HSTU Short Stories

HSTU Short Stories It's a platform where you can share your memories and experiences gathered during your HSTU life.

হাবিপ্রবির ২য় সমাবর্তন। সবার স্বপ্ন জীবনে গাউন ও টুপি পরে হাতে সার্টিফিকেট নিয়ে একখান ছবি তুলা আর এই মূহুর্ত ক্যামেরা বন...
08/10/2025

হাবিপ্রবির ২য় সমাবর্তন।
সবার স্বপ্ন জীবনে গাউন ও টুপি পরে হাতে সার্টিফিকেট নিয়ে একখান ছবি তুলা আর এই মূহুর্ত ক্যামেরা বন্দী করার সময় পাশে থাকবে তারই বাবা মা যাদের জন্য আজ সফলতা অর্জন করেছে। আমিও তার ব্যাতিক্রম নই আমার ও স্বপ্ন আমার এই সফলতা যাদের জন্য তাদের নিয়ে ছবি তুলা।
দেখতে দেখতে রেজিস্ট্রেশন এর সময় শেষ ।

দেখা হচ্ছে হাবিপ্রবি ২২ নভেম্বর ২০২৫ ইং রোজ শনিবার

📩

একটি    ছোটগল্প-- ৬১৪
07/10/2025

একটি
ছোটগল্প-- ৬১৪

28/09/2025

রেজিষ্ট্রেশন করতে গিয়েও করিনাই। এতোদিন নগদ একাউন্ট ছিলোনা রেজিষ্ট্রেশন এর জন্য সেটাও খুললাম। কিন্তু ফাইনালি করিনি।

যে সমাবর্তনে আমি আমার বাবা-মা কে নিয়ে আসতে পারবোনা, সেই সমাবর্তনের আমার কোন প্রয়োজন নেই। ৩০০০ টাকা প্লাস সমাবর্তনের সময় ৩/৪ হাজার টাকা তো অপচয় হবেই সেইটা দিয়ে আমার বাবা মা কে গিফট করবো, ভালো একটা রেস্টুরেন্টে গিয়ে খাওয়াবো, একদিন ওদের কে নিয়ে আউটিং এ যাবো। একদিন না, ঠিক ২২ নভেম্বর এর দিন।
এমনো হতে পারে তারা যেতে পারবেনা কোন কারণে, আবার আমাদের অনেকেরই বাবা মা বেঁচে নেই, কিন্তু গেস্ট এলাউ না, এই অপমান টা আমি নিতে পারবোনা।
কারো বাবা-মা কারো ভাই-বোন, স্বামী এদের কেউ না কেউ তো আমাদের এই সমাবর্তনের পেছনের কারিগর? তারাই আমাদের এই আয়োজনে এলাউ না!

আর সার্টিফিকেট দিবে শুধু টপারদের? ফানি না?
তাহলে এই সমাবর্তন টপারদের জন্য করুন শুধু।
এই পয়েন্ট নিয়ে আর কোন কথা বলার রুচি নাই আমার।
একসাথে এতোগুলো ব্যাচের আয়োজন করতে কে বলছে আপনাদের? সাড়াজীবন কুয়ালিটি আর কুয়ান্টিটির পার্থক্য বুঝাইতে বুঝাইতে তো চুল দাঁড়ি পাকায় ফেললেন, নিজেদের ক্ষেত্রে এই আউটপুট আপনাদের? স্যালুট!

আর নভেম্বরেই কেনো সমাবর্তন করতে হবে আপনাদের? কে তাগাদা দিছে? স্টুডেন্টদের জন্য আয়োজন, তারা তো দেয়নাই! নির্বাচনের পরে করলে কী কী সমস্যা হতো? এতোবছর অপেক্ষা করলাম বাট রাষ্ট্রেপতির হাত থেকে সনদ নিতে পারবো আমরা এইটাই বা কেনো হবে? সরি, আমরা তো আর সনদ নিতে পারবোনা। তো টপারদের একটা সম্মান আছে না? এতো শ্রম দিয়ে পড়াশোনা করে প্লেস করছে সেটার অন্তুত ভ্যালু দেন! রাষ্টপতি নেই তো
কোন আন্তর্জাতিক ব্যক্তিবর্গও তো নেই! ব্যাপারটা ওদের জন্য কষ্টের কিন্তু। ভেবে দেখবেন!

বিশেষ করে উপরের দুইটা নিয়ম বহাল রেখে যদি এই সমাবর্তন হয়, তাহলে এই সমাবর্তন বয়কট করলাম!
জানি আমি ক্ষুদ্র কেউ, এতে কারো কিছু যায়-আসবে না, তবুও নিজের অবস্থানটা জানালাম। ও হ্যা, আমার মতো সংখ্যাটাও অনেক, সেই অনেকের হয়েই পোস্ট দেওয়া।


© Tabassum Ferdous

হাবিপ্রবির সিএসই-১৮ ব্যাচের দুজন ফুল ফান্ডেড স্কলারশিপে হায়ার স্টাডিজে বিদেশে যাচ্ছেন৷ অভিনন্দন তাদের 🌸
27/09/2025

হাবিপ্রবির সিএসই-১৮ ব্যাচের দুজন ফুল ফান্ডেড স্কলারশিপে হায়ার স্টাডিজে বিদেশে যাচ্ছেন৷ অভিনন্দন তাদের 🌸

আলহামদুলিল্লাহ! শিক্ষার্থীদের প্রাথমিক বিজয়❤️
22/09/2025

আলহামদুলিল্লাহ!

