Various blog Items

Various blog Items Life is beauty
(4)

08/08/2025

তাহাজ্জুদ নামাজ সরাসরি “তাহাজ্জুদ” নামে কুরআনের একাধিক আয়াতে উল্লেখ আছে। এর মধ্যে সবচেয়ে স্পষ্ট উল্লেখ আছে সূরা আল-ইসরা (বনী ইসরাইল), আয়াত ৭৯-এ—

> وَمِنَ ٱلَّيْلِ فَتَهَجَّدْ بِهِۦ نَافِلَةًۭ لَّكَ ۖ عَسَىٰٓ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًۭا مَّحْمُودًۭا
অর্থ: "আর রাতের কিছু অংশে তা (কুরআন) দ্বারা তাহাজ্জুদ আদায় করো—এটি তোমার জন্য অতিরিক্ত ইবাদত। হয়তো তোমার প্রতিপালক তোমাকে প্রশংসিত অবস্থানে দাঁড় করাবেন।" (সূরা আল-ইসরা: ১৭:৭৯)

এ ছাড়া তাহাজ্জুদের গুরুত্ব ও রাতের ইবাদতের কথা অন্য কিছু সুরাতেও এসেছে, যেমন:

সূরা আল-মুজ্জাম্মিল — আয়াত ২-৪, ৬, ২০

সূরা আস-সাজদা — আয়াত ১৬

সূরা আয-যারিয়াত — আয়াত ১৭-১৮

08/08/2025
07/08/2025

Alhamdulillah , I have found peace within my willpower. To achieve success, one must move forward with focus, thoughtful reflection, and determination. Above all, the greatest power behind success is the Almighty Allah.

আমার জীবনটা যেন ওই রাতের আকাশের চাঁদের মতো—নিরব, নিঃশব্দ, অথচ অদ্ভুত এক স্বচ্ছতায় মোড়ানো। বাইরে থেকে দেখতে যতটা শান্ত,...
06/08/2025

আমার জীবনটা যেন ওই রাতের আকাশের চাঁদের মতো—নিরব, নিঃশব্দ, অথচ অদ্ভুত এক স্বচ্ছতায় মোড়ানো। বাইরে থেকে দেখতে যতটা শান্ত, ভেতরে ঠিক ততটাই একা। কেউ পাশে এসে দাঁড়ায় না, শুধু দূর থেকে দেখে, বলে—"কি সুন্দর!" কিন্তু কেউ জানে না, এই সৌন্দর্যের পেছনে কতটা নিঃসঙ্গতা জমে থাকে, কতটা তৃষ্ণা, কতটা অপ্রকাশিত আকাঙ্ক্ষা।

চাঁদের মতো আমিও আলো ছড়াই, অথচ নিজে জ্বলি না। আমার আলো আসে অন্য কারো থেকে—হয়তো ভালোবাসার, হয়তো কামনার, হয়তো শুধুই এক চিলতে সাহচর্যের ক্ষণিক ছায়া থেকে। তবুও আমি জেগে থাকি, জ্বলতে থাকি, আর নিজের সমস্ত নির্জনতা মেখে রাখি নিঃশব্দ রাতের ফ্রেমে।

কেউ জানতে চায় না, এই নিঃশব্দ চাঁদটাও মাঝে মাঝে তীব্রভাবে কারো স্পর্শ পেতে চায়... কারো আগুনে পোড়াতে চায় নিজেকে, শুধু একবার, একটিবার নিঃশর্তভাবে জেগে উঠতে চায় তার নিজের আলোয়, কারো কামনায়। 🖤

নারী প্রসঙ্গে????????? // যৌবনকালে রূপ দেখিয়ে কলেজ কাঁপানো মেয়েটি আজ নিজের মাতাল স্বামীর কাছে অবহেলার পাত্রী।অপি করিম,শখ...
05/08/2025

নারী প্রসঙ্গে????????? //

যৌবনকালে রূপ দেখিয়ে কলেজ কাঁপানো মেয়েটি আজ নিজের মাতাল স্বামীর কাছে অবহেলার পাত্রী।

অপি করিম,শখ,স্পর্শিয়া, সারিকা,মোনালিসা, জয়াদের মতন জাতীয় ক্রাশরা তাদের স্বামীর ক্রাশ হয়ে থাকতে পারেনি তাদের সৌন্দর্য দিয়ে।

লাক্স সুন্দরী বাঁধন তো জাতীয় পর্যায়ের সুন্দরী, সে কেন পারেনি তার সৌন্দর্য দিয়ে স্বামীকে মুগ্ধ করতে?

