Notebook Prokash

Notebook Prokash A Multiple Publishing House. Multiple Book Publisher, Seller & Reseller.

Phone/WhatsApp - 01771594505
web - www.notebookprokash.com
A House Of Notebook Enterprise

টিকটকে আমাদের সাথে থাকতে,  ফলো করুন।।
30/06/2025

টিকটকে আমাদের সাথে থাকতে, ফলো করুন।।

0 Followers, 13 Following, 0 Likes - Watch awesome short videos created by Notebook Prokash

জাতীয় কবি নিজেই যেখানে নিরাপদ না,  সেখানে আপনারা কি😴😴😴কন্টোল C কন্টোল V তো হবেই😜
30/06/2025

জাতীয় কবি নিজেই যেখানে নিরাপদ না, সেখানে আপনারা কি😴😴😴

কন্টোল C কন্টোল V তো হবেই😜

অবশেষে আমাদেরও একটি টিকটক আইডি হলো - আমাদের টিকটকে ফলো করে পাশে থাকুন।। tiktok.com/
29/06/2025

অবশেষে আমাদেরও একটি টিকটক আইডি হলো - আমাদের টিকটকে ফলো করে পাশে থাকুন।।

tiktok.com/

কিছু কথা থাকে, যা বলা হয় না — কিছু গল্প থাকে, যা শেষ হয় না।‘দেখা অদেখা’ তেমনই না বলা অনুভূতির কথা, যা শব্দ হয়ে ধরা দেয় এ...
28/06/2025

কিছু কথা থাকে, যা বলা হয় না — কিছু গল্প থাকে, যা শেষ হয় না।
‘দেখা অদেখা’ তেমনই না বলা অনুভূতির কথা, যা শব্দ হয়ে ধরা দেয় এই পাতাগুলোতে।

লেখক সায়মা কাদের সহজ কথায় বুনেছেন প্রেম, অভিমান আর একাকীত্বের গল্প — যা পাঠকের মন ছুঁয়ে যাবে নিঃশব্দে।

যারা গভীর আবেগ আর সম্পর্কের টানাপোড়েনকে ভালোবাসেন,
তাদের জন্য ‘দেখা অদেখা’ হতে পারে এক নিঃশব্দ সঙ্গী।

📖 বই : দেখা অদেখা
লেখক : সায়মা কাদের
প্রচ্ছদ : সাহাদাত হোসেন
পৃষ্ঠা: ১৪৪
মুদ্রিত মূল্য : ৪২০ টাকা মাত্র
প্রকাশনা: Notebook Prokash

রকমারিসহ সারাদেশের সব বুকশপে প্রি-অর্ডার নেওয়া হবে আগামী ১ তারিখ থেকে ইনশাআল্লাহ।।

#দেখাঅদেখা

নির্বাচিত গল্প এবং লেখকের তালিকাঃআসসালামু ওয়ালাইকুম। "নোটবুকের পাতায় পাতায়-২" বইয়ের জন্য অনেকেই গল্প লিখে পাঠিয়েছেন। সবা...
26/06/2025

নির্বাচিত গল্প এবং লেখকের তালিকাঃ

আসসালামু ওয়ালাইকুম।

"নোটবুকের পাতায় পাতায়-২" বইয়ের জন্য অনেকেই গল্প লিখে পাঠিয়েছেন। সবাই নিজের মত করে ভালো লিখেছেন। তবে বইয়ের পাতায় গল্প প্রকাশের জন্য অবশ্যই কিছু ধারাবাহিকতা মানতে হয়।

সকল ধারাবাহিকতা মেনে সম্পাদকের অক্লান্ত পরিশ্রমের দ্বারা যাদের লেখাকে একটা সুন্দর গল্পাকারে রূপদেয়া সম্ভব হয়েছে আমরা তাদের নামসহ গল্পের নাম উল্লেখ করছি,

১। সেই উপদ্বীপে- তানজিলা আক্তার

২। মর্জিনার বিরহে- রাবেয়া শিপু

৩। জীবনের আলপথ- মাহমুদ আক্তার

৪। না বলা কথা- সাবিনা ইয়াসমিন বন্যা

৫। অতৃপ্ত আত্মা - মোছাঃ বিলকিস খানম

৬। প্রতিদান- জান্নাতুল ফারিয়া

৭। জানালা- শুভ রাম (কাব্যবৃত্ত)

