16/10/2025
বিয়ে বিচ্ছেদে দিনাজপুরে পুরুষের চেয়ে দ্বিগুণ এগিয়ে নারীরা ..
দিনাজপুরে আশঙ্কাজনক হারে বাড়ছে বিয়ে বিচ্ছেদ। আর এই বিচ্ছেদে পুরুষের চেয়ে দ্বিগুণ এগিয়ে জেলার নারীরা। পরিসংখ্যান বলছে, ২০১৯ সালে মোট বিয়ের ৩৬ শতাংশই বিচ্ছেদ হয়েছে। ২০২০ সালে তা বেড়ে ৪৫ শতাংশে গিয়ে দাঁড়ায়। আর করোনা প্রাদুর্ভাবের দ্বিতীয় বছর ২০২১ সালে বিচ্ছেদ হয়েছে ৩৮ দশমিক ৭৫ শতাংশ।
তবে বিয়ে বিচ্ছেদ কাজের সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, মধ্যবিত্ত পরিবারের শিক্ষিত ও স্বাবলম্বী নারীরাই বিচ্ছেদের সিদ্ধান্ত নিচ্ছেন বেশি। এছাড়া বর্তমান সময়ে বিয়ে বিচ্ছেদের জন্য পরকীয়াও একটি বড় কারণ।
দিনাজপুর পৌরসভার তালাক সংক্রান্ত সালিসি পরিষদের বৈঠক বসে মাসে দুইবার। গত ১ মার্চ ৩৬টি তালাক সংক্রান্ত বৈঠক ডাকা হয়। এই ৩৬টি বিয়ের বেশির ভাগই ছিল প্রেমের সম্পর্ক। তালাক দেওয়া দম্পতিদের তালিকায় ছিলেন চিকিৎসক, অ্যাডভোকেট, পুলিশসহ সাধারণ দম্পতিরা। ওই ৩৬টি তালাক সংক্রান্ত বৈঠকের ২৭টিই মেয়ের পক্ষ থেকে ডাকা হয়েছিল।
তবে দিনাজপুর পৌরসভার তালাক সংক্রান্ত সালিসি পরিষদের প্রধান, আইনজীবী ও কাজীরা বলছেন- প্রেম, পরকীয়া ও মাদকের কারণে এখন সবচেয়ে বেশি তালাক হচ্ছে। সালিশ করেও বাঁচানো যাচ্ছে না সংসার।
জেলা রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, দিনাজপুরে ২০২১ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মুসলিম সরিয়া অনুযায়ী বিয়ে হয়েছে ১৫ হাজার ৮০২টি, আর তালাক হয়েছে ছয় হাজার ১২৪টি। বিয়ের অনুপাতে বিচ্ছেদের পরিমাণ ৩৮ দশমিক ৭৫ শতাংশ। এর মধ্যে ছেলেপক্ষ থেকে তালাক দিয়েছে ১ হাজার ১৮০ জন। আর মেয়েপক্ষ থেকে তালাক দিয়েছে দুই হাজার ৫৫৫ জিন। অন্যদিকে ছেলে-মেয়ে উভয়পক্ষ থেকে তালাক দিয়েছে দুই হাজার ৩৮৯ জন।
দিনাজপুরে ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিয়ে হয়েছে ১২ হাজার ২৬৭টি, আর তালাক হয়েছে পাঁচ হাজার ৫৩০টি। বিয়ের অনুপাতে বিচ্ছেদের পরিমাণ ৪৫ শতাংশ। এর মধ্যে ছেলেপক্ষ থেকে তালাক দিয়েছে ৯৭৭ জন। আর মেয়েপক্ষ থেকে তালাক দিয়েছে দুই হাজার ২১৩ জন। অন্যদিকে ছেলে-মেয়ে উভয়পক্ষ থেকে তালাক দিয়েছে দুই হাজার ৩৪০ জন।
এর আগে ২০১৯ সালে বিয়ে হয় ১৫ হাজার ৬৮৮টি, আর তালাক হয় পাঁচ হাজার ৬৭৬টি। বিয়ের অনুপাতে তালাকের পরিমাণ ৩৬ শতাংশ। ২০১৮ সালে বিয়ে হয় ১৫ হাজার ৫৫৯টি, আর তালাক হয় পাঁচ হাজার ২০৮টি। ২০১৭ সালে বিয়ে হয় ১৪ হাজার ২৬৪টি, আর তালাক হয় পাঁচ হাজার ৩৪৫টি। বিয়ে ও বিচ্ছেদ থেকে সরকারের রাজস্ব আদায় হয়েছে ১০ লাখেরও বেশি টাকা।
গড় হিসাবে বর্তমানে ২০২৫ সালে তালাক-বিচ্ছেদ এর পরিমান দারিয়েছে ৪২ দশমিক ৫০ শতাংশ বেশি