হামার দিনাজপুর - Hamar Dinajpur

হামার দিনাজপুর - Hamar Dinajpur হামার দিনাজপুর- Hamar Dinajpur গ্রুপের অফিসিয়াল পেজে আপনাদের স্বাগতম। দিনাজপুর জেলাকে তুলে ধরুন।

24/07/2025

শুক্রবার সকাল ৯ টায় ঘাগড়া খাল/ঘাগড়া খালের পাড় পরিস্কারের কাজ শুরু করা হবে ইনশাআল্লাহ।
শিশু পার্কের সামনের ব্রীজ থেকে শুরু হবে।
আপনিও অংশ নিতে পারেন।

শুক্র- শনিবার এ কাজ চলতে থাকবে।

© DC Dinajpur

"আকাশে ওরা পাড়ি দিলো চিরতরে — ছোট ছোট প্রাণ আজ নেই আমাদের মাঝে।"আমরা শোকাহত....
21/07/2025

"আকাশে ওরা পাড়ি দিলো চিরতরে — ছোট ছোট প্রাণ আজ নেই আমাদের মাঝে।"

আমরা শোকাহত....

🎉🎂 **শুভ জন্মদিন ফয়সাল হাবিব ভাই!** 🎂🎉আজকের এই বিশেষ দিনে “**হামার দিনাজপুর**” গ্রুপের অন্যতম শ্রদ্ধেয় এডমিন **ফয়সাল ...
05/07/2025

🎉🎂 **শুভ জন্মদিন ফয়সাল হাবিব ভাই!** 🎂🎉

আজকের এই বিশেষ দিনে “**হামার দিনাজপুর**” গ্রুপের অন্যতম শ্রদ্ধেয় এডমিন **ফয়সাল হাবিব** ভাইয়ের জন্মদিনে জানাই হৃদয়ের গভীর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

তিনি শুধু একজন দক্ষ এডমিনই নন — আমাদের গ্রুপের একজন নীরব কর্মী, নির্ভরতার প্রতীক এবং আন্তরিক সংগঠক। তাঁর মেধা, নেতৃত্ব ও ভালোবাসার ছোঁয়ায় “হামার দিনাজপুর” পরিবার প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে।

🌟 এই দিনে কামনা করি—
আপনার জীবনের প্রতিটি মুহূর্ত হোক সফলতায় ভরপুর,
ভালোবাসায় পূর্ণ, আর স্বপ্নে রঙিন।

💐 **শুভ জন্মদিন ভাই!**
সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের পাশে থাকুন সবসময়।

— **"হামার দিনাজপুর" পরিবার** 💚

ব্রেকিং নিউজ আজ আমবাড়ী গরু হাট থেকে ৩১,০২০ টাকা চু**রি হয়েছে !  মো: নাজমুল ইসলাম ‌,ঠিকানা: কাহারোল । তিনি একজন পেশায় ...
27/06/2025

ব্রেকিং নিউজ

আজ আমবাড়ী গরু হাট থেকে ৩১,০২০ টাকা চু**রি হয়েছে !
মো: নাজমুল ইসলাম ‌,ঠিকানা: কাহারোল । তিনি একজন পেশায় গরু ব্যবসায়ী, সে আমবাড়ী প্রতি হাটে গরু ক্রয়-বিক্রয় করে থাকেন। সে আজকেও প্রতি হাটের মতো গরু ক্রয়-বিক্রয় করার পর অবশিষ্ট যে ৩১ হাজার ২০ টাকা পকেটে ছিল সেটি তার পকেট থেকে চু**রি হয়ে যায় ।

আমবাড়ী গরুহাটে অনেক দূর-দূরান্ত থেকে মানুষ গরু ক্রয়-বিক্রয় করার জন্য আসে। এজন্য আমরা আশা করব যে গরুহাট কর্তৃপক্ষ যেন এটি কড়া নজরদারিতে রাখে। আর নেক্সট টাইম এই দু*র্ঘট*নাটি না ঘটে বা আর অন্য কেউ এই দু*র্ঘট*নার স্বীকার না হয় ।

তথ্য ও ছবি : Jobayer Islam Joy

© হামার দিনাজপুর - Hamar Dinajpur

হামার দিনাজপুর - Hamar Dinajpur

bazar #চুরি

দিনাজপুর জেলার বিরল থানায় "দিনে দুপুরে মাথায় অস্ত্র ঠেকিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই" এর ঘটনায় রহস্য উন্মোচন২৫ জুন ২০২৫ খ্রি....
25/06/2025

দিনাজপুর জেলার বিরল থানায় "দিনে দুপুরে মাথায় অস্ত্র ঠেকিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই" এর ঘটনায় রহস্য উন্মোচন

