ইচ্ছে-ছায়া-࿐

ইচ্ছে-ছায়া-࿐ এটা আমার নিউ পেইজ 🥰🥰
সাপর্ট চাই 😊😊

29/07/2025
29/07/2025

🌸 Welcome to Soul of Nature 🌸
প্রতিদিন তোমায় নিয়ে যাবো প্রকৃতির এক নতুন কোণে —
breeze, leaf, rain, sky, পাহাড়, নদী আর শান্তি 🌧️
Stay with us, feel the soul of this earth.

06/07/2025

"একটা ছোট ফুলও হাসির কারণ হতে পারে।"














🌸💔
11/06/2025

🌸💔

09/11/2023

একটা সময় বুঝতে পারবেন, কেউ আপনাকে পাত্তা দেয় না। সবাই শুধু নিজের স্বার্থের জন্য আপনাকে ব্যবহার করে, এমনকি সবাই শুধু নিজের দিকটাই চিন্তা করে; অন্যের ভালো খারাপে তাদের কাছে কিছুই যায় আসে না।

হ্যাঁ, তিতা হলেও এটাই সত্যি কথা।

01/11/2023

গল্প:বেয়াইন যখন বউ 🥰..............👉 (পর্ব-১২) 👈..............
লেখক:জাহিদ চৌধুরী

পুলিশ আমাকে বললো,,,
পুলিশ:তুই কাকে মেরেছিস জানিস সেটা?
আমি:হুম জানি,আর তুই কাকে ধরে এনেছিস সেটা কি তুই জানিস?
পুলিশ:তুই কে হুম?আর তুর এতো বড় সাহস তুই আমাকে তুই করে বলছিস?
আমি:একটু মোবাইলটা দে,এরপর দেখিস আমি কে,,,,,,
পুলিশ:নে তুই কার সাথে কথা বলবি বলে নে,কিন্তু কোনো কাজ হবে না মনে রাখিস।হাহাহাহাহ,,,,
আমি পুলিশের কথা শুনে একটা মুচকি হাসি দিয়ে স্যারকে কল দিলাম।
কল দিয়ে স্যারকে থানায় আসতে বললাম।
আর বললাম তারা আমাকে এরেস্ট করেছে।
স্যার আমার কথা শুনে পুলিশদের উপর অনেক খেপে যায়।
স্যার আর মেহেদী কিছু সময়ের মধ্যে থানায় চলে আসে।
থানার পুলিশরা তাদের কে দেখে ভয় পেয়ে যায়।
পুলিশ:স্যার আপনারা এখানে,কি হয়েছে?
কোনো সমস্যা হয়েছে নাকি?
স্যার:সমস্যা যেখানে আমরা তো সেখানেই যাই।
পুলিশ:কি সমস্যা আমাদেরকে বলুন।
আমরা সব ঠিক করে দিচ্ছি।
স্যার:থাক আমাদের টা আমরাই ঠিক করে নিতে পারবো।
আপনাদের কে এখন যা যা প্রশ্ন করবো তার সঠিক উত্তর গুলো দিতে থাকুন।
পুলিশ:বলুন স্যার।আপনারা কি জানতে চান,,,
স্যার:এই ছেলে কে ধরে এনেছেন কেনো?
পুলিশ:স্যার ও আজকে সবার সামনে একজন কে মেরে ফেলেছে,তাই ধরে নিয়ে এসেছি।
এদের মতো গুন্ডাদের কে ছেড়ে দেওয়া যাবে না স্যার।
তাই নিয়ে এসেছি।
স্যার:চুপ করুন আপনি, কাকে নিয়ে এসেছেন আপনি?
স্যার ধমক দেওয়াতে সবাই অনেক ভয় পেয়ে যায়।
তারপর স্যার আবার বলে,,,
স্যার:আপনি নিজেকে কি মনে করেন,আইনের পোশাক পড়ে কু-কর্ম করেন বলে কেউ কিছু বলবে না আপনাকে,,,
ওই ছেলে যাকে মেরেছে সে হলো ডেভিলের লোক।
আর তারা সব ধরনের খারাপ কাজ করে থাকে।
আপনি সেটা সব জেনেও তাদের কিছু করেন নি।
উল্টো ওই ছেলে ডেভিলের লোককে মেরেছে বলে আপনি তাকে এরেস্ট করেছেন।
পুলিশ:স্যার এই ছেলে আইন নিজের হাতে তুলে নিয়েছে।তাই ধরে এনেছি আমরা।
স্যার:নাহ,,,এটার জন্য আনেন নি, আপনি এনেছেন টাকার জন্য।
আপনি ডেভিলের হয়ে কাজ করেন।
আর ডেভিল যখন শুনেছে এই ছেলে মেরেছে তখন আপনাকে বলে ওকে এরেস্ট করতে আর আপনি তাই করেছেন।
পুলিশ:আসলে স্যার আমি,,,,
পুলিশকে কিছু বলতে না দিয়ে স্যার আবার জোরে জোরে বলতে শুরু করে,,,
স্যার:আসলে আপনাদের মতো কিছু মানুষের কারনে আইনকে সবাই অসম্মান করে।
আজকে আপনি যাকে ডেভিলের কথা অনুযায়ী ধরে এনেছেন,আপনি তার সম্পর্কে খুজ নিয়ে দেখেছেন সে কে?
পুলিশ:নাহ স্

