Md. Meherab Hossen Murad

Md.  Meherab Hossen Murad Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Md. Meherab Hossen Murad, Digital creator, Nawabganj, Dinajpur.

01/11/2024
11/10/2024

কথাগুলো একটু শুনে যাবেন যদি আপনি মুসলিম হন

29/11/2023

ফুসফুস ক্যান্সার নিয়ে কিছু কথা
বিশ্বে নভেম্বর মাস ফুসফুস ক্যান্সার সচেতনতা মাস হিসেবে পালিত হয়। বর্তমানে বিশ্বে প্রধান ক্যান্সার এই ফুসফুসের ক্যান্সার এবং ক্যান্সারজনিত মৃত্যুর সংখ্যায়ও এটি সবচেয়ে বেশি। সাধারণত একটু বয়স্কদের মধ্যে অর্থাৎ গড়ে ৭০ বছর বয়সে এ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি তবে অল্প বয়সেও হতে পারে। উত্তর আমেরিকা এবং পূর্ব ইউরোপীয় এলাকায় এর প্রাদুর্ভাব বেশি হলেও পৃথিবীর সব অঞ্চলেই এই রোগ দেখা যায়। ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার (IARC)-এর তথ্য অনুযায়ী পৃথিবীতে প্রতি ৫ জনে ১ জন ক্যান্সারে আক্রান্ত হয়। পুরুষদের প্রতি ৮ জনে ১ জন এবং মহিলাদের প্রতি ১১ জনে ১ জন মৃত্যুবরণ করছেন। অনুমান করা যায় যে বর্তমানে বিশ্বে প্রায় ৫০ মিলিয়ন মানুষ ক্যান্সারে আক্রান্ত। ২০২০ সালে নতুন আক্রান্ত ১৯,৩ মিলিয়ন এবং মারা গেছেন ১০ মিলিয়ন মানুষ। ২০৪০ সাল নাগাদ ২৯.৫ মিলিয়ন মানুষ ক্যান্সারে আক্রান্ত হবেন এবং ১৬.৪ মিলিয়ন মানুষ ক্যান্সারে মৃত্যুবরণ করবেন।

যদিও অন্যান্য ক্যান্সারের মতো সঠিক কারণ অজানা কিন্তু ধূমপান এই রোগের প্রধান কারণগুলোর একটি। যারা নিজেরা ধূমপান করেন এবং যারা ধূমপায়ীর কাছাকাছি থেকে পরোক্ষভাবে ধূমপান করেন প্রত্যেকেই ঝুঁকিতে রয়েছেন। এছাড়া যারা এসবেস্টস বা এ জাতীয় ডাস্ট তৈরিকারী কলকারখানায় কাজ করেন বা বিভিন্ন খনিতে কাজ করেন বা রেডন নামের ভারী গ্যাসের সংস্পর্শে দীর্ঘ সময় থাকেন বা বায়ু, পানি অর্থাৎ পরিবেশদূষণের শিকার তারা প্রত্যেকেই এ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন। অনেকে ইলেকট্রনিক সিগারেট বা ই-সিগারেট খান বা ভেপ নেন যা সমান ক্ষতিকারক। ই-সিগারেটে অ্যাক্রোলিন নামের একটি কেমিক্যাল থাকে যা আগাছা নিধনকারী। এ বিষ ধোঁয়ার সাহায্যে শরীরে প্রবেশ করে ক্যান্সারসহ নানা অসুখ হতে পারে।

সাধারণত কাশি, কাশির সঙ্গে রক্ত যাওয়া, শ্বাসকষ্ট বা বুকে ব্যথা এবং দুর্বলতা এ রোগের লক্ষণ হিসেবে দেখা দিতে পারে। এ ছাড়া ক্যান্সার শরীরের অন্যান্য অঙ্গে ছড়িয়ে পড়লে সেই অঙ্গে লক্ষণ দেখা দেয়। যেমন জন্ডিস বা অল্প আঘাতেই পা বা হাত ভেঙে যেতে পারে; মাথাব্যথা, চোখে দেখতে অসুবিধা বা বমি হতে পারে। এছাড়াও শরীরে অনেক রকম লক্ষণ দেখা দিতে পারে। যদি জ্বর কাশি বা উপরের কোনো সমস্যা দীর্ঘস্থায়ী হয় তবে সঙ্গে সঙ্গেই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এই রোগ নির্ণয়ের জন্য কিছু নির্দিষ্ট পরীক্ষা করতে হয়

