বোচাগঞ্জ উপজেলা মডেল প্রেস ক্লাব

  • Home
  • Bangladesh
  • Dinajpur
  • বোচাগঞ্জ উপজেলা মডেল প্রেস ক্লাব

বোচাগঞ্জ উপজেলা মডেল প্রেস ক্লাব বস্তুনিষ্ঠ সংবাদ প্রেরণ আমাদের মূল লক্ষ্য... This page is managed by page admin Rakibul Hasan Mahmud.
(1)

28/07/2025

সরকার প্রজ্ঞাপনে উল্লেখ করেছে যে, জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা বিধি অনুযায়...

24/07/2025

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বৃহস্পতিবার (২৪ জুলাই ২০২৫) ফরেন সার্ভিস একাডেমিতে ঘোষণা করেন, নতুন সংশোধিত ফৌজদারি কার...

19/07/2025

অবিলম্বে বন্ধ সেতাবগঞ্জ চিনিকল চালুর দাবি এলাকাবাসীর
*******************************************

মাসুদ জাহাঙ্গীর বোচাগঞ্জ(দিনাজপুর) থেকে

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী সেতাবগঞ্জ চিনিকল দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। চিনিকলটি চালুর দাবিতে প্রতিনিয়ত চিনিকল সংলগ্ন এলাকায় বিক্ষোভ,মানববন্ধন,প্রতিবাদ সভা সহ নানা কর্মসূচি পালিত হচ্ছে।
চিনিকল চালুর দাবিতে আয়োজিত আন্দোলন সংগ্রামের বিভিন্ন কর্মসূচিতে কৃষক, শ্রমিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে থাকেন। তারা বলছেন,এই চিনিকলটি এলাকার প্রধান অর্থনৈতিক চালিকাশক্তি। এটি বন্ধ হয়ে যাওয়ার পর থেকে শত শত শ্রমিক-কর্মচারী বেকার হয়ে পড়েছেন। আখ চাষিরাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কলটি বন্ধ হয়ে যাওয়ায় আখ চাষ ধীরে ধীরে বিলুপ্তির পথে।
স্থানীয় আখ চাষী লুৎফর রহমান জানান,চিনিকল টি বন্ধ হওয়ার পর থেকে আমাদের আখ নিয়ে দুশ্চিন্তা বেড়েছে। বিক্রির উপযুক্ত জায়গা না থাকায় উৎপাদিত অনেক আখ নষ্ট হয়ে যায়। আমরা চাই অবিলম্বে চিনিকলটি চালু করা হোক।
চিনিকলের সাবেক কর্মচারী মোঃরফিকুল ইসলাম বলেন,আমরা দীর্ঘদিন এই কলটিতে চাকরি করেছি। বন্ধ হওয়ার পর পরিবার-পরিজন নিয়ে অনিশ্চয়তার মধ্যে দিয়ে দিনাতি পাত করছি। সরকারের কাছে অনুরোধ, আমাদের জীবন ও জীবিকা রক্ষায় সেতাবগঞ্জ চিনিকল চালু করা হোক।
এলাকাবাসীর বলছে ১৯৩৩ সালে স্থাপিত এ কলটি উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত। জাতীয়স্বার্থে ও স্থানীয়দের দাবির মুখে ১৯৮২ সালে এরশাদ সরকারের শাসন আমলে মিলহাউজ টি নূতনকরে স্থাপন করা হয়।ইতিপূর্বে এই মিলের উৎপাদিত চিনি সারা দেশে সরবরাহ করা হেয়ছে। শুধু সঠিক ব্যবস্থাপনার অভাবে এই মিল ধীরে ধীরে লোকসানে পড়ে। সেই সুযোগে সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার চিনিকলটি বন্ধ ঘোষণা করে।
মিল চালুর দাবিতে বিভিন্ন আন্দোলন সংগ্রামে অংশগ্রহণকারী অনেকেই বক্তবে বলেন এই চিনিকলের নিজস্ব আবাদি জমি ৫১০০ শত একর প্রায়। এরমধ্যে ১১০০ শত একর জমি সুগার কর্পোরেশনের সিদ্ধান্তে পার্শ্ববর্তী ঠাকুরগাঁও চিনিকলের নিকট আবাদের জন্য হস্তান্তর করা হয়েছে।কিছু জমিতে সুগার মিলের নিজস্ব বাগান,
বাঁশঝাড়,শালবাগান,পুকুর রয়েছে। বাকি ২৯০০ শত একর জমি এখনো পুরোপুরি আবাদ যোগ্য। তাছাড়া সাধারণ কৃষকের আখ চাষের জমিত রয়েছেই। এলাকা বাসির মতে যে মিলের নিজস্ব আবাদি জমি এত পরিমাণ থাকে সেই মিল বন্ধ হয় কি করে এবং লোকসানই বা হয় কি ভাবে। সরকারকে চিনিকলটি আধুনিকায়ন ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে পুনরায় চালু করে বিপুল সংখ্যক মানুষকে কর্মসংস্থানের সুযোগ করে দিতে হবে। পাশাপাশি এই মিলে দেশীয় চিনি উৎপাদনের মাধ্যমে দেশের ভোক্তা সাধারনের বিরাট একটি অংশের চাহিদা মেটানো সম্ভব।

এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি,গণ্যমান্য ব্যক্তিদের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন বিষয়টি সরকারের ঊর্ধ্বতন মহলের সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে বর্তমান সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান সেতাবগঞ্জ চিনিকল পরিদর্শনে আসেন এবং এলাকার সকল শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় করেন। চিনি কল চালুর প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হবে,এই বলে তিনি আশ্বস্ত করেন।
অঞ্চলজুড়ে এখন একটাই দাবি সেতাবগঞ্জ চিনিকল অবিলম্বে চালু করতে হবে।বাঁচাতে হবে জীবন ও জীবিকা। এলাকাবাসী আশা করছে সরকার তাদের দাবির প্রতি সাড়া দিয়ে বন্ধ চিনিকলটি আবার চালু করবে।

19/07/2025

ভেপসা গরমে অতিষ্ঠ জনজীবন, স্বস্তি নেই দিন-রাতে
+++++++++++++++++++++++++++++++

মাসুদ জাহাঙ্গীর বোচাগঞ্জ (দিনাজপুর) থেকে

সারা দেশের মতো দিনাজপুর,সেতাবগঞ্জ সহ উত্তরাঞ্চলে চলছে প্রচণ্ড ভেপসা গরম। দিনের তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করলেও আর্দ্রতার মাত্রা বেশি থাকায় ভোগান্তি চরমে পৌঁছেছে জনজীবনে।
গরমের তীব্রতায় সকাল থেকে রাত অবধি ঘরে-বাইরে মানুষের স্বাভাবিক চলাফেরা কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, শ্রমজীবী মানুষ এবং মাঠে ও রাস্তায় কাজ করা দিনমজুররা পড়ছেন চরম বিপাকে।
সেতাবগঞ্জ পৌর শহরের বাসিন্দা রিকশাচালক শফিকুল ইসলাম বলেন,
এই গরমে রিকশা চালানো দায় হয়ে গেছে।মাথা যেন পুড়ে যাচ্ছে। তবু সংসার চালাতে রাস্তায় নামতেই হচ্ছে।
গরমে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন বৃদ্ধ ও শিশুরা। হাসপাতাল ও ক্লিনিক গুলোতে গরমজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। অনেকেই হিটস্ট্রোক,ডায়রিয়া,পানিশূন্যতা ও ত্বকের সমস্যায় ভুগছেন।
চিকিৎসা বিজ্ঞান মতে
এ ধরনের ভ্যাপসা গরমে শিশু ও বৃদ্ধদের বাড়তি সাবধানতা অবলম্বন করা জরুরি। দিনে পর্যাপ্ত পানি পান, হালকা খাবার গ্রহণ এবং রোদ এড়িয়ে চলা প্রয়োজন।
এদিকে তীব্র গরমে বিদ্যুৎবিভ্রাট যেন মরার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। রাতের বেলাতেও বিদ্যুৎ না থাকায় মানুষ ঘুমাতে পারছে না। ভুক্তভোগীরা দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা চায়।
আবহাওয়া অধিদপ্তর সূত্র বলছে আগামী কয়েকদিন এই গরমের তীব্রতা অব্যাহত থাকতে পারে। তবে কোথাও কোথাও দমকা হাওয়াসহ হালকা বৃষ্টিপাত হতে পারে, যা সাময়িক স্বস্তি আনতে পারে।
তীব্র গরমে জনজীবনে স্বস্তি ফেরাতে এখন একমাত্র ভরসা একটি বৃষ্টির।
মোবাঃ ০১৭৫৭৯৫০৯৭৭

