I Love Dawat E Islami Biral

I Love Dawat E Islami Biral اَلسَلَامْ عَلَيْــــــــــــــكُمْ وَ رَ حْمَةُ اللهِ وَ بَرَكَاتُهُ

Mey kya? Awr keya meri haqiqat?

Sab kuch toh SARKAR
ﷺ ki Nisbat💛

لا إله الا اللَّه محمد رسول اللَّهﷺ

লাব্বাইকা ইয়া রাসুল আল্লাহ
(صَلَّی اللّٰہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم)

13/02/2025

শবে বরাতের রাতে বাদ মাগরিব ৭টি বড়ই পাতা গরম পানিতে সিদ্ধ করে ঐ গরম পানি কুসুম গরম করে গোসল করবেন।

* ফজিলত* পূর্ণ একবছর যাদুটুনা থেকে আল্লাহ পাক রক্ষা করবেন।

মাগরিবের নামাজের পর ২ রাকাত নফল নামাজ পড়বেন। প্রত্যক রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা হাশরের শেষ ৩ আয়াত,১বার সূরা ইখলাস।
*ফজিলত * আল্লাহ বান্দার সমস্ত গুনাহ মাফ করেন দিবেন।

এশার নামাজের পূর্বে ২রাকাতের নিয়্যতে ৮ রাকাত নফল নামাজ পড়বেন। প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাছ ৫ বার।
*ফজিলত* যত বড় গুনাহই হোক না কেন আল্লাহ পাক মাফ করে দিবেন।

ইশার নামাজ আদায় করার পরে ২ রাকাত নফল নামাজ পড়বেন। প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা আয়াতুল কুরসি ১বার,,সূরা ইখলাছ ১৫ বার।নামাজ শেষ করে ভক্তি সহকারে১০০ বার দুরুদ শরীফ আল্লাহর দরবারে হাত তুলে রিজিকের বরকতের জন্য দোয়া করতে হবে,,
* ফজিলত * আল্লাহ পাক রিজিকে অফুন্ত বরকত দান করবেন।

অতপর, আবারো ২ রাকাতের নিয়্যতে ৮ রাকাত নামাজ, প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে ১বার সূরা কদর, ২৫বার সূরা ইখলাস।
*ফজিলত * বান্দার গুনাহ মাফের জন্য এই নামাজ বরই উপকারী।

রাতের প্রথম ভাগে (১১ টার পর) ২রাকাত করে ১৪ রাকাত নফল নামাজ প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে ১বার সূরা কাফেরুন, ১বার সূরা ইখলাস,, ১বার সূরা ফালাক,,১বার সূরা নাস,,। নামাজ শেষ করে ১বার আয়াতুল কুরসি, ১বার সূরা তাওবাহ এর শেষ ২ আয়াত,(সূরা তাওবাহ পারা নং ১১ আয়াত ১২৮,,১২৯,,।
*ফজিলত * এই নামাজের উছিলায় বান্দার দ্বীন ও দুনিয়ার সকল নেক আশা আল্লাহ পূরণ করে দিবেন।ইনশাআল্লাহ।

শবে বরাতের মধ্য রাতে৪ রাকাতের নিয়্যতে ৮ রাকাত নফল নামাজ। প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস ১০বার।
*ফজিলত * এই নামাজ আদায়কৃত বান্দার উপর আল্লাহ পাক অসংখ্য তার জন্যে নির্দারন করেন যে ফেরেস্তারা ঐ বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি ওজান্নাতের সুসংবাদ দিবেন।
শবে বরাতের রাতে যে কোনো সময় সূরা বাকারার শেষ ২আায়াত (৩পারার ২৮৫,২৮৬ নং আয়াত) ২১বার তিলাওয়াত করলে আল্লাহ পাকের মেহেরবানীতে ঐ বান্দার নিরাপত্তার শান্তি জান মালের হেফাজত হবে।ان شاء الله

শবে বরাতের পরের দিন রোজা রাখা হাবিব (ﷺ) এর হুকুম দিয়েছেন।

সবাই আমল গুলো করার চেষ্টা করবেন তো।
ان شاء الله

শাবানের ১৫তম  তারিখের রোযা.....🥀🌷💐🌼
10/02/2025

শাবানের ১৫তম তারিখের রোযা.....🥀🌷💐🌼

আমীরে আহলে সুন্নাত কেমন সুন্নাত শিক্ষা দিলেন, মৃত্যুর পরও মুচকি হাসির সুন্নাত চেহারায় প্রকাশ পাচ্ছে৷ সুন্নাহ অনুযায়ী দ...
16/01/2025

আমীরে আহলে সুন্নাত কেমন সুন্নাত শিক্ষা দিলেন, মৃত্যুর পরও মুচকি হাসির সুন্নাত চেহারায় প্রকাশ পাচ্ছে৷ সুন্নাহ অনুযায়ী দাড়ি ও পাগড়ি চেহারাকে আলোকিত করছে৷

এমন মৃত্যু লাভ করার জন্য কে না চায়?
ان شاء الله عزوجل

এই ছবিতে যাকে দেখতে পাচ্ছেন, তার নাম হাজী খালিদ আত্তারী, তিনি দাওয়াতে ইসলামী প্রদত্ত একটি দায়িত্বে কুরআন ও সুন্নাহ প্রচারে নিয়োজিত ছিলেন৷

এই ছবিটি তার মৃত্যুর পর তোলা হয়েছে, যা তার কুরআন ও সুন্নাহ এর শিক্ষায় জীবনযাপনের উত্তম প্রতিদানের জানান দিচ্ছে৷
I Love Dawat E Islami Biral

16/01/2025

দেখুন অনুষ্ঠান শবে মেরাজের দুলহা
Starting 16th Jan 05:00 PM

01/01/2025
দোয়ায়ে আত্তার...টেলিথোন ক্যাম্পেইন (দান-অনুদান সংগ্রহের কর্মসূচি)১ নভেম্বর থেকে ৩ নভেম্বর পর্যন্তপ্রতি ইউনিট ৫,০০০ টাকাB...
24/10/2024

দোয়ায়ে আত্তার...

টেলিথোন ক্যাম্পেইন (দান-অনুদান সংগ্রহের কর্মসূচি)
১ নভেম্বর থেকে ৩ নভেম্বর পর্যন্ত
প্রতি ইউনিট ৫,০০০ টাকা
Bkash
যাকাত: +8801962007885
নফল সদকা: +8801842122672



I Love Dawat E Islami Biral Sonia Kãnîz Ë Mûštäfã

দাঁড়ি আর টুপি পরে মন্দিরে পূজা মন্ডপে পাহারা দিলি,অথচ নিজ ধর্মের ইবাদত খানা উগ্রবাদে পরিণত করলি।
22/09/2024

দাঁড়ি আর টুপি পরে মন্দিরে পূজা মন্ডপে পাহারা দিলি,অথচ নিজ ধর্মের ইবাদত খানা উগ্রবাদে পরিণত করলি।

আদব অনেক বড় জিনিস, যা একমাত্র সুন্নীদের কাছে পাওয়া যায়। আলহামদুলিল্লাহ আমি সুন্নী, আপনি.??
22/09/2024

আদব অনেক বড় জিনিস, যা একমাত্র সুন্নীদের কাছে পাওয়া যায়।
আলহামদুলিল্লাহ আমি সুন্নী
, আপনি.??

Address

Biral, Vuttu Market
Dinajpur

Alerts

Be the first to know and let us send you an email when I Love Dawat E Islami Biral posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share