Farabi News BD

Farabi News BD আল্লাহর যমিনের সৌন্দর্য ঘুরে ঘুরে দেখার ইচ্ছা, আশা করি কোনো একদিন এভাবেই অনেক জায়গা দেখা হবে ইনশাআল্

আগামীর বাংলাদেশ ইসলামের ইনশাআল্লাহ।  এ মাটি সিঞ্চিত হোক তাওহীদের শরাবানে। #ইনশা_আল্লাহ
31/08/2024

আগামীর বাংলাদেশ ইসলামের ইনশাআল্লাহ। এ মাটি সিঞ্চিত হোক তাওহীদের শরাবানে।
#ইনশা_আল্লাহ

 ゚
28/08/2024


আলহামদুলিল্লাহ  ছুম্মা আলহামদুলিল্লাহ মুফতি জসীম উদ্দিন রাহমানি হাফিজাহুল্লাহএখন মুক্ত বাতাসে।
26/08/2024

আলহামদুলিল্লাহ ছুম্মা আলহামদুলিল্লাহ
মুফতি জসীম উদ্দিন রাহমানি হাফিজাহুল্লাহ
এখন মুক্ত বাতাসে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও BIWT এর দৃষ্টি আকর্ষণ করছিঃ-ঢাকার সদরঘাটে অবস্থানরত বরিশালের লঞ্চগুলোকে সরকারি উদ্যোগে নোয়াখালী, ফ...
23/08/2024

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও BIWT এর দৃষ্টি আকর্ষণ করছিঃ-
ঢাকার সদরঘাটে অবস্থানরত বরিশালের লঞ্চগুলোকে সরকারি উদ্যোগে নোয়াখালী, ফেনি, কুমিল্লা এবং বন্যা কবলিত এলাকাগুলোর দিকে চালানো হোক।
এছাড়া ভোলা এবং বরিশাল সদরঘাটে প্রচুর বড় বড় লঞ্চ রিজার্ভ থাকে।
সেগুলোকে বন্যা কবলিত এলাকায় নিয়ে যাওয়া হোক।
এক এক লঞ্চে ০৪ থেকে ০৫ হাজার মানুষ আশ্রয় নিতে পারবে।
ভাসমান আশ্রয়কেন্দ্র হিসেবে লঞ্চগুলোকে ব্যবহার করা উচিত এবং দরকারী।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং BIWT এর দৃষ্টি আকর্ষণ করছি।


23/08/2024


আসসালামু আলাইকুম
প্রিয় খতিব ভাইয়েরা আজ শুক্রবার জুমার দিন তাই দেশের বর্তমান পরিস্থিতির কথা ভেবে বন্যাত্ব মানুষের সাহায্য করার জন্য সবাই নিজ নিজ মসজিদে ফান্ড ( শুধু টাকা ) কালেকশন করুন । সকলের করবেন ইনশা-আল্লাহ
আসর পর্যন্ত কালেকশন করুন।সবগুলো একত্র করে যারা সেই স্থানে কাজ করছেন তাদের দিয়ে দিবেন ইনশা-আল্লাহ । বিশেষ করে শাযেখ আহমাদুল্লাহ হাফিঃ ,আরও অনেক আলেম কাজ করছেন সেই স্থানে ।
আশা করি সকলেই নিজ দায়িত্বে মানবতা ও জনস্বার্থে কাজ করবেন ইনশা-আল্লাহ ।

বন্যার্তদের পাশে দাঁড়াতে সাধারণ আলেম সমাজের ৯টি নির্দেশনা— ১. জরুরি ত্রাণ সরবরাহ: শুকনা খাবার, বিশুদ্ধ পানি, ওষুধ এবং কা...
22/08/2024