https://www.facebook.com/share/p/1HnuzzyUzm/
11/07/2025

https://www.facebook.com/share/p/1HnuzzyUzm/

গত বুধবার বিকেলে ঢাকার পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনের রাস্তার ওপর এক ব্যবসায়ী, লাল চাঁদ (৩৯, ওরফে সোহাগ), ....

10/07/2025

সেতাবগঞ্জ পৌর সভার প্রায় ৩৫ কোটি টাকার বাজেট ঘোষণা
*******************************************
মাসুদ জাহাঙ্গীর বোচাগঞ্জ(দিনাজপুর) থেকে

দিনাজপুরের সেতাবগঞ্জ পৌরসভার ১০ জুলাই সকাল ১১টায় ২০২৫-২৬ অর্থ বছরের নুতন করে কর আরোপ ছাড়াই ৩৪ কোটি ৮৪ লক্ষ ১২ হাজার ৮ টাকা ৮৭ পয়সা বাজেট ঘোষণা করেন সেতাবগঞ্জ পৌর প্রশাসক ও বোচগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মারুফ হাসান।
এ সময় উপস্থিত ছিলেন বোচাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান জাহিদ সরকার,উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবির, উপজেলা শিক্ষা অফিসার আবুবক্কর সিদ্দিক, সেতাবগঞ্জ পৌর নির্বাহী প্রকৌশলী ভরত পাল,প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা সন্ধা রানী সরকার, পৌরসভা নির্বাহী কর্মকর্তা হরিপদ রায়,পৌরসভা স্যানিটারি ইন্সপেক্টর সন্ধ্যা, স্থানীয় সুধী মন্ডলী এবং সাংবাদিকবৃন্দ।

বোচাগঞ্জ থানার বহুল আলোচিত সাধক চন্দ্র হত্যা মামলার মূল আসামী গ্রেফতার++++++++++++++++++++++++++++++++ মাসুদ জাহাঙ্গীর ব...
28/06/2025

বোচাগঞ্জ থানার বহুল আলোচিত সাধক চন্দ্র হত্যা মামলার মূল আসামী গ্রেফতার
++++++++++++++++++++++++++++++++
মাসুদ জাহাঙ্গীর বোচাগঞ্জ (দিনাজপুর) থেকে -

