BIRGANJ NEWS24

BIRGANJ NEWS24 দিনাজপুর ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের পেজে লাইক দিন।

আমবাড়ীতে বাস দূর্ঘটনায় গণ অধিকার নেতা ফারুক আহত! সড়ক দূর্ঘটনায় গণঅধিকার পরিষদের সহ সভাপতি মো. ফারুক হাসান গুরুতর আহত হয়ে...
24/08/2025

আমবাড়ীতে বাস দূর্ঘটনায় গণ অধিকার নেতা ফারুক আহত!

সড়ক দূর্ঘটনায় গণঅধিকার পরিষদের সহ সভাপতি মো. ফারুক হাসান গুরুতর আহত হয়েছেন। তিনি গত রাতে ঢাকা থেকে ঠাকুরগাঁও যাওয়ার সময় দিনাজপুর আমবাড়ির এলাকায় ভয়াবহ গাড়ি এক্সিডেন্টের শিকার হন। জানা গেছে, দুর্ঘটনার কবলে পড়া হেরিটেজ বাসের চালক ঘুমের মধ্যে বাস চালাচ্ছিলেন।

বীরগঞ্জ উপজেলা নির্বাহীর নাম ও পরিচয় ব্যবহার করে মোবাইল কলের মাধ্যমে ভয়াবহ প্রতারণার চেষ্টা করেছে একটি চক্র৷ চক্রটি উপজে...
21/08/2025

বীরগঞ্জ উপজেলা নির্বাহীর নাম ও পরিচয় ব্যবহার করে মোবাইল কলের মাধ্যমে ভয়াবহ প্রতারণার চেষ্টা করেছে একটি চক্র৷ চক্রটি উপজেলার বেশ কয়েকটি মাদ্রাসায় ফোন করে ল্যাপটপ দেওয়ার প্রলোভন দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছে...

বীরগঞ্জ উপজেলা নির্বাহীর নাম ও পরিচয় ব্যবহার করে মোবাইল কলের মাধ্যমে ভয়াবহ প্রতারণার চেষ্টা করেছে একটি চক্র৷ চক....

সতের সালের বন্যায় বীরগঞ্জের ঝাড়বাড়ি এলাকায়।ছবিঃ বীরগঞ্জ নিউজ২৪.আর্কাইভ।
13/08/2025

সতের সালের বন্যায় বীরগঞ্জের ঝাড়বাড়ি এলাকায়।

ছবিঃ বীরগঞ্জ নিউজ২৪.আর্কাইভ।

আত্রাই নদীর পানি হুহু করে বাড়তেছে। এভাবে পানি বাড়লে বন্যার আশংকা করতেছে আত্রাই পাড়ের মানুষ জন।
13/08/2025

আত্রাই নদীর পানি হুহু করে বাড়তেছে। এভাবে পানি বাড়লে বন্যার আশংকা করতেছে আত্রাই পাড়ের মানুষ জন।

11/08/2025

আপনার জেলার সফল ব্যক্তি বা সেলিব্রিটি তারকা কে?

জানিয়ে দিন কমেন্টে।

দিনাজপুরের বীরগঞ্জের সর্বস্তরের সাংবাদিক বৃন্দের আয়োজনে গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হ'ত্যায়...
10/08/2025

দিনাজপুরের বীরগঞ্জের সর্বস্তরের সাংবাদিক বৃন্দের আয়োজনে গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হ'ত্যায় জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

30/07/2025

🩸 জরুরি B+ রক্তের প্রয়োজন 🩸

রোগী: হাসিনা খাতুন
রোগ: Acquired Red Cell Aplasia (ARCA)
ঠিকানা: বলদিয়াপাড়া, ৩ নম্বর শতগ্রাম ইউনিয়ন
স্বামী: মাসুদ হোসেন

📍 রক্ত দিতে হবে: করিমপুর হাসপাতালে
📞 যোগাযোগ: 01743250171

আশেপাশে কেউ B+ রক্তদাতা থাকলে অনুগ্রহ করে দ্রুত যোগাযোগ করুন। অথবা শেয়ার করে ছড়িয়ে দিন।

সাবস্ক্রাইব করুন এখনই...
27/07/2025

সাবস্ক্রাইব করুন এখনই...

BIRGANJNEWS24.COM is one of the most revered online newspapers in Dinajpur.

27/07/2025

উপজেলা পর্যায় থেকে বীরগঞ্জ নিউজ২৪-এর সঙ্গে কাজ করার সুবর্ণ সুযোগ!

