![আল্লাহ ও তাঁর রসুলের পক্ষ থেকে জালিমের প্রতি কঠোর হুমকি [পর্ব: ১] নিম্নে আমরা কুরআন-সুন্নাহর আলোকে জালিমদের ব্যাপারে আল্...](https://img5.medioq.com/021/462/1277777470214620.jpg)
30/07/2024
আল্লাহ ও তাঁর রসুলের পক্ষ থেকে জালিমের প্রতি কঠোর হুমকি [পর্ব: ১] নিম্নে আমরা কুরআন-সুন্নাহর আলোকে জালিমদের ব্যাপারে আল্লাহ ও তাঁর রসুলের পক্ষ থেকে যে হুমকি ও করুণ পরিণতির কথা বলা হয়েছে সে ব্যাপারে কতিপয় আয়াত ও হাদিস উপাস্থাপন করব ইনশাআল্লাহ। ❂ ১. আল্লাহ জালিমদের কার্যক্রমের ব্যাপারে অসচেতন নন: আল্লাহ তাআলা বলেন, وَ لَا تَحۡسَبَنَّ اللّٰهَ غَافِلًا عَمَّا یَعۡمَلُ الظّٰلِمُوۡنَ اِنَّمَا یُؤَخِّرُهُمۡ لِیَوۡمٍ تَشۡخَصُ فِیۡهِ الۡاَبۡصَارُ مُهۡطِعِیۡنَ مُقۡنِعِیۡ رُءُوۡسِهِمۡ لَا یَرۡتَدُّ اِلَیۡهِمۡ طَرۡفُهُمۡ وَ اَفۡـِٕدَتُهُمۡ هَوَآءٌ...
আল্লাহ ও তাঁর রসুলের পক্ষ থেকে জালিমের প্রতি কঠোর হুমকি [পর্ব: ১]