দিনাজপুর জেলা - Dinajpur District BD

দিনাজপুর জেলা - Dinajpur District BD Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from দিনাজপুর জেলা - Dinajpur District BD, Digital creator, Dinajpur.
(6)

দিনাজপুর শহরের কসবা এলাকায় কেরী মেমোরিয়াল হাইস্কুলে খাদ্য অধিদপ্তরের 'উপখাদ্য পরিদর্শক' পদের লিখিত পরীক্ষায় জালিয়াতি...
25/10/2025

দিনাজপুর শহরের কসবা এলাকায় কেরী মেমোরিয়াল হাইস্কুলে খাদ্য অধিদপ্তরের 'উপখাদ্য পরিদর্শক' পদের লিখিত পরীক্ষায় জালিয়াতির অভিযোগে একজন পরীক্ষার্থীকে আটক

প্রশ্নের সেট ‘পদ্মা’ হলে কাশি দেবেন, বারবার কাশি দিয়ে ধরা পড়লেন চাকরিপ্রার্থী

চাকরির পরীক্ষার হলে, একজন পরীক্ষার্থী বারবার কাশি দিয়ে নকল করার চেষ্টা করার সময় ধরা পড়েন। এটি একটি "কাশির ফাঁদ" হিসেবে পরিচিত ছিল, যেখানে পরীক্ষার্থীকে একটি নির্দিষ্ট প্রশ্নের সেট 'পদ্মা' দেওয়া হয়েছিল এবং তার কাশি ছিল নকল করার একটি সংকেত। এই ঘটনার পর পরীক্ষার্থীকে আটক করা হয়।

25/10/2025

দিনাজপুরের নবাবগঞ্জে অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মমিনুল ইসলাম (৬৮) নামের এক ব্যক্তি ভর্তি হয়েছেন।

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের সব ইউনিট যান্ত্রিক ত্রুটির কারণে  বন্ধ হয়ে গেছে। ফলে বর্তমানে এই কেন্দ্র থেকে...
20/10/2025

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের সব ইউনিট যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে গেছে। ফলে বর্তমানে এই কেন্দ্র থেকে কোনও বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না।

জাগো বাহে তিস্তা বাঁচাও কর্মসূচিতে তিস্তাপাড়ে মশাল মিছিল.🔷 তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য নদীপাড়ের ৫ জেলার মানুষ প...
16/10/2025

জাগো বাহে তিস্তা বাঁচাও কর্মসূচিতে তিস্তাপাড়ে মশাল মিছিল.
🔷 তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য নদীপাড়ের ৫ জেলার মানুষ প্রায় ১০০ কিলোমিটারজুড়ে মশাল মিছিল করছে। অথচ কোনো আলোচনা নাই।

জাগো বাহে ... তিস্তা বাঁচাও !!।

বৃহস্পতিবার সন্ধ্যায় নীলফামারী ও লালমনিরহাট জেলার মধ্যস্থল তিস্তা নদীর উপর নির্মিত দেশের সর্ববৃহৎ তিস্তা ব্যারাজ এলাকায় তিস্তা বাঁচাও কর্মসূচির নেতৃত্ব দেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের সদস্য ও বিএনপির বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ব্যারিষ্টার হাসান রাজীব প্রধান।চলতি বছরের নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করার দাবিতে মশাল মিছিল কর্মসূচি পালন করা হলো তিস্তা পাড়ের সর্বস্তরের মানুষদের সাথে নিয়ে।


হলুদ সাংবাদিকরা এ সব প্রকাশ করবে না তাই উত্তরবঙ্গের মানুষেরা নিজ দায়িত্বে এসব প্রচারে অংশ নিন। নূরলদীনের মতো কণ্ঠ ছাড়ুন,

‘জাগো বাহে কোনঠে সবায়....!’

16/10/2025

দিনাজপুর বোর্ডে ইংরেজিতেই ফেল ৩৫ হাজার ৮৩৮ শিক্ষার্থী

বিয়ে বিচ্ছেদে দিনাজপুরে পুরুষের চেয়ে দ্বিগুণ এগিয়ে নারীরা ..দিনাজপুরে আশঙ্কাজনক হারে বাড়ছে বিয়ে বিচ্ছেদ। আর এই বিচ্ছেদে ...
16/10/2025

বিয়ে বিচ্ছেদে দিনাজপুরে পুরুষের চেয়ে দ্বিগুণ এগিয়ে নারীরা ..