জেলার বোচাগঞ্জ উপজেলার আলোচিত সাধক চন্দ্র হত্যা মামলার মূল আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।গত ২৫ জুন ২০২৫ইং অনুমান সকাল ৮টায়
বোচাগঞ্জ থানার ইশানিয়া ইউপির রনটি গ্রামের মিনাল চন্দ্র রায়ের ছেলে সাধক চন্দ্র রায় ২২ এর মৃতদেহ ইউনিয়নের বুলু চেয়ারম্যানের মালিকানাধীন বেদাহার পুকুরের পানিতে পাওয়া যায়। এ বিষয়ে বোচাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
উক্ত হত্যা মামলায় দিনাজপুর জেলা পুলিশ সুপার মোঃমারুফাত হুসাইনের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম)মোঃআনোয়ার হোসেন এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এবং বোচাগঞ্জ থানা পুলিশের একটি চৌকশ দল দ্রুততম সময়ের মধ্যে মামলার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতারে সক্ষম হয়। মোবাইল ট্রেকিং এর মাধ্যমে গত ২৭ জুন শুক্রবার ঠাকুরগাঁও থেকে আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেফতারকৃত আসামী মনোদ্বীপ রায় ২০ পিতাঃতপন কুমার রায়, গ্রামঃরনটি, উপজেলা/থানাঃবোচাগঞ্জ,জেলাঃদিনাজপুর এর স্বীকারোক্তি মতে তার দেখানো স্থান হতে নিহত সাধকের ব্যবহৃত মোটরসাইকেল ও হত্যাকান্ডে ব্যবহৃত বাঁশের লাঠি ও উদ্ধার করে।
পুলিশ সূত্রে পাওয়া আসামীর দেওয়া তথ্য মতে জানা যায় গত ৩মে ২০২৫ইং তারিখে আসামী মনোদ্বীপ নিহত সাধক চন্দ্র রায়ের নিকট থেকে ১০ হাজার টাকা সুদুর উপরে নেয়। চুক্তি ছিল ৩ জুন ২০২৫ ইং তারিখের মধ্যে পরিশোধ করবেন এবং সঙ্গে অতিরিক্ত ১ হাজার টাকা দিবেন। কিন্তু নির্ধারিত সময়ে টাকা ফেরত না দেওয়ায় সাধকের পরিবার বিষয়টি জানতে পারে। পরবর্তীতে সাধকের মা মনোদ্বীপ রায়ের মাকে ঘটনাটি জানালে তিনি ছেলের উপরের ক্ষিপ্ত হন। এতে মনোদ্বীপ উত্তেজিত হয়ে ২৩ জুন ২০২৫ ইং তারিখ সোমবার রাতে সাধক কে ডেকে নিয়ে যায় বুলু চেয়ারম্যানের পুকুর পাড়ে। সেখানে মনোদ্বীপ চন্দ্র রায় ও সাধক চন্দ্র রায়ের কথা কাটাকাটির একপর্যায়ে মনোদ্বীপ রায় বাসের লাঠি দিয়ে সাধকের মাথায় আঘাত করে এবং ঘটনাস্থলে সে মারা যায়। পরবর্তীতে সাধকের মৃতদেহ ও ব্যবহৃত মোটরসাইকেল টি পুকুরে ফেলে দেয়।

তেভাগা আন্দোলনের অগ্রণী নেতা হাজী মোঃ দানেশের জন্মদিন আজ ********====***********=========********মাসুদ জাহাঙ্গীর বোচাগঞ্...
27/06/2025

তেভাগা আন্দোলনের অগ্রণী নেতা হাজী মোঃ দানেশের জন্মদিন আজ
********====***********=========********

মাসুদ জাহাঙ্গীর বোচাগঞ্জ (দিনাজপুর)থেকে

আজ ২৭ জুন, তেভাগা আন্দোলনের অন্যতম কৃষক নেতা ও বাম রাজনীতির পুরোধা ব্যক্তিত্ব হাজী মোঃ দানেশের জন্মদিন। ১৯০০ সালের এই দিনে দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার ১নং নাফানগর ইউনিয়নের সুলতানপুর ধনিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।
হাজী মোঃ দানেশ ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম যোদ্ধা ও তেভাগা আন্দোলনের অগ্রণী সংগঠক। তিনি কৃষকদের স্বার্থে আজীবন লড়াই করেছেন। ব্রিটিশ, পাকিস্তানি এবং পরবর্তীকালে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি ছিলেন একজন সাহসী ও আপসহীন নেতা।
তেভাগা আন্দোলন ছিল জমিদারদের বিরুদ্ধে কৃষকদের এক ঐতিহাসিক সংগ্রাম। কৃষকরা জমিতে ফসল ফলিয়ে তার দুই-তৃতীয়াংশ নিজেদের রাখার দাবিতে আন্দোলন শুরু করে, যার নেতৃত্বে ছিলেন হাজী মোঃ দানেশসহ আরও অনেকে। এই আন্দোলনের মাধ্যমে বাংলার কৃষক সমাজে নতুন জাগরণ সৃষ্টি হয়।
হাজী মোঃ দানেশ ছাত্রাবস্থায়ই রাজনীতিতে জড়িয়ে পড়েন এবং পরবর্তীকালে কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে যুক্ত হন। তিনি মুসলিম ছাত্র সমাজের মধ্য থেকে বামপন্থী রাজনীতিকে জনপ্রিয় করে তোলেন। তাঁর রাজনৈতিক কর্মজীবনে বহুবার কারাবরণ করেছেন, তবুও আপোষ করেননি কৃষক-শ্রমিকের স্বার্থে।
তাঁর জীবনাদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরা প্রয়োজন।
হাজী মোঃ দানেশ শুধু একজন রাজনৈতিক নেতা ছিলেন না, তিনি ছিলেন একজন সমাজ সংস্কারকও। তাঁর আদর্শ, সাহসিকতা এবং ত্যাগ বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

