08/08/2025
তাহাজ্জুদ নামাজ সরাসরি “তাহাজ্জুদ” নামে কুরআনের একাধিক আয়াতে উল্লেখ আছে। এর মধ্যে সবচেয়ে স্পষ্ট উল্লেখ আছে সূরা আল-ইসরা (বনী ইসরাইল), আয়াত ৭৯-এ—
> وَمِنَ ٱلَّيْلِ فَتَهَجَّدْ بِهِۦ نَافِلَةًۭ لَّكَ ۖ عَسَىٰٓ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًۭا مَّحْمُودًۭا
অর্থ: "আর রাতের কিছু অংশে তা (কুরআন) দ্বারা তাহাজ্জুদ আদায় করো—এটি তোমার জন্য অতিরিক্ত ইবাদত। হয়তো তোমার প্রতিপালক তোমাকে প্রশংসিত অবস্থানে দাঁড় করাবেন।" (সূরা আল-ইসরা: ১৭:৭৯)
এ ছাড়া তাহাজ্জুদের গুরুত্ব ও রাতের ইবাদতের কথা অন্য কিছু সুরাতেও এসেছে, যেমন:
সূরা আল-মুজ্জাম্মিল — আয়াত ২-৪, ৬, ২০
সূরা আস-সাজদা — আয়াত ১৬
সূরা আয-যারিয়াত — আয়াত ১৭-১৮