sagor 3669

sagor 3669 all time fun

আলহামদুলিল্লাহ দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। আমাদের বন্ধু নাফিউল ইসলাম এর নিজের লেখা একক বইটি আজ থেকে প্রি অর্ডার শুরু হচ্...
05/02/2024

আলহামদুলিল্লাহ দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। আমাদের বন্ধু নাফিউল ইসলাম এর নিজের লেখা একক বইটি আজ থেকে প্রি অর্ডার শুরু হচ্ছে ইন শা আল্লাহ।

বই: জীবনের সমীকরণ
লেখক : নাফিউল ইসলাম
সম্পাদক : শেখ মুহাম্মদুল্লাহ আহনাফ
বিষয়: সামাজিক গল্প
প্রকাশনী : Al-Itqan publications: আল ইতকান পাবলিকেশন্স
প্রচ্ছদ : Imam Hosen
মুদ্রিত মূল্য : ১৮০৳
প্রি-অর্ডার মূল্য : ৯০৳
প্রি-অর্ডার চলবে : ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত
পৃষ্ঠা সংখ্যা : ৫ ফর্মা অর্থাৎ ৮০ পৃষ্ঠা

প্রি অর্ডার করতে ইনবক্স করুন এ আইডিতে > https://www.facebook.com/mdnafiul.islam.585112

সাথে গিফট হিসেবে পাচ্ছেন—
১. প্রিমিয়াম বুকমার্ক
২.লেখকের অটোগ্রাফ এবং
প্রথম বিশজন পাবেন হাতের লেখা চিঠি

প্রি-অর্ডার চলবে ১৭ই ফেব্রুয়ারি পর্যন্ত, ইনশাআল্লাহ!

প্রি-অর্ডার করতে ইনবক্সে যোগাযোগ করুন।

বই থেকে নেয়া একটি গল্পের খন্ডাংশ-

রাতের শেষ প্রহর চলছে। ভোর হয়নি এখনো। তবে আর বেশি সময় বাকি নেই ভোর হবার। কিছুক্ষণের মধ্যেই ভোরের আলো ফুটতে শুরু করবে। চারপাশের সবাই ঘুমে বিভোর।

রাত শেষ হলো। সুবেহ সাদিক শুরু হলো৷ মুআজ্জিনের আজান ভেসে এলো মিনার থেকে। আজান শেষ হতে না হতেই রাস্তার পাশে গাড়ির হর্ণ বেজে উঠল। গ্রামের কাঁচা রাস্তা। অনেক কষ্টে গাড়ি নিয়ে আসতে হয়েছে আরেফিনের। গাড়ি থামল বাড়ির সামনে।

গাড়ি থেকে আরেফিন বাইরে বের হয়ে হন্তদন্ত হয়ে বাড়ির দিকে হাঁটতে লাগল। বারান্দায় লাল চকচকে বাল্ব জ্বলছে। বাড়িতে ঢুকার সময় চোখ আটকাল বারান্দায় থাকা খাটের উপর। কেউ শুয়ে আছে মনে হচ্ছে। খাটের পাশে বসে আছে মিলনের মা-বাবা। নিশ্চুপ, নির্বাক বসে আছে তারা।
আরেফিনকে দেখেই মিলনের মা কেঁদে উঠলেন। বলতে লাগলেন, “তুমি এসেছ বাবা! মিলন সেই কখন থেকে তোমার কথা জিজ্ঞেস করছিল, আরেফিন ভাইয়া কই? আরেফিন ভাইয়া কই?
এই যে দেখো! তুমি এখন এসেছ, কিন্তু আমার ছেলেটা চুপ হয়ে গেছে। কোনো কথা বলছে না।” কান্নার ভেতর দিয়েই কথাগুলো বলে ফেললেন তিনি। মিলনের বাবাও চুপ। একদম বাকহীন.....

Address

Dinajpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when sagor 3669 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share