হারিয়ে যাওয়া ভালোবাসা

হারিয়ে যাওয়া ভালোবাসা জীবন ছোট তাই সমায়ের সঠিক ব্যবহার করুন।

25/03/2025

ভালোবাসা দূর থেকে সুন্দর

বাস্তবতা এমন এক বিদ্যালয়, যেখানে মানুষ কোনো শিক্ষক ছাড়াই জীবনের সর্বশ্রেষ্ঠ শিক্ষা অর্জন করে। এখানে পাঠ্যপুস্তক নেই, নে...
15/03/2025

বাস্তবতা এমন এক বিদ্যালয়, যেখানে মানুষ কোনো শিক্ষক ছাড়াই জীবনের সর্বশ্রেষ্ঠ শিক্ষা অর্জন করে। এখানে পাঠ্যপুস্তক নেই, নেই কোনো নির্ধারিত সিলেবাস। তবুও প্রতিটি মুহূর্ত আমাদের জন্য একটি নতুন পাঠ হয়ে আসে।

জীবনের এই বিদ্যালয়ে আমরা শিখি ব্যর্থতা কীভাবে সফলতার পথে ধাপ তৈরি করে। শিখি কষ্টের ভেতর লুকিয়ে থাকা আত্মশক্তিকে জাগ্রত করতে। জীবনের প্রতিটি ঘটনা আমাদের শিক্ষা দেয়—কখনো কঠিন পরিশ্রমের গুরুত্ব, কখনো সম্পর্কের মূল্য।

এই বিদ্যালয়ে ‘সময়’ হলো প্রধান শিক্ষক। সময় আমাদের শেখায় ধৈর্য ধরতে, ভুল থেকে শিখতে এবং এগিয়ে যেতে। এখানে প্রতিটি ভুল আমাদের জন্য একটি নতুন অধ্যায়, প্রতিটি ব্যর্থতা একটি নতুন শুরু। বাস্তবতার এই পাঠশালায় কোনো ব্যক্তি আমাদের হাতে ধরে শেখায় না, বরং পরিস্থিতি, অভিজ্ঞতা আর আমাদের নিজস্ব সিদ্ধান্তই আমাদের শিক্ষা দেয়।

বাস্তবতা শিখিয়ে দেয়—জীবন হলো একটি অমসৃণ পথ। এখানে আনন্দ আর বেদনার মিশ্রণেই আমাদের চলতে হয়। যারা এই শিক্ষাকে গ্রহণ করতে পারে, তারা নিজেরাই জীবনের পথে আলোকিত হতে শেখে।

তাই বাস্তবতাকে ভয় পাওয়ার কিছু নেই। এটি আমাদের প্রকৃত বন্ধু, যে আমাদের ভেঙে দিয়ে গড়ে তোলে। আমাদের জীবনের লক্ষ্য, স্বপ্ন আর সাফল্যের দিকে ধাবিত করতে বাস্তবতা প্রতিনিয়ত আমাদের পথ দেখায়।

এ কারণেই বাস্তবতা হলো এমন একটি বিদ্যালয়, যা আমাদের শক্তি, সহনশীলতা আর প্রকৃত মানুষ হয়ে ওঠার শিক্ষা দেয়। জীবনকে আরও ভালোভাবে বুঝতে, নিজের ভেতরের সম্ভাবনাকে জাগাতে, আর প্রতিকূলতাকে জয় করতে, বাস্তবতার এই বিদ্যালয় আমাদের জন্য সবচেয়ে বড় সম্পদ।।🙂

# সংগ্রহীত

#এই #এই #এই

বাস্তবতা এমন এক বিদ্যালয়, যেখানে মানুষ কোনো শিক্ষক ছাড়াই জীবনের সর্বশ্রেষ্ঠ শিক্ষা অর্জন করে। এখানে পাঠ্যপুস্তক নেই, নে...
15/03/2025

বাস্তবতা এমন এক বিদ্যালয়, যেখানে মানুষ কোনো শিক্ষক ছাড়াই জীবনের সর্বশ্রেষ্ঠ শিক্ষা অর্জন করে। এখানে পাঠ্যপুস্তক নেই, নেই কোনো নির্ধারিত সিলেবাস। তবুও প্রতিটি মুহূর্ত আমাদের জন্য একটি নতুন পাঠ হয়ে আসে।

জীবনের এই বিদ্যালয়ে আমরা শিখি ব্যর্থতা কীভাবে সফলতার পথে ধাপ তৈরি করে। শিখি কষ্টের ভেতর লুকিয়ে থাকা আত্মশক্তিকে জাগ্রত করতে। জীবনের প্রতিটি ঘটনা আমাদের শিক্ষা দেয়—কখনো কঠিন পরিশ্রমের গুরুত্ব, কখনো সম্পর্কের মূল্য।

