02/09/2025
ঐতিহ্যবাহী দিনাজপুর জেলার
রামসাগর দীঘি বাংলাদেশের বৃহত্তম দীঘি।
রামসাগর দীঘিতে গত দেড় মাসে ৭ ধাপে বিভিন্ন আকার- আকৃতি এবং ওজনের ১৩০ মন মাছ ছাড়া হয়েছে।
সাড়ে চার কেজি, চার কেজি, সাড়ে তিন কেজি, তিন কেজি, আড়াই কেজি, দুই কেজি, দেড় কেজি, এক কেজি, আধা কেজি, (এক পোয়া, দুইশ গ্রাম) ওজনের রুই, কাতলা, মৃগেল,সিলভার কার্প, গ্রাস কার্প, বিগ হেড, কালিবাউশ প্রভৃতি প্রজাতির মাছ ছাড়া হয়েছে।
এ মাছ আগামী পাঁচ বছর ধাপে ধাপে ধরা যাবে ইনশাআল্লাহ।
এ বছরের শুরুর দিকে কয়েক দফা টিকিটের মাধ্যমে বড়শি দিয়ে মাছ ধরার ব্যবস্থা করা হয়েছিল। তখন সৌখিন মাছ শিকারীর বড়শিতে প্রায়ই ১৮ থেকে ২৫ কেজি ওজনের মাছ ধরা পড়েছে।
আগের বেশ কিছু পরিমাণ মাছ রয়েগেছে এবং এখন যে মাছ ছাড়া হলো তা আস্তে আস্তে বড় হবে এবং মাঝে-সাঝে টিকিটের মাধ্যমে সৌখিন মাছ শিকারীগণ মাছ ধরতে পারবেন।
দিনাজপুর মৎস্য অধিদপ্তরের পরামর্শ মোতাবেক মাছের খাবার দেওয়া সহ উপযুক্ত যত্ন নেওয়া হচ্ছে।
আশাকরি, স্থানীয় পর্যটক সহ সৌখিন মাছ শিকারীগণের বিনোদনের ছোট একটি ছোট্ট নিয়ামক আমরা তৈরি করতে পারব ইনশাাল্লাহ।
পাশাপাশি সৌন্দর্য বৃদ্ধি ও নিরাপত্তা জোড়দার সহ অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর চেষ্টা চলছে।
ঘুরে আসুন আপনার প্রিয় রামসাগরে...
ছবি ও তথ্য:Dc Dinajpur