Athar as-Salaf أثر السلف

Athar as-Salaf  أثر السلف طالب علم يسعى إلى الآخرة، لا إلى الشهرة

إنا لله وإنا إليه راجعونনিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমরা নিশ্চয়ই তাঁর কাছেই প্রত্যাবর্তনকারী।اليوم الثلاثاء ١/٤/١٤٤٦ ه...
23/09/2025

إنا لله وإنا إليه راجعون
নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমরা নিশ্চয়ই তাঁর কাছেই প্রত্যাবর্তনকারী।

اليوم الثلاثاء ١/٤/١٤٤٦ هـ انتقل إلى رحمة الله الشيخ الموقر، مفتي عام المملكة العربية السعودية، الشيخ عبد العزيز بن عبد الله آل الشيخ. نسأل الله أن يرحمه وأن يرزقه الفردوس الأعلى
আজ মঙ্গলবার ১/৪/১৪৪৬ হিজরিতে সম্মানিত শাইখ, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শাইখ আব্দুল আযিয ইবনু আব্দুল্লাহ আল-আশ-শাইখ ইন্তিকাল করেছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি যে তিনি তাকে রহমত করুন এবং তাকে জান্নাতের সর্বোচ্চ স্থান প্রদান করুন।

19/09/2025

▌কোনো কাজ নিয়ত ছাড়া হয় না

🎙️শাইখ মুহাম্মদ বিন সলিহ আল উছাইমিন رحمه الله

18/09/2025

▌মৃত ব্যক্তিকে দাফনের আগে কি সোনার দাঁত খুলে ফেলতে হবে?

🎙️শায়খ মুহাম্মদ নাসিরুদ্দিন আল-আলবানী رحمه الله

▌ইমাম আহমাদ رحمه الله তার কিতাবুয যুহদ-এ মুজাহিদ رحمه الله থেকে বর্ণনা করেছেন:কেউ উমর ইবনুল খাত্তাব رضي الله عنه এর নিকট...
17/09/2025

▌ইমাম আহমাদ رحمه الله তার কিতাবুয যুহদ-এ মুজাহিদ رحمه الله থেকে বর্ণনা করেছেন:

কেউ উমর ইবনুল খাত্তাব رضي الله عنه এর নিকট লিখে পাঠাল, ❝হে আমীরুল মু'মিনীন! কে উত্তম, যে ব্যক্তি গুনাহের কোনো ইচ্ছাই অনুভব করে না এবং সে গুনাহও করে না, নাকি যে ব্যক্তি গুনাহের ইচ্ছা অনুভব করে কিন্তু তা করে না?❞

উমর رضي الله عنه জবাব দিলেন, ❝যে ব্যক্তি গুনাহের ইচ্ছা অনুভব করে কিন্তু তা করে না, (তারাই হল তারা, যাদের অন্তরকে আল্লাহ তাকওয়ার জন্য পরীক্ষা করেছেন। তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার।❞

📚 [تفسير إبن كثير ٤٩\٣]

▌আল্লাহ কোথায়? হে গোলাকারবাদীরা?আল্লাহ কি তাঁর সৃষ্টির উপরে, নাকি চারপাশে?হে গোলাকারবাদী তুমি কি আল্লাহর এই বাণী পড়ো না:...
15/09/2025

▌আল্লাহ কোথায়? হে গোলাকারবাদীরা?

আল্লাহ কি তাঁর সৃষ্টির উপরে, নাকি চারপাশে?

হে গোলাকারবাদী তুমি কি আল্লাহর এই বাণী পড়ো না:
سبح اسم ربك الأعلى
“তোমার মহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা কর।” [৮৭:১]
وهو العلي العظيم
“এবং তিনি উচ্চ মর্যাদাশালী, মহান” [২:২৫৫]

আল্লাহ কি তাহলে তাঁর সৃষ্টির নিচে হবেন?! ছবির দিকে তাকাও হে গোলাকারবাদী...

আর আকাশ কোথায়, হে গোলাকারবাদী? আকাশ কি পৃথিবীর উপরে, নাকি চারপাশে?

তুমি কি আল্লাহর এই বাণী পড়ো না?:
وبنينا فوقكم سبعا شدادا
“আর আমি তোমাদের উপরে বানিয়েছি সাতটি সুদৃঢ় আকাশ” [৭৮:১২]

❝তোমাদের উপরে❞ — এর মানে কি ❝তোমাদের চারপাশে❞?

