
15/05/2023
ফ্রিল্যান্সিং শিখতে হলে প্রথমত আপনাকে যা যা করতে হবেঃ
⭐আপনার বাসায় ল্যাপটপ,কম্পিউটার অথবা স্মার্ট ফোন লাগবে ।
⭐বাসায় ইন্টারনেট কানেকশন লাগবে অথবা মোবাইল ডাটা লাগবে।
⭐ইংলিশে মোটামুটি জ্ঞান থাকতে হবে, যাতে করে ক্লায়েন্ট কি রিকোয়ারমেন্ট দিয়েছে তা বুঝে রিপ্লাই দেয়ার সক্ষমতা থাকতে হবে।
⭐কাজ শিখার প্রবল ইচ্ছে শক্তি থাকতে হবে।
⭐ইনকাম থেকে কাজ শিখাতে বেশি প্রাধান্য দিতে হবে প্রথম।
⭐কাজ করার মন মানসিকতা থাকতে হবে।
⭐ সর্বশেষ যে টপিক এর কথা না বললেই নয়, তা হলো ধৈর্য্য। ইনকাম না হওয়া আগ পর্যন্ত লেগে থাকতে হবে। কখনো হতাশ হওয়া যাবে না।
⭐ আগে স্কিল তারপর ইনকাম।
⭐ স্কিল থাকলে কাজ আপনাকে খুজে নিবে, কাজকে তখন আপনার খুজতে কষ্ট হবে না। 💖
📢 কেঊ যদি ফ্রিল্যান্সিং করতে বা শিখতে চান, তাহলে ইনবক্স করুন । কোর্স শেষে নিজস্ব প্রজেক্টে কাজ করার সুযোগ আছে । 📣
🌿Smart skillup freelancer society 🌿