MD OSMAN ALI

MD OSMAN ALI আপনাকে স্বাগতম
(1)

ইস"রাইলকে দমন করার পন্থা -প্রফেসর ডঃ নাজিমুদ্দিন এরবাকান"জায়নবাদ" হল একটি কুমিরের মত। এর উপরের চোয়াল হল আমেরিকা আর নিচের...
25/06/2025

ইস"রাইলকে দমন করার পন্থা -
প্রফেসর ডঃ নাজিমুদ্দিন এরবাকান

"জায়নবাদ" হল একটি কুমিরের মত। এর উপরের চোয়াল হল আমেরিকা আর নিচের চোয়াল হল ইউরোপীয় ইউনিয়ন। এর জিহ্বা আর দাঁত হল ইসরাইল এবং এর শরীর সহ অন্যান্য অঙ্গসমূহ হল মুসলিম দেশসমূহ সহ অন্যান্য দেশের রাষ্ট্রের শাসকগোষ্ঠী, মিডিয়া, ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং এর সাথে সম্পৃক্ত বিভিন্ন সংগঠন।

আমি এর উপর এত জোর দিচ্ছি কেন? কারণ আমাদের ভুল ধারণা হল, আমরা যায়নবাদ বলতে শুধু ইয়াহুদি জাতি আর ইসরাইলকেই বুঝে থাকি। এই বৃহৎ কুমিরটি আজ বিশ্বকে গ্রাস করে, শান্তি-শৃঙ্খলাকে হজম করে, গাজায় নিষ্পাপ শিশুদের হত্যা করছে। বিশ্বে শান্তি প্রতিষ্ঠার পথে আজ সবচেয়ে বড় বাধা হল এই যায়নবাদ।

আমরা মানবজাতিকে কিভাবে এই বিপদ থেকে উদ্ধার করতে পারি? কারণ Great Middle East Project যায়নবাদীদের আকিদার সাথে সম্পর্কিত; এই বিষয়কে তারা তাদের দ্বীনের অংশ বলে মনে করে থাকে। ইসরাইলের প্রতিটি প্রধানমন্ত্রী এই কথাটি বলে থাকেন যে, “আমাদের দুটি মানচিত্র রয়েছে—একটি হল দেওয়ালে খচিত, অপরটি হল আমাদের অন্তরে খচিত মানচিত্র।”

এটাই হল ইসরাইলের পরিকল্পনা। মুসলিম হিসেবে আমরা কী করে থাকি?
OIC-সহ অন্যান্য সংগঠনের নামে বিভিন্ন সম্মেলনের আয়োজন করে থাকি এবং সেখানে সারাদিন ফাঁকা বুলি আওড়াই। সভাশেষে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হয়ে সারা দুনিয়ায় প্রচার করি—“অনতিবিলম্বে ইরাক থেকে আমেরিকার সেনাবাহিনী প্রত্যাহার করতে হবে।” টেলিভিশন অথবা পত্র-পত্রিকায় এই খবর দেখে রকফেলারেরা কফির কাপে আয়েশী টান দিয়ে ব্যঙ্গাত্মক অট্টহাসি দিয়ে বলে
"তোমরা এই সকল অবাস্তব পরিকল্পনা নিয়েই বসে থাকো, আর জেনে রাখো আমরা আমাদের প্রতিটি পরিকল্পনা পদে পদে বাস্তবায়ন করছি।"

এমনকি ইরানিরা মনে করে যে—“আমরা নিজেরা পারমাণবিক বোমা বানাচ্ছি, আমরা আধুনিক অস্ত্র বানাচ্ছি...” ইত্যাদি। সাবধান! এই সকল চিন্তার মাধ্যমে নিজেদেরকে প্রতারিত করবেন না। আপনারা যদি এই পথেই চলতে থাকেন তাহলে শত বছরে ও
ইসরাইলিদের কিছুই করতে পারবেন না।

