01/11/2023
গল্প:বেয়াইন যখন বউ 🥰..............👉 (পর্ব-১২) 👈..............
লেখক:জাহিদ চৌধুরী
পুলিশ আমাকে বললো,,,
পুলিশ:তুই কাকে মেরেছিস জানিস সেটা?
আমি:হুম জানি,আর তুই কাকে ধরে এনেছিস সেটা কি তুই জানিস?
পুলিশ:তুই কে হুম?আর তুর এতো বড় সাহস তুই আমাকে তুই করে বলছিস?
আমি:একটু মোবাইলটা দে,এরপর দেখিস আমি কে,,,,,,
পুলিশ:নে তুই কার সাথে কথা বলবি বলে নে,কিন্তু কোনো কাজ হবে না মনে রাখিস।হাহাহাহাহ,,,,
আমি পুলিশের কথা শুনে একটা মুচকি হাসি দিয়ে স্যারকে কল দিলাম।
কল দিয়ে স্যারকে থানায় আসতে বললাম।
আর বললাম তারা আমাকে এরেস্ট করেছে।
স্যার আমার কথা শুনে পুলিশদের উপর অনেক খেপে যায়।
স্যার আর মেহেদী কিছু সময়ের মধ্যে থানায় চলে আসে।
থানার পুলিশরা তাদের কে দেখে ভয় পেয়ে যায়।
পুলিশ:স্যার আপনারা এখানে,কি হয়েছে?
কোনো সমস্যা হয়েছে নাকি?
স্যার:সমস্যা যেখানে আমরা তো সেখানেই যাই।
পুলিশ:কি সমস্যা আমাদেরকে বলুন।
আমরা সব ঠিক করে দিচ্ছি।
স্যার:থাক আমাদের টা আমরাই ঠিক করে নিতে পারবো।
আপনাদের কে এখন যা যা প্রশ্ন করবো তার সঠিক উত্তর গুলো দিতে থাকুন।
পুলিশ:বলুন স্যার।আপনারা কি জানতে চান,,,
স্যার:এই ছেলে কে ধরে এনেছেন কেনো?
পুলিশ:স্যার ও আজকে সবার সামনে একজন কে মেরে ফেলেছে,তাই ধরে নিয়ে এসেছি।
এদের মতো গুন্ডাদের কে ছেড়ে দেওয়া যাবে না স্যার।
তাই নিয়ে এসেছি।
স্যার:চুপ করুন আপনি, কাকে নিয়ে এসেছেন আপনি?
স্যার ধমক দেওয়াতে সবাই অনেক ভয় পেয়ে যায়।
তারপর স্যার আবার বলে,,,
স্যার:আপনি নিজেকে কি মনে করেন,আইনের পোশাক পড়ে কু-কর্ম করেন বলে কেউ কিছু বলবে না আপনাকে,,,
ওই ছেলে যাকে মেরেছে সে হলো ডেভিলের লোক।
আর তারা সব ধরনের খারাপ কাজ করে থাকে।
আপনি সেটা সব জেনেও তাদের কিছু করেন নি।
উল্টো ওই ছেলে ডেভিলের লোককে মেরেছে বলে আপনি তাকে এরেস্ট করেছেন।
পুলিশ:স্যার এই ছেলে আইন নিজের হাতে তুলে নিয়েছে।তাই ধরে এনেছি আমরা।
স্যার:নাহ,,,এটার জন্য আনেন নি, আপনি এনেছেন টাকার জন্য।
আপনি ডেভিলের হয়ে কাজ করেন।
আর ডেভিল যখন শুনেছে এই ছেলে মেরেছে তখন আপনাকে বলে ওকে এরেস্ট করতে আর আপনি তাই করেছেন।
পুলিশ:আসলে স্যার আমি,,,,
পুলিশকে কিছু বলতে না দিয়ে স্যার আবার জোরে জোরে বলতে শুরু করে,,,
স্যার:আসলে আপনাদের মতো কিছু মানুষের কারনে আইনকে সবাই অসম্মান করে।
আজকে আপনি যাকে ডেভিলের কথা অনুযায়ী ধরে এনেছেন,আপনি তার সম্পর্কে খুজ নিয়ে দেখেছেন সে কে?
পুলিশ:নাহ স্