Sunrise71

Sunrise71 সানরাইজ৭১ একটি অনলাইন বাংলা সংবাদ পত্র। এর যাত্রা শুরু হয় ২০১৯ সালে।

আল্লাহ ও তাঁর রসুলের পক্ষ থেকে জালিমের প্রতি কঠোর হুমকি [পর্ব: ১] নিম্নে আমরা কুরআন-সুন্নাহর আলোকে জালিমদের ব্যাপারে আল্...
30/07/2024

আল্লাহ ও তাঁর রসুলের পক্ষ থেকে জালিমের প্রতি কঠোর হুমকি [পর্ব: ১] নিম্নে আমরা কুরআন-সুন্নাহর আলোকে জালিমদের ব্যাপারে আল্লাহ ও তাঁর রসুলের পক্ষ থেকে যে হুমকি ও করুণ পরিণতির কথা বলা হয়েছে সে ব্যাপারে কতিপয় আয়াত ও হাদিস উপাস্থাপন করব ইনশাআল্লাহ। ❂ ১. আল্লাহ জালিমদের কার্যক্রমের ব্যাপারে অসচেতন নন: আল্লাহ তাআলা বলেন, وَ لَا تَحۡسَبَنَّ اللّٰهَ غَافِلًا عَمَّا یَعۡمَلُ الظّٰلِمُوۡنَ اِنَّمَا یُؤَخِّرُهُمۡ لِیَوۡمٍ تَشۡخَصُ فِیۡهِ الۡاَبۡصَارُ مُهۡطِعِیۡنَ مُقۡنِعِیۡ رُءُوۡسِهِمۡ لَا یَرۡتَدُّ اِلَیۡهِمۡ طَرۡفُهُمۡ وَ اَفۡـِٕدَتُهُمۡ هَوَآءٌ...

আল্লাহ ও তাঁর রসুলের পক্ষ থেকে জালিমের প্রতি কঠোর হুমকি [পর্ব: ১]

কুলখানি বা চল্লিশা করা কি জায়েজ❓ মহান আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। যার সৃষ্টি আছে- তার মৃত্যুও আছে। মহান আল্লাহ পবিত্র কো...
13/07/2024

কুলখানি বা চল্লিশা করা কি জায়েজ❓ মহান আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। যার সৃষ্টি আছে- তার মৃত্যুও আছে। মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন, জীবমাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কেবল কেয়ামতের দিনই তোমাদেরকে তোমাদের কর্মফল পূর্ণ মাত্রায় দেয়া হবে। অতঃপর যাকে আগুন থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সে-ই সফলকাম। আর পার্থিব জীবন ছলনাময় ভোগ ছাড়া আর কিছু নয়। (সুরা আলে ইমরান, আয়াত: ১৮৫)...

কুলখানি বা চল্লিশা করা কি জায়েজ❓

|| মুমিনের ঘরের ১৩ বৈশিষ্ট্য || ==================== বাসা-বাড়িতে বসবাস আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। আল্লাহ তাআলা বলেন, ...
12/07/2024

|| মুমিনের ঘরের ১৩ বৈশিষ্ট্য || ==================== বাসা-বাড়িতে বসবাস আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। আল্লাহ তাআলা বলেন, وَاللّهُ جَعَلَ لَكُم مِّن بُيُوتِكُمْ سَكَنًا ‘আল্লাহ করে দিয়েছেন তোমাদের গৃহকে অবস্থানের জায়গা।’ (সূরা আন নাহল : ৮০) যাপিত জীবনে আমরা হয়ত বাসা-বাড়িতে থাকি কিংবা ব্যবসা-বাণিজ্য, চাকুরিসহ জীবনের বিভিন্ন প্রয়োজনে বাড়ির বাইরে অবস্থান করি। প্রশ্ন হল, একজন মুমিন হিসেবে আমাদের বাসা-বাড়ি কেমন হওয়া উচিত? কী কী ফ্যাসিলিটি থাকা উচিত?...