তাহলে আমরা কী করব?
এর থেকে উত্তরণের একটাই পথ—আমাদেরকে কুরআনের আলোকে নতুন দুনিয়া সৃষ্টি করতে হবে। কারণ ইসলাম ছাড়া বিশ্বে শান্তি অসম্ভব। আমরা কিভাবে এই নতুন দুনিয়া প্রতিষ্ঠা করব?
আমি ২৪ জুন ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী হয়েছিলাম এবং শপথ নেওয়ার পর আমার অফিসে আসি। এরপর সর্বপ্রথম আমেরিকার রাষ্ট্রদূত আমার সাথে সাক্ষাৎ করতে আসে। সে আমাকে বলে—“আমরা জানি আপনার দাওয়াত হচ্ছে ইসলাম, আর আপনি প্রধানমন্ত্রী হয়েছেন—অবশ্যই আমরা এটা পছন্দ করিনি। কিন্তু আপনাদের সাথে আমাদের কাজ করতে হবে। তবে ছয়টি শর্তে আপনার সাথে কাজ করতে পারি,

১। ইরানের সাথে আপনাদের বাণিজ্য পঞ্চাশ মিলিয়ন ডলারের বেশি করতে পারবেন না।
২। ইরানে যেতে পারবেন না।
৩। মুসলিম দেশগুলোর সাথে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে পারবেন না।
৪। তুরস্কে অবস্থিত আমেরিকা ও ইসরাইলের অঙ্গ সংগঠনগুলোর কাজে বাধা দিতে পারবেন না।
৫। তুরস্কে অবস্থিত আমেরিকান সামরিক ঘাঁটিগুলো বন্ধ করতে পারবেন না।
৬। ইরাকের পাইপলাইনগুলো উন্মুক্ত করতে পারবেন না।

আমাদের ইতিহাসে আলী পাশার একটি বিখ্যাত প্রবাদ আছে—"আমি যে রাষ্ট্রীয় কাজ করতে যাই না কেন, প্রথমে রাশিয়ার রাষ্ট্রদূতের সাথে পরামর্শ করি এবং সে যা বলে, আমি ঠিক তার বিপরীতটাই করি।"

আমিও ঠিক একই কাজ করেছি-
রাষ্ট্রদূত যা বলেছে, আমি তার উল্টো কাজ করেছি। সে বলেছিল, “৫০ মিলিয়নের বেশি বাণিজ্য করতে
পারবেন না”— অথচ আমি শুধু ইরানের গ্যাসের জন্যই ২.৫ বিলিয়ন ডলারের চুক্তি করি। এমনকি আমি সিদ্ধান্ত নেই যে, ইরানের সাথে তুরস্কের বাণিজ্যিক সম্পর্ক ১০ বিলিয়ন, ২০ বিলিয়ন, ৫০ বিলিয়নের মধ্যে সীমিত থাকবে না, বরং তা জার্মানি ও ফ্রান্সের সাথের সম্পর্কের চেয়েও বেশি হবে।

১৫ দিন পর আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী ওয়ারেন এম. ক্রিস্টোফার এবং আঙ্কারার রাষ্ট্রদূত ক্রসম্যান এই দুই ইয়াহুদি শলাপরামর্শ করে যে, “যাই হোক না কেন, রেফাহ পার্টি এবং এরবাকানকে ক্ষমতাচ্যুত করতে হবে।” তাদের সেই ষড়যন্ত্রের দলিলগুলো আমার কাছে রয়েছে।

আমি এই সকল কথা কেন বলছি?
আমরা দোয়া করি—ইরানের ইসলামি বিপ্লব তার পূর্ণতায় পৌঁছাতে পারে। কিন্তু আমরা এটা জানি, আমাদেরকে ক্ষমতা থেকে নামানোর জন্য তারা যেমন ষড়যন্ত্র করেছে, ঠিক তেমনি ইরানের বিপ্লবও যাতে লক্ষ্যে পৌঁছাতে না পারে, সে জন্য তারা সকল ধরনের ষড়যন্ত্র করবে।

আপনারা এদেরকে সুযোগ না দেওয়ার জন্য সর্বদা সতর্ক থাকবেন। কারণ যায়নবাদীরা ৫৭০০ বছরের একটি পুরাতন সংগঠন।

আমেরিকার চল্লিশটি রণতরী রয়েছে এবং তারা হুমকি দিয়ে বলে যে ইরানকে ভালোভাবে শায়েস্তা করবে। এমতাবস্থায় আমরা কি শুধু বসে থাকব? নাকি ৪১টি রণতরী বানাব? আর এগুলো বানাতে যে সময় লাগবে,
সেই সময়েই তারা আমাদের নিঃশেষ করে দেবে।

এই রণতরীগুলো বানানোর জন্য আমাদের এত অর্থই বা কোথা থেকে আসবে? আমরা ৪১টি বানাতে বানাতে ওরা ৮০টি বানিয়ে ফেলবে। তাহলে আমরা যায়নবাদকে কিভাবে পরাজিত করব?

