Jion Murmu

Jion Murmu I m Jion Murmu ..l m a professional Digital marketer

একদা, এক দরিদ্র কিন্তু জ্ঞানী কৃষক তার পুত্রকে সঙ্গে নিয়ে কঠোর পরিশ্রম করে জমি চাষ করত। একদিন তার পুত্র দুঃখের সঙ্গে বল...
02/04/2025

একদা, এক দরিদ্র কিন্তু জ্ঞানী কৃষক তার পুত্রকে সঙ্গে নিয়ে কঠোর পরিশ্রম করে জমি চাষ করত। একদিন তার পুত্র দুঃখের সঙ্গে বলল,
"বাবা, কী দুর্ভাগ্য! আমাদের ঘোড়াটি পালিয়ে গেছে!"

বৃদ্ধ বাবা মৃদু হেসে বললেন,
"তুমি একে দুর্ভাগ্য বলছ কেন? সময়ের অপেক্ষা করো, দেখো ভবিষ্যতে কী ঘটে!"

কয়েক দিন পর, পালিয়ে যাওয়া ঘোড়াটি ফিরে এলো, আর তার সঙ্গে একটি নতুন ঘোড়াও এল। ছেলেটি আনন্দে উৎফুল্ল হয়ে বলল,
"বাবা, কী ভাগ্য! আমাদের ঘোড়া একটি নতুন ঘোড়া নিয়ে এসেছে!"

কিন্তু জ্ঞানী বৃদ্ধ শান্তভাবে বললেন,
"তুমি একে সৌভাগ্য বলছ কেন? সময়ের অপেক্ষা করো, দেখো ভবিষ্যতে কী ঘটে!"

কয়েক দিন পর, ছেলেটি নতুন ঘোড়ায় চড়তে গিয়ে পড়ে গেল। ঘোড়াটি তখনও অভ্যস্ত ছিল না, ফলে সে রেগে গিয়ে ছেলেটিকে ছুঁড়ে ফেলে দিল। এতে ছেলেটির পা ভেঙে গেল। ব্যথায় কাতর হয়ে সে বলল,
"বাবা, কী দুর্ভাগ্য! আমার পা ভেঙে গেছে!"

বৃদ্ধ এবারও শান্তভাবে বললেন,
"তুমি একে দুর্ভাগ্য বলছ কেন? সময়ের অপেক্ষা করো, দেখো ভবিষ্যতে কী ঘটে!"

ছেলেটি বাবার এই কথায় খুব একটা আশ্বস্ত হতে পারল না। সে ব্যথায় শয্যাশায়ী হয়ে কেবল অভিযোগ করতে লাগল।

কয়েক দিন পর, রাজ্যের সেনারা গ্রামে এলো। তারা তরুণ যুবকদের জোরপূর্বক যুদ্ধের জন্য সৈন্য হিসাবে নিয়ে যাচ্ছিল। তারা যখন বৃদ্ধ কৃষকের ঘরে এল, তখন ছেলেটির ভাঙা পা দেখে তাকে ছেড়ে চলে গেল।

এবার ছেলেটি বুঝতে পারল, জীবনের কোনো ঘটনাকে তৎক্ষণাৎ ভালো বা খারাপ বলে ধরে নেওয়া উচিত নয়। সময়ের সঙ্গে সঙ্গে যা দুর্ভাগ্য মনে হয়, তা সৌভাগ্যে পরিণত হতে পারে, আবার যা সৌভাগ্য মনে হয়, তা দুর্ভাগ্যও হতে পারে।

উপদেশ:
ভাগ্য বা দুর্ভাগ্য বলতে কিছুই নেই, সময়ই ঠিক করে দেয় সবকিছু!

©niosnews

27/12/2024
বয়স শুধু সংখ্যা  মাত্র তৈরি করছে  গোলের পাহাড়⬆️⬆️
09/09/2024

বয়স শুধু সংখ্যা মাত্র
তৈরি করছে গোলের পাহাড়⬆️⬆️

হিসাবটি আমার খুব ভাল লেগেছে। একেবারে পারফেক্ট! জীবনের সুন্দর একটি হিসাব দেখুন, বুঝুন এবং চিন্তা করুন।যদি A, B, C, D, E, ...
03/04/2024

হিসাবটি আমার খুব ভাল লেগেছে। একেবারে পারফেক্ট! জীবনের সুন্দর একটি হিসাব দেখুন, বুঝুন এবং চিন্তা করুন।

যদি A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z = 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26

অর্থাৎ A to Z এর মান যদি এমনভাবে ধরি যেখানে : A=1, B=2, C=3, D=4, E=5, F=6, G=7, H=8, I=9, J=10, K=11, L=12, M=13, N=14, O=15, P=16, Q=17, R=18, S=19, T=20, U=21, V=22, W=23, X=24, Y=25, Z=26