বন্যার্তদের পাশে দাঁড়াতে সাধারণ আলেম সমাজের ৯টি নির্দেশনা—
১. জরুরি ত্রাণ সরবরাহ: শুকনা খাবার, বিশুদ্ধ পানি, ওষুধ এবং কাপড়ের মতো প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করুন। এসব সামগ্রী দ্রুত সর্বাধিক ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছানোর চেষ্টা করুন।
২. আশ্রয়ক্যাম্প গড়ে তুলুন: স্কুল-কলেজ, মাদরাসা-মসজিদসহ বিভিন্ন স্থানে অস্থায়ী এবং নিরাপদ আশ্রয় কেন্দ্র স্থাপন করুন। সকলে মিলেমিশে নিজেদের নিরাপত্তা বলয় মজবুত করুন।
৩. পানি ও স্যানিটেশন: বিশুদ্ধ খাবার পানি এবং স্যানিটেশন সুবিধা প্রদান করুন যেন পানিবাহিত রোগের বিস্তার রোধ করা যায়। ত্রাণ সহায়তার সাথে সাথে পোর্টেবল টয়লেট এবং পানি পরিশোধক ট্যাবলেট নিয়ে যান।
৪. চিকিৎসা সহায়তা: আহত ও রোগীদের চিকিৎসা করার জন্য চিকিৎসক দল পাঠান। প্রয়োজন হলে অস্থায়ী ক্লিনিক স্থাপন করুন। এক্ষেত্রে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের নেতৃত্বে আলেম সমাজ সমন্বয় করে কাজ করতে পারে।
৫. রেসকিউ টিম: নিরাপদ আশ্রয়কেন্দ্রে বন্যার্তদের স্থানান্তর করার জন্য রেসকিউ টিম গঠন করুন। প্রয়োজনে সরকারি উদ্ধার কাজে নিয়োজিত বাহিনীর সহায়তায় নৌকা স্পিডবোট ব্যবহার করুন।
৬. মনোবল বড়িয়ে তুলুন: বন্যার্তদের মানসিকভাবে সহায়তা ও কাউন্সেলিং করুন। যাতে তারা নিজের ঘর ছেড়ে এসে ক্ষতির ট্রমা কাটিয়ে উঠতে পারেন।
৭. মেরামত: স্থানীয়দের সহায়তার মাধ্যমে রাস্তা, সেতু, এবং বাড়ির মতো ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামত করা যেতে পারে। এতে করে বন্যা কবলিত এলাকার মানুষ ধীরেধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারবে।
৮. স্থানীয় সমন্বয়: স্থানীয় কর্তৃপক্ষ এবং সংস্থাগুলির সাথে সমন্বয় করে কাজ করুন। যাতে করে ত্রাণ বিতরণ কার্যকরভাবে হয় এবং প্রকৃত ব্যক্তির প্রয়োজনীয়তা পূরণ হয়।
৯. শিক্ষা ও সচেতনতা: বন্যার ঝুঁকি ও প্রস্তুতির বিষয়ে সবাইকে তথ্য দিন। ভারতের আগ্রাসনের কথা তুলে ধরুন। এ যুদ্ধকে জলযুদ্ধ হিসেবে ঘোষণা করুন। এ লড়াই জারি থাকুক। যেন ভবিষ্যত নির্ধারণ করে আমরা প্রস্তুতি গ্রহণ করতে পারি।
বিনীত
সাধারণ আলেম সমাজ
২২ আগস্ট ২০২৪

22/08/2024

এই প্রজন্ম ভারত কে
বিশ্বাস করে না সুতরাং রুখে দাঁড়াবার এখনই সময়।
প্রয়োজনে আরেকটি যুদ্ধ হবে।ইনশা-আল্লাহ

22/08/2024
22/08/2024

বন্যাকবলিত এলাকার বাসিন্দারা জানাচ্ছেন যে
///
বিভিন্ন শহর থেকে যারা ফান্ডিং কালেক্ট করে ফেনি,কুমিল্লা, নোয়াখালী আসতেছেন কষ্ট করে ঐ টাকায় খাবারের জিনিস নিয়ে আসার চেয়ে নৌকা বা ট্রলারের ব্যবস্থা করে এখানে পাঠান!!
খাবারের চেয়েও উদ্ধারটা বেশি গুরুত্বপূর্ণ!
খাবার খাওয়ার জন্য আমাদের জীবন লাগবে
আমাদের জীবনই যদি না থাকে!
///
প্লিজ সবাই এগিয়ে আসুন 🙏🙏

21/08/2024

আকস্মিক এক বন্যার মুখে পড়েছে ফেনী। ইতোমধ্যে ফেনীর ৭০টিরও বেশি গ্রাম প্লাবিত হয়েছে। দুর্বিষহ জীবন কাটছে তাদের। মুহুরী নদীর পানি বিপৎসীমার অনেক ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
ওদিকে উজানে ত্রিপুরার ডুম্বুর বাধ খুলে দিয়েছে ভারত, এজন্য হঠাৎ করেই অবস্থা বেগতিক হয়ে যাচ্ছে বাংলাদেশের সংলগ্ন এলাকাগুলোতে৷ ফেনীর পাশাপাশি কুমিল্লা, নোয়াখালীর অবস্থাও আশঙ্কাজনক। খাগড়াছড়ি, চট্টগ্রামের কিছু এলাকাও বাজেভাবে এফেক্টেড হতে পারে।
দেশের কনসার্নড কর্তৃপক্ষ এবং জনগণের উচিৎ হবে এই এলাকাগুলোর মানুষের জানমাল প্রটেকশনের জন্য সজাগ থাকা। তাদের যখন যেটা সাহায্য দরকার, সেটা যাতে তারা পায়, এটা দ্রুততম সময়ের ভেতর নিশ্চিত করাটা কর্তব্য।
©Saiyed Abdullah

Address

Dinajpur

Alerts

Be the first to know and let us send you an email when Farabi News BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Farabi News BD:

Share