BIRGANJ NEWS24

BIRGANJ NEWS24 দিনাজপুর ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের পেজে লাইক দিন।

না ফেরার দেশে চলে গেলেন লালন সংগীত শিল্পী ফরিদা পারভীন।
13/09/2025

না ফেরার দেশে চলে গেলেন লালন সংগীত শিল্পী ফরিদা পারভীন।

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহতমোঃ ইউসুফ আলী, দিনাজপুর প্রতিনিধিদিনাজপুর জেলার বীরগঞ্জ থানাধীন পৌরসভার ৯...
08/09/2025

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত
মোঃ ইউসুফ আলী, দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর জেলার বীরগঞ্জ থানাধীন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জগদল গ্রামে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে এক সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন।

গত ০৭/০৯/২০২৫ তারিখ রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটের সময় উল্লিখিত স্থানে পঞ্চগড় থেকে দিনাজপুরগামী একটি পাথরবোঝাই ট্রাক (রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ট-২২-২১১৯) দ্রুত ও বেপরোয়া গতিতে চালানোর সময় রাস্তার পাশে থাকা অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধ (৭০) কে চাপা দিলে তিনি গুরুতর জখম হন। এতে তার ডান হাত দুমড়ে-মুচড়ে যায় এবং বুকে ও ডান হাঁটুতে মারাত্মক আঘাতপ্রাপ্ত হন।

স্থানীয় লোকজন বীরগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সংবাদ পেয়ে তাৎক্ষণিক দশমাইল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিদর্শন করেন। ঘাতক ট্রাকটি বীরগঞ্জ থানা পুলিশের সহায়তায় জব্দ করা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। বর্তমানে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

দশমাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে। তবে তার কোনো ওয়ারিশ বা অভিভাবক পাওয়া যায়নি। যদি তার কোনো ওয়ারিশ থেকে থাকে তবে দ্রুত হাসপাতালে যোগাযোগ করার জন্য প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

01/09/2025

একটি মানবিক সাহায্যের আবেদন!

নাম: মোছা. খাদিজা বেগম [CODE : NP25-05]
সমস্যা: খাদ্যনালিতে পাথর

দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার পোস্ট অফিস, উত্তর সুজালপুরের মোজাফফর রহমানের স্ত্রী খাদিজা বেগম (৩৫)। তার খাদ্যনালিতে পাথর শনাক্ত হয়েছে, যা দ্রুত চিকিৎসা না হলে আরও জটিল আকার ধারণ করতে পারে। তার চিকিৎসা চালিয়ে নিতে প্রয়োজন ন্যূনতম ১ লাখ ৫০ হাজার টাকা। অসহায় স্বামী এবং পরিবারের সদস্যরা এখন সামর্থ্যবান ও হৃদয়বান দাতাদের কাছ থেকে সহযোগিতার অপেক্ষায়...।

আপনার সামর্থ্যমতো সহযোগিতাই পারে খাদিজা বেগমকে সুস্থ করে তুলতে।

আর্থিক সহায়তা করুন বিকাশে: 01721260569 (পার্সোনাল)

জনসম্মূখে প্রকাশের নিয়ম না থাকায় সাহায্যপ্রার্থীর চিকিৎসা-সংক্রান্ত সব তথ্য ইউআরডিপি কর্তৃপক্ষ যাচাই-বাছাই করে ফাইল হিসেবে নথিভুক্ত করেছে। যারা অর্থিকভাবে সহায়তা করতে চান, তাঁরা ইউআরডিপি টিমের সঙ্গে যোগাযোগ করে সংশ্লিষ্ট সাহায্যপ্রার্থীর রোগ-সংক্রান্ত কাগজপত্র দেখতে পারবেন।

বিস্তারিত জানুন: https://www.urdp.org/nirogprogramme/

দয়া করে এই আবেদনটি শেয়ার করুন এবং খাদিজা বেগমের চিকিৎসায় সহায়তার হাত বাড়ান। মানবতার জয় হোক।

আমবাড়ীতে বাস দূর্ঘটনায় গণ অধিকার নেতা ফারুক আহত! সড়ক দূর্ঘটনায় গণঅধিকার পরিষদের সহ সভাপতি মো. ফারুক হাসান গুরুতর আহত হয়ে...
24/08/2025

আমবাড়ীতে বাস দূর্ঘটনায় গণ অধিকার নেতা ফারুক আহত!