01/11/2023

#বিষাক্ত অনূভুতি
#লেখিকা -‌ মেহেরুন রহমান
সূচনা পর্ব -১

"ভালোবাসি"শব্দটি উচ্চারণের সঙ্গে সঙ্গে সুমাইয়ার বাম গালে শক্তপোক্ত এক চড় বসাল নাঈম। মেয়েটার কান, মাথা,গাল, ঝিমঝিম করে উঠলো। অবাক হয়ে চেয়ে রইলো সে। নাঈমের রক্তাভ দুই চোখ নিবদ্ধ মেয়েটির ওপর। অতিরিক্ত ক্রোধে ফুঁসছে চোখ নাক। সুমাইয়া বাকরুদ্ধ, স্তব্ধ । মস্তিষ্কের ভেতর একটাই কথা ঘুরছে,
"নাঈম স্যার আমায় চড় মারলেন?"

রুদ্রমূর্তি ধারনকারী নাঈম স্যারকে দেখে সুমাইয়া অন্তর শুকিয়ে যাওয়ার যোগাড়। অগ্নিমূর্তি হয়ে নাঈম স্যার মেয়েটির কনুই চেপে ধরে ক্রোধিত কন্ঠে বলে উঠলো,
" খুব সাহস বেড়েছে আপনার সুমাইয়া, এতটা নির্লজ্জ হবেন না, নিজের সম্মান নিজেই নস্ট করবেন না, আপনাকে আমি ভালোবাসি না কত বার বলবো এক কথা বলুন তো? আর আমার সামনে আসবেন না যদি এই চড়ের কথা সরনে থাকে, ভালোবাসা তো দূরে থাক আমি আপনাকে আমার সামনে ও দেখতে চাই না, যেতে পারেন এখন।

এই কথা গুলোতে সুমাইয়ার দেহ কম্পিত হয়। চোখ ছলছল করে উঠে, পাষান লোকটির কথা শুনে।

অথচ তাও,
ভিতু কন্ঠে ভিষন সাহস যুগিয়ে বলে উঠে,
"আমি, আমি কি এতটাই খারাপ স্যার আমাকে কি একটু ও ভালোবাসা যায় না?

নাঈমের হাতের বাঁধন দৃঢ় হলো আরো। বড্ড শক্ত করে চেপে ধরলো আবার, ব্যথার চোটে চোখ দিয়ে গরিয়ে পরলো দুই ফোঁটা চোখের পানি, নাঈম দেখলো সেটা কিন্তু আমলে নিলেন না । উল্টো আরো রাগে আগুন হয়ে বলে উঠলো,
" না যায় না, আপনার উপস্থিতিতে যেখানে আমি বিরক্ত হয়ে উঠি সেখানে ভালোবাসা দূরে থাক, আপনাকে নিয়ে চিন্তা ও করি না। চলে যান দয়া করে এতটা নির্লজ্জ হবেন না সুমাইয়া আপনাকে মানাবে না।