নিখোঁজের দুইদিন পর সাধক নামের এক তরুণের মরদেহ পুকুর থেকে উদ্ধার****************************************মাসুদ জাহাঙ্গীর ব...
25/06/2025

নিখোঁজের দুইদিন পর সাধক নামের এক তরুণের মরদেহ পুকুর থেকে উদ্ধার
****************************************
মাসুদ জাহাঙ্গীর বোচাগঞ্জ(দিনাজপুর)থেকে

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার দুইদিন পর সাধক (২০) নামের এক তরুণের মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার ২৫ জুন সকাল ১১টায় উপজেলার ২ নং ইশানিয়া ইউনিয়নের রণটি গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাধক ওই এলাকার মৃণাল চন্দ্র রায়ের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার ২৩ জুন রাত ৯ টা থেকে সাধক নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও তাঁর কোনো সন্ধান পাননি। অবশেষে বাড়ির পার্শ্বে বুলু চেয়ারম্যানের পুকুরে একটি মরদেহ ভেসে ওঠে, দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবরটি ছড়িয়ে পড়লে সাধকের পরিবার ঘটনাটি জানতে পারে। সাথে সাথে তার মা,পরিবারের অন্যান্য সদস্য এবং নিকট আত্মীয়রা ঘটনা স্থলে ছুটে যায় এবং মরদেহটি সাধকের তার পরিবার নিশ্চিত করে। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এদিকে সাধকের খালু পরেশ জানান ছেলেটি অত্যন্ত ভদ্র প্রকৃতির। কোন নেশা এবং কি অপ্রয়োজনীয় আড্ডা তার ছিল না। স্থানীয় জয় নন্দ হাটে ক্ষুদ্র পরিসরে তার ঔষধের দোকান ছিল। তিনি আরো জানান মমজিত নামের একজনের সাথে তার আর্থিক লেনদেন রয়েছে,টাকার পরিমাণ ১১০০০/= নিখোঁজের দিনে টাকা পরিশোধ দেওয়ার কথা। ওই রাতে সাধকের ফোনে অজ্ঞাত স্থান থেকে একটি ফোন কল আসে,সেই ফোন পেয়ে সাধক ছুটে যায়, তারপর থেকে সে নিখোঁজ। সাধকের খালু এও জানান তার মরদেহ উদ্ধারের সময় মাথায় এবং ঘাড়ে গুরুতর জখমের চিহ্ন দেখা গেছে। তিনি বলেন এই মৃত্যুর পেছনে নিশ্চয়ই কোন রহস্য লুকিয়ে আছে। আমরা পরিবারের পক্ষ থেকে সুস্থ তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে আইন প্রয়োগকারী সংস্থার নিকট দ্রুত দৃষ্টান্তমূল শাস্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানাচ্ছি।
মোবাঃ০১৭৫৭৯৫০৯৭৭

18/06/2025

এখনো পর্যাপ্ত বর্ষণ না হওয়ায় আমন রোপণে বিলম্ব, চিন্তায় কৃষকরা
**************************************
মাসুদ জাহাঙ্গীর বোচাগঞ্জ (দিনাজপুর)থেকে