তাহলে,,,
তুমি যতই পরিশ্রমী হও না কেনো, তোমার পরিশ্রম তোমাকে ভালো একটা জায়গায় নিয়ে যাবে, কিন্তু শতভাগ না।

Hard Work:
H+A+R+D+W+O+R+K= 8+1+18+4+23+15+18+11=98%
তুমি যতই বিজ্ঞ হও না কেনো, কখনো কখনো তা কঠোর পরিশ্রমের চেয়ে কম সফলতা আনতে পারে।

Knowledge:
K+N+O+W+L+E+D+G+E=
11+14+15+23+12+5+4+7+5=96%
আর তুমি যদি ভাগ্যের ভরসায় বসে থাকো, তা কোনো কূলেই তোমায় ভেরাবে না।

Luck:
L+U+C+K=
12+21+3+11=47%
অর্থাৎ এদের কোনোটাই 100% করতে পারে না, তাহলে সেটা কী যা 100% করতে পারে???

Money?? না, এটা 72%
Leadership?? না, এটা 97%
তাহলে??

সব সমস্যারই সমাধান করা সম্ভব, যদি আমাদের থাকে একটা পারফেক্ট Attitude বা দৃষ্টিভঙ্গি হ্যা, একমাত্র Attitude ই আমাদের জীবনকে করতে পারে 100% সফল......

A+T+T+I+T+U+D+E=
1+20+20+9+20+21+4+5=100%
সুতরাং দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে!!

Collected

08/03/2024

প্রভুর কার্য প্রভুই করেন জীব উপলক্ষ্য মাত্র

29/01/2024

সময়কে নষ্ট কর না, সময় কে খরচ করতে শেখ

10/01/2024

সরকারি চাকুরী পাওয়ায় প্রবল আগ্রহ যাদের তাদের জন্য 😷😷

নতুনদের জন্য অনুপ্রেরণা
সফলতা আসবেই ইনশাআল্লাহ.... 🤲🤲🤲🤲
প্রথম সফলতা অর্জন.....

১. জীবন বীমা কর্পোরেশন = প্রিলি +লিখিত পাশ = ভাইভাতে (দুদকের মামলা) 😭 (২০২১ সাল )

২. সাধারণ বীমা কর্পোরেশন=প্রিলি পাশ + লিখিত ফেল 😭

৩.ম্যৎস অধিদপ্তর= প্রিলি পাশ + লিখিত দেওয়া হয়নি অন্য পরিক্ষা থাকার কারনে 😭

৪.বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন = প্রিলি পাশ+ লিখিত ফেল 😭

৫.বাংলাদেশ সিভিল এভিয়েশন (বিমানবন্দর) = প্রিলি+ লিখিত পাশ + ভাইভা ফেল 😭

৬.ত্রান ব্যবস্থাপনা ও দুযো্গ মন্ত্রনালয়= প্রিলি + লিখিত পাশ + ভাইভা ফেল 😭

৭.প্রাইমারি = লিখিত পাশ =ভাইভা ফেল 😭(২৭/০৪/২০২২)

৮. হিসাব নিরিক্ষন ও নিয়ন্ত্রণ = প্রিলি পাশ+ লিখিত ফেল 😭

৯.BIWTA = প্রিলি + লিখিত পাশ + ভাইভা ফেল 😭 (২৪/১০/২০২২)

১০.BIWTA = প্রিলি + লিখিত পাশ + ভাইভা ফেল 😭(০৭/১১/২০২২)

১১.বাংলাদেশ রেল 🚊 = প্রিলি পাশ + ভাইভা ফেল 😭

১২.সরকারী কর্ম কমিশন সচিবালয় = প্রিলি পাশ + ভাইভা ফেল 😭

১৩.BRTA = লিখিত পাশ + ভাইভা ফেল 😭(১৬/০৫/২০২৩)

১৪.তিতাস ⛽গ্যাসে = প্রিলি + লিখিত পাশ + ভাইভা রেজাল্ট অপেক্ষমান....................................... (২২/০৫/২০২৩)

১৫.মন্ত্রীপরিষদ সচিবালয় = প্রিলি পাশ+ লিখিত ফেল 😭

১৬.NTRCA ( School ) = প্রিলি পাশ + লিখিত ফেল 😭

১৭.NTRCA (College) =প্রিলি পাশ + লিখিত ফেল 😭

১৮.বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় = প্রিলি+ লিখিত পাশ + ভাইভা রেজাল্ট অপেক্ষমাণ..............................( ২০/০৬/২০২৩)