দিনাজপুরে আশঙ্কাজনক হারে বাড়ছে বিয়ে বিচ্ছেদ। আর এই বিচ্ছেদে পুরুষের চেয়ে দ্বিগুণ এগিয়ে জেলার নারীরা। পরিসংখ্যান বলছে, ২০১৯ সালে মোট বিয়ের ৩৬ শতাংশই বিচ্ছেদ হয়েছে। ২০২০ সালে তা বেড়ে ৪৫ শতাংশে গিয়ে দাঁড়ায়। আর করোনা প্রাদুর্ভাবের দ্বিতীয় বছর ২০২১ সালে বিচ্ছেদ হয়েছে ৩৮ দশমিক ৭৫ শতাংশ।

তবে বিয়ে বিচ্ছেদ কাজের সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, মধ্যবিত্ত পরিবারের শিক্ষিত ও স্বাবলম্বী নারীরাই বিচ্ছেদের সিদ্ধান্ত নিচ্ছেন বেশি। এছাড়া বর্তমান সময়ে বিয়ে বিচ্ছেদের জন্য পরকীয়াও একটি বড় কারণ।
দিনাজপুর পৌরসভার তালাক সংক্রান্ত সালিসি পরিষদের বৈঠক বসে মাসে দুইবার। গত ১ মার্চ ৩৬টি তালাক সংক্রান্ত বৈঠক ডাকা হয়। এই ৩৬টি বিয়ের বেশির ভাগই ছিল প্রেমের সম্পর্ক। তালাক দেওয়া দম্পতিদের তালিকায় ছিলেন চিকিৎসক, অ্যাডভোকেট, পুলিশসহ সাধারণ দম্পতিরা। ওই ৩৬টি তালাক সংক্রান্ত বৈঠকের ২৭টিই মেয়ের পক্ষ থেকে ডাকা হয়েছিল।
তবে দিনাজপুর পৌরসভার তালাক সংক্রান্ত সালিসি পরিষদের প্রধান, আইনজীবী ও কাজীরা বলছেন- প্রেম, পরকীয়া ও মাদকের কারণে এখন সবচেয়ে বেশি তালাক হচ্ছে। সালিশ করেও বাঁচানো যাচ্ছে না সংসার।
জেলা রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, দিনাজপুরে ২০২১ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মুসলিম সরিয়া অনুযায়ী বিয়ে হয়েছে ১৫ হাজার ৮০২টি, আর তালাক হয়েছে ছয় হাজার ১২৪টি। বিয়ের অনুপাতে বিচ্ছেদের পরিমাণ ৩৮ দশমিক ৭৫ শতাংশ। এর মধ্যে ছেলেপক্ষ থেকে তালাক দিয়েছে ১ হাজার ১৮০ জন। আর মেয়েপক্ষ থেকে তালাক দিয়েছে দুই হাজার ৫৫৫ জিন। অন্যদিকে ছেলে-মেয়ে উভয়পক্ষ থেকে তালাক দিয়েছে দুই হাজার ৩৮৯ জন।

দিনাজপুরে ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিয়ে হয়েছে ১২ হাজার ২৬৭টি, আর তালাক হয়েছে পাঁচ হাজার ৫৩০টি। বিয়ের অনুপাতে বিচ্ছেদের পরিমাণ ৪৫ শতাংশ। এর মধ্যে ছেলেপক্ষ থেকে তালাক দিয়েছে ৯৭৭ জন। আর মেয়েপক্ষ থেকে তালাক দিয়েছে দুই হাজার ২১৩ জন। অন্যদিকে ছেলে-মেয়ে উভয়পক্ষ থেকে তালাক দিয়েছে দুই হাজার ৩৪০ জন।
এর আগে ২০১৯ সালে বিয়ে হয় ১৫ হাজার ৬৮৮টি, আর তালাক হয় পাঁচ হাজার ৬৭৬টি। বিয়ের অনুপাতে তালাকের পরিমাণ ৩৬ শতাংশ। ২০১৮ সালে বিয়ে হয় ১৫ হাজার ৫৫৯টি, আর তালাক হয় পাঁচ হাজার ২০৮টি। ২০১৭ সালে বিয়ে হয় ১৪ হাজার ২৬৪টি, আর তালাক হয় পাঁচ হাজার ৩৪৫টি। বিয়ে ও বিচ্ছেদ থেকে সরকারের রাজস্ব আদায় হয়েছে ১০ লাখেরও বেশি টাকা।