সুমাইয়ার বুকটা কেঁপে উঠলো ভিষন ভাবে, ভালোবাসার মানুষটার মুখে এমন বানী শুনে,
নাঈম সুমাইয়ার দিকে রুষ্ট,ক্ষুব্ধ, বিরক্ত চাউনি নিক্ষেপ করে গটগটিয়ে বেরিয়ে গেল গার্ডেন থেকে।

সুমাইয়া সেখানে বসে রইল, গালের হাড় ব্যথায় টনটন করছে। কি জোরে চড়টাই না দিল পাষান লোক!

কোমল হাতটা স্পর্শ করলো নিজের গালে সে। ঠিক যেখানে চড় মেরেছে নাঈম স্যার। চিনচিনে ব্যথা ছাপিয়ে হঠাৎ শব্দ করে হেসে উঠলো সুমাইয়া। সত্যি বলতে নাঈম স্যারের এই চড় খেয়েও ওর খারাপ লাগেনি না পেয়েছে কস্ট,তবে তার বিষাক্ত কথায় মন ভাঙ্গেছে আবার এটা নতুন না এর আগে ও এমন ভাবে অপমান হয়েছে। সে যে তৈরিই ছিল। আন্দাজ করেছি আজও ভালোবাসি বলার অপরাধে তাকে অপমান হতে হবে। ক

29/10/2023

- শীত একটা লজ্জাশীল ঋতু,,,😌

কারণ,,,?নাহ চাইতেও সবাই পর্দা করবে,🧕

29/10/2023

#অবিনাশী
#পর্বঃ৩
#রেজওয়ানা_আসিফা

তিশা বাড়ির মানুষ গুলো কে খুব ঘৃণা করে। প্রচণ্ড রকমের খারাপ ভাবে এইজন্য সব সময় দূর দূরে থাকে। তার মতে তার পরিবারের সবাই অসুস্থ। কোনো সুস্থ মানুষ এমন কাজ করতে পারে না। অসুস্থ মানুষের দ্বারাই এমন এমন কাজ সম্ভব।গতো দুই দিন ধরে এই বাড়ি আছি। আমার স্বামীর মুখ থেকে শুধু এইটুকুই শুনেছি,
-আমি এই এতো মোটা সুই দেবো না। বাবা আমি সুই দেবোনা।
তার কন্ঠ স্বর বেশ ভয়ংকর। আমার একটুও ভালো লাগে না। ছোট থেকেই নরম মনের মানুষ আমি। কখনো কাউকে কষ্ট দিয়ে কথা বলিনা। কালোকেও সুন্দর বলে সন্মান করি। কারো ক্ষুত কখনো দেখেও দেখিনি। কিন্তু তারপরও এই মানুষটার প্রতি কোনো মায়া হচ্ছে না। এখন আমার একটাই চিন্তা কীভাবে এখান থেকে মুক্ত হবো।

আমার শাশুড়ি সকাল সকাল আমাকে অনেক গুলো জুয়েলারি দিয়ে বললো, তারাতাড়ি রেডী হও। আজকে তোমার বাবা মা রা আসবে। আমি চাইনা তুমি তাদের সামনে দুঃখি থাকো।
কথা গুলো বলে সে চলে জাচ্ছিলো আবার থেমে আমার কাছে এসে বললো,
-দেখো তানিয়া! আমি চাইনা তুমি কিচ্ছু তোমার পরিবার কে শেয়ার করো। যদি শুনেছি কিচ্ছু বলেছো! এর ফল খুব খারাপ বলে খুব ! আর যদি বলেও দাও তাহলেও তোমার বাবা কিচ্ছু করতে পারবেনা কারণ আমার ক্ষমতা সম্পর্কে এতো দিনে তুমি বুঝে গেছো।
আমি চুপ করে শুনছি। আমার শাশুড়ি আমার মাথায় হাত বুলিয়ে বললো,
-আমার লক্ষি বউমা! আশা করি তুমি সব বুঝতে পেরেছো। তৈরি হয়ে নাও। বসে খাওয়ার দিন আজকেই শেষ।
তার কথা গুলো শুনে এখান থেকে মুক্ত হওয়ার চিন্তা আশা নিমিশেই শেষ হয়ে গেলো আমার।