মুমিনের ঘরের ১৩ বৈশিষ্ট্য

সন্তান জন্মদানের পর সহবাস বেশ কিছু কারণেই সন্তান জন্মদানের পর স্বাভাবিক দাম্পত্য সম্পর্কে ফিরতে নতুন মা-বাবা কিছুটা সময়...
05/07/2024

সন্তান জন্মদানের পর সহবাস বেশ কিছু কারণেই সন্তান জন্মদানের পর স্বাভাবিক দাম্পত্য সম্পর্কে ফিরতে নতুন মা-বাবা কিছুটা সময় নেন। বেশিরভাগ সময়ই সন্তান জন্মদানের পর পরই নবজাতককে নিয়ে ব্যস্ততার কারণেই হয়তো আপনার মনে সহবাস নিয়ে তেমন চিন্তা আসে না। তবে এসময় আপনার সঙ্গীর সাথে অন্তরঙ্গ হওয়ার বিষয়েও কিছুটা পরিকল্পনা করা উচিত। নয়তো পরবর্তীতে কষ্টদায়ক ও আনন্দহীন সহবাস আপনার ও আপনার সঙ্গীর মাঝে সমস্যা তৈরি করতে পারে।...

সন্তান জন্মদানের পর সহবাস সন্তান জন্মদানের পর ঠিক কখন থেকে সহবাস করতে হবে এর কোনো ধরা বাঁধা নিয়ম নেই। তবে সাধারণ....

আর্জেন্টিনার জয়ের নায়ক মার্তিনেজ যে ইকুয়েডর গত দুই দশকে কোপা আমেরিকায় কোনো লাতিন দলকেই হারাতে পারেনি, তারাই আজ বর্তমান চ...
05/07/2024

আর্জেন্টিনার জয়ের নায়ক মার্তিনেজ যে ইকুয়েডর গত দুই দশকে কোপা আমেরিকায় কোনো লাতিন দলকেই হারাতে পারেনি, তারাই আজ বর্তমান চ্যাম্পিয়নদের প্রায় ছিটকেই ফেলেছিল! কিন্তু লিওনেল স্কালোনির দল হোঁচট খেলেও শেষ পর্যন্ত ঠিকই ঘুরে দাঁড়িয়েছে। আর সেটা হয়েছে এমিলিয়ানো মার্তিনেজের বীরত্বে। টাইব্রেকারে লিওনেল মেসির শট মিস হওয়ার পর যে চাপ ছিল, সেটি একাই সামলেছে তাঁর বিশ্বস্ত হাত। শুটআউটে চারটি শট নিয়েছে ইকুয়েডর, প্রথম দুটিই রুখে দিয়েছেন মার্তিনেজ। মেসি বাদে দলের অন্যরা বল জালে পাঠালে আর্জেন্টিনা ম্যাচটি টাইব্রেকারে …...

আর্জেন্টিনার জয়ের নায়ক মার্তিনেজ যে ইকুয়েডর গত দুই দশকে কোপা আমেরিকায় কোনো লাতিন দলকেই হারাতে পারেনি, তারাই আজ ব.....

বিশ্বকাপ জিতেই অবসরের ঘোষণা দিলেন কোহলি ক্যারিয়ারে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর এ সংস্করণ থেকে অবসরের ঘোষণা দিয়েছ...
30/06/2024

বিশ্বকাপ জিতেই অবসরের ঘোষণা দিলেন কোহলি ক্যারিয়ারে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর এ সংস্করণ থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বিরাট কোহলি। ফাইনালে ৫৯ বলে ৭৬ রানের ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার নিতে এসে এ ঘোষণা দেন ভারতের সাবেক অধিনায়ক। দল হারলেও একই ঘোষণা দিতেন বলেও জানিয়েছেন ৩৫ বছর বয়সী ব্যাটসম্যান। টুর্নামেন্টে ফাইনালের আগে ৭৫ বলে ৭৫ রান করে চাপে ছিলেন কোহলি। ফাইনালে শুরুটা আক্রমণাত্মক করলেও অন্যপ্রান্তে দ্রুত উইকেট পড়ে যাওয়ার এক প্রান্ত ধরে রাখেন কোহলি। এ ইনিংসের কারণে ম্যাচসেরা হয়েছেন তিনি।...

