True Love stories & More

True Love stories & More Welcome to Official page of True Love Stories & More, Our Motive is to Spread Love. Like Us & Get Addicted to Our Awesome Post !

True love is eternal, infinite, and always like itself. It is equal and pure, without violent demonstrations: it is seen with white hairs and is always young in the heart. Love may be blind but marriage is a real eye opener

প্রিয় অবিমিশ্র মায়া, ঋতু পরিবর্তনের মতো আপনিও নতুনত্ব নিয়ে বারংবার হাজির হোন আমার কাছে। না চাইলেও আপনাকে গ্রহণ করে নিতে...
18/03/2024

প্রিয় অবিমিশ্র মায়া,

ঋতু পরিবর্তনের মতো আপনিও নতুনত্ব নিয়ে বারংবার হাজির হোন আমার কাছে। না চাইলেও আপনাকে গ্রহণ করে নিতে হয়, কল্পনায় কিংবা বাস্তবতায়।

কেমন আছি?
সালোকসংশ্লেষণ-এর অভাবে সূর্যের আলো ছাড়া ঘাস যেমন নিজের রং হারায়, আপনাকে ছাড়া আমার হালও ঠিক তেমনি।

প্রিয়তমেষু, আপনার অজ্ঞাতসারে— আপনাকে লেখা চতুর্থ চিঠিতে ঘন আবেগের তোলপাড় অজস্রবার আমাকে কল্পনায় ভাসিয়েছে। আমি জানি, আমি আপনাকে ভালবাসেন না এবং কখনো ভালবাসতেও পারবেনও না। তবুও আমার আপনাকেই চাই। আপনার প্রতি সৃষ্ট মায়া, সম্মোহন— কোন শব্দের দ্বারা এর ভার বহন করা সম্ভব বলে মনে হয় না। সমস্ত জীবনের জন্যে দত্তক হিসেবেই চাই। সমস্ত জীবন আমি আপনাকে আগলে রাখতে চাই। কবিরা যেমন কবিতাকে আগলে রাখে... ঠিক তেমনি করে হৃদ-অন্তঃপুরে আপনাকে লুকিয়ে রাখবো, পরম যত্নে ভরে।


“ক্যালেন্ডারের কোন পাতাটা আমার মতো খুব ব্যথিত
ডাগর চোখে তাকিয়ে থাকে তোমার দিকে, পত্র দিও!”

চিঠিতে,
এক ব্যর্থ প্রেমিকা।

18/03/2024

আমি সুদিনের আশায় যে দিনগুলো ফেলে আসছি, আসলে এগুলোই সুদিন ছিলো!🖤

18/03/2024

নিজের স্বপ্নকে এতোটা সময় দিন যাতে আপনাকে চোখে দেখাটাও মানুষের স্বপ্ন হয়ে যায়!🖤

18/06/2022
15/06/2022

খুব কষ্টে আছি😭😭

কারন ভাজা মাছ উল্টে খেতে পারি না🙂

"যে মানুষটাকে মন থেকে চেয়েও পাচ্ছেন না বরং আপনাকে অবহেলা করে যাচ্ছে, সেই মানুষটার কাছ থেকে সরে আসুন... তাকে অন্তত একটু এ...
12/06/2022

