Md Firoz Ali

Md Firoz Ali Life

28/11/2025

রোজ বিকেলের চিঠি

যে নোংরা তার চিন্তা ধারণা নোংরা 💔🚫
যে ভালবাস তার চিন্তা ধারণা ভালো 💚❎

22/11/2025

রোচ বিকেলের চিঠি
দোলনায় ডুলে মজা লাগে
যখন পৃথিবী ডুলে তখন কলিজায় ব্যাথা লাগে

ভূমিকম্প

08/09/2025

রোজ বিকেলের চিঠি
রাত্রে নিঝুম কেউ জেগে নেই


💚
💚 اللہ💚
💚

শুধু একজন জেগে আছে তিনি হচ্ছেন
আল্লাহ

24/08/2025

আজ সকালের চিঠি

আসলে এই ধরনের সমস্যা বিশ্লেষণ করে হুট করে বলা উদ্দেশ্য বলা ঠিক হবে না কারণ ১০ প্রকারের সমস্যা যদি সংসারী দেখা দেয় তাহলে ওই সমস্ত কাজে ধাপিত হয়
যেমন স্বামীকে সম্মান না দেওয়া
স্বামীর পরিবারের পিতা-মাতার সাথে সদাচরণ না করা
স্বামীর সাথে সংসার করতে যেগুলো আল্লাহতালার নেয়ামত পেয়েছেন সেগুলোর সঠিকভাবে পালন না করা যেমন ছেলে সন্তান অথবা মেয়ে
সংসার জীবনে স্বামীর সাথে সময় না দেয়া
স্বামীর ইচ্ছার বিরুদ্ধে চলাফেরা
স্বামীর মন খুশি রাখার টিপস না জানা
স্বামীর প্রতি যত্নশীল না হওয়া
যাবতীয় স্বামীর শুভাকাঙ্ক্ষী হয়ে পাশে থাকার প্রয়োজন সেখানে থাকে না
মনে রাখবেন স্বামীকে যত আকৃষ্ট করতে পারবেন ততই সেই
তোমার উপর আকৃষ্ট হয়ে পড়বে
এই সমস্যাগুলো হয় স্বামীর পক্ষে হয় স্ত্রী পক্ষে
যেকোনো একপক্ষে হলেই সমস্যা
তবে দেখবেন উভয়পক্ষে কেউ পরকীয়া করতে রাজি হবে না

24/08/2025

রোজ সকালের চিঠি

আলহামদুলিল্লাহিল্লাজি
আহিয়ানা দাদা মা আমাতানা ইলাইহি নাসির

আবার পরিবতোন
21/08/2025

আবার পরিবতোন

ওকে
21/08/2025

ওকে

17/08/2025

রোজ বিকেলের চিঠি

আলহামদুলিল্লাহ, দলিলসহ নামাযের মাসায়েলের তৃতীয় সংস্করণ এখন প্রেসে যাচ্ছে। আগের দুটি সংস্করণের মতো এর মধ্য দিয়েও পাঠকদের প্রত্যাশা পূরণ হবে বলে আশা করি। বিশেষ করে প্রতিকায় বিজ্ঞাপন আসার পর থেকেই তাদের পক্ষ থেকে বারবার তাগাদা আসছিল। আল্লাহ তায়ালার মেহেরবানিতে পাঠকদের তৃপ্ত করার মতো কাজটি আমরা সফলভাবে সম্পন্ন করতে পেরেছি বলে আশা করছি। তাঁর জন্যেই সকল প্রশংসা। সকল কল্যাণকর কর্ম তো তাঁর ইশারায়ই সম্পাদিত হয়।

16/08/2025

রোজ বিকালের চিঠি

আবূ যার (রাঃ) হতে বর্ণিত:

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আল্লাহ্‌ তা’আলা কিয়ামাতের দিবসে তিন শ্রেণীর লোকের প্রতি ভ্রুক্ষেপ করবেন না, তাদেরকে পবিত্র করবেন না, উপরন্তু তাদের জন্য রয়েছে ভয়ানক শাস্তি। আমরা প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল। এরা কারা? এরা তো ব্যর্থ ও ধ্বংস হল। তিনি বললেনঃ (তারা হল) উপকার করার পর তার খোঁটাদানকারী, পায়ের গোড়ালির নিচে কাপড় পরিধানকারী এবং নিজের পণ্যদ্রব্য মিথ্যা শপথ করে বিক্রয়কারী

Address

Kansomam
Dinajpur
8503

Alerts

Be the first to know and let us send you an email when Md Firoz Ali posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Firoz Ali:

Share