Sujon Milon Roy

Sujon Milon Roy Hi I Am A Freelancer

ফ্রিল্যান্সিং শিখতে হলে প্রথমত  আপনাকে যা যা করতে হবেঃ⭐আপনার বাসায় ল্যাপটপ,কম্পিউটার অথবা স্মার্ট ফোন লাগবে ।⭐বাসায় ইন্ট...
15/05/2023

ফ্রিল্যান্সিং শিখতে হলে প্রথমত আপনাকে যা যা করতে হবেঃ
⭐আপনার বাসায় ল্যাপটপ,কম্পিউটার অথবা স্মার্ট ফোন লাগবে ।
⭐বাসায় ইন্টারনেট কানেকশন লাগবে অথবা মোবাইল ডাটা লাগবে।
⭐ইংলিশে মোটামুটি জ্ঞান থাকতে হবে, যাতে করে ক্লায়েন্ট কি রিকোয়ারমেন্ট দিয়েছে তা বুঝে রিপ্লাই দেয়ার সক্ষমতা থাকতে হবে।
⭐কাজ শিখার প্রবল ইচ্ছে শক্তি থাকতে হবে।
⭐ইনকাম থেকে কাজ শিখাতে বেশি প্রাধান্য দিতে হবে প্রথম।
⭐কাজ করার মন মানসিকতা থাকতে হবে।
⭐ সর্বশেষ যে টপিক এর কথা না বললেই নয়, তা হলো ধৈর্য্য। ইনকাম না হওয়া আগ পর্যন্ত লেগে থাকতে হবে। কখনো হতাশ হওয়া যাবে না।
⭐ আগে স্কিল তারপর ইনকাম।
⭐ স্কিল থাকলে কাজ আপনাকে খুজে নিবে, কাজকে তখন আপনার খুজতে কষ্ট হবে না। 💖
📢 কেঊ যদি ফ্রিল্যান্সিং করতে বা শিখতে চান, তাহলে ইনবক্স করুন । কোর্স শেষে নিজস্ব প্রজেক্টে কাজ করার সুযোগ আছে । 📣
🌿Smart skillup freelancer society 🌿

পড়াশোনা + ক্যারিয়ার ২ টা যদি এক সাথে এগিয়ে যায় তাহলে বিষয় টা কেমন হবে আপনার জন্য একবার ভেবে দেখেছেন? 🤔এছাড়াও পড়াশোনা শেষ...
10/05/2023

পড়াশোনা + ক্যারিয়ার ২ টা যদি এক সাথে এগিয়ে যায় তাহলে বিষয় টা কেমন হবে আপনার জন্য একবার ভেবে দেখেছেন? 🤔

এছাড়াও পড়াশোনা শেষ করে আজ না হয় কাল ২ দিন পরে টিকই ক্যারিয়ারে জন্য আপনাকে স্ট্রাগল করার জন্য তৈরি হতে হবেই। 👍

পড়াশোনার পাশাপাশি যদি আপনি প্রেম করতে পারেন,
তাহলে পড়াশোনার পাশাপাশি নিজের একটা আয়ের রাস্তা কেনো তৈরি করতে পারেন না? 🧐

সমস্যা কোথায় জানেন?

প্রেমিক / প্রেমিকা হিসাবে সফল হওয়ার জন্য আপনার হাতে অগণিত সময় থাকলেও, ক্যারিয়ারের পিছনে একটু সময় ব্যয়ের জন্য সুন্দর মনমানসিকতা অনেকরই নেই |

সবার আগে সত্যিকারের প্রেম হওয়া উচিৎ নিজের জীবনের সাথে, ক্যারিয়ারের সাথে, ক্যারিয়ার সুন্দর হলে আশপাশ সব সুন্দর।

দুইদিন আগে আর পরে; সব বুঝবেন |
নিজেকে ভালোবাসতে শিখুন, নিজের ভবিষ্যতের জন্য সময় দিন |





#হ্যাপি_ফ্রিল্যান্সিং_ক্যারিয়ার

কেন ফ্রিল্যান্সিং করা উচিত 🤔???তুমি যদি পড়ালেখায়   ভালো না হও, তোমার যদি টাকার💸  জোর না থাকে, এটা বাংলাদেশের ক্ষেত্রে ...
08/05/2023

কেন ফ্রিল্যান্সিং করা উচিত 🤔???

তুমি যদি পড়ালেখায় ভালো না হও, তোমার যদি টাকার💸 জোর না থাকে, এটা বাংলাদেশের ক্ষেত্রে খুবই কমন একটা ব্যাপার😔।

তাহলে তুমি 👉ফ্রিল্যান্সিং👈 ট্রাই করতে পারো।

কারণ তুমি যদি প্রাইভেট ইউনিভার্সিটিতে যাও তাহলে তোমার লাখ লাখ টাকা খরচ করতে হবে। এবং 4 থেকে 5 বছরের সময়⏳ লাগবে গ্যাজুয়েট🎓 হতে। এবং তারপর তুমি চাকরি পেতে পারো 40 থেকে 50💰 হাজার টাকার ভেতরে আবার নাও পেতে পারো🤐।

কিন্তু অপরদিকে ফ্রিল্যান্সিং করে এরথেকে বেশি টাকা তুমি আর্ন করতে পারো😊।

ইউনিভার্সিটি তে লাখ 💰 লাখ টাকা এবং 4 থেকে 5 বছর সময় নষ্ট না করে, তুমি যদি স্কোর্স এর মাধ্যমে স্কিলফুল হয়ে ফ্রিল্যান্সিং শুরু করো তাহলে এক থেকে দুই বছরের মধ্যেই হিউজ পরিমান 💰💰💰টাকা মাসে ইনকাম করতে পারবে। আপনাদের কাছে বিষয়টা হাস্যকর মনে হতে পারে কিন্তু এটাই বাস্তব।

তাই জেনে শুনে কোর্স করে নিশ্চিত ক্যারিয়ার গড়ে তুলুন 🙂।

👉🥰যোগ্যতা এমন একটি বিশেষ জিনিস যা আমাদের সবার মাঝে থাকা উচিৎ । কিন্তু একথা জানার পরেও আমরা এই বিষয় নিয়ে তেমন কোন চিন্তা ...
18/04/2023

👉🥰যোগ্যতা এমন একটি বিশেষ জিনিস যা আমাদের সবার মাঝে থাকা উচিৎ । কিন্তু একথা জানার পরেও আমরা এই বিষয় নিয়ে তেমন কোন চিন্তা করিনা এবং আমরা আমাদের যোগ্যতা বাড়ানোর জন্য কোন চেস্টা করি না ।
এটা আমাদের উচিৎ নয় । আমাদের প্রত্যেকের উচিৎ আমাদের নিজেদেরকে যে কোন কাজের জন্য যোগ্য করে তোলা । তাহলে আমরা আমাদের পরিবার ও সমাজের কাছে অনেক সন্মান পাবো । এবং সবাই আমাদের কথা মেনে চলবে ।🥰👈

06/03/2023

Address

Dinajpur

Alerts

Be the first to know and let us send you an email when Sujon Milon Roy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sujon Milon Roy:

Share