৮। জমিদার বাড়ির রহস্য- আরাফাত ইসলাম

৯। ফেরা- সুদীপ্ত শামীম

১০।কোরবানীর ঈদ- সালমা আক্তার চাঁদনী

১১।স্বপ্নের অঙ্গার- গোলাম মোর্তুজা

১২।স্মৃতির পাতায় তুমি- এম.এ. রাকীউল ইসলাম

১৩। স্বপ্নের বালিশ- রাজলক্ষী

১৪। নকল সুখের শূন্যতা- সুজাউদ্দৌলা

১৫। তুমিময় দিনগুলো- আইয়ুব উদ্দিন বিন ফেরদৌস

১৬। অন্য প্রেম- জাহিরুল হক খান বিপ্লব

১৭। ফিরে ফিরে আসে- সজীব মাহমুদ নীল

১৮। খরগোশ জীবনের শেষ যতিচিহ্ন- অরুণ বর্মন

১৯। অতঃপর আর একটি মৃত্যু- এস এম শাহাদাত হোসেন

২০। নিঃসঙ্গতার অবসান- মোতমাইন্না শিরীন

২১। একাকীত্ব- জোলাখা আক্তার জিনিয়া

২২।রহস্যময় আগন্তুক- মোস্তফা কামাল রুমন

২৩। ঘুমকাতুরে- কল্পনা মমতাজ

বিঃ দ্রঃ উল্লেখিত নামের ধারাবাহিকতা বইয়ের জন্য প্রযোজ্য নয়।

দু/একটি গল্পের নাম পুনরায় পরিবর্তন করা লাগতে পারে ✅ এবং গল্প সংযোজন হতে পারে🥰

নির্বাচিত লেখকরা অবশ্যই, আমাদের সাথে যোগাযোগ করতে হবে, অন্যথায় গল্প আমরা বাতিল করবো।

আমাদের পেইজে মেসেজ করুন বা হোয়াটসঅ্যাপ করুন 01771-594505

অভিনন্দন সবাইজে🍡🍡🍡

গুড নাইট
25/06/2025

গুড নাইট

25/06/2025

কবি জাহাঙ্গীর আলম এর কবিতা - এক নরকের বিষন্ন কাঁক
আবৃত্তি করেছেন - তানজিনা আক্তার জেবীন

“লেখকদের জন্য ১০টি পরামর্শ (দৈনন্দিন পর্ব-৮)  🌟 লেখকদের জন্য ১০টি পরামর্শ (অনুপ্রেরণা ও আত্ম-উন্নয়ন নিয়ে)1. লেখার সময় নি...
25/06/2025

“লেখকদের জন্য ১০টি পরামর্শ (দৈনন্দিন পর্ব-৮)

🌟 লেখকদের জন্য ১০টি পরামর্শ (অনুপ্রেরণা ও আত্ম-উন্নয়ন নিয়ে)

1. লেখার সময় নির্ধারিত করুন*
প্রতিদিন নির্দিষ্ট সময়ে লেখার অভ্যাস তৈরি হলে মস্তিষ্ক নিজেই প্রস্তুত থাকে।

2. লেখকের ডায়েরি রাখুন*
প্রতিদিন ৫–১০ মিনিট লিখুন নিজের ভাবনা, ইমেজ বা সংলাপ—যা ইচ্ছা। এতে সৃজনশীলতা জাগে।

3. চেনা জায়গা থেকে বের হন*
নতুন জায়গা, নতুন পরিবেশ আপনাকে নতুন গল্প দেবে।

4. নিজের লেখায় সন্তুষ্ট না হলে হতাশ হবেন না*
এটি স্বাভাবিক। ভালো লেখকরা বারবার লিখে উন্নতি করেন।

5. ভিন্ন ধরনের বই পড়ুন*
শুধু আপনার পছন্দ নয়, ভিন্ন ঘরানার বই পড়লে নতুন দৃষ্টিভঙ্গি আসবে।

6. নিজের পুরোনো লেখা পড়ে উন্নয়ন খুঁজুন*
আপনি কীভাবে বেড়েছেন সেটা জানা আপনাকে অনুপ্রাণিত করবে।

7. লেখকদের নিয়ে লেখা বা সাক্ষাৎকার পড়ুন*
তাঁদের সংগ্রাম ও অভিজ্ঞতা আপনাকে সাহস দেবে।

8. নোট রাখার অভ্যাস গড়ুন*
হঠাৎ মনে পড়া দৃশ্য, সংলাপ, নাম—সব লিখে রাখুন। এসবই ভবিষ্যতের রসদ।

