25/09/2025
নামাজের গুরুত্ব...
নামাজ হলো আল্লাহর প্রতি বান্দার আনুগত্য প্রকাশ ও তার সান্নিধ্য লাভের সর্বোত্তম উপায়। এর মাধ্যমে একজন মুসলিম দিনে পাঁচবার আল্লাহর সাথে সরাসরি সংযোগ স্থাপন করে। কোরআন ও হাদীসে নামাজের গুরুত্ব বহুবার উল্লেখ করা হয়েছে, এটিকে জান্নাতের চাবি এবং মুমিনের জন্য মেরাজ (আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম) বলা হয়েছে।