28/09/2025
রেজিষ্ট্রেশন করতে গিয়েও করিনাই। এতোদিন নগদ একাউন্ট ছিলোনা রেজিষ্ট্রেশন এর জন্য সেটাও খুললাম। কিন্তু ফাইনালি করিনি।
যে সমাবর্তনে আমি আমার বাবা-মা কে নিয়ে আসতে পারবোনা, সেই সমাবর্তনের আমার কোন প্রয়োজন নেই। ৩০০০ টাকা প্লাস সমাবর্তনের সময় ৩/৪ হাজার টাকা তো অপচয় হবেই সেইটা দিয়ে আমার বাবা মা কে গিফট করবো, ভালো একটা রেস্টুরেন্টে গিয়ে খাওয়াবো, একদিন ওদের কে নিয়ে আউটিং এ যাবো। একদিন না, ঠিক ২২ নভেম্বর এর দিন।
এমনো হতে পারে তারা যেতে পারবেনা কোন কারণে, আবার আমাদের অনেকেরই বাবা মা বেঁচে নেই, কিন্তু গেস্ট এলাউ না, এই অপমান টা আমি নিতে পারবোনা।
কারো বাবা-মা কারো ভাই-বোন, স্বামী এদের কেউ না কেউ তো আমাদের এই সমাবর্তনের পেছনের কারিগর? তারাই আমাদের এই আয়োজনে এলাউ না!
আর সার্টিফিকেট দিবে শুধু টপারদের? ফানি না?
তাহলে এই সমাবর্তন টপারদের জন্য করুন শুধু।
এই পয়েন্ট নিয়ে আর কোন কথা বলার রুচি নাই আমার।
একসাথে এতোগুলো ব্যাচের আয়োজন করতে কে বলছে আপনাদের? সাড়াজীবন কুয়ালিটি আর কুয়ান্টিটির পার্থক্য বুঝাইতে বুঝাইতে তো চুল দাঁড়ি পাকায় ফেললেন, নিজেদের ক্ষেত্রে এই আউটপুট আপনাদের? স্যালুট!
আর নভেম্বরেই কেনো সমাবর্তন করতে হবে আপনাদের? কে তাগাদা দিছে? স্টুডেন্টদের জন্য আয়োজন, তারা তো দেয়নাই! নির্বাচনের পরে করলে কী কী সমস্যা হতো? এতোবছর অপেক্ষা করলাম বাট রাষ্ট্রেপতির হাত থেকে সনদ নিতে পারবো আমরা এইটাই বা কেনো হবে? সরি, আমরা তো আর সনদ নিতে পারবোনা। তো টপারদের একটা সম্মান আছে না? এতো শ্রম দিয়ে পড়াশোনা করে প্লেস করছে সেটার অন্তুত ভ্যালু দেন! রাষ্টপতি নেই তো
কোন আন্তর্জাতিক ব্যক্তিবর্গও তো নেই! ব্যাপারটা ওদের জন্য কষ্টের কিন্তু। ভেবে দেখবেন!
বিশেষ করে উপরের দুইটা নিয়ম বহাল রেখে যদি এই সমাবর্তন হয়, তাহলে এই সমাবর্তন বয়কট করলাম!
জানি আমি ক্ষুদ্র কেউ, এতে কারো কিছু যায়-আসবে না, তবুও নিজের অবস্থানটা জানালাম। ও হ্যা, আমার মতো সংখ্যাটাও অনেক, সেই অনেকের হয়েই পোস্ট দেওয়া।
© Tabassum Ferdous