01/08/2025
🔰 গা*জাবাসীর জন্য সহায়তা করুন
আমরা কতইনা ভালো আছি। ভরপেট খাবার খাচ্ছি। আরামের ঘুম দিচ্ছি। এসি ওয়ালা, টাইলস ওয়ালা মসজিদে সিজদা দিচ্ছি। কিন্তু, আমাদের ফিলি*স্তিনের ভাই-বোনেরা পৃথিবীর বুকে যেন আজাব ভোগ করতেছে বিশ্বের বিষফোঁড়া ইজ*রা-য়েল ও অন্যান্যদের মাধ্যমে। তারা ঠিকমতো দুমুঠো খাবার পাচ্ছে না। হাজার হাজার মানুষ মারা যাচ্ছে শুধুমাত্র খাবারের অভাবে, পুষ্টির অভাবে। আমরা মুসলিম হয়ে কি করে তা সহ্য করতে পারি। আমাদের পক্ষে হয়তো সম্ভব নয় সেখানে গিয়ে সরাসরি তাদের সহায়তা করা। কিন্তু এই আধুনিক বিশ্বে আমরা তাদের নিকট কিছু খাদ্য, অর্থ ও সহায়তা পাঠাতে পারবো ইংশাআল্লাহ। এই পোস্টটি বেশি বেশি মানুষের মাঝে শেয়ার করি। এর মাধ্যমে যতজন সহায়তা করবে তার সমান সওয়াব আপনারও হবে।
এক্ষেত্রে আপনাদের সকলের সাহায্য সহায়তা আমাদের একান্ত কাম্য। তাই আসুন প্রিয় ভাই-বোনেরা, আপনাদের সাধ্যমত আমাদের ফিলি*স্তিনের গা*জীবাসীর জন্য যতোটুকু পারেন সহায়তা করুন।
আর্থিক সহায়তা পাঠানোর মাধ্যম:
রকি: 01795-604199 (বিকাশ, নগদ, রকেট)
আশিক: 01306117031 (বিকাশ, নগদ, রকেট)
টাকা পাঠিয়ে আমাদের নিকট হতে রশিদ সংগ্রহ করতে পারবেন। টাকা পাঠানোর সময় রেফারেন্সে নাম, ফিলিস্তিন লিখে দিলে ভালো হয়।
আপনাদের আমানত ফি*লি-স্তিনের গা*জাবাসী ভাই-বোনদের হাতে পৌঁছে দেবো ইংশাআল্লাহ।