Out Field ReZa

Out Field ReZa দেশ ও বিদেশের খেলাধুলার সর্বশেষ সংবাদ পেতে লাইক দিয়ে পাশে থাকুন।

পর্তুগালের হয়ে ৮০+ মিনিটে সুপার সাব তারপরের সময় গুলো ইতিহাস হয়ে গেলো ট্রন্কোর জন্য। জোড়া গোল অতিরিক্ত সময়ে পর্তুগালকে জয়...
23/03/2025

পর্তুগালের হয়ে ৮০+ মিনিটে সুপার সাব তারপরের সময় গুলো ইতিহাস হয়ে গেলো ট্রন্কোর জন্য।
জোড়া গোল অতিরিক্ত সময়ে পর্তুগালকে জয় এনে দিলো।

লামিন ইয়ামাল হোয়াট এ আন্ডার কিট ফুটবলার।
অবিশ্বাস করার মতোই, পেনাল্টি শুটআউটে নেদারল্যান্ডসকে হারিয়ে সেমিফাইনালে স্পেন।

অসাধারণ ফুটবল রাত 🥰

সবার আগে সেমি- ফাইনালে জার্মান। 🥰 গোরেস্কাকে উঠানোর পরেই জার্মান তাদের মিডফিল্ডের কন্ট্রোল হারিয়েছিলো। ন্যাগালসম্যান ৩-০...
23/03/2025

সবার আগে সেমি- ফাইনালে জার্মান। 🥰

গোরেস্কাকে উঠানোর পরেই জার্মান তাদের মিডফিল্ডের কন্ট্রোল হারিয়েছিলো। ন্যাগালসম্যান ৩-০ তে এগিয়ে থাকাতে একটু বেশিই নির্ভার হয়েছিলো, ম্যাচ ড্র হয়ে তার শিক্ষা হলো

সেকেন্ড হাফে জার্মানির মিড বলতে কিছুই ছিল না, ইতালি এই সুযোগটা কাজে লাগাইছে।
যদিও শেষ রক্ষা হয় নাই
টরুলা, বারেলা, রাস্পেটরি নামগুলো এখনো কানের মধ্যে বাজতাছে। 😑

ইউয়েফা ন্যাশন লীগের কোয়াটার ফাইনালের ১ম লেগে জয় পেয়েছে লুকা মদ্রিচের ক্রোয়েশিয়া ও ডেনমার্ক! ফ্রান্সের তারকা সমৃদ্ধ দলের ...
20/03/2025

ইউয়েফা ন্যাশন লীগের কোয়াটার ফাইনালের ১ম লেগে জয় পেয়েছে লুকা মদ্রিচের ক্রোয়েশিয়া ও ডেনমার্ক!

ফ্রান্সের তারকা সমৃদ্ধ দলের বিপক্ষে শুরু থেকে বল পজিশন ধরে রেখে খেলতে থাকে দালিচের ক্রোয়েটরা। শুরুতেই পেনাল্টি পেয়েও গোল কন্সিভ করতে না পারা ক্রোয়েটদের হতাশা বাড়িয়ে দেয় এমবাপ্পে, ডাম্বেলে কালো মুনিয়ারা। পুরো ম্যাচে ৬৩% বল নিজের পায়ে রেখে আর একের পর এক থ্রার্ডম্যানে এট্যাক করার পরেও গোল খুঁজে না পাওয়া ফ্রান্স শেষ পর্যন্ত জালের দেখা পায়নি। আরেক ম্যাচে রামুস হলুন্ডের গোলে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকে হারিয়ে ১ম লেগে ১-০ গোলে এগিয়ে থাকলো ডেনমার্ক।

🥰🤘

ফেইনুর্ডের কাছে ২-১ গোলের ব্যবধানে এসি মিলানের চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়। ইউরোপের সাতবারের চ্যাম্পিয়নরা গত এক দশকে এ...
18/02/2025

ফেইনুর্ডের কাছে ২-১ গোলের ব্যবধানে এসি মিলানের চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়।

ইউরোপের সাতবারের চ্যাম্পিয়নরা গত এক দশকে একবারই কেবল চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলতে উঠেছিলো। 😔

ডাচ ক্লাব ফেইনুর্ডের মাঠে ১ম লেগে ১-০ গোলে হেরে এসেছিলো সার্জিও কনসেসিওর দল। সান সিরোতে নামার আগে কাগজ-কলমে এগিয়ে ছিলো দ্যা মিলান।

খেলা শুরুর ৪০ সেকেন্ডে ফেইনুর্ডের সাবেক খেলোয়াড় সানথিয়াগো গিমেজ নিজের প্রাক্তণ ক্লাবের জালে বল জড়ান। তারপরে চিত্রনাট্য একদম আলাদা। ১-০ গোলের লিড নিয়ে বিরতি থেকে ফেরা মিলানের লেফট ব্যাক থিও হানদ্রাদেজ লাল কার্ড খেয়ে বসে। ১০ জনের দলের উপর প্রেশার ক্রিয়েট করতে থাকে ফেইনুর্ড।

পুরো ম্যাচে মাত্র ১ টি অন টার্গেটে শর্ট নিয়ে সেটিতেই গোল করে, ২য় লেগ মিলিয়ে ২-১ গোলে জয় নিয়ে ইতালির সান সিরো থেকে শেষ ১৬তে পৌছে গেলো নেদারল্যান্ডসের রোটেরডামের ক্লাব ফেইনুর্ড! 🥰

৫৭ বলে ৫৬ রানে ছিল ফিলিপ্সে পরের ১৭ বলে সে নিছে ৫০ রান!এক্সেলেরেশন কিভাবে করা লাগে তার পারফেক্ট উদাহরণ!  লাস্ট ওভারে শাহ...
08/02/2025

৫৭ বলে ৫৬ রানে ছিল ফিলিপ্সে পরের ১৭ বলে সে নিছে ৫০ রান!

এক্সেলেরেশন কিভাবে করা লাগে তার পারফেক্ট উদাহরণ! লাস্ট ওভারে শাহীন আফ্রিদি কে ক্লুলেস বানায় ধুনছে।

স্কুপ করে ছক্কা টা তো দেখার মত ছিল। ফিলিপ্স চ্যাম্পিয়নস ট্রফিতে এই ফর্ম টা রাখতে পারলে নিউজিল্যান্ডের জন্য ভাল কিছু অপেক্ষা করতেছে।
ক্যারিয়ারে প্রথম শতক তুলে নিলো কিইউ অলরাউন্ডার। 😍

লা-লীগার পয়েন্ট টেবিলে শীর্ষে ওঠার লড়াইয়ে রাত ২.০০ টায় রিয়াল মাদ্রিদের হোম গ্রাউন্ড সান্তিয়াগো বার্নাব্যুতে মাঠে নামবে ...
08/02/2025

লা-লীগার পয়েন্ট টেবিলে শীর্ষে ওঠার লড়াইয়ে রাত ২.০০ টায় রিয়াল মাদ্রিদের হোম গ্রাউন্ড সান্তিয়াগো বার্নাব্যুতে মাঠে নামবে আটলেটিকো মাদ্রিদ।

মাদ্রীদ ডার্বিতে কে জয় তুলে নিবে?
কার্লো আনচেলত্তি নাকি দিয়েগো সিমিনওয়ে। 🙄

৯৫ মিনিটে করিম বেনঞ্জেমার গোল 🥰😎
06/02/2025

৯৫ মিনিটে করিম বেনঞ্জেমার গোল 🥰😎

19/01/2025

বছরের প্রথম গোল 🥰

মেসি 😎

নিউক্যাসেল ইউনাইটেডের বিপক্ষে হেডট্রিক ম্যান। ওয়াও 🥰
18/01/2025

নিউক্যাসেল ইউনাইটেডের বিপক্ষে হেডট্রিক ম্যান।

ওয়াও 🥰

২০০৮ সালের ৮ মে, বার্সেলোনা প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা ফ্রাংক রাইকার্ডের উত্তরসূরি হিসেবে গার্দিওলার নাম ঘোষণা করেন।এতে...
18/01/2025

