
09/06/2025
ঈদ উল আযহা ২০২৫
ঈদের ২য় দিন
ভ্রমণ স্থান: বৃষ্টি ভাবির মায়ের বাড়ি(বীরগঞ্জ,দিনাজপুর)
ভ্রমণসঙ্গী: রানী ভাবির পরিবার ❤️
পরিবার পরিজন দূরে রেখে দিনাজপুর থাকার বহু বছর।এখানে এসে অনেকের সাথেই সুসম্পর্ক গড়ে উঠেছে। তবে আমার বিল্ডিং এর এই ২ প্রতিবেশির সাথে সম্পর্ক টা অন্যরকম; বন্ধু বলা যায়, বোন বলা যায় 🥰❤️ তার চেয়েও বেশি বৈকি! আমার বোন নেই,,এখানে এসে ওনাদেরকে পেয়েছি বোনের ভূমিকায়।খালাম্মাও ওনার ২ মেয়ের সাথে আমাদের দুজনকে মেয়ের মতই আগলে রাখেন🥰আর বৃষ্টি ভাবির একমাত্র বোনও খুবই আন্তরিক ; নিজের বোনের সাথে আমাদেরকেও অন্তর থেকে স্বাগত জানিয়েছেন ❤️
আমাদের ৩ জনের বন্ধুত্ব অমলীন থাকুক সবসময় এই দোয়া কামনা করছি 🥰