9. ভয় পাবেন না, ভুল করতে দিন*
লেখা মানেই সাহসিকতা। ভুল করেও আপনি এগিয়ে যাবেন।

10. লেখা শেয়ার করুন*
আত্মবিশ্বাস গড়তে এবং মতামত পেতে নির্ভরযোগ্য কারো সঙ্গে লেখা শেয়ার করুন।

পরিকল্পনা ও লেখা - Bin Hossain

একক বই প্রকাশ করতে যোগাযোগ করুন আমাদের সাথে, আমরা ১০০% মানসম্পন্ন কাজ দেওয়ার নিশ্চিয়তা দেবো ইনশাআল্লাহ।
যোগাযোগ করুন - 01771-594505

আমাদের গ্রুপে যুক্ত হয়ে থাকুন, আমাদের নোটবুকBin Hossain01771-594505আমাদের নোটবুক

“লেখকদের জন্য ১০টি পরামর্শ (দৈনন্দিন পর্ব - ৭)”আজকের থিম: ✍️ পাণ্ডুলিপি সম্পাদনা ও প্রস্তুতির কৌশল 🛠 লেখকদের জন্য ১০টি প...
24/06/2025

“লেখকদের জন্য ১০টি পরামর্শ (দৈনন্দিন পর্ব - ৭)”
আজকের থিম: ✍️ পাণ্ডুলিপি সম্পাদনা ও প্রস্তুতির কৌশল

🛠 লেখকদের জন্য ১০টি পরামর্শ (সম্পাদনা ও পাণ্ডুলিপি প্রস্তুতি)

1. লেখা শেষ করেই সম্পাদনা শুরু করবেন না,
একদিন বা অন্তত কিছুক্ষণ বিরতি নিন, তারপর ঠান্ডা মাথায় পড়ুন।

2. বড় কিছু কাটতে ভয় পাবেন না,
দরকার হলে প্রিয় প্যারাগ্রাফও বাদ দিন যদি তা লেখার গতি বা গঠন নষ্ট করে।

3. উচ্চস্বরে পড়ে শুনুন,
ভুল শব্দচয়ন, জড়তা, সংলাপের অস্পষ্টতা নিজেই ধরা পড়ে যাবে।

4. একাধিক ধাপে সম্পাদনা করুন,
প্রথমে বড় বিষয় (গঠন, প্লট), পরে ভাষা, তারপর বানান—একসঙ্গে নয়।

5. অন্য কাউকে পড়ে দেখতে দিন,
সে আপনার দৃষ্টিকোণের বাইরের ত্রুটি ধরতে পারবে।

6. ঘনঘন পুনরাবৃত্তি এড়িয়ে চলুন,
এক ভাব বারবার না লিখে সংক্ষেপে বলুন, পাঠককে বোঝাতে ভরসা রাখুন।

7. ‘খারাপ’ শব্দগুলো খুঁজে বের করুন,
যেমন: "খুব", "একটু", "অনেক" — এগুলোর ব্যবহার সীমিত করুন, নির্ভুল শব্দ বেছে নিন।

8. একটি স্টাইল গাইড অনুসরণ করুন,
লেখায় একধরনের ধারাবাহিকতা রাখতে নিজস্ব নিয়ম বানিয়ে সেটি মেনে চলুন।

9. টাইমলাইন ও চরিত্রের নাম মিলিয়ে নিন,
পুরো বইজুড়ে যেন কোনো গড়মিল না থাকে।

10. ফাইনাল ফরম্যাটিং-এ সময় দিন,
হেডিং, অনুচ্ছেদ, ইন্ডেন্ট, ফন্ট — সব কিছু যেন প্রকাশযোগ্য মানের হয়।

পরিকল্পনা ও লেখা - Bin Hossain

একক বই প্রকাশ করতে যোগাযোগ করুন আমাদের সাথে, আমরা ১০০% মানসম্পন্ন কাজ দেওয়ার নিশ্চিয়তা দেবো ইনশাআল্লাহ।
যোগাযোগ করুন - 01771-594505

আমাদের গ্রুপে যুক্ত হয়ে থাকুন, আমাদের নোটবুকBin Hossain01771-594505আমাদের নোটবুক

📝 নিয়োগ বিজ্ঞপ্তি – বই বিক্রিতে আগ্রহী উদ্যমী ব্যক্তিদের খুঁজছি  আমরা!📚 *নোটবুক প্রকাশ* এমন এক প্রকাশনা প্রতিষ্ঠান যারা ...
23/06/2025

📝 নিয়োগ বিজ্ঞপ্তি – বই বিক্রিতে আগ্রহী উদ্যমী ব্যক্তিদের খুঁজছি আমরা!

