
20/07/2025
শান্তির পায়রা🕊🕊
জঙ্গলে পাখিদের মধ্যে তুমুর বিতর্ক চলছে। বিষয় হচ্ছে যে জঙ্গল একের পর এক ধ্বংস হয়ে যাচ্ছে ।
পাখিরা বলল,
"মানুষ কি আমাদের অধিকার নিয়ে কখনো ভাববে না? যদি সব জঙ্গল শেষ হয়ে যায়, তবে আমরা কোথায় যাব? ঠিক তখনই শহর থেকে আসা এক শান্ত স্বভাবের পায়রা যে সব পাখির কথা মনোযগ দিয়ে শুনছিলো। সে কোমল কণ্ঠে বলল,
"আমার প্রিয় বন্ধুরা,
মানুষ তো নিজেদের মধ্যেই লড়াইয়ে ব্যস্ত।তারা নিজেরাই যখন শান্তিতে নেই, তখন আমাদের কথা কীভাবে ভাববে? (সংগৃত)