এই বিদ্যালয়ে ‘সময়’ হলো প্রধান শিক্ষক। সময় আমাদের শেখায় ধৈর্য ধরতে, ভুল থেকে শিখতে এবং এগিয়ে যেতে। এখানে প্রতিটি ভুল আমাদের জন্য একটি নতুন অধ্যায়, প্রতিটি ব্যর্থতা একটি নতুন শুরু। বাস্তবতার এই পাঠশালায় কোনো ব্যক্তি আমাদের হাতে ধরে শেখায় না, বরং পরিস্থিতি, অভিজ্ঞতা আর আমাদের নিজস্ব সিদ্ধান্তই আমাদের শিক্ষা দেয়।

বাস্তবতা শিখিয়ে দেয়—জীবন হলো একটি অমসৃণ পথ। এখানে আনন্দ আর বেদনার মিশ্রণেই আমাদের চলতে হয়। যারা এই শিক্ষাকে গ্রহণ করতে পারে, তারা নিজেরাই জীবনের পথে আলোকিত হতে শেখে।

তাই বাস্তবতাকে ভয় পাওয়ার কিছু নেই। এটি আমাদের প্রকৃত বন্ধু, যে আমাদের ভেঙে দিয়ে গড়ে তোলে। আমাদের জীবনের লক্ষ্য, স্বপ্ন আর সাফল্যের দিকে ধাবিত করতে বাস্তবতা প্রতিনিয়ত আমাদের পথ দেখায়।

এ কারণেই বাস্তবতা হলো এমন একটি বিদ্যালয়, যা আমাদের শক্তি, সহনশীলতা আর প্রকৃত মানুষ হয়ে ওঠার শিক্ষা দেয়। জীবনকে আরও ভালোভাবে বুঝতে, নিজের ভেতরের সম্ভাবনাকে জাগাতে, আর প্রতিকূলতাকে জয় করতে, বাস্তবতার এই বিদ্যালয় আমাদের জন্য সবচেয়ে বড় সম্পদ।।🙂

# সংগ্রহীত

একটা মেয়ের সাথে আমার ২ বছরের সম্পর্ক। মেয়েটি আমার ২ বছরের সিনিয়র , আমার বর্তমান বয়স ২৮(সাটিফিকেটে ২৬ বছর), মেয়েটির বয়স ৩...
14/03/2025

একটা মেয়ের সাথে আমার ২ বছরের সম্পর্ক। মেয়েটি আমার ২ বছরের সিনিয়র , আমার বর্তমান বয়স ২৮(সাটিফিকেটে ২৬ বছর), মেয়েটির বয়স ৩০ মাস্টার্স শেষ। মেয়েটির সাথে আমি মিথ্যা বলে সম্পর্কে জড়াই, আমার উদ্দেশ্য খারাপ ছিলো । কেমন যেনো ন-র পশুর মতো হয়ে গিয়েছিলাম। সে জানতো আমি তার ২ বছরের জুনিয়র, সে আমাকে মন থেকে অনেক বেশি ভালোবাসতো আমি বুঝতে পারতাম। সম্পর্কের 3 মাস পরে আমি অনেক জোরাজুরি করি রু'ম ডেট করার জন্য,তার পর রুম ডেট হয় কিন্তু আমাদের সেদিন তেমন কিছুই হয় নাই। সে বললো আমিই নাকি তার প্রথম পুরুষ তার সময় লাগবে, আমিও তেমন ফোর্স করলাম না কিন্তু সম্পর্কের কিছুদিন পরে জানতে ও বুঝতে পারি মেয়েটি খুবই ভালো মানুষ। সে খুব পরিশ্রমি পড়াশোনায় খুব ভালো ছিলো,সে একটা জব করে ফ্যামিলির রেসপনসেবলিটি বহন করে। তার অতিতে একটা প্রেম ছিলো তার কথা প্রায়ই বলতো আমার কাছে। সে প্রেমিক তার সাথে প্রতারণা করছে বিয়ের কথা বলে বিয়ে করেনাই হুট করে ফ্যামিলির ইচ্ছাই অন্য মেয়েকে বিয়ে করে ফেলে। সে খুব কষ্ট পায় পা গলের মতো হয়ে গেছিলো। আমার সাথে পরিচয় হওয়ার পর থেকে নাকি সে তার অতীরের কথা সম্পুর্নরুপে ভুলতে পারছে।