দিনাজপুরের বোচাগঞ্জ সহ বিস্তীর্ণ এলাকায় এখনো মৌসুমি বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম। ফলে কৃষকরা শঙ্কায় পড়েছেন চলতি মৌসুমের আমন ধানের আবাদ নিয়ে। নির্ধারিত সময়ে আমন রোপণ না হলে ফসল উৎপাদনে মারাত্মক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন কৃষি কর্মকর্তাও।
চলতি বছরের জুন মাসের অর্ধেক পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তেমন ভারী বর্ষণের দেখা মেলেনি। সাধারণত জুন মাসের প্রথম সপ্তাহ থেকেই আমন ধানের বীজতলা প্রস্তুত ও চারা রোপণের কাজ শুরু হয়। কিন্তু পর্যাপ্ত বৃষ্টি না থাকায় মাঠ শুকনো পড়ে রয়েছে, যার ফলে অনেক কৃষক এখনো বীজতলা তৈরি করতেই হিমশিম খাচ্ছে।
বোচাগঞ্জ উপজেলার নাফানগর ইউনিয়নের কৃষক আব্দুল মালেক জানান,
গত বছর এই সময়ে আমার জমিতে চারা রোপণ শেষ হয়ে গিয়েছিল। কিন্তু এবার এখনো পানির অভাবে জমি তৈরি করতে সমস্যা হচ্ছে। চারপাশের খাল-বিলেও পানি নেই। সেচ দিয়ে কাজ শুরু করলেও খরচ অনেক বেশি, যা আমাদের পক্ষে বহন করা কষ্টকর। অনেকেই সেচনির্ভর আমন আবাদে অনাগ্রহী, কারণ ডিজেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির কারণে সেচের খরচ বেড়ে গেছে বহুগুণ।
কৃষি সম্প্রসারণ সূত্র বলছে
বৃষ্টির অভাবে এ বছর আমন চাষে কিছুটা বিলম্ব হচ্ছে। তবে কৃষি বিভাগ প্রস্তুত আছে। আমরা কৃষকদের সেচ সুবিধা গ্রহণ, সঠিক বীজতলা ব্যবস্থাপনা এবং বিকল্প ধানের জাত সম্পর্কে পরামর্শ দিচ্ছি। তবুও স্বাভাবিক বৃষ্টিপাত না হলে উৎপাদনে ঘাটতির শঙ্কা থেকেই যায়।
আমন ধান এ দেশে অন্যতম প্রধান খাদ্যশস্য। বর্ষাকালের ওপর নির্ভরশীল এই ফসলের আবাদ যদি বাধাগ্রস্ত হয়, তাহলে দেশব্যাপী খাদ্য নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিতে পারে।
বর্তমানে কৃষকেরা আকাশের দিকে তাকিয়ে দিন গুনছেন, কবে নামবে কাঙ্ক্ষিত বৃষ্টি, আর শুরু হবে গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড, ধান চাষ।

বোচাগঞ্জ থানার ও,সি'র অপসারণের দাবিতে মানববন্ধন*********++++++++++++++++++*********মাসুদ জাহাঙ্গীর বোচাগঞ্জ(দিনাজপুর) থে...
16/06/2025

বোচাগঞ্জ থানার ও,সি'র অপসারণের দাবিতে মানববন্ধন
*********++++++++++++++++++*********
মাসুদ জাহাঙ্গীর বোচাগঞ্জ(দিনাজপুর) থেকে