১৯.প্রবাসী কল্যাণ ব্যাংক = প্রিলি+ লিখিত পাশ + ভাইভা ফেল 😭(১১/০৭/২০২৩)

২০.বেনাপোল কাস্টমস = প্রিলি+লিখিত পাশ + ভাইভা ফেল 😭(২০/০৮/২০২৩)

২১.বাংলাদেশ রেল = প্রিলি পাশ + ভাইভা ফেল 😭(২৬/০৯/২০২৩)

২২.বানিজ্য মন্ত্রনালয় = প্রিলি পাশ + লিখিত ফেল 😭

২৩.PGCB power sector = প্রিলি পাশ + লিখিত ফেল 😭

২৪.বস্ত্র ও পাট মন্ত্রনালয় = প্রিলি+ লিখিত পাশ = ভাইভা ফেল 😭

২৫.পেট্রোবাংলা = প্রিলিমিনারি পাশ + ভাইভা দেয়নি হতাশার জন্য 😰

২৬.BIWTA = লিখিত পাশ + ভাইভা দেয়নি (পাশ না করতে পারার জন্য) নিয়তির উপর অভিমান করে। 🥺

২৭.এনজিও জব হলো (বয়স শেষ হয়ে যাওয়ার কারনে জবে প্রবেশ করলাম সব কিছু ছেড়ে দিয়ে কিছুটা নিরুপায় হয়ে) এক বুক কষ্ট নিয়ে ঢাকা ছেড়ে দিলাম। জয়েন্ট করলাম সাতক্ষীরা যেয়ে।

৩৪ দিন "চাকরি করার পর ....... ... ....... ...........

অপেক্ষমাণ রেজাল্ট প্রকাশ😁১৬/১০/২০২৩ সাল

আলহামদুলিল্লাহ😁
১ম সরকারী চাকরি নির্বাচন কমিশন সচিবালয় ( ১৬/১০/২০২৩) 🥰🥰

২য় অপেক্ষমাণ রেজাল্ট প্রকাশ 😁
আলহামদুলিল্লাহ 😁

২য় সরকারী চাকরি তিতাস ⛽গ্যাস (টেকনিশিয়ান ১৩ তম গ্রেড) (১৮/১১/২০২৩ ) 🥰🥰

# # # যারা এখোনো সরকারি চাকরির জন্য লেগে আছেন বা শুরু করবেন তারা শেষ না দেখা পর্যন্ত হাল ছাড়বেন না ....মনে রাখবেন পরিশ্রম কখনো বৃথা যায়......না....... ব্যর্থতা একটা পরীক্ষা মাত্র.....

ধন্যবাদ

🌹🌹

আপনি যত পরিশ্রম  করেন না,  কেন যদি  প্রচেষ্টা  যদি ভুল জায়গায়  হয়  যা হবার তাই হবে
07/01/2024

