Nasir Armaan

Nasir Armaan This page is basically a page made up of personal, social, and various activities. I'm here to make videos of how much I've read.

এমন জায়ান্ট টাইপ ছবি বানাতে চাও তাহলে ক্যাপ কার্ড  ওপেন করে নিচের দেয়া প্রমট্টা লিখে দাও। A surreal, humorous scene fea...
23/07/2025

এমন জায়ান্ট টাইপ ছবি বানাতে চাও তাহলে ক্যাপ কার্ড ওপেন করে নিচের দেয়া প্রমট্টা লিখে দাও। A surreal, humorous scene featuring a giant man (attached uploaded photo) Riding bicycle in Hawaii, captured in a wide-angle, ultra-detailed cinematic style. He is riding, smiling while playfully pointing toward the camera with exaggerated perspective, making his hand appear enormous. The man is tall like south asian and wears a black hoodie with black text "Mohamed Abdelalem", sky jeans, and vintage-style red Converse sneakers. Tiny people stand around his feet, looking up in awe or curiosity. The sky is bright blue with scattered clouds, and the sun flares on the right side of the image. Hyper-realistic lighting, fisheye lens distortion, whimsical giant-human fantasy concept, 3D rendered style. 9:6 ratio

রাত ৩.৩৬ মিনিট । ঢাকায় লোকজন এখনো এখানে যেভাবে ঘুরে বেড়াচ্ছে দেখে মনে হচ্ছে যে দিনের বেলা ।
14/07/2025

রাত ৩.৩৬ মিনিট । ঢাকায় লোকজন এখনো এখানে যেভাবে ঘুরে বেড়াচ্ছে দেখে মনে হচ্ছে যে দিনের বেলা ।

14/07/2025
যে যেই মেয়ে তার বাবা মার নামে মামলা করতে পারে তাহলে বুঝতে হবে যে ওই মেয়ে কি ধরনের আদর্শ পেয়ে বড় হয়েছে। আমার মনে হয়...
13/07/2025

যে যেই মেয়ে তার বাবা মার নামে মামলা করতে পারে তাহলে বুঝতে হবে যে ওই মেয়ে কি ধরনের আদর্শ পেয়ে বড় হয়েছে।

আমার মনে হয় না কোন বাবা-মা এই পৃথিবীতে তার সন্তানকে খারাপ পথে যেতে দিবে, সন্তান মাঝে মাঝে ভুল ভ্রান্তি করে এটার পরিপ্রেক্ষিতে বাবা-মা হিসেবে সন্তানকে বকাঝকা করা বকাঝকা সন্তান না শুনলে তাহলে তাকে কিছু সময় শাসন করা।

এগুলোর পর যদি একটা সন্তান বাবা মায়ের কথা না শুনে তাহলে তারা কি করবে! আরো বেশি শাসন করবে এটাই স্বাভাবিক তার পরিপ্রেক্ষিতে সন্তান গিয়ে তাদের নামে মামলা করবে এটা কখনো কাম্য নয়। অবাক হয়ে যাচ্ছি জানিনা সামনে আরো কি দেখতে পাবো আল্লাহ পাক সবাইকে হেফাজত করুন।

#মামলা ゚ #বাবামার

এই ছবিগুলোর দিকে তাকালে বোঝা যায় আসলে ২৪ জুলাই কতটা ভয়ঙ্কর ছিল এর মধ্যেও কিছু সাহসী শ্রদ্ধা লুকিয়ে ছিল তাদেরই মাঝে। প...
09/07/2025

এই ছবিগুলোর দিকে তাকালে বোঝা যায় আসলে ২৪ জুলাই কতটা ভয়ঙ্কর ছিল এর মধ্যেও কিছু সাহসী শ্রদ্ধা লুকিয়ে ছিল তাদেরই মাঝে। প্রশংসার দাবিদার আমি শুধু অবাক হয়ে যাই কিভাবে সম্ভব এত সাহস কিভাবে জগিয়েছে তারা।😱😱😱😱😱
゚ #২৪জুলাই #আগষ্ট ゚viralfbreelsfypシ゚viral

📌 🔥 মধ্যপ্রাচ্যে আগুন! ইরান-ইসরায়েল সংঘর্ষ – বিশ্ব কি আরেকটি যুদ্ধে জড়িয়ে পড়বে?📢 ইরান ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনা এখন চ...
26/06/2025

📌
🔥 মধ্যপ্রাচ্যে আগুন! ইরান-ইসরায়েল সংঘর্ষ – বিশ্ব কি আরেকটি যুদ্ধে জড়িয়ে পড়বে?