২০০৮ সালের ৮ মে, বার্সেলোনা প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা ফ্রাংক রাইকার্ডের উত্তরসূরি হিসেবে গার্দিওলার নাম ঘোষণা করেন।

এতে করে, তিনি বার্সেলোনার মূল দলের ম্যানেজারের দায়িত্ব পেয়ে যান। ম্যানেজার হিসেবে তার প্রথম মৌসুমে (২০০৮–০৯) বার্সা ট্রেবল জয় করে। এর ফলে চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাসে কনিষ্ঠতম ম্যানেজার হিসেবে এই শিরোপা জেতার কৃতিত্ব গড়েন গার্দিওলা। পরের মৌসুমে গার্দিওলা সুপার কোপা, ইউরোপীয়ান সুপার কাপ এবং ফিফা ক্লাব বিশ্বকাপ জেতে। এক বছরে ছয়টি শিরোপার সবগুলোই জেতে বার্সা। বার্সেলোনাকে মাত্র ৩ বছরে ১৪ ট্রফি জিতিয়ে ইতিহাসে নাম লিখিয়েছেন।

২০১২ সালে ফিফা বর্ষসেরা কোচের পুরস্কার পান তিনি। এরপর বার্সেলোনার কোচের পদ থেকে অব্যাহতি নেবার পর জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের দায়িত্ব নেন গার্দিওয়ালা।

বায়ার্ন মিউনিখের কোচের পদ থেকে অব্যাহতি নেবার পর ২০১৬ সালে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির কোচের দায়িত্ব গ্রহণ করেন। বর্তমানে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির হয়ে কোচের দায়িত্ব পালন করছেন ৪৬ বছর বয়সী এই কোচ।

সর্বকালের অন্যতম সেরা কোচের নাম বললে প্রথমে উঠে আসবে পেপ গার্দিওলার নাম। যার নামের সাথে জড়িয়ে আছে অসংখ্য শিরোপা ও সম্মাননা। আজ এই কিংবদন্তীর ৪৬তম জন্মদিন।

শুভ জন্মদিন Pep Guardiola 😍

আপনার অধীনে ম্যান সিটি ইউরোপীয় চ্যাম্পিয়ন ট্রফি আরেকবার জিতুক এটাই কামনা।

আরব্য রজনীর মতোই টানটান উত্তেজনা আর থ্রিলারের মঞ্চ হয়ে থাকবে সৌদি আরবের কিং আব্দুলাহ স্টেডিয়াম। বছরের প্রথম শিরোপা জেতার...
12/01/2025

আরব্য রজনীর মতোই টানটান উত্তেজনা আর থ্রিলারের মঞ্চ হয়ে থাকবে সৌদি আরবের কিং আব্দুলাহ স্টেডিয়াম।

বছরের প্রথম শিরোপা জেতার দারপ্রান্তে স্পেনের দুই হেভিওয়েট ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ।

গ্লাক্টিকোদের সামলাতে ভালোভাবেই প্রস্তুত হেন্সি ফ্লিকের ট্যাকটিক্স। রিয়ালের হয়ে যেমন মাঠে থাকবে ভিনিসিউয়ুস জুনিয়র, এমবাপ্পে, জুট বেলিংহাম তেমনি কাতালানদের স্বপ্ন দেখাচ্ছে লামিল ইয়ামাল, পাউ কুবারসি, রাফিনহা।

নতুন বছরের প্রথম ট্রফি কারা জয় করবে তা জানা যাবে আজ রাতে।

Address

Birol
Dinajpur
5210

Telephone

+8801581188124

Website

Alerts

Be the first to know and let us send you an email when Out Field ReZa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Out Field ReZa:

Share

Category