26/07/2025
🗓️ ২১ দিনেই ইংরেজিতে কথা বলার দক্ষতা উন্নত করার রুটিন:
✅ নিয়ম:
* প্রতিদিন ১৫–৩০ মিনিট অনুশীলন করুন,
* আয়নার সামনে কথা বলুন বা মোবাইলে রেকর্ড করুন,
* ভুল হলেও চালিয়ে যান।
📅 Day 1–3: ভয় কাটানো + পরিচিতি বলা শিখুন
টার্গেট: নিজেকে পরিচয় করাতে শেখা + ১০টি সহজ বাক্যের চর্চা:
“My name is ......”
“I am from ......”
“I live in ......”
“I like ......”
🎧 শোনা: BBC Learning English – “Meet the people” সিরিজ
📅 Day 4–6: দৈনন্দিন জীবন
টার্গেট: নিজের রুটিন বা দিনের বর্ণনা দিতে পারার চর্চা:
“I wake up at 7 AM.”
“I go to work/school.”
“I eat breakfast/lunch.”
“I watch TV in the evening.”
🎯 টাস্ক: নিজের দিনটি নিয়ে ৫ লাইনের একটি ইংরেজি ভিডিও রেকর্ড করুন
📅 Day 7–9: প্রশ্ন করা ও উত্তর দেওয়া
টার্গেট: সহজ প্রশ্ন করতে পারা ও উত্তর দেওয়ার চর্চা:
“What is your name?”
“Where do you live?”
“What do you do?”
“How are you?”
🎯 টাস্ক: প্রশ্ন-উত্তরের একটি ছোট সংলাপ অনুশীলন করুন (বন্ধুর সঙ্গে অথবা একাই)
📅 Day 10–12: দোকান/বাজারের দৈনন্দিন ইংরেজি
টার্গেট: কেনাকাটার সময় প্রয়োজনীয় ইংরেজির চর্চা:
“How much is this?”
“I want to buy this.”
“Do you have this in another color?”
🎯 টাস্ক: একটা কাল্পনিক দোকানদারের সঙ্গে কথোপকথন রেকর্ড করুন
📅 Day 13–15: নিজের পছন্দ-অপছন্দ
টার্গেট: মতামত দেওয়া শিখুন:
“I like watching movies.”
“I don’t like waking up early.”
“My favorite food is .....”
🎧 শোনা: YouTube – “Spoken English for Beginners: Likes and Dislikes”
📅 Day 16–18: ভবিষ্যৎ ও পরিকল্পনা
টার্গেট: Future tense অনুশীলন/ চর্চা:
“I will go to the market.”
“I am going to visit my uncle.”
“I want to be fluent in English.”
🎯 টাস্ক: “What will you do this weekend?” এই প্রশ্নে ৫ লাইনের উত্তর দিন
📅 Day 19–20: গল্প বলা ও স্মৃতিচারণ
টার্গেট: Past tense প্র্যাকটিস:
“Yesterday I watched a movie.”
“I went to Cox’s Bazar last year.”
“I had a great time.”
🎯 টাস্ক: আপনার জীবনের একটি ছোট ঘটনা ইংরেজিতে বলুন
📅 Day 21: পুরো ৩ মিনিট কথা বলা
টার্গেট: নিজে থেকে ইংরেজিতে ৩ মিনিট কথা বলা:
বিষয়-
Yourself
Your family
Your daily life
A trip you enjoyed
Why you want to learn English
🎯 রেকর্ড করুন – পরের সপ্তাহে শুনে নিজের উন্নতি পর্যালোচনা করুন
🛠️ টুলস সাজেশন:
📱 App: Duolingo / Cake / HelloTalk
🎧 Listening Practice: BBC Learning English (easy level), “The English We Speak”
📹 Speaking Practice: নিজের কথা মোবাইলে রেকর্ড করা বা ভিডিও বানানো
🎯 BONUS TIP: প্রতিদিন একটি করে নতুন ইংরেজি শব্দ বা বাক্য শিখে সেটি ব্যবহার করার চেষ্টা করুন।
ইনশাআল্লাহ, এভাবে ২১ দিন চর্চা করলে দেখবেন আপনার ইংরেজিতে কথা বলার দক্ষতা অনেকাংশেই বৃদ্ধি পাবে।
© collected