
23/03/2025
একটি মাত্র ক্লাশ হয়েছে। ফাইনালি শুরু হয়নি। তবে পোলাপান খুব স্লো, আমার জার্নি অলরেডি শুরু করছি। কেননা এইটা কোর্স নয় যেখানে আমার লাভ। আমার কাজ আমাকেই করতে হবে, আপনার কাজ আপনাকেই করতে হবে। সিরিয়াস হলে যোগ দিতে পারবেন। আর কেও করলে উতসাহ দিবেন। আর মাত্র ৪-৬ জন নিব। আমার কাজ আবার আপনাদের কাজ দেখাই দেওয়া মাঝে মাঝে হাত ধরে শিখানো অনেক কষ্টকর। এখানে ০ থেকে এডভান্স লেবল পর্যন্ত কাজ করতে হবে। তাই কাজের সীমা নাই। বহুত কাজ। আমাকে যারা বিশ্বাস করেন, আমার কথা ভাল লাগে শুধু সেই শিক্ষিত ব্যাক্তিই আসবেন। সামনে ২০২৬ সালে এটি কোর্স হিসাবে বিক্রি হতে পারে ১০ হাজার উপর আবার নাও হতে পারে। কেননা মানুষ মরনশীল বা রক্তে মাংসে গড়া অসুস্থ হতেও পারি। বাকিটা কথা হবে যদি প্রজেক্ট এ থাকেন। আর না থাকলে দেখা হবে ২০২৬ সালে এই প্রজেক্ট এর হিসাব নিকাশ নিয়ে। আর চোখ রাখবেন আমার প্রফাইলে সব আপডেট চলতে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি অনলাইনের, সেই যোগ-বিয়োগ হিসাবটা ঠিক রাখেন।