২৫ জুন ২০২৫ খ্রি. ১৪.১৫ ঘটিকায় অফিসার ইনচার্জ বিরল থানা মোবাইল ফোনের মাধ্যমে সংবাদ পান যে, বিরল থানাধীন বানিয়াপাড়া রেলগেট সংলগ্ন ব্রিজে এক ব্যবসায়ীর ৩৪ লক্ষ টাকা ছিনতাই হয়েছে। তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবগত করে ঘটনাস্থলে উপস্থিত হন। ঘটনাস্থলে উপস্থিত ভিকটিম মোঃ মইনুল ইসলাম (৫৫) পিতা- মৃত খোরশেদ আলী, সাং- গোপালপুর, থানা- বিরল, জেলা- দিনাজপুর কান্না জড়িত কন্ঠে জানান যে, তিনি বাড়ি থেকে ২৬ লক্ষ টাকা এবং এনআরবিসি ব্যাংক বিরল শাখা হইতে ৮ লক্ষ টাকা উত্তোলন করে সর্বমোট ৩৪ লক্ষ টাকা নিয়ে মোটরসাইকেল যোগে ঋণ পরিশোধের জন্য অগ্রণী ব্যাংকে স্টেশন রোড শাখা দিনাজপুরে যাচ্ছিলেন। পথিমধ্যে বিরল থানাধীন বানিয়াপাড়া রেলগেট সংলগ্ন ব্রিজের নিকট পৌঁছলে অজ্ঞাতনামা ছিনতাইকারীরা তার পথ রোধ করে মাথায় অস্ত্র ঠেকিয়ে ৩৪ লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে গেছে।

সংবাদ পেয়ে পুলিশ সুপার দিনাজপুর মহোদয় সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন। অতঃপর পুলিশ সুপার দিনাজপুর মহোদয়ের নেতৃত্বে তদন্ত টিম অর্থসংশ্লিষ্ট স্থান সমূহে নানা কৌশলে অনুসন্ধান করেন। অনুসন্ধানে তদন্ত টিম বুঝতে পারেন যে, মোঃ মইনুল ইসলাম ব্যবসা জনিত কারণে ব্যাংক সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে আর্থিকভাবে ঋণগ্রস্ত হয়েছেন। তিনি ঋণ থেকে মুক্তি পাওয়া বা ঋণ পরিশোধের সময় পাওয়ার আশায় কৌশলে টাকা ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন। অনুসন্ধানের একপর্যায়ে তদন্ত টীম মোঃ মইনুল ইসলামকে সঙ্গে নিয়ে তার বাড়ি তল্লাশি করার জন্য রওনা হলে তিনি ভুল স্বীকার করে তার টাকা ছিনতাইয়ের সাজানো নাটকের কথা স্বীকার করেন।

অতঃপর মোঃ মইনুল ইসলাম তার বাড়ি সংলগ্ন অফিস ঘর থেকে মোবাইল, মানিব্যাগ, মোটরসাইকেলের চাবি ও ব্যাংক থেকে উত্তোলনকৃত ৮ লক্ষ টাকা সহ মোট ১১ লক্ষ টাকা তদন্ত টিমের নিকট প্রদান করেন। নিরাপত্তা জনিত কারণে মোঃ মাইনুল ইসলামের ইচ্ছায় ১১ লক্ষ টাকা থানা হেফাজতে রাখা হয়েছে। মোঃ মাইনুল ইসলামের টাকা ছিনতাইয়ের ঘটনাটি সাজানো নাটক ছিল।

Sadar Circle, Dinajpur

#বিরল #দিনাজপুর

অবশেষে ৩৪ লাখ টাকা ছিনতাই নাটকের রহস্য উন্মোচন করলাম। ব্যাংকের সিসি লোনের টাকা শোধ করতে না পারায় টাকা ছিনতাই নাটকের অবতা...
25/06/2025

অবশেষে ৩৪ লাখ টাকা ছিনতাই নাটকের রহস্য উন্মোচন করলাম। ব্যাংকের সিসি লোনের টাকা শোধ করতে না পারায় টাকা ছিনতাই নাটকের অবতারনা করলেন মইনুল ইসলাম নামকের বিরলের এক ব্যবসায়ী। তার নিজ বাসায় উত্তোলনকৃত ৮ লাখ সহ মোট ১১ লাখ টাকা, ছিনতাই দাবীকৃত ও মোটরসাইকেলের চাবি মোবাইল পাওয়া যায়।

নাটকটি শেষ হল!!!