আপনি যত পরিশ্রম করেন না, কেন যদি প্রচেষ্টা যদি ভুল জায়গায় হয় যা হবার তাই হবে

22/11/2023

Udemy একটি জনপ্রিয় অনলাইন ল্যার্নিং প্ল্যাটফর্ম । Udemy তে রয়েছে বিভিন্ন বিষয়ের উপর ভিডিও কোর্স যার মাধ্যমে যেকোন ব্যক্তি বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপমেন্ট করতে পারে। এখান থেকে সকল ধরনে অনলাইন দক্ষতা বাড়াতে সাহায্য করে থাকে। যেমন কোর্স রয়েছে Web Design And Development, Programming,Graphics Design, Networking,Digital Marketing , Life Style ইত্যাদি।
এখানে সকল প্রকার অণলাইন ভিতিক দক্ষতা অর্জনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
কি জন্য এই সেক্টরে আসবেন
বর্তমান আইটি সেক্টরি নিজেদের ক্যারিয়ার গড়তে সেটা হতে চাকুরি তে অথবা ফ্রিল্যান্সিং জগতে তারা বিভিন্ন আইটি তে কোর্স করেন আবার অনেকেই অর্থ না থাকার কারণে এসব কোর্স ভর্তি হতে পারেন না এবং যারা ভর্তি হয়েছে তারা মন এর ফলে ফল পাওয়া যায় না। বর্তমানে প্রযুক্তির এই দুনিয়ায় টাকা ইনকামের চেয়ে ইনকামের পথ দেখিয়ে জীবন গড়া সহজ হয়ে গেছে । আমাদের দেশে বিভিন্ন আইটির লোভনীয় অফার দেখিয়ে ভর্তি করে নিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে প্রচুর টাকা , যেমন কিছু অফার- অনলাইন ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়তে চান ছয় মাসে কাজ শিখে আর্ন করুন , ছয় ওয়েব ডিজাইন শিখে এত টাকা ইনকাম করুন মাসে , ফ্রিল্যান্সিং আয় করুন লাখ লাখ টাকা । কি বিশ্বাস হচ্ছে না কি বলছি এই সব ? হ্যাঁ সত্যিই এমন হয়ে থাকে শিক্ষার্থীদের টাকার লোভ দেখিয়ে ভর্তি করে নেই কিন্তু তাদের জানায় বাস্তব টা বলে না ফ্রিল্যান্সিং জগতে ।ঘটনা গুলো প্রায় আইটি তে কোন কিছু শিখার জন্য যায় তারা প্রায়ই এরকম ধোঁকা বাজির শিখার হয়ে থাকে কিন্তু আবার সব আইটি তে এমন ঘটে তাও না । বর্তমানে আইটি গুলো তে দেখা যায় কাজ ও ভালো মতো শিখায় না তাদের কথার সাথে তেমন মিল পাওয়া যায় না , হাতেগুণা কিছু ভালো আইটি ছাড়া । আইটি ইনস্টিটিউট গুলো বা অনলাইনের বাংলাদেশী বিভিন্ন মাধ্যম গুলো যারা বিভিন্ন কাজ শিখানোর অফার করে তারা সত্য কথা কম ই বলেন ।তাই সাবধান কোন আইটি ভর্তি হওয়ার আগে সেটি সম্পর্কে খোঁজ নিয়ে দেখবেন আর মনে রাখবেন আইটি ইনস্টিটিউট গুলো সব কিছু শিখাবে না আর শিখার কোন শেষ নাই এজন্য নিজে নিজে শিখার ও চর্চা করা জরুরি ।এখন আসি আসল কথা এতক্ষণ অনেক বকবক করলাম যা বাস্তবতা আপনি টের পাবেন এবং এটা বলা নিজের দায়িত্ব মনে করে বললাম । যেখানে চারিদিকে আপনি ধোঁকা বাজির শিকার সেখানে Udemy আপনাকে দিচ্ছে বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট সুযোগ । এখানে বিভিন্ন প্রফেশনাল লোক গুলো বিভিন্ন ভিডিও কোর্স তৈরী করে থাকেন এবং এখানে আপনাকে টাকা ইনকামের লোভ দেওয়া হবে না , তারা আপনাকে শুরুতে লোভ দিবে কি কি শিখব তার কোর্সে কারণ তারা আপনাকে সত্যি শিখাতে এসেছে এবং এর ফলে কিছু ডলার নিয়ে থাকে । আমরা অনেকেই জানি , Udemy একটি পেইড অনলাইন ল্যার্নিং প্ল্যাটফর্ম , এখানে দুঃখের সাথে আমার বলতে হচ্ছে যে Udemy যেহেতু ইন্টারন্যাশনাল একটি সাইট এবং এখানে ডলারে বিভিন্ন কোর্স কিনতে হয় আর যা আমাদের দেশের মর্ধবৃত্তদের জন্য কষ্টের কিন্তু চিন্তা নেই আমি আজকে দেখাব কিভাবে Udemy বিভিন্ন কোর্স গুলো ফ্রিতে ডাউনলোড করতে পারবেন । এটি শুধু তাদের জন্য তারা কোর্স গুলো কিনার সার্ম্থ্য রাখে না কিন্তু দয়া করে যাদের সার্ম্থ্য আছে তারা কোর্স গুলো নিবেন অবশ্যই আপনার শিক্ষকের দাম দেওয়া উচিত সম্মানি দেওয়া উচিত । আগেই বলছি এই ইন্টারন্যাশনাল একটি সাইট তাই প্রায়ই কোর্স গুলোই ইংরেজি তে হয়ে থাকে কিন্তু এতে কোন ভয়া পাবার কারণ নাই যারা মোটামুটি ইংলিশ জানে বুঝে তারা সহজেই ভিডিও গুলো বুঝতে পারবেন আর যদি ইংলিশ এইটুকু ও না বুঝেন তাহলে আগে এটা বজবুত করে তারপর এখানে আসেন । আর যদি ইংলিশ ভিডিও দেখে শিখতে না পারেন তাহলে ইউটিউবে প্রায়ই বিষয় গুলোর উপর ভিডিও আছে সেগুলো দেখে শিখতে থাকুন ইংলিশ যখন বুঝতে শিখবেন তখন এই কোর্স গুলো করতে পারেন ।
তবে প্রতিটি পদক্ষেপ গ্রহন করা ক্ষেত্রে নিজের ভুমিকা অন্যতম।

Address

Dinajpur
5260

Telephone

+8801863449843

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jion Murmu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jion Murmu:

Share