13/09/2025

▌হক্ব দিয়ে ব্যক্তিকে চেনা যায়, ব্যাক্তি দিয়ে হক্বকে নয়

🎙️ইমাম নাসিরুদ্দিন-আলবানী رحمه الله

▌আল্লাহ সূরা আল-বাকারাহতে মুমিনদের বর্ণনা করতে গিয়ে বলেন:‎وَمِنۡهُم مَّن يَقُولُ رَبَّنَآ ءَاتِنَا فِى ٱلدُّنۡيَا حَسَن...
13/09/2025

▌আল্লাহ সূরা আল-বাকারাহতে মুমিনদের বর্ণনা করতে গিয়ে বলেন:

‎وَمِنۡهُم مَّن يَقُولُ رَبَّنَآ ءَاتِنَا فِى ٱلدُّنۡيَا حَسَنَةً وَفِى ٱلۡأَخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ ٱلنَّارِ

“আর তাদের মধ্যে এমনও আছে, যারা বলে, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দিন। আর আখিরাতেও কল্যাণ দিন এবং আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করুন।” [২:২০১]

এই আয়াতের ব্যাখ্যায় ইমাম আল-বাগাভী (রহ.) লিখেছেন:

‎واختلفوا في معنى الحسنتين قال علي بن أبي طالب رضي الله عنه في الدنيا حسنة امرأة صالحة وفي الآخرة حسنة الجنة . وقال الحسن : في الدنيا حسنة العلم ، والعبادة وفي الآخرة حسنة : الجنة والنظر . وقال السدي ، وابن حيان : ( في الدنيا حسنة ) رزقا حلالا وعملا صالحا ، ( وفي الآخرة حسنة ) المغفرة والثواب . وقال قتادة : في الدنيا عافية وفي الآخرة عافية وقال عوف في هذه الآية من آتاه الله الإسلام والقرآن وأهلا ، ومالا فقد أوتي في الدنيا حسنة وفي الآخرة حسنة

"তারা (মুফাসসিরগণ) এই দুই 'কল্যাণ'-এর অর্থ নিয়ে মতভেদ করেছেন।

আলী ইবনে আবি তালিব (রা.) বলেছেন: দুনিয়ার কল্যাণ হলো একজন সৎ স্ত্রী এবং আখিরাতের কল্যাণ হলো জান্নাত।

আল-হাসান (রহ.) বলেছেন: দুনিয়ার কল্যাণ হলো ইলম (জ্ঞান) ও ইবাদাত, এবং আখিরাতের কল্যাণ হলো জান্নাত ও আল্লাহর সাক্ষাৎ (দিদার)।

আস-সুদ্দি ও ইবনু হইয়ান (রহ.) বলেছেন: দুনিয়ার কল্যাণ বলতে হালাল রিজিক ও নেক আমল, এবং আখিরাতের কল্যাণ বলতে ক্ষমা ও পুরস্কার।

কাতাদাহ (রহ.) বলেছেন: দুনিয়ার কল্যাণ হলো বিপদ-মুসীবত থেকে নিরাপত্তা, আর আখিরাতের কল্যাণও হলো বিপদ-মুসীবত থেকে নিরাপত্তা।

আওফ (রহ.) এই আয়াত সম্পর্কে বলেছেন: যাকে আল্লাহ ইসলাম, কুরআন, পরিবার-পরিজন ও ধন-সম্পদ দান করেছেন, তাকে দুনিয়া ও আখিরাত উভয় জগতের কল্যাণই দান করা হয়েছে।"

📚 [তাফসির আল-বাগাভী ১/২২৩ (সংক্ষিপ্তসার: মুখতাসার তাফসির আল-বাগাভী, পৃঃ ৭৭)]

13/09/2025

▌হে ইলম অর্জনকারীরা, ভেঙে পড়ো না"

🎙️শায়খ ড. মুহাম্মদ বিন সাঈদ রাসলান حفظه الله

12/09/2025

▌কিছু বিশেষ উপদেশ..

🎙️ইমাম মুক্ববিল বিন হাদী-আল ওয়াদিঈ رحمه الله

12/09/2025

▌রাসূল ﷺ বলেছেন,

❝তোমাদের অধিকাংশ গুনাহ তোমাদের জিহ্বার কারণেই হয়ে থাকে।❞

‎📚 [العجم الكبير الطبراني ١٠٣٠٠]

10/09/2025

▌ইসলামে বিবেক-বুদ্ধির ভূমিকা

🎙️শায়খ মুহাম্মদ নাসিরুদ্দিন আল-আলবানী رحمه الله

09/09/2025

▌❝আপনি কেন ভয় পাচ্ছেন? আপনি কেন ভবিষ্যৎ নিয়ে ভয় পাচ্ছেন?❞

🎙️শাইখ মুহাম্মদ রমজান আল-হাজিরী حفظه الله

Address

Dinajpur

Alerts

Be the first to know and let us send you an email when Athar as-Salaf أثر السلف posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share