10/11/2023

👉সব_বিষয়ের_জনক_একসাথে👈

✪ফেসবুকের জনক → মার্ক জুকারবার্গ।
✪ মোবাইল ফোনের জনক → মার্টিন কুপার।
✪ কম্পিউটারের জনক → চার্লস ব্যাবেজ।
✪ ই-মেইলের জনক →রেমন্ড স্যামুয়েল টমলিনসন।
✪ ওয়াল্ড ওয়াইড ওয়েবের জনক → টিম বার্নাস-লি।
✪ ক্যামেরা জনক → জর্জ ইস্টম্যান।
✪ ল্যাবটপ জনক → বিল মোগারিজ।
✪ আইফোন জনক →স্টিভ জবস।
✪ ক্যালকুলেটর জনক →বেইসি প্যাসকেল।
✪ ঘড়ির জনক → সি হাইজেন্স।
✪ রেডিও জনক →জি মার্কনি।
✪ চশমা জনক → ডেলা স্পিনা।
✪ HIV জনক → এল. মন্টোগনিয়ার।
✪ কলম জনক → জন লাউড।
✪ রোবট জনক → জর্জ চার্লস ডেভল।
✪ মটরসাইকেল জনক →গটলির ডেলমার।
✪ পিস্তলের জনক→স্যামুয়েল কোল্ট।
✪ হেলিকপ্টার জনক →ইগর সিকরস্কি।
✪ বিদ্যুৎতের জনক→মাইকেল ফ্যারাডে।
✪ রকেট জনক →রবার্ট গডার্ড।
✪ মাইক্রোফোন জনক → আলেকজান্ডার গ্রাহামবেল।
✪ ইলেকট্রন জনক → জন থম্পসন।
✪ জৈব রসায়নের জনক → ফ্রেডারিক উহলার।
✪ আলো সাতটি বর্ণের সমষ্টি " জনক → আইজ্যাক নিউটন।
✪ আলোর গতির জনক →এ মাইকেলসন।
✪ এটম বোমা জনক →অটোহ্যান।
✪ টাচ স্ক্রিন মোবাইল জনক → স্টিভ জবস।
✪ ইন্টারনেট প্রযুক্তি জনক → লিওনারড ক্লেইনরক।
✪ গুগলের জনক →সার্জেই বিন।
✪ টুইটারের জনক → জ্যাক ডোরসেই।
✪ মার্কেটিং জনক →ফিলিপ কোটলার।
✪ ফিনান্সের জনক →এ্যারোরা।
✪ হিসাব বিজ্ঞানের জনক → লুকা প্যাসিওলি।
✪ এনাটমির জনক →আঁদ্রে ভেসালিয়াস।
✪ ATM-এর জনক →জন শেফার্ড ব্যারন।
✪ আধুনিক শিক্ষার জনক → সক্রেটিস।
✪ পারমাণবিক বোমার জনক → ওপেন হেইমার।
✪ বাংলা গদ্যের জনক→ ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর।
✪ পদার্থ বিজ্ঞানের জনক → আইজ্যাক নিউটন।
✪ সমাজ বিজ্ঞানের জনক → অগাষ্ট কোঁৎ।
✪ হিসাব বিজ্ঞানের জনক→লুকাপ্যাসিওলি✪ হিসাব বিজ্ঞানের জনক→লুকাপ্যাসিওলি।
✪ চিকিৎসা বিজ্ঞানের জনক → ইবনে সিনা।
✪ দর্শন শাস্ত্রের জনক → সক্রেটিস।
✪ রসায়ন বিজ্ঞানের জনক → জাবির ইবনে হাইয়ান।
✪ ইতিহাসের জনক → হেরোডোটাস।
✪ বিজ্ঞানের জনক→থ্যা✪ বিজ্ঞানের জনক→থ্যালিস।
✪ মেডিসিনের জনক → হিপোক্রটিস।
✪ জ্যামিতির জনক→ইউক্লিড।
✪ বীজ গণিতের জনক →আল খাওয়াজমী।
✪ জীবাণু বিদ্যার জনক → লুইস পাস্তুর।
✪ রাষ্ট্রবিজ্ঞানের জনক → এরিস্টটল।
✪ অর্থনীতির জনক →এডাম স্মিথ।
✪ অংকের জনক →আর্কিমিডিস।
✪ বিবর্তনবাদ তত্ত্বের জনক → চার্লস ডারউইন।
✪ সনেটের জনক→পের্ত্রাক।
✪ ক্যালকুলাসের জনক → আইজ্যাক নিউটন।
✪ বাংলা গদ্যের জনক → ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

Address

Nawabganj
Dinajpur

Telephone

+8801650014778

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md. Meherab Hossen Murad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share