

ঐতিহ্যবাহী দিনাজপুর জেলার রামসাগর দীঘি  বাংলাদেশের বৃহত্তম দীঘি। রামসাগর দীঘিতে গত দেড় মাসে  ৭ ধাপে বিভিন্ন আকার- আকৃতি ...
02/09/2025

ঐতিহ্যবাহী দিনাজপুর জেলার
রামসাগর দীঘি বাংলাদেশের বৃহত্তম দীঘি।
রামসাগর দীঘিতে গত দেড় মাসে ৭ ধাপে বিভিন্ন আকার- আকৃতি এবং ওজনের ১৩০ মন মাছ ছাড়া হয়েছে।

সাড়ে চার কেজি, চার কেজি, সাড়ে তিন কেজি, তিন কেজি, আড়াই কেজি, দুই কেজি, দেড় কেজি, এক কেজি, আধা কেজি, (এক পোয়া, দুইশ গ্রাম) ওজনের রুই, কাতলা, মৃগেল,সিলভার কার্প, গ্রাস কার্প, বিগ হেড, কালিবাউশ প্রভৃতি প্রজাতির মাছ ছাড়া হয়েছে।
এ মাছ আগামী পাঁচ বছর ধাপে ধাপে ধরা যাবে ইনশাআল্লাহ।
এ বছরের শুরুর দিকে কয়েক দফা টিকিটের মাধ্যমে বড়শি দিয়ে মাছ ধরার ব্যবস্থা করা হয়েছিল। তখন সৌখিন মাছ শিকারীর বড়শিতে প্রায়ই ১৮ থেকে ২৫ কেজি ওজনের মাছ ধরা পড়েছে।

আগের বেশ কিছু পরিমাণ মাছ রয়েগেছে এবং এখন যে মাছ ছাড়া হলো তা আস্তে আস্তে বড় হবে এবং মাঝে-সাঝে টিকিটের মাধ্যমে সৌখিন মাছ শিকারীগণ মাছ ধরতে পারবেন।

দিনাজপুর মৎস্য অধিদপ্তরের পরামর্শ মোতাবেক মাছের খাবার দেওয়া সহ উপযুক্ত যত্ন নেওয়া হচ্ছে।

আশাকরি, স্থানীয় পর্যটক সহ সৌখিন মাছ শিকারীগণের বিনোদনের ছোট একটি ছোট্ট নিয়ামক আমরা তৈরি করতে পারব ইনশাাল্লাহ।

পাশাপাশি সৌন্দর্য বৃদ্ধি ও নিরাপত্তা জোড়দার সহ অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর চেষ্টা চলছে।
ঘুরে আসুন আপনার প্রিয় রামসাগরে...

ছবি ও তথ্য:Dc Dinajpur

পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা(কেলোকা) বাংলাদেশের দিনাজপুর জেলার পার্বতীপুরে অবস্থিত একটি প্রধান রেলওয়ে কারখান...
31/08/2025

পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা(কেলোকা)

বাংলাদেশের দিনাজপুর জেলার পার্বতীপুরে অবস্থিত একটি প্রধান রেলওয়ে কারখানা, যেখানে পুরাতন ইঞ্জিন মেরামত, নতুন ইঞ্জিন তৈরি, রেলওয়ে বগি তৈরি এবং যন্ত্রাংশ উৎপাদন করা হয়।এটি দেশের অন্যতম বৃহত্তম ও প্রধান লোকোমোটিভ কারখানা।

Dinajpur Districts Tv পেজ ফলো করুন।

খানসামার তরুণের আকাশজয়Dinajpur Districts Tv পেজ ফলো করুন।শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন।
30/08/2025

খানসামার তরুণের আকাশজয়
Dinajpur Districts Tv পেজ ফলো করুন।
শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন।

পার্বতীপুর রেলওয়ে জংশন পার্বতীপুর স্টেশন
29/08/2025

পার্বতীপুর রেলওয়ে জংশন পার্বতীপুর স্টেশন

দিনাজপুর শহরের একেবারেই সন্নিকটে হলো 'হাজী মোহাম্মাদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়'। আর, এরই কোল ঘেঁষে বাঁশের...
28/08/2025

দিনাজপুর শহরের একেবারেই সন্নিকটে হলো 'হাজী মোহাম্মাদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়'। আর, এরই কোল ঘেঁষে বাঁশেরহাট সংলগ্ন এলাকায় *দ্য গ্রান্ড দাদুবাড়ি পার্ক এন্ড রিসোর্ট'*

২৬ আগষ্ট দিনাজপুর ফুলবাড়ি কয়লাখনি ট্রাজেডি" দিবস আজ। উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের প্রতিবাদে স্থানীয় জনতা এই দিনে ...
26/08/2025

২৬ আগষ্ট দিনাজপুর ফুলবাড়ি কয়লাখনি ট্রাজেডি" দিবস আজ।
উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের প্রতিবাদে স্থানীয় জনতা এই দিনে বিক্ষোভ করে,৩জন নিহত হয়,দেশব্যাপী আন্দোলন ছড়িয়ে পড়ে।।
কয়লাখনির আশপাশের একর,একর জমি মসজিদ,বসতিসহ প্রায় ৬০/৯০ফুট গভীরে দেবে যায়, ফুলবাড়ী হাওরে পরিণত হয়।।
বিক্ষোভ মিছিলে বিজিবির গু'লিতে আমিন,সালেকিন,তরিকুল নি'হত হয়। তখন থেকেই আজকের এই দিনটি ট্রাজেডি দিবস হিসেবে পালিত হচ্ছে।

আজ থেকে সৈয়দপুর ক্ষুদ্র ও কুটির শিল্প মেলায় লটারি বন্ধ । বাংলাদেশ সেনাবাহিনীশেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। Dinajp...
19/08/2025

আজ থেকে সৈয়দপুর ক্ষুদ্র ও কুটির শিল্প মেলায় লটারি বন্ধ ।

বাংলাদেশ সেনাবাহিনী

শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন।
Dinajpur Districts Tv পেজ ফলো৷ করুন।

19/08/2025

আজ থেকে সৈয়দপুর ক্ষুদ্র ও কুটির শিল্প মেলায় লটারি নামক জুয়া বন্ধ ।

বাংলাদেশ সেনাবাহিনী

18/08/2025

Address

Dinajpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dinajpur Districts Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share