27/05/2025
বোচাগঞ্জের শিক্ষার্থী সোহানা জাতীয় দৌড় প্রতিযোগিতায় শ্রেষ্ঠ, ইউএনওর ফুলেল শুভেচ্ছা
*****************************************
মাসুদ জাহাঙ্গীর বোচাগঞ্জ (দিনাজপুর) থেকে
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক - ২০২৫ ইং ক্রীড়া প্রতিযোগিতা ১০০ মিটার দৌড় জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার শিক্ষার্থী সোহানা। সে উপজেলার ২নং ঈশানিয়া ইউনিয়ন দকচাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। সোহানা প্রথমে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় শ্রেষ্ঠ হয়। পরবর্তীকালে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে। ২৪ মে ২০২৫ইং শনিবার সকাল ১০ টায় ঢাকায় মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ প্রাঙ্গনে এই চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সোহানার এ সাফল্যে তার বিদ্যালয় এবং এলাকার সকল শ্রেণী পেশার মানুষ আনন্দিত। এ বিষয়ে তার পিতা সাইফুল ইসলামের সাথে যোগাযোগের মাধ্যমে তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন আমি অনেক আনন্দিত এবং গর্বিত। অপরদিকে সোহানার স্কুলের সহকারী প্রধান শিক্ষক ফারজানা ববির সাথে যোগাযোগ সূত্রে তার প্রতিক্রিয়া জানান, শাহানার এই সাফল্য আমাদের বিদ্যালয়ের জন্য গর্বের এবং আমরা অত্যন্ত আনন্দিত। তার কঠোর পরিশ্রম ও অধ্যাবসায়ের ফলে আজকের এই অর্জন সম্ভব হয়েছে। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক আমাদের জানান, এ বিজয় বিশেষ করে আমার কর্ম এলাকার শিক্ষার্থীদের ক্রীড়া ক্ষেত্রে আরো বেশি মনোযোগী করবে এবং ভবিষ্যতে অনেক ভাল ফল তৈরির সুযোগ সৃষ্টি করবে। সোহানার নিজ শিক্ষা প্রতিষ্ঠান এবং এলাকাবাসীর আয়োজনে স্কুল প্রাঙ্গণে ২৬ মে রবিবার সকাল ১০ টায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তাকে সম্বর্ধনা প্রদান করা হয়। এ সময় দকচাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারহানা ববি, ঈশানিয়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি মোঃ ইমারুল, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর, অত্র স্কুলের
অন্যান্য শিক্ষক,কর্মচারী, এলাকার জনপ্রতিনিধি,গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। ২৭ মে রোজঃ মঙ্গলবার
সকাল ১১ টায় বোচাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ হাসানের কার্যালয়ে শিক্ষার্থী সাহানাকে ফুলেল শুভেচ্ছা ও সম্বর্ধনা প্রদান করে। এসময় ইউ,এন,ও মারুফ হাসানের আমন্ত্রণে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও অন্যান্য দপ্তরের সরকারি অফিসারগণ উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন এবং উপজেলা শিক্ষা অফিসের পক্ষ হতে সম্মাননা ক্রেস্ট প্রদান, পাশা পাশি তাকে উৎসাহ প্রদান এবং দৌড়ে আরো উন্নতি সাধনের লক্ষ্যে তাকে উপজেলা প্রশাসনের পক্ষ হতে রানিং কেডস কেনার জন্য অর্থ প্রদান করা হয়। সোহানার এই অসামান্য অর্জনে পুরো বোচাগঞ্জ উপজেলার সমগ্র জনগণ,পাশাপাশি উপজেলা প্রশাসন অত্যন্ত আনন্দিত এবং গর্বিত।