📢
ইরান ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনা এখন চরম পর্যায়ে। প্রতিদিনই নতুন হামলা, প্রতিশোধ আর ধ্বংসের খবর আসছে। নিরীহ মানুষের রক্তে ভিজে যাচ্ছে মধ্যপ্রাচ্যের মাটি।

🌍 এটা শুধু দুই দেশের যুদ্ধ না — এটা মানবতার বিরুদ্ধে যুদ্ধ। শিশুরা কাঁদছে, মায়েরা সন্তান হারাচ্ছে, ঘরবাড়ি ধ্বংস হচ্ছে।

❗ প্রশ্ন হলো, আমরা চুপচাপ দেখে যাব? নাকি মানবতার পাশে দাঁড়াব?

🕊️ শান্তির জন্য প্রার্থনা করুন। যুদ্ধ কোনো সমাধান নয়।

✊ যদি আপনি যুদ্ধ নয়, শান্তি চান — এই পোস্টটি শেয়ার করুন এবং লিখুন:

21/06/2025

তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে, বাংলাদেশের জন্য করণীয় হবে খুবই সংবেদনশীল, কৌশলী এবং আন্তর্জাতিকভাবে ভারসাম্যপূর্ণ একটি অবস্থান নেওয়া। নিচে সম্ভাব্য করণীয় কিছু দিক তুলে ধরা হলো:

🔹 ১. নিরপেক্ষ অবস্থান বজায় রাখা (Diplomatic Neutrality)
যুদ্ধের পক্ষে বা বিপক্ষে সরাসরি অংশ না নিয়ে নিরপেক্ষ অবস্থান নেওয়া।
জাতিসংঘের নির্দেশনা ও আন্তর্জাতিক আইন অনুসরণ করা।
বিশ্বশক্তির মধ্যে ভারসাম্য বজায় রেখে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা।

🔹 ২. জাতীয় নিরাপত্তা জোরদার করা
সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা।
সাইবার নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা।
সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক অবস্থায় রাখা।

🔹 ৩. অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা
খাদ্য, জ্বালানি ও ওষুধের পর্যাপ্ত মজুদ গড়ে তোলা।
আমদানি-রপ্তানি বিকল্প খুঁজে বের করা।
কৃষি ও স্বনির্ভর উৎপাদনে জোর দেওয়া।

🔹 ৪. মানবিক প্রস্তুতি নেওয়া
আশ্রয়প্রার্থী (refugees) আসলে তাদের জন্য জরুরি ব্যবস্থাপনা।
নাগরিকদের জন্য আশ্রয়কেন্দ্র, চিকিৎসা ও খাদ্য সরবরাহের ব্যবস্থা গড়ে তোলা।

🔹 ৫. তথ্য ও গণমাধ্যম নিয়ন্ত্রণে রাখা
গুজব ও ভুয়া তথ্য রোধে তথ্য সচেতনতা বাড়ানো।
দায়িত্বশীল সংবাদ প্রচার নিশ্চিত করা।

🔹 ৬. আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি
SAARC, OIC, UN, ASEAN এর মতো সংগঠনের সঙ্গে সক্রিয় যোগাযোগ রাখা।
মানবিক সহায়তা ও আন্তর্জাতিক সাহায্য পাওয়ার কৌশল নির্ধারণ।

🔹 ৭. জনসচেতনতা তৈরি
জনগণকে সচেতন ও প্রস্তুত রাখতে মিডিয়া ও সরকারি প্রচারণা চালানো।
যুদ্ধকালীন জীবনযাপনের নির্দেশিকা প্রস্তুত ও প্রচার করা।

মোটকথা :
তৃতীয় বিশ্বযুদ্ধ একটি বৈশ্বিক সংকট হবে। বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ, উন্নয়নশীল দেশ হওয়ায় যুদ্ধ এড়িয়ে চলা এবং শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখাই হবে সবচেয়ে বিচক্ষণ পদক্ষেপ।

👉 সবচেয়ে বড় শক্তি হবে — কূটনীতি, প্রস্তুতি, ও জনগণের ঐক্য।

ছবি যখন কথা বলে ............
28/05/2025

ছবি যখন কথা বলে ............