আল্লাহ মহান, রাব্বুল আলামিন, দয়াবান ও দয়ালু। প্রযুক্তির উন্নয়ন ইসলামের জন্য একটি বড় নিয়ামত। আমরা এমন প্রযুক্তি আবিষ্কার করব—যার মাধ্যমে তারা আমাদের আক্রমণ করার সময় তাদের ক্ষেপণাস্ত্রগুলো দিয়েই তাদের রণতরীগুলো ধ্বংস হয়ে যাবে।

এটা কি সম্ভব নয়?
হ্যাঁ, এটা ইলেকট্রিক্যাল-ইলেকট্রনিক্সে সম্ভব। আমরা ওজনহীন বিমান তেহরান থেকে তেলআবিবে পাঠাব এবং এখানে বসে তা দেখব। এরপর এটি ইসরাইলের পারমাণবিক স্থাপনাগুলোতে আঘাত হানবে।

এগুলো কি সম্ভব?
হ্যাঁ, সম্ভব। আমি এসবের প্রোটোটাইপ তৈরি করে এনেছি। কারণ প্রযুক্তির কোন শেষ নেই। ইরানের ইসলামী বিপ্লব নতুন দুনিয়া সূচনার একটি দরজা। তুরস্ক ও ইরানের সম্পর্ক একটি বীজের মতো। এর চারপাশে রয়েছে D-8, এর চারপাশে D-60, ষাটটি মুসলিম দেশ এবং নিপীড়িত একশো টি দেশ।
এরপর রাশিয়া, চীন, আফ্রিকা, ভারতসহ ৬০০ কোটি মানুষকে নিয়ে শান্তির সুবাতাস বইয়ে দিতে চাই।

আমরা কমন মুদ্রা হিসেবে ইসলামি দিনার চালু করব। ইসলামী জাতিসংঘ এবং নিজস্ব ন্যাটো প্রতিষ্ঠা করব।
আর এভাবেই আমরা একটি নতুন দুনিয়া গড়ব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের ৪৬ নম্বর আয়াতে বলেন:

﴿وَقَدْ مَكَرُوا مَكْرَهُمْ وَعِندَ اللَّهِ مَكْرُهُمْ وَإِن كَانَ مَكْرُهُمْ لِتَزُولَ مِنْهُ الْجِبَالُ﴾

“তারা তাদের সব রকমের চক্রান্ত করেছে, কিন্তু তাদের প্রত্যেকটি চক্রান্তের জবাব আল্লাহর কাছে ছিল, যদিও তাদের চক্রান্তগুলো এমন ছিল যাতে পাহাড়ও টলে যেত।”

আল্লাহ আরও বলেন:
إِنْ يَنْصُرْكُمُ اللَّهُ فَلَا غَالِبَ لَكُمْ

"যদি আল্লাহ তোমাদের সাহায্য করেন, কেউ তোমাদের পরাজিত করতে পারবে না।"

আমি এর আগে ইরানে D-8 খুলেছিলাম। এখন আমি এসেছি দুটি লক্ষ্য নিয়ে:

১। ইরানের বিপ্লবের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করা। আত্মবিশ্বাস রাখলে আপনারাই বিজয়ী হবেন। আল্লাহ আপনাদের সহায় হবেন।

২। ইরান ও তুরস্ক ইনশাআল্লাহ একটি নতুন বিপ্লবের সূচনা করবে।

(২০০৯ সালে ইরান সফরে দেওয়া বক্তব্যের আংশিক অনুবাদ)

অনুবাদক: বুরহান উদ্দিন আজাদ

বিশাল জনসভা
24/06/2025

বিশাল জনসভা

মাগুরায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার হয়েছেন জেলা ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের সবুজ।আজ বেলা সাড়ে ১১ট...
24/06/2025

মাগুরায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার হয়েছেন জেলা ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের সবুজ।