শিক্ষার্থীদের প্রাথমিক বিজয়❤️

পুকি যখন আমার ক্যাম্পাসে 😇😇যে যে দেখা করতে চান চলে আসুন মেইন গেট, হাবিপ্রবিতে ।
20/09/2025

পুকি যখন আমার ক্যাম্পাসে 😇😇
যে যে দেখা করতে চান চলে আসুন মেইন গেট, হাবিপ্রবিতে ।

19/09/2025

এবার বিসিএস পরিক্ষায় এর প্রশ্ন থেকে শুরু করে অভিজ্ঞতা কেমন ছিলো?

আপনার ভুল গুলো জানাতে পারেন আমাদের ইনবক্সে অথবা কমেন্ট এ পরবর্তী যাদের প্রথম বিসিএস পরিক্ষা তাদের জন্য এই অভিজ্ঞতা টা কাজে দিবে।

18/09/2025

বিসিএস বাস সার্ভিসের বিস্তারিতঃ

১। আগামীকাল ১৯ সেপ্টেম্বর সকালে বাস রংপুরের উদ্দেশ্যে রওনা হবে।

২। বাস ছাড়ার সময় ও স্থানঃ
হাবিপ্রবি ক্যাম্পাস থেকে সকাল ৬.০০টা

৩। শহর (টার্মিনাল) থেকে শিক্ষার্থীদের রিসিভ করার জন্য ৩টি বাস (সোনার তরী) বরাদ্দ থাকবে।
- এক্ষেত্রে বাস নাম্বার প্রযোজ্য নয়। যেকোনো বাসে উঠে ক্যাম্পাসে চলে আসবেন।
- শহর থেকে এই বাস ৩টি সকাল ৫.৪৫ টায় ছাড়বে।
- শহর থেকে বাসে উঠার ক্ষেত্রে সার্বিক বিষয়ে যোগাযোগ করুন- 01580525080 এই নাম্বারে।

৪। ক্যাম্পাসে উপস্থিত হওয়ার পর আপনার প্রথম কাজ হচ্ছে- আপনার ব্যক্তিগত মোবাইল নাম্বরে পাঠানো বাস নাম্বার অনুযায়ী, সংশ্লিষ্ট বাসের সামনে চলে আসা। উল্লেখ্য, বাসে আমাদের ব্যানার টাঙানো থাকবে। সেই ব্যানারে বাস নাম্বার লেখা থাকবে।

৫। ভেরিফিকেশনঃ আমাদের দুই জন স্বেচ্ছাসেবক বাসের সামনে দাঁড়িয়ে থাকবে। তাকে আপনার ফোনে পাঠানো ম্যাসেজটি দেখাবেন। কেউ ফোন রুমে রেখে আসলে আপনার নাম্বারে পাঠানো টেকেন নাম্বার ও আপনার নাম বললেই হবে। স্বেচ্ছাসেবক ভাই ভেরিফাই করে আপনার হাতে টোকেন নাম্বার, যোগাযোগ নাম্বারসহ একটি স্লিপ দিবেন। স্লিপটি সংরক্ষণ করুন। পরীক্ষা শেষে ফেরার সময় বাস খুঁজে না পেলে স্লিপের নাম্বারে যোগাযোগ করুন।

৬। সিট নাম্বারঃ ভেরিফিকেশন হয়ে গেলে স্বেচ্ছাসেবকের কাছে থাকা বক্স থেকে একটি চিরকুট তুলবেন। চিরকুটে থাকা নাম্বারটিই আপনার সিট নাম্বার।

৭। সিট নাম্বার পেয়ে গেলে বাসে উঠুন। বাসে একজন স্বেচ্ছাসেবক ভাই থাকবেন। তিনি আপনাকে সিট নাম্বার অনুযায়ী সিটে বসতে সহযোগিতা করবেন।

৮। মোবাইল/ব্যাগ সংরক্ষণ করার ব্যবস্থা থাকবে। সেক্ষেত্রে বাসে অবস্থানরত স্বেচ্ছাসেবক ভাইয়েরা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ।

৯। রাতের মাঝেই সকলে ম্যাসেজে টোকেন নাম্বার পেয়ে যাবেন। রেজিস্ট্রেশনকৃত কেউ ম্যাসেজ না পেলেও চলে আসবেন, আপনাদের সিট বরাদ্দ অবশ্যই থাকবে ইনশাআল্লাহ।

১০। রেজিস্ট্রেশন করেননি, এমন কেউ বাসে উঠবেন না অনুগ্রহ করে।

সকলের যাত্রা নিরাপদ হোক। পরীক্ষা ভালো হোক। শুভ কামনা নিরন্তর।

রেজওয়ানুল হক
সভাপতি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

18/09/2025

গাংচিল কেমন উপভোগ করতেছেন?

17/09/2025

ক্যাম্পাস মনে হয় এখন ২৪ ব্যাচের যেখানে সেখানে দেখি পোলাপান ধরে ঝারতেসে 🫰

ভাই আশেপাশেও একটু দেখিয়েন আমরাও ক্যাম্পাসে আছি এখনো। ঝারি দিতে রুম আছে আরো অনেক জায়গা আছে কিন্তু টংয়ের দোকানে এগুলো কেন🐸

📩 ব্যাচ-২০

একটি    ছোটগল্প-- ৬১৩
16/09/2025

একটি
ছোটগল্প-- ৬১৩

🥳
15/09/2025

🥳

Address

Dinajpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when HSTU Short Stories posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to HSTU Short Stories:

Share

Category