সড়ক দূর্ঘটনায় গণঅধিকার পরিষদের সহ সভাপতি মো. ফারুক হাসান গুরুতর আহত হয়েছেন। তিনি গত রাতে ঢাকা থেকে ঠাকুরগাঁও যাওয়ার সময় দিনাজপুর আমবাড়ির এলাকায় ভয়াবহ গাড়ি এক্সিডেন্টের শিকার হন। জানা গেছে, দুর্ঘটনার কবলে পড়া হেরিটেজ বাসের চালক ঘুমের মধ্যে বাস চালাচ্ছিলেন।

বীরগঞ্জ উপজেলা নির্বাহীর নাম ও পরিচয় ব্যবহার করে মোবাইল কলের মাধ্যমে ভয়াবহ প্রতারণার চেষ্টা করেছে একটি চক্র৷ চক্রটি উপজে...
21/08/2025

বীরগঞ্জ উপজেলা নির্বাহীর নাম ও পরিচয় ব্যবহার করে মোবাইল কলের মাধ্যমে ভয়াবহ প্রতারণার চেষ্টা করেছে একটি চক্র৷ চক্রটি উপজেলার বেশ কয়েকটি মাদ্রাসায় ফোন করে ল্যাপটপ দেওয়ার প্রলোভন দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছে...

বীরগঞ্জ উপজেলা নির্বাহীর নাম ও পরিচয় ব্যবহার করে মোবাইল কলের মাধ্যমে ভয়াবহ প্রতারণার চেষ্টা করেছে একটি চক্র৷ চক....

সতের সালের বন্যায় বীরগঞ্জের ঝাড়বাড়ি এলাকায়।ছবিঃ বীরগঞ্জ নিউজ২৪.আর্কাইভ।
13/08/2025

সতের সালের বন্যায় বীরগঞ্জের ঝাড়বাড়ি এলাকায়।

ছবিঃ বীরগঞ্জ নিউজ২৪.আর্কাইভ।

আত্রাই নদীর পানি হুহু করে বাড়তেছে। এভাবে পানি বাড়লে বন্যার আশংকা করতেছে আত্রাই পাড়ের মানুষ জন।
13/08/2025

আত্রাই নদীর পানি হুহু করে বাড়তেছে। এভাবে পানি বাড়লে বন্যার আশংকা করতেছে আত্রাই পাড়ের মানুষ জন।

11/08/2025

আপনার জেলার সফল ব্যক্তি বা সেলিব্রিটি তারকা কে?

জানিয়ে দিন কমেন্টে।

দিনাজপুরের বীরগঞ্জের সর্বস্তরের সাংবাদিক বৃন্দের আয়োজনে গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হ'ত্যায়...
10/08/2025

দিনাজপুরের বীরগঞ্জের সর্বস্তরের সাংবাদিক বৃন্দের আয়োজনে গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হ'ত্যায় জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

30/07/2025

🩸 জরুরি B+ রক্তের প্রয়োজন 🩸

রোগী: হাসিনা খাতুন
রোগ: Acquired Red Cell Aplasia (ARCA)
ঠিকানা: বলদিয়াপাড়া, ৩ নম্বর শতগ্রাম ইউনিয়ন
স্বামী: মাসুদ হোসেন

📍 রক্ত দিতে হবে: করিমপুর হাসপাতালে
📞 যোগাযোগ: 01743250171

আশেপাশে কেউ B+ রক্তদাতা থাকলে অনুগ্রহ করে দ্রুত যোগাযোগ করুন। অথবা শেয়ার করে ছড়িয়ে দিন।

সাবস্ক্রাইব করুন এখনই...
27/07/2025

সাবস্ক্রাইব করুন এখনই...

BIRGANJNEWS24.COM is one of the most revered online newspapers in Dinajpur.

Address

Jharbari, Birganj
Dinajpur
5230

Alerts

Be the first to know and let us send you an email when BIRGANJ NEWS24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BIRGANJ NEWS24:

Share