আজ বেলা সাড়ে ১১টার দিকে শহরের ভায়না এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার শহরতলির ভিটাশাইর এলাকায় গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গান, একটি গুলি, ১৫ পিস ইয়াবা ও একটি রামদা উদ্ধার করা হয়েছে।

সেনাবাহিনীর মাগুরা ক্যাম্পের কমান্ডার বলেন, সবুজের বিরুদ্ধে আগে থেকেই জমি দখল ও নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডসহ অন্তত ১৩ থেকে ১৪টি লিখিত অভিযোগ ছিল।

দিনাজপুর -১( বীরগঞ্জ - কাহারোল)মতিউর ভাই
24/06/2025

দিনাজপুর -১( বীরগঞ্জ - কাহারোল)
মতিউর ভাই

আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর একটি ভোটবাক্স থাকবে।-মিয়া গোলাম পরওয়ার
23/06/2025

আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর একটি ভোটবাক্স থাকবে।
-মিয়া গোলাম পরওয়ার

ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মনিরুল মাওলাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (২৩ ...
23/06/2025

ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মনিরুল মাওলাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (২৩ জুন) রাত পৌনে ১২টার দিকে রাজধানী ভাটারার একটি আবাসিক এলাকা তাকে গ্রেফতার করা হয়।

❤️
23/06/2025

❤️

21/06/2025

মন থেকে অগচরে যা কিছু মুছে যায়
আনন্দ ঘন ছায়া বেদনার স্মৃতিগুলো নীরবে কাঁদায় ❤️💝
ভিডিও ক্রেডিট: Abdur Rahim

04/01/2025

পুরোনো স্মৃতি মনে পড়ে গেল।।💔💔

কেনো আপনাকে জামায়াত ইসলামী করতেই হবে?? আমার ক্ষুদ্রতম জ্ঞানের আলোকে নিচে উপস্থাপন করলাম।যদিও আমি যোগ্য না।অনেকে বলে জামা...
12/10/2024

কেনো আপনাকে জামায়াত ইসলামী করতেই হবে??

আমার ক্ষুদ্রতম জ্ঞানের আলোকে নিচে উপস্থাপন করলাম।যদিও আমি যোগ্য না।

অনেকে বলে জামায়াত করলেই কি জান্নাতে যাওয়া যাবে?? আমার কথা হচ্ছে জান্নাতে যাওয়ার আগেতো আপনাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে। আর বাঁচতে হলে ইকামাতে দ্বীনের কাজে অংশগ্রহণ করতে হবে। কেননা দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন হলো সব ফরজের বড় ফরজ। রাসুল সঃ এর ৬৩ বছর জীবনের মূল লক্ষ্যই ছিলো আল্লাহর দ্বীনকে বিজয়ী করা।

আল্লাহ সুরা আল ইমরানের ১০৩ নং আয়াতে বলেছেন -"তোমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীনকে আকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়োনা" এ আয়াতের আল্লাহর ইশপ ষ্ঠ নির্দেশনা হচ্ছে দলবদ্ধভাবে জীবন যাপন করতে হবে।

আল্লাহ সুরা সফ এর ৯ নং আয়াতে রাসুল সঃ কে জানিয়েছেন আপনার চুড়ান্ত টার্গেটই হচ্ছে -" রাষ্ট্রে মুশরিকদের সকল পথ,মত,রীতি-নীতি সংবিধানের উপর আমার দ্বীনকে বিজয়ী করা।তার পরের আয়াতে বুঝিয়েছেন - ইমান্দারেরা যদি এ সংগ্রাম না করে তবে জাহান্নামে ধাপিত হবে।
এছাড়াও সুরা- আল ইমরান,বাকারা,তওবা,হুজরাত সহ অনেক সুরার অনেক জায়গাতে আল্লাহ ইসলামী আন্দোলনের গুরুত্ব উপস্থাপন করেছেন।

আর এ আন্দোলন এককভাবে সম্ভব নয়।প্রয়োজন ১টি সুসংগঠিত ইসলামি দলের। আর এ ক্ষেত্রে যদি জামায়াত ইসলামী সঠিক হয় তবে অবশ্যই আপনাকে জামায়াত করতেই হবে। আর জামায়াত যদি পারফেক্ট না হয় বা এর থেকে ভালো কোনো দল থাকে সেইটা করুন।আর যদি কোনো দল পছন্দ না হয় তবে আপনি নিজেই একটা দল প্রতিষ্ঠা করুন।