দিনাজপুরের বোচাগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ও,সি) হাসান জাহিদের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় জনসাধারণ ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। সোমবার ১৬ জুন সকাল ১১টায় বোচাগঞ্জ শহরের চৌরাস্তায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত বক্তাগণ বলেন
বোচাগঞ্জ থানার ও,সি জাহিদ বেশ কিছুদিন ধরে দায়িত্বে থাকলেও তিনি জনগণের প্রতি সদাচরণ না করে দুর্ব্যবহার, হয়রানি এবং পক্ষপাতদুষ্ট আচরণ করে আসছেন। তার কার্যকলাপে সাধারণ মানুষ প্রশাসনের প্রতি আস্থাহীন হয়ে পড়েছে। প্রত্যক্ষদর্শী সূত্র বলছে গত ৯ জুন সেতাবগঞ্জ মিন স্কুল মাঠে ক্রিকেট টুর্নামেন্ট চলা অবস্থায় তথাকথিত সমন্বয়ক ফয়সাল ও তার সহযোগীরা শিশির (২২) নামক এক ছেলেকে পূর্ব সূত্র তার জের ধরে ব্যাপক মারপিট করে। এক পর্যায়ে সে মাটিতে লুটিয়ে পড়ে। শিশির বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় দিনাজপুর মেডিকেলে রয়েছে, তার অবস্থা আশঙ্কাজনক। সে সময় খেলার মাঠে অনেক মানুষের উপস্থিতি থাকলেও সমন্বয়ক ফয়সাল এবং তার সন্ত্রাসী বাহিনীর ভয়ে শিশিরকে রক্ষায় কেউ সেদিন এগিয়ে আসার সাহস পাইনি। এ বিষয়ে শিশিরের পিতা আসাদুল সংশ্লিষ্ট থানায় সমন্বয়ক ফয়সালকে প্রধান আসামি করে মামলা করতে গেলে ও,সি জাহিদ মামলা নিতে অস্বীকৃতি জানান। তিনি বলেন ফয়সাল কে বাদ দিয়ে মামলা করেন, আহতর বাবা এতে আপত্তি জানান। পরবর্তীতে বাধ্য হয়ে সমন্বয়ক ফয়সালকে বাদ রেখে ৮ জনের নাম উল্লেখ করে বোচাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে। মামলা নাম্বার নং ০৪, তারিখঃ ০৯/০৬/২০২৫ ইং, মামলার বাদীঃ আসাদুল।মামলা রুজু হওয়ার পর থেকে আসামিদের আটক করার জন্য বিভিন্ন মহল থেকে সংশ্লিষ্ট পুলিশকে চাপ প্রয়োগ করা হলেও তাতে কোন কাজে আসে না। এদিকে বাদী জানায় আসামীরা প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে পুলিশ আসামিদের ধরছে না। অপরদিকে পুলিশ বলছে আসামিরা পলাতক। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অভিযোগ রয়েছে অদৃশ্য কারণে পুলিশ নিষ্ক্রিয় এবং পক্ষপাত মূলক আচরণ করছে। এ অবস্থা চলতে থাকলে এলাকায় বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সাধারণ মানুষের ধারণা ও,সি জাহিদের সাথে স্থানীয় সন্ত্রাসী বাহিনী এবং সমন্বয়ক ফয়সালের গোপন আঁতাত রয়েছে।
ইতিপূর্বে এলাকায় মোটরসাইকেল চুরি,ছিনতাই, চাঁদাবাজি,গাড়ি ভাঙচুর,মারপিট সহ অনেক বেআইনি ঘটনা সংঘটিত হয়েছে, এর কোনোটিতেই পুলিশের ভূমিকা দৃশ্যমান ছিল না। বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে ধীরে ধীরে এলাকার মানুষ বর্তমান ও,সি জাহিদ ও স্থানীয় পুলিশ প্রশাসনের প্রতি ভিশন ক্ষুব্ধ। ও,সি'র অপসারণ এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে।
মানববন্ধন শেষে বোচাগঞ্জ থানার মূল ফটকে ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়। এসময় পুলিশ থানার মেইন গেট বন্ধ করে দেয়। এলাকার মানুষ অবিলম্বে দুর্নীতিবাজ ও,সি জাহিদের অপসারণ এবং চিহ্নিত সন্ত্রাসীদের আইনের আওতায় এনে মানুষের চলাচল স্বাভাবিক এবং নির্বিঘ্ন করার জোর দাবি জানায়। মানববন্ধন অনুষ্ঠানে সামাজিক, রাজনৈতিক, পেশাজীবী, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিল।
এ নিয়ে লোকাল প্রশাসনের পক্ষ থেকে কোনো মন্তব্য না পাওয়া গেলেও জেলা পুলিশ সুপার সূত্রে জানা যায় অভিযোগের সত্যতা যাচাই সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Address

সিনেমাহল রোড, (অস্থায়ী কার্যালয়) বোচাগঞ্জ
Dinajpur
5216

Alerts

Be the first to know and let us send you an email when বোচাগঞ্জ উপজেলা মডেল প্রেস ক্লাব posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বোচাগঞ্জ উপজেলা মডেল প্রেস ক্লাব:

Share

Category