📚 *নোটবুক প্রকাশ* এমন এক প্রকাশনা প্রতিষ্ঠান যারা নতুন লেখক, সাহসী গল্প ও মানসম্পন্ন বই প্রকাশে প্রতিশ্রুতিবদ্ধ।
আমরা আমাদের *বিক্রয় ও প্রমোশন টিমে* কিছু উদ্যমী, দায়িত্বশীল এবং বইপ্রেমী লোক খুঁজছি — শুধুমাত্র *কমিশন ভিত্তিতে কাজের জন্য*।

✨ খালি পদ:
📱সোশ্যাল মিডিয়া প্রোমোটার

* বই বিক্রির জন্য সোশ্যাল মিডিয়ায় প্রচারণা চালানো
* ইনবক্সে আগ্রহীদের সঙ্গে যোগাযোগ, অর্ডার কনফার্ম
* বই নিয়ে পোস্ট, ভিডিও, রিল তৈরি ও প্রচার
* প্রতিটি সফল বিক্রয়ের জন্য কমিশন পাবেন

🎯 যা লাগবে:
* বই ও সাহিত্য ভালোবাসা
* ফেসবুক/ইনস্টাগ্রামে অ্যাক্টিভ থাকা
* ফোন বা ইনবক্সে পাঠকের সাথে ভদ্রভাবে কথা বলার দক্ষতা

★ আবশ্যিক যোগ্যতা:
ন্যূনতম এইচএসসি পাশ
বাংলা ভাষায় সাবলীল
বই ও লেখালেখির প্রতি ভালোবাসা
সোশ্যাল মিডিয়া ব্যবহারে দক্ষতা (বিশেষ করে Facebook)

💰 বেতন ও সুবিধা:
*নির্ধারিত বেতন নয় — প্রতি বই বিক্রিতে আকর্ষণীয় কমিশন।
* কাজের উপর ভিত্তি করে ইনসেন্টিভ / বোনাস
* আপনি যত বই বিক্রি করবেন, তত আয় করবেন।
* মাসিক টার্গেট পূরণে *বোনাস* সুবিধা
* ঘরে বসে কাজ করার সুযোগ (পার্টটাইম/ফুলটাইম)

📅 আবেদন করার শেষ সময়:
১৫ জুলাই ২০২৫

📤 আবেদনপত্র পাঠান:
📧 ইমেইল করুন: [email protected]
অথবা
📩 আমাদের পেজে ইনবক্স করুন আপনার সিভি ও ২-৩ লাইনের পরিচয় লিখে।

📣 বই নিয়ে কাজ করতে চান? বিক্রি করে আয় করতে চান? নিজের সময় ও দক্ষতাকে কাজে লাগাতে চান? তাহলে এখনই আবেদন করুন!
নোটবুক প্রকাশ-এর অংশ হয়ে উঠুন। 🌿

🧾 কমিশনের উদাহরণ:
* প্রতি বিক্রিত বইয়ে বিক্রিত মূল্যের ১০%-১৫% পর্যন্ত কমিশন।

“লেখকদের জন্য ১০টি পরামর্শ (দৈনন্দিন পর্ব - ৬)”আজকের থিম: পাঠকের মনোযোগ ধরে রাখার কৌশল — বিশেষ করে আজকের দ্রুতবেগে পড়া অ...
23/06/2025

“লেখকদের জন্য ১০টি পরামর্শ (দৈনন্দিন পর্ব - ৬)”
আজকের থিম: পাঠকের মনোযোগ ধরে রাখার কৌশল — বিশেষ করে আজকের দ্রুতবেগে পড়া অভ্যাসের যুগে যা অত্যন্ত জরুরি।

-

📖 লেখকদের জন্য ১০টি পরামর্শ (পাঠকের মনোযোগ ধরে রাখার কৌশল)

1. শুরুটা ঝাঁকুনি দেওয়ার মতো করুন,
প্রথম লাইন বা অনুচ্ছেদ পাঠকের মনে কৌতূহল জাগাবে এমন হতে হবে। যেমন—একটি প্রশ্ন, দ্বন্দ্ব বা অপ্রত্যাশিত ঘটনা।

2. সংক্ষিপ্ত অনুচ্ছেদ ও বাক্য ব্যবহার করুন,
বড় বড় প্যারাগ্রাফ পাঠকের চোখে ক্লান্তি আনে। ভেঙে লিখুন।

3. সাসপেন্স তৈরি করুন,
“এরপর কী হবে?”—এই প্রশ্নটা যদি পাঠকের মনে থাকে, সে পড়া ছাড়বে না।