"যে মানুষটাকে মন থেকে চেয়েও পাচ্ছেন না বরং আপনাকে অবহেলা করে যাচ্ছে, সেই মানুষটার কাছ থেকে সরে আসুন... তাকে অন্তত একটু একা থাকতে দিন !!
ভালোবাসলেই যে পেতে হবে এমনটা নয়... মাঝে মাঝে নিজের জন্য না ভেবে ঐ মানুষটার কথা ভেবেও প্রিয় মানুষটাকে ছেড়ে আসাটাও ভালোবাসার বহিঃপ্রকাশ... সবকিছু পেয়ে যাওয়া মানেই ভালোবাসার সার্থকতা নয়, কিছু বিষয় না পাওয়ার মাঝেও ভালোবাসার সার্থকতা লুকিয়ে থাকে !!
যে মানুষটা আপনাকে চায় না তার কাছে নিজেকে যতো ভাবেই প্রকাশ করেন না কেনো, ঐ মানুষটা দিন শেষে আপনাকে বুঝবে না... বরং আপনার অনুভূতিগুলো তার কাছে আরো সস্তা হয়ে যাবে... যে আপনাকে ভালোবাসবে তার কাছে আপনার অনুভুতি প্রকাশ না করলেও মানুষটা আপনার জীবনে থেকে যাবে !!
মাঝেমধ্যে একটু থামতে হয়... যখন অতিরিক্ত ভালোবাসা প্রকাশ হয়ে যায় তখন একটু স্পেস দিতে হয়... নিজেকে ব্যস্ত রাখতে হয় যাতে অপর মানুষটা আপনাকে অনুভব করার সুযোগ পায়... সব সময় একইভাবে যদি আপনি আপনার ভালোবাসা প্রকাশ করে যান, তাহলে মানুষটা আপনার শূন্যতা অনুভুব করতে পারবে না !!
আপনি যাকে চাচ্ছেন, যাকে যতটুকু অনুভব করেন, যার প্রতি আপনার মায়া কিংবা ভালোবাসা কাজ করে, সেই মানুষটার মনে যদি আপনার জন্য এসব বিন্দুমাত্র অনুভব না হয়, তাহলে অন্তত ঐ মানুষটার কাছে নিজের ভালোবাসা প্রকাশ করতে যাবেন না... স্রষ্টার কাছে চাওয়া যদি দুইজনের এক না হয়, তাহলে স্রষ্টা কখনো মিলায় না !!
কাউকে জোড় করে ধরে রাখা অনেকটা নিজেকে ঐ মানুষটার কাছে ছোট করে রাখার মতোই সমান... মানুষকে জোড় করে ধরে রাখা যায় না, বরং মানুষকে ছেড়ে দিতে হয়... ছেড়ে দেয়ার পরেও যে মানুষটা জীবনে থেকে যায় ঐ মানুষটাই হলো আপনার নিজের মানুষ... নিজের মানুষের সাথে কখনো জোড় করতে হয় না !!
সবার জীবনে এমন একটা নিজের মানুষ থাকা দরকার... যাকে কখনো জোড় করে ধরে রাখতে হবে না... মানুষটা নিজের ইচ্ছাতেই থেকে যাবে... এমন মানুষ সবার জীবনে আসে না... কারো কারো জীবনে আসে ঠিকই, কিন্তু অনেকেই মানুষটাকে ধরে রাখতে পারে না... অবহেলায় অযত্নে হারিয়ে ফেলে !!" :)
লেখকঃ Imran Hossain Nirob
ছবি ক্রেডিটঃ Sonjeeboni

প্রাক্তনের জন্য সাত বছর আগে আজকের এই দিনে আল্লাহর কাছে দোয়ায় তার সুখ চেয়েছিলাম❤️এত ভালোবেসে ছিলাম যে আমার করে পাওয়ার জন্...
09/06/2022

প্রাক্তনের জন্য সাত বছর আগে আজকের এই দিনে আল্লাহর কাছে দোয়ায় তার সুখ
চেয়েছিলাম❤️
এত ভালোবেসে ছিলাম যে আমার করে পাওয়ার জন্য চাইনি। শুধু তার সুখটা, তার হাসিটা চেয়েছিলাম।

তার শূন্য পকেটে পাশে ছিলাম🙂

-তার জন্যই ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে ভালো ভালো সমন্ধ ফিরিয়ে দেই😢
- ৭টা বছর পর প্রতিষ্ঠিত হলে, সে জানায় তার পরিবার মেনে নিবে না 💔
সরে এসেছি আমি। আমার করে পাইনি তবুও কোনো অভিযোগ রাখেনি। এখনো
আলহামদুলিল্লাহ আমার প্রত্যেক মোনাজাতে সে থাকে। তাকে দূর থেকেই আমি দেখি।