গড় হিসাবে বর্তমানে ২০২৫ সালে তালাক-বিচ্ছেদ এর পরিমান দারিয়েছে ৪২ দশমিক ৫০ শতাংশ বেশি

দিনাজপুর বোর্ড এর অবস্থা ?  এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে আজকে
16/10/2025

দিনাজপুর বোর্ড এর অবস্থা ?
এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে আজকে

লিচু চত্বর, দিনাজপুর
05/10/2025

লিচু চত্বর, দিনাজপুর

😂
04/10/2025

😂

30/09/2025

দিনাজপুর জেলার 1900-এর দশক এর দিন গুলি কেমন ছিল দেখুন
দিনাজপুর জেলার এই স্থানগুলোর সাথে কে কেপরিচিত এবং কার কার শৈশবকাল এসব স্থানে বেড়ে উঠেছে ভালো লাগলে কমেন্ট এবং শেয়ার করে জানাবেন

This short AI-crafted film is a mysterious glimpse into that world.
🎬 Directed & Edited by FaHim Sahriad ❤️
📜 Story & Script: ChatGPT
📷 Visuals: Google Nano Banana + Google Veo 3
🎙️ Voice/Narration: Elevenlabs
🎵 Music: YouTube Audio Library

30/09/2025

ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুর - পঞ্চগড় রুটের ৭০৫ একতা এক্সপ্রেসে লুটপাট দু'র্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে দেখুন

গতকাল রাতে,একজন যাত্রীর ভাষ্যমতে, পাবনার ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর স্টেশনে একতা এক্সপ্রেস ট্রেনের যাত্রী ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় স্থানীয় স'ন্ত্রাসীরা হা'মলা চালিয়ে ট্রেনের যাত্রীদের মোবাইল, মানিব্যাগ, টাকা লুট করে। মুহূর্তেই শত শত মানুষ একজোট হয়ে যাত্রীদের ওপর হা'মলা চালালে, স্থানীয় স'ন্ত্রাসীরা ট্রেন যাত্রীদের মোবাইল-মানিব্যাগ লুট করে...

🚨 ঢাকা থেকে ছেড়ে আসা  দিনাজপুর - পঞ্চগড় রুটের ৭০৫ একতা এক্সপ্রেসে ভাঙচুর ও লুটপাট দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে.. 🚨 একজন...
30/09/2025

🚨 ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুর - পঞ্চগড় রুটের ৭০৫ একতা এক্সপ্রেসে ভাঙচুর ও লুটপাট দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে.. 🚨

একজন যাত্রীর ভাষ্যমতে, পাবনার ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর স্টেশনে একতা এক্সপ্রেস ট্রেনের যাত্রী ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় স্থানীয় স'ন্ত্রাসীরা হা'মলা চালিয়ে ট্রেনের যাত্রীদের মোবাইল, মানিব্যাগ, টাকা লুট করে।
রেলওয়ে সূত্রে জানা যায়, ভাঙ্গুড়া স্টেশনে পঞ্চগড় এক্সপ্রেসের চারটি বগি লাইনচ্যুত হয়ে রেললাইন ক্ষতিগ্রস্ত হয়। মেরামত কাজ চলায় রাতে শরৎনগর স্টেশনে একতা এক্সপ্রেস থামানো হয়। কিন্তু ট্রেন ছাড়তে দেরি হওয়ায় যাত্রীরা হঠাৎ ক্ষিপ্ত হয়ে ওঠেন। প্রথমে তারা স্টেশন মাস্টারকে মারধরের চেষ্টা চালালে স্থানীয়রা বাধা দেন এবং একপর্যায়ে এলাকাবাসীর সঙ্গে ট্রেন যাত্রীদের সংঘর্ষ শুরু হয়।
পরিস্থিতি ভ'য়াবহ আকার ধারণ করলে মসজিদের মাইক ব্যবহার করে অন্য গ্রামবাসীদের খবর দেওয়া হয়। মুহূর্তেই শত শত মানুষ একজোট হয়ে যাত্রীদের ওপর হা'মলা চালালে, স্থানীয় স'ন্ত্রাসীরা ট্রেন যাত্রীদের মোবাইল-মানিব্যাগ লুট করে...

Address

Dinajpur
5200

Website

Alerts

Be the first to know and let us send you an email when দিনাজপুর জেলা - Dinajpur District BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share