এই মানুষ গুলোকে আমাদের সন্মান করা উচিৎ। সামান্য কিছু টাকার জন্য তারা আমাদের মাঝে ঘুরে বেরায়। কিন্তু মাঝে মাঝে কিছু ঝামে...
19/05/2025

এই মানুষ গুলোকে আমাদের সন্মান করা উচিৎ। সামান্য কিছু টাকার জন্য তারা আমাদের মাঝে ঘুরে বেরায়।

কিন্তু মাঝে মাঝে কিছু ঝামেলার কথা শুনা যায়, যা আসলেই কাম্য নয়।

তারাও আমাদের মানুষ। তাদেরও সামাজিক অধিকার রয়েছে।

আমি বলতে চাচ্ছি তা আপনারা বুঝতে পেরেছেন।

03/05/2025

৫ আগস্ট গণভবনে ঢুকে আমি প্রথমে পুকুর পারটায় যেয়ে বসি। কেউ পুকুর পাড়ে বসে কাঁদছে, কেউ গোসল করছে, কেউ মাছ ধরছে। সবার মাঝে মুক্তির আনন্দ।

এর মধ্যে এক মধ্য বয়সী ভদ্রলোক আমার পাশে এসে বসেন। যে গ্রুপটা সর্বপ্রথম গণভবনে ঢুকে তাদের মধ্যে তিনি একজন। লোকটা নানান গল্প করতে করতে বেশ বিষন্ন হয়ে যায়।

একটা পর্যায়ে বলে, জানেন ভাই, এই মহিলা দুপুরে খাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তার ডাইনিংয়ে ১০-১২ পদের আইটেমের বুফে প্রস্তুত ছিল। একদম গরম টাটকা খাবার।

তার ফ্রিজ্গুলো খুলে দেখেছিলাম। এত বড় বড় পাংগাস মাছ আমি জীবনেও দেখিনি। একেকটা ১৫-২০ কেজি ওজনের নদীর পাংগাস।

অন্তত ১০-১২ টা আস্ত ইলিশ মাছ দেখেছি। একেকটা ১.৫ কেজির কম না।

একটা গরীব দেশে এই মহিলা রানীর মত বসবাস করছিল। অথচ এই মহিলা আমাদেরকে পিয়াজ ছাড়া, তেল ছাড়া রান্না করতে বলতো, বাচ্চাদেরকে কাঁঠালের বার্গার খাওয়াতে বলতো, ভাতের বদলে আলু খেতে বলতো।

আমার বাচ্চা অনেক দিন ইলিশ মাছ খায় না। সাধ্য হয় না কেনার। বলতে বলতে লোকটা কেঁদে ফেললো।

আমি কিচ্ছু ধরি নাই। খুব ঘৃনা লেগেছে এই খাবারগুলো দেখে।

তারপর চোখ মুছতে মুছতে বললো, শেখ হাসিনা এদেশের মানুষকে প্রচন্ড ঘৃণা করতেন আর আমাদের কস্ট দেখে আনন্দ পেতেন।

কথা সত্য। উনি আমাদেরকে ঘৃনা করতেন, অসম্ভব রকমের ঘৃনা করতেন।

- শাহরিয়ার আহমেদ

19/04/2025

#সিলেট, #সৈয়দপুর, #খোলাহাটি, #বাংলাদেশট্র্যাভেল, #গ্রামবাংলা, #প্রকৃতি, #ভ্রমণভিডিও, , ,

Address

Dinajpur
5200

Alerts

Be the first to know and let us send you an email when Nasir Armaan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nasir Armaan:

Share