পুলিশের প্রতি আস্থা রাখুন, পুলিশকে সহায়তা করুন।

মোঃ আবদুল হালিম
অতিরিক্ত পুলিশ সুপার
সদর সার্কেল, দিনাজপুর।

© Sadar Circle, Dinajpur

হামার দিনাজপুর - Hamar Dinajpur
হামার দিনাজপুর - Hamar Dinajpur
#দিনাজপুর

দিনাজপুরের ব্যাস্ততম জায়গা একদিকে বিরল আরেকদিকে বোচাগঞ্জ। কাঞ্চনমোড়,বিরল,দিনাজপুর।📸Masud parvage
24/06/2025

দিনাজপুরের ব্যাস্ততম জায়গা একদিকে বিরল আরেকদিকে বোচাগঞ্জ। কাঞ্চনমোড়,বিরল,দিনাজপুর।

📸Masud parvage

ভালোবাসার শহর প্রিয় শহর দিনাজপুর ❤️📌জোড়াব্রিজ, দিনাজপুর ||📸  parves
23/06/2025

ভালোবাসার শহর প্রিয় শহর দিনাজপুর ❤️
📌জোড়াব্রিজ, দিনাজপুর ||

📸 parves


বাংলাদেশের পতাকার আদলে তৈরি একটি যাত্রী ছাউনি।ছবিটি পার্বতীপুরের যশাই হাট- আমবাড়ি পাকা রাস্তার দন্ডপানি ও মোস্তাফাপুর এ...
23/06/2025

বাংলাদেশের পতাকার আদলে তৈরি একটি যাত্রী ছাউনি।
ছবিটি পার্বতীপুরের যশাই হাট- আমবাড়ি পাকা রাস্তার দন্ডপানি ও মোস্তাফাপুর এর মাঝামাঝি এলাকা থেকে তুলেছেন -
Khalekul Jamal






🌟🎉 শুভ জন্মদিন 🎉🌟আজকে আমাদের প্রিয় ফেসবুক কমিউনিটি "হামার দিনাজপুর" গ্রুপের শ্রদ্ধেয় এডমিন আব্দুর রহমান সোহাগ ভাইয়ের ...
15/06/2025

🌟🎉 শুভ জন্মদিন 🎉🌟
আজকে আমাদের প্রিয় ফেসবুক কমিউনিটি "হামার দিনাজপুর" গ্রুপের শ্রদ্ধেয় এডমিন আব্দুর রহমান সোহাগ ভাইয়ের জন্মদিন।

তিনি শুধু একজন এডমিনই নন, বরং এই গ্রুপের প্রাণ, আমাদের পথপ্রদর্শক ও নিরলস পরিশ্রমী একজন সংগঠক। তাঁর নেতৃত্বে “হামার দিনাজপুর” আজ দিনাজপুরবাসীর একটি আস্থার নাম, মিলনমেলা।

এই বিশেষ দিনে আমরা সকলেই সোহাগ ভাইয়ের সুস্বাস্থ্য, দীর্ঘ জীবন ও অফুরন্ত সফলতা কামনা করি।
আপনার ভালোবাসা, মেধা ও দায়বদ্ধতা আমাদের সবসময় অনুপ্রাণিত করেছে এবং আগামীতেও করবে ইনশাআল্লাহ।

💐 শুভ জন্মদিন, সোহাগ ভাই!
জীবনের প্রতিটি দিন হোক আনন্দ, সাফল্য আর ভালোবাসায় ভরপুর।

— "হামার দিনাজপুর" পরিবার

15/06/2025

Bangladesh

#একজন গাড়ির যাত্রী ডাকাতের বর্ণনা দিচ্ছে দুঃখজনক ঘটনা। বিরামপুর থেকে বাস টি ঢাকার উদ্দেশ্যে রওনা দিলে, ঘোড়াঘাট এসে রাস্তার জামের কথা বলে ড্রাইভার গাড়িটিকে ঘুরিয়ে বাংলা হিলি রোডের ঢুকাই। এবং সূজা মসজিদ, বলাহারের মাঝ পথে রাস্তায় গাড়িটি ডাকাতি করা হয় এতে অনেকের মালামাল এবং স্বর্ণ অলংকার টাকা পয়সা জোরজবস্তি করে কেড়ে নেওয়া হয়।


© Gm Shakil

আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনটি পার্বতীপুর রেলওয়ে জংশনে অবস্থানরত সময়ঃ রাত- ১২:৫৭ মিনিট। নেক্সট স্টপেজঃ ফুলবাড়িবিলম্ব- ...
14/06/2025

আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনটি পার্বতীপুর রেলওয়ে জংশনে অবস্থানরত সময়ঃ রাত- ১২:৫৭ মিনিট। নেক্সট স্টপেজঃ ফুলবাড়ি
বিলম্ব- ০১:০৩ মিনিট

Address

Dinajpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when হামার দিনাজপুর - Hamar Dinajpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to হামার দিনাজপুর - Hamar Dinajpur:

Share