অপু,পপিরা পর্দায় নায়িকা হলেও, বাস্তব সংসারী হতে পারেনি।
হ্যাপী,সুবাহ্-র মতন সুন্দরীরা রুবেল, নাসিরদের কাছে রিজেক্টেড হচ্ছে প্রতিনিয়তই।তাদের সৌন্দর্য যেন প্যারালাইজড্।

বিখ্যাত যৌন আবেদনময়ী তসলিমা নাসরিনের রিলেশনশিপ ইনফোতে "সিঙ্গেল" দেওয়া।
ভাবা যায়?

পত্রিকায় পাত্র-পাত্রী চাই বিজ্ঞাপনে অধিকাংশই আপনি দেখবেন, "ডিভোর্সি সুন্দরী + ধনী পাত্রীর জন্য পাত্র চাই"

সুন্দরী ডিভোর্সি?

বিয়ের আগে যারা এত ডিমান্ডেড, বিয়ের পর তারা কেন এত এভোয়েডেড?
বুঝে আসে কিছু?

প্রকৃত ব্যাপার হল...
সংসারে সুখের মৌলিক উপাদান একজন নেককার, দ্বীনদার, পর্দানশীন মেয়ে, সুন্দরী নয়।

ধর্মীয় বিধি নিষেধগুলোকে গ্রহন করুন, ঠকবেন না।।

একজন একে দিলো।
05/08/2025

একজন একে দিলো।

নিশুতি দুপুরে হঠাৎ ঝমঝমিয়ে নামে বৃষ্টি। জানালার কাঁচ ঘেঁষে দাঁড়িয়ে থাকি আমি—নিঃশব্দ, নীরব, কিন্তু ভেতরে যেন শব্দের বহর। ...
01/08/2025

নিশুতি দুপুরে হঠাৎ ঝমঝমিয়ে নামে বৃষ্টি। জানালার কাঁচ ঘেঁষে দাঁড়িয়ে থাকি আমি—নিঃশব্দ, নীরব, কিন্তু ভেতরে যেন শব্দের বহর। চারপাশ ধুয়ে যায় একরকম শুদ্ধতায়, আর মনে হয়, এই বৃষ্টি শুধু আকাশের না—এই আমারও, আমারই ভিতর থেকে উঠে আসা কষ্ট, ভালোবাসা, অপেক্ষা।

আমি তাকিয়ে দেখি, সে কেমন অপলক দৃষ্টিতে বৃষ্টিকে দেখছে। না, কেবল বৃষ্টিকে না—হয়তো নিজেকেই দেখছে ভিজে জানালায়। আমি অবাক হই—বৃষ্টি এতো সুন্দর! অথচ সে যেন বৃষ্টিকে ছুঁয়ে দেখে, বোঝে, অনুভব করে… যেন বৃষ্টির ভেতরেই তার নিজের একটি অংশ মিশে আছে।

আমার মনে হয়, আমি যদি বৃষ্টি হতে পারতাম! তাহলে নিশ্চয়ই ওর গাল ছুঁয়ে নামতাম, কপালে এসে জমে থাকতাম, ঠোঁটের কোণে এক ফোঁটা হয়ে অপেক্ষা করতাম তার গভীর নিশ্বাসের জন্য। আমি হয়তো তখন বলতাম না কিছু, কেবল নিঃশব্দে জানিয়ে দিতাম—"আমি আছি, এখানে, তোমার গায়ে, তোমার পাশে…"

সে কি বৃষ্টি দেখে? নাকি আমাকে? আমি জানি না। কিন্তু আমি জানি, এই বৃষ্টিতে আমি নিজেকে হারিয়ে ফেলি। আমার অস্তিত্ব বৃষ্টির মতো ছড়িয়ে পড়ে তার চারপাশে। আমি বৃষ্টি হয়ে যাই। কিংবা, বৃষ্টি হয়ে যায় আমি। দুটোর মাঝখানে কোনো ফারাক থাকে না।

বৃষ্টি তখন কেবল প্রাকৃতিক কোনো ঘটনা না—সে হয়ে ওঠে অনুভূতির এক নরম, নিঃশব্দ প্রকাশ। আমাদের মাঝখানে বলা না বলা অনেক কথার মতো।

**"বৃষ্টি দেখে সবাই ভিজে যায়,
কিন্তু কেউ কেউ… বৃষ্টিতেই হারিয়ে যায়।"**

Address

Dinajpur
5230

Telephone

+8801719541994

Website

Alerts

Be the first to know and let us send you an email when Various blog Items posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Various blog Items:

Share