আপনি যদি আপনার থানা বা উপজেলা পর্যায়ের কর্মঠ ও নির্ভেজাল ব্যক্তিত্বের সংবাদকর্মী হন, তাহলে আপনাকেই আমরা খুঁজছি। সংবাদ লেখা, ভিডিও ধারণ ও সরাসরি সম্প্রচারে পারদর্শীরা যোগাযোগ করুন। নিজের এলাকার জনগণের ভাগ্যোন্নয়নে বীরগঞ্জ নিউজ২৪-এর সঙ্গে কাজ করে নিজেকে মেলে ধরুন।

যোগ্যতা:
- অভিজ্ঞ ও কাজে পারদর্শীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।
- শুদ্ধ বাংলায় লেখা ও বলায় পারদর্শীরা অগ্রাধিকার পাবেন।
- নিজ এলাকা সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।
- সৎ ও চিন্তাশীল মানসিকতার হতে হবে।

সম্মানী:
- প্রত্যেক ভিডিও প্যাকেজ ও লাইভ সম্প্রচারের জন্য আলাদা সম্মানী দেওয়া হবে।
- মাসিক পর্যালোচনায় সর্বাধিক দেখা ভিডিও, পঠিত সংবাদ ও লাইভের জন্য অর্থ পুরস্কার প্রদান করা হবে।

আবেদন পদ্ধতি:
নিজেকে যোগ্য মনে করলে একটি পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত পাঠান।

ইমেইল: [email protected]
মোবাইল (হোয়াটসঅ্যাপ): +8801841412040

আজ ২২/০৭/২০২৫ তারিখ মঙ্গলবার চলতি এইচ.এস.সি, আলিম, কারিগরি ও সমমান পরীক্ষা -২০২৫ এর সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজকের ...
22/07/2025

আজ ২২/০৭/২০২৫ তারিখ মঙ্গলবার চলতি এইচ.এস.সি, আলিম, কারিগরি ও সমমান পরীক্ষা -২০২৫ এর সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজকের স্থগিতকৃত পরীক্ষার সময়সূচী পরবর্তীতে জানানো হবে।

'পোড়া মুখ,শরীরে আগুন নিয়ে ওরা এসে বলছিলো আপু বাঁচাও’'হুট করে  বিকট দুটো বিস্ফোরণের শব্দ হলো। আমি পেছন ফিরে তাকিয়ে দেখলাম...
21/07/2025

'পোড়া মুখ,শরীরে আগুন নিয়ে ওরা এসে বলছিলো আপু বাঁচাও’

'হুট করে বিকট দুটো বিস্ফোরণের শব্দ হলো। আমি পেছন ফিরে তাকিয়ে দেখলাম,দাবানলের মতো আগুন জ্বলছে স্কুল সেকশনের ভবনে৷ আর মানুষ যে যেদিকে পারছিলো সেদিকে দৌড়াচ্ছিলো।সবাই যার যার মতো দৌড়ে বাইরের দিকে যাচ্ছিলো।তখন আমি সাইডের দিকে দাঁড়িয়ে ভেতরে কী হচ্ছে সেটা জানার চেষ্টা করছিলাম। তখনো অবস্থার ভয়াবহতা তীব্র আকার ধারণ করেনি। আমি দেখতেছি,আহত বা দগ্ধরা ধিরে ধিরে হেটে আসছে৷ কারো মুখ পুড়ে গেছে,কারো শরীর পুড়ে গেছে,মাথার চুল পুড়ে গেছে। অনেকের শরীরে জামা-কাপড় জ্বলছে সেই অবস্থায় বেড়িয়ে আসছে আর বলছে,আপু আমাকে বাঁচাও। ওগুলো দেখার মতো নয়।’
জাতীয় বার্ণ ইন্সটিটিউটের ইমার্জেন্সির সামনে দাঁড়িয়ে মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান দূর্ঘটনার শুরুর দিকের অবস্থা এভাবেই বর্ণনা করছিলেন,কলেজ শাখার একাদশ পড়ুয়া শিক্ষার্থী ফাইরুজ আশা৷ নিজের হাতে তিনজনকে উদ্ধার করে বার্ণ ইন্সটিউটে নিয়ে আসেন এই শিক্ষার্থী৷ তাদের মধ্যে একজন সপ্তম শ্রেণীর শিক্ষার্থী মাহিয়া। তার শ্বাসনালী পুরে গেছে বলেন চিকিৎসক জানিয়েছে। মাহিয়ার ব্যাপারে বেশ গুরুত্ব দিতে দেখা গেছে আশাকে। আশা বলেন,'আমি উত্তরা আধুনিক মেডিকেলে চার-থেকে পাচজনকে নিয়ে গেছি। এই মেডিকেলে(বার্ণ ইন্সটিটিউট) তিনজনকে নিয়ে এসেছি।’
ছবিতে শুরুর দিকের প্রত্যক্ষদর্শী, ফাইরুজ আশা।

Address

Jharbari, Birganj
Dinajpur
5230

Alerts

Be the first to know and let us send you an email when BIRGANJ NEWS24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BIRGANJ NEWS24:

Share