4. প্রত্যেক অধ্যায়ের শেষে হুক রাখুন,
পরবর্তী অধ্যায় পড়ার আগ্রহ জাগান। গল্পের মোড়, নতুন তথ্য বা প্রশ্ন রেখে দিন।

5. অপ্রত্যাশিত মোড় দিন,
পাঠক যদি সবকিছু আগেই বুঝে ফেলে, আগ্রহ হারায়। তাই প্লট টুইস্ট বা চরিত্রের পরিবর্তন দিন।

6. চরিত্রের সঙ্গে আবেগগত সংযোগ তৈরি করুন,
পাঠক যেন চরিত্রের কষ্ট বা আনন্দ নিজের মনে করে নেয়।

7. অপ্রয়োজনীয় বর্ণনা বা সংলাপ কেটে দিন,
যা গল্পে গতি আনে না, তা বাদ দিন। সংক্ষিপ্ততা শক্তি।

8. ভিজ্যুয়াল ইমেজ ও তুলনা ব্যবহার করুন,
যেন পাঠক চোখে দেখতে পায় আপনি যা লিখছেন।

9. সংলাপে গতি আনুন,
কথাবার্তায় দ্বন্দ্ব, রসবোধ, কিংবা নাটকীয়তা রাখলে মনোযোগ বাড়ে।

10. শেষটা মনে রাখার মতো করে লিখুন,
সমাপ্তিতে যেন পাঠকের মনে আলোড়ন তোলে। ভালো সমাপ্তি মানে পুরো গল্প সফল।

পরিকল্পনা ও লেখা - Bin Hossain

একক বই প্রকাশ করতে যোগাযোগ করুন আমাদের সাথে, আমরা ১০০% মানসম্পন্ন কাজ দেওয়ার নিশ্চিয়তা দেবো ইনশাআল্লাহ।
যোগাযোগ করুন - @0177594505

আমাদের গ্রুপে যুক্ত হয়ে থাকুন, আমাদের নোটবুক

'দেখা অদেখা' লেখক সায়মা কাদের এর দ্বিতীয় উপন্যাস।  তবে নোটবুক প্রকাশ থেকে লেখকের প্রথম বই এটি।  বইটির কাজ করতে গিয়ে আমরা...
22/06/2025

'দেখা অদেখা' লেখক সায়মা কাদের এর দ্বিতীয় উপন্যাস। তবে নোটবুক প্রকাশ থেকে লেখকের প্রথম বই এটি। বইটির কাজ করতে গিয়ে আমরা দেখলাম, কিভাবে লেখক এত সুন্দর করে ইসলামিক দৃষ্টিকোণ থেকে একটা গল্প বলে গেছেন।
গল্পে রয়েছে পারিবারিক, সামাজিক ও নৈতিক অনেক শিক্ষা ও শিক্ষণীয় মেসেজ। এই উপন্যাসকে আমরা ইসলামিক ভাব ধারার শিক্ষণীয় উপন্যাসই বলবো। তবে এখানেও হালকা প্রেম, বিরহ ও টানাপোড়েন রেখেছেন লেখক সায়মা কাদের।

বইটি আপনারা নির্দিধায় সংগ্রহ করতে পারেন।
প্রেস রিলিজ উপলক্ষে বইটিতে আমরা সকল পাঠকদের জন্য ৪০% ছাড় দিচ্ছি। হার্ডকভারের ৩০০ জিএসএম সুইডিশ বোর্ডে কভার জ্যাকেট ও ১০০ জিএসএম কাগজে ইনার ছাপানো হয়েছে।

বুকশপের জন্য আমাদের পাইকারি ছাড় প্রযোজ্য। বুকশপে সেল করতে মেসেজ করুন আমাদের হোয়াটসঅ্যাপে।

দেখা অদেখা - সায়মা কাদের
ধরণ - উপন্যাস ( ইসলামিক ভাবধারার)
প্রচ্ছদ - সাহাদাত হোসেন
মুদ্রিত মূল্য - ৪২০/- টাকা মাত্র

৪০% ছাড়ে অর্ডার মূল্য ২৫২ টাকা মাত্র। অর্ডার করতে মেসেজ করুন আমাদের পেইজে বা হোয়াটসঅ্যাপ অথবা কল করুন 01771-594505

রকমারি থেকে কিনতে কমেন্ট চেক করুন।01771-594505

Address

Ab. Rahim Bhavan (Ground Floor), Nawabganj
Dinajpur
5280

Alerts

Be the first to know and let us send you an email when Notebook Prokash posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Notebook Prokash:

Share

Category