Cricket new life

Cricket new life plz follow me.

প্রথম বাংলাদেশী প্লেয়ার হিসেবে আইএল টি-টোয়েন্টিতে দল পেলেন মুস্তাফিজুর রহমান! খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে!
13/08/2025

প্রথম বাংলাদেশী প্লেয়ার হিসেবে আইএল টি-টোয়েন্টিতে দল পেলেন মুস্তাফিজুর রহমান! খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে!

30/07/2025

🌟🇧🇩 টাইগারদের নিয়ে ফিরছে উত্তেজনার ঝড়! 🇧🇩🌟
🏆 এশিয়া কাপ ২০২৫ শুরু হচ্ছে দুর্দান্ত লড়াই দিয়ে!
আপনার প্রিয় তারকাদের দেখতে প্রস্তুত তো? লিটন-মিরাজ থেকে শুরু করে কোহলি-বাবর — এক মাঠে এবার সেরা সেরা তারকাদের মহাযুদ্ধ! 🔥

📍 ভেন্যু: দুবাই / আবুধাবি
🕘 ম্যাচ শুরু: প্রতি রাত ৯টা

---

📌 গ্রুপ এ: 🇮🇳 ভারত, 🇵🇰 পাকিস্তান, 🇴🇲 ওমান, 🇦🇪 আমিরাত
📌 গ্রুপ বি: 🇧🇩 বাংলাদেশ, 🇱🇰 শ্রীলঙ্কা, 🇦🇫 আফগানিস্তান, 🇭🇰 হংকং

---

📅 ম্যাচ ফিক্সচার এক নজরে ⬇️

🗓️ ৭ সেপ্টেম্বর – আফগানিস্তান 🆚 হংকং
🗓️ ১০ সেপ্টেম্বর – ভারত 🆚 আমিরাত
🗓️ ১১ সেপ্টেম্বর – বাংলাদেশ 🆚 হংকং
🗓️ ১২ সেপ্টেম্বর – পাকিস্তান 🆚 ওমান
🗓️ ১৩ সেপ্টেম্বর – বাংলাদেশ 🆚 শ্রীলঙ্কা
🗓️ ১৪ সেপ্টেম্বর – ভারত 🆚 পাকিস্তান
🗓️ ১৫ সেপ্টেম্বর – আমিরাত 🆚 ওমান
🗓️ ১৬ সেপ্টেম্বর –
🔸 শ্রীলঙ্কা 🆚 হংকং
🔸 বাংলাদেশ 🆚 আফগানিস্তান
🗓️ ১৭ সেপ্টেম্বর –
🔸 পাকিস্তান 🆚 আমিরাত
🔸 শ্রীলঙ্কা 🆚 আফগানিস্তান
🗓️ ১৮ সেপ্টেম্বর – ভারত 🆚 ওমান

---

🎯 ফোকাস অন স্টারস:
🇧🇩 লিটন দাস | মেহেদী হাসান মিরাজ
🇮🇳 বিরাট কোহলি
🇵🇰 বাবর আজম

❤️ আসুন, একসাথে গলা ফাটাই —
"জিতবে এবার টাইগাররাই!" 🐅🇧🇩



---

23/07/2025

আলহামদুলিল্লাহ হারতে হারতে জিতে গেলাম 🥹
এক ম্যাচ হাতে রেখে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়

#হাইলাইটসシ゚ #চলবে

টেস্ট ও ওয়ানডে সিরিজ হারার পর এবার ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ নিয়ে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার, ...
10/07/2025

টেস্ট ও ওয়ানডে সিরিজ হারার পর এবার ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ নিয়ে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার, ১০ জুলাই সন্ধ্যা ৭:৩০টায় শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।

🐯 বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
1️⃣ তানজিদ তামিম
2️⃣ পারভেজ হোসেন ইমন
3️⃣ লিটন দাস (অধিনায়ক)
4️⃣ তাওহীদ হৃদয়
5️⃣ মেহেদি হাসান মিরাজ
6️⃣ জাকের আলী অনিক (উইকেটকিপার)
7️⃣ রিশাদ হোসেন
8️⃣ নাসুম আহমেদ
9️⃣ তানজিম সাকিব
🔟 তাসকিন আহমেদ
1️⃣1️⃣ মুস্তাফিজুর রহমান

জয় দিয়ে আত্মবিশ্বাস ফিরে পেতে মরিয়া টাইগাররা এই ম্যাচকে দেখছে ঘুরে দাঁড়ানোর বড় সুযোগ হিসেবে।

📅 ম্যাচের দিন: বৃহস্পতিবার, ১০ জুলাই
🕢 সময়: সন্ধ্যা ৭:৩০টা
🏏 ম্যাচ: বাংলাদেশ 🆚 শ্রীলঙ্কা

07/07/2025

বাংলাদেশ ও শ্রীলংকার তৃতীয় ওয়ানডে ম্যাচের স্কোয়ারট। #হাইলাইটসシ゚ #চলবে

04/07/2025

বাংলাদেশ ও শ্রীলঙ্কা ম্যাচের দ্বিতীয় সময়সূচি # #

25/06/2025

#

13/06/2025

পেটের গ্যাস দূর করতে যে পাঁচটি খাবার খাবেন :

১) শসা শসা পেট ঠাণ্ডা রাখতে অনেক বেশি কার্যকরী খাদ্য। এতে রয়েছে ফ্লেভানয়েড ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা পেটে গ্যাসের উদ্রেক কমায়।

২) দই দই আমাদের হজম শক্তি বৃদ্ধিতে সহায়তা করে। এতে করে দ্রুত খাবার হজম হয়, ফলে পেটে গ্যাস হওয়ার ঝামেলা দূর হয়।

৩) পেঁপে পেঁপেতে রয়েছে পাপায়া নামক এনজাইম যা হজমশক্তি বাড়ায়। নিয়মিত পেঁপে খাওয়ার অভ্যাস করলেও গ্যাসের সমস্যা কমে।

৪) কলা ও কমলা কলা ও কমলা পাকস্থলীর অতিরিক্ত সোডিয়াম দূর করতে সহায়তা করে। এতে করে গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়াও কলার স্যলুবল ফাইবারের কারণে কলা কোষ্ঠকাঠিন্য দূর করার ক্ষমতা রাখে।

৫) আদা আদা সবচাইতে কার্যকরী অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান সমৃদ্ধ খাবার। পেট ফাঁপা এবং পেটে গ্যাস হলে আদা কুচি করে লবণ দিয়ে কাঁচা খান, দেখবেন গ্যাসের সমস্যা সমাধান হবে।

আগে বলতাম আল্লাহ মানসম্মান বাচাইয়া দিও। বেশি গোল যাতে না খাই। আর এখন ভাবি আরেকটু এফোর্ট দিতে পারলেই আমরা জিতে যাইতাম। এট...
10/06/2025

আগে বলতাম আল্লাহ মানসম্মান বাচাইয়া দিও। বেশি গোল যাতে না খাই। আর এখন ভাবি আরেকটু এফোর্ট দিতে পারলেই আমরা জিতে যাইতাম। এটাই পরিবর্তন, পরিবর্তনের শুরুর ধাপ।

বাংলাদেশ ফুটবল টিম 🖤🖤
আমাদের ভালোবাসার, আমাদের স্বপ্নের....
Well played ✊🫶
Bangladesh 💝💝

10/06/2025

আজকে বাংলাদেশ ও সিঙ্গাপুরের ম্যাচ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা

09/06/2025

Address

Dinajpur
5200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cricket new life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share