SM Shimla

SM Shimla Hlw gusy,, I'm shimla
Follow my page and support me...
(4)

যখন কেউ বলে, “তোমার বাচ্চাটা ঠিক বাবার মতো দেখায়,”আমি তখন হাসি।কারণ ওটাই তো সেই মুখ, যেটাতে আমি প্রথম প্রেমে পড়েছিলাম।ও...
08/07/2025

যখন কেউ বলে, “তোমার বাচ্চাটা ঠিক বাবার মতো দেখায়,”
আমি তখন হাসি।
কারণ ওটাই তো সেই মুখ, যেটাতে আমি প্রথম প্রেমে পড়েছিলাম।

ওর ছোট্ট একটা হাসি যেটা একপাশে একটু বেশি টানে,
চোখে আলো জ্বলে ওঠে আমাকে দেখলেই,
ঘুমানোর ভঙ্গিটাও এক— একটা হাত মাথার ওপরে তুলে রাখে, একদম ওর বাবার মতো।

অনেক সময় থমকে যেতে হয়,
ভাবি, এই ছোট্ট মানুষটার মধ্যে কতটা ওর বাবা বাস করে।

আর তখন,
মনে হয় যেন আবারও ওকে ভালোবাসার সুযোগ পেলাম—
এই ক্ষুদ্র, মিষ্টি, অপূর্ব রূপে।

I need 50 followers
08/07/2025

I need 50 followers

07/07/2025

পর কখনও আপন হয় নাহ 😅

06/07/2025

প্রত্যেক মানুষেরই বিয়ে করা উচিত কারণ জীবনে সুখটাই সব না
অশান্তিরও দরকার আছে 😅🤭

পাখি টা  একটু বসতে  শিখছে😇
05/07/2025

পাখি টা একটু বসতে শিখছে😇

ছবিতে বসে থাকা যেই ভদ্রলোক কে দেখা যাচ্ছে, উনার সামনের গাড়িতে উনার স্ত্রী শুয়ে আছে! স্ত্রী'র জানাজা হওয়ার কথা ছিলো রাত ৯...
05/07/2025

ছবিতে বসে থাকা যেই ভদ্রলোক কে দেখা যাচ্ছে, উনার সামনের গাড়িতে উনার স্ত্রী শুয়ে আছে!

স্ত্রী'র জানাজা হওয়ার কথা ছিলো রাত ৯ টায়, কিন্তু উনি চাচ্ছিলেন না এতো রাতে জানাজা হোক!
'মৃত মানুষ কে যতো দ্রুত সম্ভব কবর দেওয়া ভালো' এই ব্যাপার টা মাথায় রেখে কাউকে বলতেও পারতেছিলেন না যে 'ওকে আরেকটু থাকতে দাও আমার সামনে!'

উনার ছোট ছেলে ব্যাপার টা বুঝেছিলো, শেষ পর্যন্ত সকালেই জানাজা হয়েছিলো উনার স্ত্রী'র।

এই পোস্ট টা আসলে স্ত্রী'র জন্য উনার ভালোবাসা টা কেমন,সেইটা বলার জন্য!

স্ত্রী দুনিয়া থেকে চলে গেছে। সবাই যে যার মতো চলে গেছে৷ ভদ্রলোক রাতে গাড়ির সামনে বসে আছে একা একা! স্ত্রী কে 'সঙ্গ' দিচ্ছিলেন! 'আমি আছি' প্রমাণ করেছিলেন!

উনার স্ত্রী মারাত্মক লাকি,এমন একজন কে পেয়েছিলেন যেই মানুষ টা মৃত্যু'র পরেও উনার সামনেই বসে ছিলেন। ছেড়ে যায়নি।

আমরা জীবনে এমন কাউকেই চাই, যার আমাদের জন্য ভালোবাসার অভাব হবেনা। নিজের সব টা দিয়েই ভালোবাসবে, থেকে যাবে পাশে আমরা দুনিয়া তে না থাকলেও! ❤️

Good night everyone
04/07/2025

Good night everyone

04/07/2025

Assalamualaikum

জুম্মা মোবারক

😇😇😇
13/05/2024

😇😇😇

25/04/2024

বিয়ের ১০ দিন পর ভিডিও আপলোড😇বাহ আমি এত active 🫣🌸🖤

17/04/2024

ঈদ আর বিয়ে যদি একসাথে হয় তাহলে বিষয়টা কেমন লাগে বলেন তো 🤔🤔🤔 @

অবশেষে ঘুরতে বের হলাম 🌸🖤
15/04/2024

অবশেষে ঘুরতে বের হলাম 🌸🖤

Address

Dinajpur

Alerts

Be the first to know and let us send you an email when SM Shimla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SM Shimla:

Share