ArisH BaBu

ArisH BaBu পরিবারের প্রিয় একজন

Say MashAllah💜💜
01/01/2024

Say MashAllah💜💜

14/11/2023

Police Qari Mohibullah ki sundor vabe Azan dilo sunun💜❤️💜

05/11/2023

........... ইতিহাস সাক্ষী .......….🙃

_ছেলেদের চেয়ে
মেয়েরা বেশি সাহসী 🤗🤗.!!

_ কারণ, ছেলেরা শশুর বাড়িতে
বিয়া করতে আসে
দলবল নিয়ে .!!😂😂

_আর মেয়েরা
শ্বশুর বাড়ি যায় একাই .!😎
-This is girls power😏🤘
😄😄😜কি বলো আপুরা ঠিক বলছি তো 🤪😜🤪

04/11/2023

😂😂😭😭

গতকাল সন্ধাবেলা নিউমার্কেট পার্কিং এর সামনে প্রচন্ড ভিড়।😑

একজন পুরুষ আর একজন মহিলা,
সম্ভবত স্বামী-স্ত্রীই হবেন,
তাঁদের মধ্যে খুব ঝগড়া হচ্ছে,
গোটা চল্লিশ পঞ্চাশ জন মানুষ
পাশে দাঁড়িয়ে দেখছেন আর মজা নিচ্ছেন।

মহিলা বললোঃ-" যতদিন না কার কিনছো,
তোমার সঙ্গে যাবো না, বলে দিলাম।
তোমার বাইকে চড়ে চড়ে ক্লান্ত হয়ে পড়েছি,
ধূলা বালি আর ভাল লাগেনা।

মহিলার স্বামী বললো-
"এতো পাবলিকের সামনে
আমাকে বে/ই/জ্জ/তি করছো কেন ??
বাইকের চাবিটা দাও।"

মহিলা বললোঃ-" না, চাবি দেবো না,
কৃপণ কোথাকার।
তোমাকে বিয়ে করে আমার
পুরো জীবনটাই বরবাদ হয়ে গেলো।"

এতক্ষণ যারা পাশে দাঁড়িয়ে ঝগড়া দেখছিলেন,
তাদের কেউ কেউ মিলে মহিলাকে বোঝাতে লাগলেন,
কিন্তু কোন কাজ হলোনা।
ভীষন একগুঁয়ে আর জেদি মহিলা।

এবার লোকটা রেগে গিয়ে বললোঃ-
"তুমি চাবিটা দিবে!
না-কি আমি তালাটা ভা/ঙ/বো?"
মহিলা বললোঃ-
"যতক্ষন না কার কিনছো, চাবিও দেবোনা,
আর তোমার সঙ্গে বাড়িতেও যাবোনা।"

লোকটা বিরক্ত হয়ে
উপস্থিত জনগণের সাহায্য চাইলো।
দু-চারজন যুবকের সাহায্য নিয়ে
শেষমেশ তালা ভা/ঙা হলো।

ভদ্রলোক বাইকে চড়ে স্ত্রী-র উদ্দেশ্যে বললোঃ-
"শেষবারের মতো বলছি,
আজকের মতো বাইকে চড়ে নাও।
কাল সকালেই কার কিনবো,
এখন আর ঝা'মেলা করোনা।"

মহিলা গুটিগুটি পায়ে
বাইকের সামনে গিয়ে বললোঃ-
তাহলে আমি চালাই তুমি পিছনে বসো।
এর পর হাসি হাসি মুখে দুজনে চলে গেলো।

ভাবলাম, যাক- আপদ গেলো।
যে-যার নিজের কাজে চলে গেলাম।

"ঘন্টাখানেক পর, বাজার করে ফিরছি।
দেখলাম, একই জায়গায় তিরিশ-চল্লিশ জন লোকের ভীড়।
ভীড়ের মাঝখানে কদমতলির মনসুর সাহেব
মাথায় হাত দিয়ে চিৎকার করে কাঁদছেন,
আর বলছেনঃ-"
১ মাস হলো বাইকটা কিনলাম...
"এই ভর সন্ধ্যায় এরকম বাইক চুরি...!
এতো মজবুত তালা -- ভাঙলো কোন শালা??"
পরোপকারী পাবলিক -তখন,
*Silent Mode* এ...😂😁

26/10/2023

Arish babu hati hati pa kre

Address

Dinajpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when ArisH BaBu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ArisH BaBu:

Share