-অপেক্ষা করে শূন্যহাতে ফেরা একজন মানুষ💔

06/06/2022

ব্রেকিং..... সবাইকে সতর্ক করা হচ্ছে।। ১০/১৫ দিনের মধ্যে কোন বৃষ্টি আসলে কেউ এটা তে ভিজবেন না, কারন এ বৃষ্টি তে সম্প্রতি দূর্ঘটনায় HYDROGEN PER OXIDE GAS টা মিশে গিয়েছে। সকলকে সতর্ক বার্তাটি প্রদান করুন, নিজে বাঁচুন, অন্য কে ও সাহায্য করুন৷ বিশেষ করে বৃদ্ধ দের বৃষ্টির সময় ঘর থেকে বের হতে দিবেন না। - ডিএমপি পরিচালক।
(পোষ্ট টি শেয়ার করে দিন)

সেমএইজ রিলেশনশিপ মানুষ শুনলে মজা করে। অনেকে আবার বলে এই সম্পর্ক থেকে ইতি টানা দরকার নাতো জীবন শেষ। আবার অনেকে বলে আবেগ,প...
04/06/2022

সেমএইজ রিলেশনশিপ মানুষ শুনলে মজা করে। অনেকে আবার বলে এই সম্পর্ক থেকে ইতি টানা দরকার নাতো জীবন শেষ। আবার অনেকে বলে আবেগ,পা/গ/লা/মি, বয়সের দোষ। কিছুদিন গেলেই ভুলে যাবে। একই বয়সের দুইজন তাই ভবিষ্যৎ অন্ধকার আরও অনেক কিছু।

তবে সেইমএইজ রিলেশনশিপগুলো সব থেকে understanding হয়। যেমন সারাদিন ঝগ;ড়া করে তেমনই একে অপরকে বোঝে। সপ্তাহে সাতদিনই ঝগ;ড়া করে তবে দিন শেষে সব ভুলে একে অপরের হয়ে যায়। এরা বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ড কম হয় বেস্টফ্রেন্ড বেশি হয়। বাকিসব সম্পর্কগুলোর মত এরা বুঝে কথা বলে না বন্ধুদের যেমন যা ইচ্ছা তাই বলে তেমনই একে অপরকে বলে।আর সব থেকে মজার ব্যাপার এরা একে অন্যকে তুমি বা আপনি না তুই বলেই বেশি কথা বলে।

অপরদিকে এদের সম্পর্ক যেমন মিষ্টি হয় তেমনই পূর্ণতার জন্য কষ্ট করতে হয়। একে-অপরকে সারাজীবনের জন্য পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে। একটা মেয়ের বিয়ের বয়স ছেলের আগে হয় তাই মেয়েকে সবভাবে চেষ্টা করতে হয় বাসায় বিয়ে আটকিয়ে রাখার জন্য আর ছেলেটার চাকরির বয়সের আগেই চাকরি খুঁজতে হয়। এইসব রিলেশনে কেউ একজন sacrifice করে সেইটা না,দুইজনকেই অনেক ত্যাগ করতে হয়। অনেক কম সম্পর্ক পূর্ণতা পায় আর বেশির ভাগ সম্পর্ক হেরে যায় পরিস্থিতির কারণে।

দোয়া করি এমন ভালোবাসাগুলো যেনো পূর্ণতা পায় 🖤

© Nilasha Islam Priya

😑😄
28/05/2022

😑😄

আমি প্রেমটেম করি নাহ ভাই 😶😶
17/05/2022

আমি প্রেমটেম করি নাহ ভাই 😶😶

17/05/2022

আপনি যেভাবে জীবনযাপন করছেন সেটা অনেকের স্বপ্ন, তাই হতাশ না হয়ে শুকরিয়া আদায় করুন!❣️

Address

Dinajpur
5200

Alerts

Be the first to know and let us send you an email when True Love stories & More posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category