বিশ্বকাপ জিতেই অবসরের ঘোষণা দিলেন কোহলি ক্যারিয়ারে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর এ সংস্করণ থেকে অবসরের ঘো....

দিনাজপুরে আজ আগাম ঈদুল আজহা'র নামাজ অনুষ্ঠিত মোঃ আসতারুল আলম দিনাজপুর প্রতিনিধি, সৌদি আরবের সাথে মিল রেখে দিনাজপুর সদর উ...
16/06/2024

দিনাজপুরে আজ আগাম ঈদুল আজহা'র নামাজ অনুষ্ঠিত মোঃ আসতারুল আলম দিনাজপুর প্রতিনিধি, সৌদি আরবের সাথে মিল রেখে দিনাজপুর সদর উপজেলাসহ জেলার ৬টি উপজেলায় আজ রবিবার (১৬ জুন-২০২৪) ঈদুল আজহা'র নামাজ আদায় করেছেন মুসল্লিদের একটি অংশ। দিনাজপুর শহরের চারুবাবুর মোড়স্থ পার্টি সেন্টারে, চিরিরবন্দর উপজেলার রাবার ড্যাম এলাকায়, কাহারোল উপজেলা সদরের জয়নন্দ গ্রামে, ১৩ মাইল এলাকায়, বোচাগঞ্জে, বিরল উপজেলার বনগাঁ জামে মসজিদে ও বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের আয়রা বাজার জামে মসজিদে এবং জোতবানী ইউনিয়নের খয়েরবাড়ি মির্জাপুর জামে মসজিদে কয়েকশ’ পরিবারের মানুষ ঈদুল আজহা'র নামাজ আদায় করেছেন।...

দিনাজপুরে আজ আগাম ঈদুল আজহা'র নামাজ অনুষ্ঠিত সৌদি আরবের সাথে মিল রেখে দিনাজপুর সদর উপজেলাসহ জেলার ৬টি উপজেলায় আজ ....

দিনাজপুরে তিন উপজেলায় নির্বাচিত হলেন যারা মোঃ আসতারুল আলম দিনাজপুর প্রতিনিধি ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনে তৃতীয় ধাপে দি...
29/05/2024

দিনাজপুরে তিন উপজেলায় নির্বাচিত হলেন যারা মোঃ আসতারুল আলম দিনাজপুর প্রতিনিধি ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনে তৃতীয় ধাপে দিনাজপুর সদর, চিরিরবন্দর ও খানসামা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। বেসরকারি ফলাফলে নির্বাচিতরা হলেন- দিনাজপুর সদর উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ইমদাদ সরকার, ভাইস চেয়ারম্যান পদে রীনা কুমারী রায় পারুল ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েচেন মোছাঃ কুলসুম বানু নার্গিস।...

দিনাজপুরে তিন উপজেলায় নির্বাচিত হলেন যারা ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনে তৃতীয় ধাপে দিনাজপুর সদর, চিরিরবন্দর ও খ....

দিনাজপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে অর্থ বিতরণ মোঃ আসতারুল আলম দিনাজপুর প্রতিনিধি ২৩ মে বৃহস্পতিবার সকাল ১১টায় দিনাজপুর...
23/05/2024

দিনাজপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে অর্থ বিতরণ মোঃ আসতারুল আলম দিনাজপুর প্রতিনিধি ২৩ মে বৃহস্পতিবার সকাল ১১টায় দিনাজপুর প্রেসক্লাব এম আব্দুর রহিম মিলনায়তনে উত্তরণ প্রতিবন্ধী সংস্থা সদর দিনাজপুর ও ভিউ ফাউন্ডেশন-ঢাকা’র যৌথ আয়োজনে এবং রোটারী ক্লাব বাড়িধারা ঢাকা’র আর্থিক সহযোগিতায় দৃষ্টি ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের আত্মকর্মসংস্থানের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। রোটারিয়ান আলি আশফাক এফসিএ এমপিএইচএফ ট্রাস্ট, ভিউ ফাউন্ডেশন এন্ড সাবেক সভাপতি রোটারী ক্লাব অব বাড়িধারা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব বাড়িধারা’র প্রেসিডেন্ট রোটারিয়ান সাইফুল হক, সাবেক হাই কমিশনার রোটারিয়ান মাসুদ মান্নান, দিনাজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল।...

দিনাজপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে অর্থ বিতরণ ২৩ মে বৃহস্পতিবার সকাল ১১টায় দিনাজপুর প্রেসক্লাব এম আব্দুর রহি...

দিনাজপুর জেলা প্রতিবন্ধী ফেডারেশনের ত্রৈমাসিকসভা অনুষ্ঠিত মোঃ আসতারুল আলম দিনাজপুর প্রতিনিধি মঙ্গলবার (২১ মে)২০২৪ বিকাল ...
21/05/2024

দিনাজপুর জেলা প্রতিবন্ধী ফেডারেশনের ত্রৈমাসিকসভা অনুষ্ঠিত মোঃ আসতারুল আলম দিনাজপুর প্রতিনিধি মঙ্গলবার (২১ মে)২০২৪ বিকাল ৪ ঘটিকায় দিনাজপুর জেলা প্রতিবন্ধী ফেডারেশনের আয়োজনে এবং কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ)’র সহযোগিতায় দিনাজপুর প্রেসক্লাব সম্মেলন কক্ষে দিনাজপুর জেলা প্রতিবন্ধী ফেডারেশনের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। দিনাজপুর জেলা প্রতিবন্ধী ফেডারেশনের সভা প্রধান বাদল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মোর্শেদ আলী খান বিশেষ অতিথি হেসেবে বক্তব্য রাখেন দিনাজপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল শাহনেওয়াজ, সম্প্রীতি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সম্পাদক হালিমা খাতুন, ব্রেইন ফাউন্ডেশন এবং বাংলাদেশ ক্যান্সার রিসার্চ সেন্টার (বিসিআরসি) দিনাজপুরের কো-অর্ডিনেটর জামিনুল ইসলাম জুয়েল,এবং নির্বাহী পরিষদের সদস্য অনুপমা পান্ডে।...

দিনাজপুর জেলা প্রতিবন্ধী ফেডারেশনের ত্রৈমাসিকসভা অনুষ্ঠিত মোঃ আসতারুল আলম দিনাজপুর প্রতিনিধি মঙ্গলবার (২১ মে)২...

২ এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস মোঃ আসতারুল আলম দিনাজপুর প্রতিনিধি “সচেতনতা- স্বীকৃতি- মূল্যায়নঃ শুধু বেঁচে থাকা থেকে ...
02/04/2024

২ এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস মোঃ আসতারুল আলম দিনাজপুর প্রতিনিধি “সচেতনতা- স্বীকৃতি- মূল্যায়নঃ শুধু বেঁচে থাকা থেকে সমৃদ্ধির পথে যাত্রা” -এবারের এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২ এপ্রিল মঙ্গলবার বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, দিনাজপুরের আয়োজনে এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর সহযোগিতায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর হতে বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ এমদাদুল হক প্রামাণিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ।...

২ এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস “সচেতনতা- স্বীকৃতি- মূল্যায়নঃ শুধু বেঁচে থাকা থেকে সমৃদ্ধির পথে যাত্রা” -এবারে.....

Address

Dinajpur
5020

Alerts

Be the first to know and let us send you an email when Sunrise71 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sunrise71:

Share