09/12/2025
🔘নিয়োগ বিজ্ঞপ্তি🔘
পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিঃ
ঠিকানা: বাড়ী-৪৪, ১নং উপশহর, ফুলবাড়ী বাসস্ট্যান্ড সদর, দিনাজপুর।
✓ (male & female উভয়েই আবেদন করতে পারবেন)
পদের নামঃ-
১/ অঅভ্যর্থনাকারী/রিসিপশনিস্ট (14500৳+)
★ শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/ স্নাতক এবং বাংলা কথোপকথন এ পারদর্শী থাকতে হবে।
২/ বিল কাউন্টার (12500৳+)
★ শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ এসএসসি/এইচএসসি/স্নাতক।
৩/ হেল্প ডেস্ক (10500৳+)
★ শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ এসএসসি/এইচএসসি/স্নাতক।
পদ সংখ্যাঃ নির্ধারিত নয়।
বেতনঃ বেসিক পে, এবং অন্যান্য বোনাস।
ডিয়টিঃ ৮ ঘন্টা।
সপ্তাহিক ছুটি ১ দিন।
বয়স ১৮ থেকে ৪০ বছর।
শর্তাবলী,
১, অবশ্যই আগ্রহী প্রার্থীদের 20/12/2025 ইং রাত 12 টার মধ্যে পূর্ণ জীবনবৃত্তান্ত
[email protected] মেইল এ জমা করতে হবে।
২, জীবনবৃত্তান্তের সাথে ছবি এবং ইমেইল এর সাবজেক্ট এ পদের নাম উল্লেখ করতে হবে। এবং মোবাইল নাম্বার দিতে হবে।
৩. উল্লেখিত তারিখ এবং সময়ের পর আর কোনো জীবন বৃত্তান্ত গ্রহন করা হবে না।
"উল্লেখ্য যে রেজাল্ট মেইল এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে"