01/04/2025
ঈদের নামাজে ইমাম সাহেব ঘোষণা দেয় যারা রোজা রাখেন নাই আল্লাহর কাছে ক্ষমা চান লজ্জিত হন কান ধরে উঠবস করেন জীবনে আর এমন করবো না। রোজা ভাংবো না।
যুবকদের এমন কর্মে সাধুবাদ জানাই ।
কে রোজা রেখেছে কে রোজা রাখে নাই কেউ জানতো না তারপরেও অপরাধের স্বীকারোক্তি দিয়ে নিজে নিজে লজ্জিত হয়ে ঈদের নামাজের মাঠে তওবা করে।
হতে পারে তার মাধ্যমেও তারা ক্ষমা পেতে পারে।
এই বিষয়টি আমরা সবাই পজেটিভ হিসেবে নিতে পারি, আল্লাহ আমাদের ক্ষমা করুন, এমন ভুল থেকে রক্ষা করুন আমিন।
#আল্লাহ #আমিন