11/09/2025
কবিতা মানুষের হৃদয়ের অন্তর্গত সুর। জীবনের সুখ-দুঃখ, প্রেম-বিরহ, স্বপ্ন ও বেদনাকে কবি যে ভাষায় রূপ দেন, তা-ই হয়ে ওঠে কবিতা।
“যে আকাশটা আমার ছিল” কাব্যগ্রন্থে সেইসব ক্ষণিক অনুভূতি, মমতা ও আবেগ সুনিপুণভাবে ধরা পড়ে, কবি মোহাম্মদ আলতাফ হোসেনের কলমে শব্দগুলো যেন নতুন প্রাণ পেয়েছে। মনে হয় যেন- কখনো তা নিসর্গের ছবি এঁকে দেয়, কখনো হৃদয়ের অজানা ব্যথার কথা বলে, আবার কখনো স্বপ্ন দেখায় এক নির্মল আগামী দিনের। এই বই পাঠকের কাছে শুধু কিছু কবিতার সমষ্টি নয়, বরং একটি সংবেদনশীল যাত্রার আমন্ত্রণ।
গ্রন্থটি প্রকাশে প্রচ্ছদশিল্পী, প্রকাশকসহ আরও যাঁরা আন্তরিক সহায়তা করেছেন, তাঁদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই।
আশা করি, পাঠকের হৃদয়েও এই কবিতাগুলো এক নতুন অনুরণন সৃষ্টি করবে।
-কল্পনা মমতাজ
প্রধান সম্পাদক, নোটবুক প্রকাশ।
বই : যে আকাশটা আমার ছিল
কবি: মোহাম্মদ আলতাফ হোসেন
প্রকাশক: নোটবুক প্রকাশ