কিছুদিন পরে আমার খুব অনুসূচনা হতে লাগলো। আমি ভাবতে লাগলাম আমি তো তাকে বিয়ে করবো না তাহলে কেনো এমন ভালো একটা মনের মেয়েকে মায়ায় ফেলছি! আমি তার কাছে সব সত্য তুলে ধরলাম। আমি অনেক অভিনয় করলাম সম্পর্ক থেকে বেরিয়ে আাসার, মেয়েটি খুব কান্না করলো😭 আমি সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইলাম কিন্তু মেয়েটি বললো আমার অন্য জায়গায় বিয়ে হওয়া পর্যন্ত তুমি আমার সাথে কথা বলো, থেকে যাও আমার সাথে বন্ধু হয়ে,এভাবে চলে গেলে আমি ডিপ্রেশনে চলে যাবো, রিকোয়েস্ট করলো খুব, কান্না করলো খুব। আমাদের প্রতিদিন কথা হতে লাগলো, অন্য কোন মেয়ের সাথে কথা বলতে দিতো না সারাক্ষণই তার সাথে কথা বলা লাগতো। একটু সময় কথা না বললে সে পা গলামি করা শুরু করতো। তার সাথে রাত জেগে কথা বলতাম রাজনৈতিক, অর্থনৈতিক খেলাধুলা সব বিষয় নিয়ে। তার পর আমাদের কিছুদিন পর পরই শা রিরিক সম্পর্ক হতো, একটু সময় কথা না বললে ভালো লাগতো না। আমি মেয়েটির মায়ায় পরতে লাগলাম আস্তে আস্তে।( ওহ তার আগে বলে রাখি আমি প্রেম করিনাই আগে কখনো, এমনিতে কথা বলতাম অনেক মেয়ের সাথেই কিন্তু সত্যিকারের ভালোবাসায়, মায়ায় কখনোই পরি নাই।)

তার পর একদিন মেয়েটিকে পাত্রপক্ষ দেখতে আসে দুইপক্ষের পছন্দ হয়ে যায় এবং সেদিনই কাবিন করে ফেলে।কাবিন হওয়ার কিছুক্ষন আগে হঠাৎ আমাকে মেয়েটি ফোন করে জানায়। (আমাকে অবশ্য আগেই মেয়েটি বলছিলো এমন কিছু হতে পারে ফ্যামিলি খুব প্রেসার দিচ্ছে, আমি পাত্তা দেই নাই)। আমি তখন খুব ছ টফট করতে লাগলাম,
আমার খুব অ'স্থির অ'স্থির লাগতে শুরু করলো,আমি মেনে নিতে পারছিলাম না হঠাৎ করেই সে নাই 😭। বিয়ের ১মাস হইছে কিন্তু মেয়েকে তুলে নেয় নাই। ৬ মাস পর নিবে অনুষ্ঠান করে। আমাদের মধ্যে আগের মতোই কথা হতে লাগলো সারা দিন রাত, এমন একটা অবস্থা হইছে ২ ঘন্টা কথা না বললে আমরা ২ জনই অসুস্থ হয়ে যাই। তার হাসবেন্ড তার থেকে ১০ বছরের বড় , সরকারি চাকরি করে খুব ব্যস্ত মানুষ। মেয়েটি কোন ভাবেই মেনে নিতে পারছে না তার হাসবেন্ডকে। আমি এই অ'বৈধ সম্পর্ক থেকে বের হয়ে আসতে চাই কিন্তু মেয়েটি আমাকে আসতে দেয় না, আমিও ছেড়ে আসতে পারি না খুব খারাপ লাগে। সে আমাকে বলে তোমার সাথে এতো বার এতো কিছু হইছে আমি কি করে অন্য জনের সাথে থাকবো?মেয়েটি খুব কান্না করে। -আমাদের এখন কি করা উচিৎ দুই জনকেই একটু পরামর্শ দিন সবাই। -(দয়া করে কেউ খারাপ মন্তব্য করবেন না)

পাঠিয়েছেন
নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক ভাইয়া
Follow page
( জীবনের যেকোনো, সুখ দুঃখের গল্প শেয়ার করতে চাইলে যোগাযোগ করুন সরাসরি আমাদের ফেইসবুক পেজে )

13/03/2025

সে আমাকে বলার সুযোগ দিল না তার কথা বলে চলে গেল।আমাকে তো একটু বলতে দিবে।

প্রেম মানে কভু হাসি কভু কান্না।
15/02/2025

প্রেম মানে কভু হাসি কভু কান্না।

04/02/2025

আপনাদের যদি কোন গল্প শেয়ার করার থাকে আমাকে ইনবক্স এ জানাবেন

ফুলকে ভালোবাসেন কখনো কস্ট পাবেন না
26/01/2025

ফুলকে ভালোবাসেন কখনো কস্ট পাবেন না

23/01/2025

চাইলেই তুমি ফিরে আসতে পারতে কিন্তু তুমি তা করোনি।

#তা

23/01/2025

Address

Dinajpur

Telephone

+8801317219615

Website

Alerts

Be the first to know and let us send you an email when হারিয়ে যাওয়া ভালোবাসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share