আমার মনে হয়েছে,এদেশের প্রেক্ষাপটে জামায়াত ইসলাম শীর্ষে।কারন-

*সততা ও শৃঙ্খলা বিধানে জামায়াত ইসলাম উপরে।নেই কোন দলীয় কোন্দল বা পদ পদবী নিয়ে বিভাজন।

*জাতীয় রাজনীতি করার মতো পর্যাপ্ত রশদ সামগ্রী রয়েছে।

*জামায়াতই একমাত্র মূল ধারার ইসলামী দল।কারন অন্য দলগুলো মূল ধারার ইসলামী দলের সজ্ঞায়ই পড়েনা।কোনো দল পারিবারিক, কোনো দল ব্যক্তি কেন্দ্রীক আবার কোনো দল নিকৃষ্ট রাজ ধারায় সমর্থিত।যা মূল ধারার ইসলামী দলের সাথে সাংঘর্ষিক।

জামায়াত শতভাগ পরিশুদ্ধ তা আমি দাবি করছিনা।কারন এটা সরাসরি ওহি বা নবী-রাসুল দ্বারা পরিচালিত নয়। তবে জামায়াত ইসলামের গঠনতন্ত্র কোরআন-হাদিসের আলোকে বিজ্ঞান ভিত্তিকভাবে গঠিত। তাই বাংলাদেশের প্রেক্ষাপটে সৎ, যোগ্য নেতৃত্বের মাধ্যমে দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে আদর্শ নাগরিক গঠনে জামায়াতের বিকল্প আমি দেখিনা।

ইমাম ইবনে তাইমিয়া বলেছেন - তোমরা যদি সঠিক ইসলামী দল চিনতে চাও তবে ঐসময়ের তাগুত শক্তির দিকে তাকাও,তাদের নির্যাতনের স্টিম রোলার যাদের উপর চলবে তারাই সঠিক।আর জামায়াতই হলো একমাত্র ইসলামী দল যারা জুলুম-নির্যাতনের মহাসাগরে পতিত।

আমি জামায়াতকে বাছাই করার সর্বোপরি গল্পটা এমন যে- একটা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের পরিক্ষায় অনেকে অংশগ্রহণ করলে কর্তৃপক্ষ প্রথম পর্যায়ে ৫ জনকে বাছাই করলো।এর মধ্যে কেউ ইংরেজিতে ভালো,কেউ বাংলায়,কেউ আরবিতে,কেউ অংকে ভালো আর একজন ব্যতিক্রম, তিনি সব বিষয়ে পারদর্শী এমনকি আন্তর্জাতিক বিষয়েও জ্ঞান রাখেন।এখন আপনি বলেন কাকে বেছে নিবেন? নিশ্চয় সব বিষয়ে পারদর্শী ব্যক্তিকে।আর জামায়াতের উদাহরণটা ঐ সব বিষয়ে পারদর্শী ব্যক্তির মতো।

তাই আমি বাংলাদেশের সকল ইসলামী দলগুলোর উপর সম্মান রেখেই দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে আগামীদিনে জামায়াত ইসলামী করবো ইনশাআল্লাহ।

আগেই বলেছি কোরআন হাদিসের আলোকে এটা আমার ব্যক্তিগত মতামত,বিপক্ষে যদি আপনার মতামত থাকে তবে কোরআন হাদিসের আলোকে মন্তব্য করবেন।

প্রিয় ভাই আপনার প্রতি ভালোবাসা নিয়েই বলছি❤️❤️ অন্ধভাবে জামায়াতের বিরোধিতা না করে একটু গবেষণা মূলক বিশ্লেষণ করেন তবে আপনিও আকর্ষিত হবেন ইন্শাআল্লাহ।

সম্মানিত ভাই,কোনো কারনেই ইসলামী দল বাদ দিয়ে জাহান্নামের লাকড়ি হইয়েননা।

Address

Amtoli Chirirbandar
Dinajpur
5240

Website

Alerts

Be the first to know and let us send you an email when MD OSMAN ALI posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share