Jahid001

Jahid001 I am a video creator.

18/12/2024

right

22/01/2024

হযরত আলী (রা.) কাছে একজন ব্যক্তি এসে বলতেছে যে, হুজুর আমার নামাজে মন বসে নাহ। নামাজে দাঁড়ায়লে শুধু দুনিয়ায়বি নানান চিন্তা আসে। হুজুর আমার এই নামাজ কী আল্লাহ কবুল করবে? তখন হযরত আলী রা. বলছে নাহ তোমার নামাজ কবুল হবে নাহ। 🥲 তখন লোকটা মনে অনেক কষ্ট নিয়ে চলে যাইতাছেন। এমন সময় রাসুল (সা.) এসে হযরত আলী কে জিজ্ঞেস করলেন ইয়া আলী আপনার কাছে লোকটা কেনো এসেছিল এসে দেখি মন খারাপ করে চলে গেলো কেনো কী হয়েছে আমাকে বলুন। তখন আলী রা. বলেন তিনি আমার কাছে জানতে আসছে যে নামাজে দুনিয়াবি চিন্তা আসলে কী নামাজ হবে কী নাহ? আমি বলছি নাহ তোমার নামাজ কবুল হবে নাহ। রাসুল (সা.) তখন বললেন ইয়া আলী আপনাকে আমি একটা চাদর উপহার দিতে চাই। তবে একটা শর্ত আছে। আলী রা. খুশি হয়ে বললেন ইয়া রাসুলুল্লাহ কী শর্ত বলুন আমি আপনার সকল শর্ত মেনে নিবো। (বুঝতে তো পারছেন রাসুল (সা.) এর চাদর বলে কথা)। তখন রাসুলুল্লাহ সাঃ বললেন ইয়া আলী আপনি যদি এই মূহুর্তে দু'রাকাত নামাজ একনিষ্ঠভাবে পড়তে পারেন দুনিয়াবি সকল চিন্তা দূর করে। তাহলে আমি আপনাকে সেই চাদর টি উপহার দিবো। আলী বললো এটা সাধারণ ব্যপার। আলী তখন নামাজে দাঁড়িয়ে গেলেন আর
তিনি নামাজ পড়তে শুরু করলেন এমন সময় তাঁর মনের মধ্যে শুধু ভাবনা চিন্তা আসতে শুরু করলো। আচ্ছা আমাকে যে রাসুল সা. যে চাদর টি দিবেন সেটা কী ফাতেমার চাদর নাকি রাসুলের। আচ্ছা চাদর খানা দেখতে কেমন হবে এই বিভিন্ন বিষয় নিয়ে ভাবতে লাগলেন। তিনি ভুলেই গেছেন যে দুনিয়ায়বি চিন্তা নামাজে আনতে রাসুল নিষেধ করছেন। এর মধ্যে আলীর নামাজ পড়া শেষ। রাসুল কে বলতেছেন ইয়া রাসুলুল্লাহ আমি আপনার শর্ত মেনেছি এখন আমাকে চাদর খানা উপহার দেন। রাসুল বলতেছেন ইয়া আলী আপনি কী খুসুখুজুর সহিত নামাজ পড়েছেন (অর্থ্যাত আপনার নামাজ কী একনিষ্ঠ বা দুনিয়ায়বি চিন্তা মুক্ত হইছে) আলী তখন মুছকি হেসে বললেন নাহ ইয়া রাসুলুল্লাহ আমি আপনার চাদর নিয়ে অনেক কিছু ভেবেছি। রাসুল তখন ইয়া আলী আপনার কী এই নামাজ হয়েছে? আলী রা. তখন কনফিউজড হয়ে গেছে। রাসুল পাক (সা.) বললেন ইয়া আলী নামাজ তোমার ও হয়েছে আর তুমি যাকে নামাজ হবে নাহ বলে ফতুয়া দিয়েছো তার নামাজ আল্লাহ তায়ালা কবুল করে নিয়েছেন। দুনিয়ায়বি চিন্তার দারা নামাজ বাতিল হয় নাহ নামাজ মহান আল্লাহ তায়ালা কবুল করে নেন। যদি সকল ফরজ নিয়ম কানুন মেনে নামাজ পড়েন ইনশা-আল্লাহ নামাজ হয়ে যাবে। তবে নামাজের মত খাঁটি নামাজ হবে নাহ। তাই

22/01/2024

—গল্পটা পড়ুন ১০০% হাসতে হবে। 😂😂😂

৩ জন মাতাল রাতে একটা গাড়িতে উঠল
ড্রাইভার বোঝতে পারল
যে তারা মাতাল!!
ড্রাইভার গাড়ির ইঞ্জিন চালু করল
এবং সাথে সাথে বন্ধ করে ফেলল আর
তাদেরকে বলল
যে তারা নাকি গন্তব্যস্থলে পৌঁছে গেছে.
৩ মাতাল গাড়ি থেকে নামল তারপরঃ-

১ম মাতালঃ ধন্যবাদ.
২য় মাতালঃ নিন, ১০ টাকা বকশিস দিলাম।
তখন ৩য় মাতাল ড্রাইভারকে দিল
একটা থাপ্পর। ড্রাইভার মনে করল
যে লোকটা বোধ হয়
মাতাল না, হয়ত সবকিছু বোঝে ফেলেছে.
তবুও ড্রাইভার তাকে জিজ্ঞেস
করলঃ থাপ্পর মারলেন কেন??
৩য় মাতালঃ শালা, এত স্পীডে কি কেউ
গাড়িচালায়! মাইরাই তো ফালাইছিলি...,😩💔😂


©️
মজার মজার গল্প পেতে এখনি ফলো করে রাখুন

18/01/2024

শীতের দিনে বৃষ্টি

18/01/2024

এমনভাবে অধ্যায়ন করবে, যেন তোমার সময়াভাব নেই, তুমি চিরজীবী। এমনভাবে জীবনযাত্রা নির্বাহ করবে, যেন মনে হয় তুমি আগামীকালই মারা যাবে।

18/01/2024

দুঃসময়ে কোনো অপমান গায়ে মাখতে হয় না

18/01/2024

আমরা যতই অধ্যয়ন করি ততই আমাদের অজ্ঞানতাকে আবিষ্কার করি

17/01/2024

আমি পহেলা বৈশাখের অপেক্ষায় নয়
- পবিত্র রমজান
মাসের অপেক্ষায় আছি

16/01/2024

A𝗖𝗧𝗜𝗩𝗘🥰আছি🟢
𝗙𝗢𝗟𝗟𝗢𝗪 দিন✅
নোটিফিকেশন পাওয়া মাএই 𝗕𝗔𝗖𝗞 দিবো🔥
Follow to follow back

Address

Rukunpur, Joynanda Hat, Kaharoe
Dinajpur
5216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jahid001 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jahid001:

Share

Category