আমার শাশুড়ি যাওয়ার পরেই তিশা আসলো আমার ঘরে। ওকে দেখে মনে হচ্ছিলো অনেকক্ষন ধরে আমার কাছে আসার চেষ্টা করছিলো।
-শোনো তানিয়া! তুমি আমার বড়ো তারপরও নাম ধরে ডাকলাম। কিছু মনে করো না। আজকে তোমার পরিবার আসলে আমি সব বলে দিবো আর তুমি তাদের সাথে চলে যাবে। আমার কথার সাথে তাল মিলাবে। মা তোমাকে বলবে কিছু না বলতে। কিন্তু তুমি মায়ের কথা শুনে নিজের জীবন টা নষ্ট করবে না একদম।
কথাটা বলেই তিশা বেড়িয়ে জাচ্ছিলো। আমি ওর হাত ধরলাম। সে পিছনে ঘুরে তাকালো,
আমি নিচের দিকে তাকিয়ে বললাম,
-তুমি আসার আগে মা এই কথা গুলো বলার জন্যই এসেছিলো। সে বাবাকে কিছু জানাতে বারন করেছে। আর আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে। আমার বাবা দিন আনে দিন খায়। আমার বিয়ের জন্য অনেক গুলো টাকা ধার করেছে। মেয়ের অনেক বড়ো বাড়িতে বিয়ে হবে। তাদের ভালো ভাবে আদর যত্ন করত

অনুভবে তুমিগল্পের লিংক টা দিতে পারবে??
29/10/2023

অনুভবে তুমি
গল্পের লিংক টা দিতে পারবে??

29/10/2023

লাইব্রেরিতে পড়তে গিয়ে একটা মেয়েকে বললাম.. 🤦‍♀️"আমি কি আপনার পাশের চেয়ারে বসতে পারি?? 🥰🤔🥰

মেয়েটা চিৎকার করে উঠলো এবং বললো..👀-আমার সাথে রাত কাটাতে চাও?? 🤥😳🥺

'এত্ত বড় সাহস!! 😲😲😲

লাইব্রেরির সবাই আমার দিকে কটমট চোখে তাকালো..🙀😾🙀

আমি সাংঘাতিক লজ্জা পেলাম!!🙊🙊🙊

ঘন্টা খানেক পর, 🙉

মেয়েটা আমার কানে কানে এসে বললো...💘

'আমি সাইকোলজির স্টুডেন্ট। 🧐🧐🧐

কীভাবে মানুষকে লজ্জা দিতে হয়??
'সেটা খুব ভালো করে জানি।😱🤒😱

আমি চিৎকার করে উঠে বললাম..🤓🤓🤓

-'এক রাতের জন্য ১০ হাজার টাকা চাও!!
এটা অনেক বেশি। 😎😎😎

লাইব্রেরির সব মানুষ বিষ্মিত চোখে মেয়েটার দিকে তাকালো। 🤣🤣🤣

মেয়েটা লজ্জায় অজ্ঞান হয়ে গেলো। 😋😋😋

আমি তার কানে গিয়ে বললাম... -'আমি আইনের ছাত্র। 🥱🥱🥱👀🥱🥱🥱

কীভাবে বিনা অপরাধে দোষি বানাতে হয়??
সেটা আমি খুব ভালো করে জানি। 😏

যারা এখনো আমাদের গ্রূপে জয়েন না হয়ে গল্প পড়ছেন তারা এখনোই আমাদের গ্রূপে জয়েন হয়ে নিন আমাদের গ্রুপ টা পাবলিক করা আমাদের গ্রূপের গল্প গল্প মন ছুঁয়ে যাবে নীল লেখায় চাপ দিয়ে জয়েন হন 🥀💚 Life ~ Line 💙🥀

Address

Dinajpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইচ্ছে-ছায়া-࿐ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category