05/07/2025
Learning How to Learn
(বিসিএস ভার্সন)
জুনিয়রমহল প্রায়ই বিভিন্ন জিজ্ঞাসায় হাজির হয়।
সবার কমন প্রশ্ন থাকে...
★কী কী বই পড়বো
★কত ঘন্টা পড়তে হয়
★প্রিলি-রিটেন কম্বিনেশনে করণীয়
★একাডেমিকের মাঝে কীভাবে পড়বো
★আমি কতঘন্টা/কীভাবে পড়েছি ইত্যাদি
জার্নি শুরুর সময় একই জিজ্ঞাসাগুলো আমারও ছিলো। আজকের এ অবস্থানে দাড়িয়ে প্রশ্নগুলোর সম্ভাব্য সমাধান পরিচিত হয়েছে।
যাই হোক, যাদের মাঝে এসব প্রশ্ন আসে তাদের জন্য কিছু ম্যাসেজ থাকছে আজকের এই পোস্টে।
বিসিএস নিয়ে শুরুর আগে "How to Learn" বিষয়টি জানতে হবে। বিসিএস এর টুকটাক জানাশোনা সবারই থাকে। কিন্তু বিষয়টা বুঝতে হবে আরও একটু গভীরভাবে।
এক।
প্রথমেই কাজ হবে প্রিলির ২০০ মার্কসের সিলেবাস স্ট্যাডি করা। এতদিনের এলোমেলো পড়াশোনায় কোন কোন বিষয়ে নিজের অবস্থা কেমন সেটার একটা "ম্যাপিং" করা। সাবজেক্ট ভিক্তিক দুর্বলতা যাচাই করা।
শুধু সাবজেক্টই নয়, টপিকভিত্তিক তা চিহ্নিত করা।
(যেমন ইংরেজি আপনার কঠিন লাগে। আপনি Noun, prounoun, Number, Clause পারেন কিন্তু Right form of verbs, correction ভুল হয়। তাহলে পুরো ইংরেজি কিন্তু আপনি পারেন না, তা নয়) এভাবে প্রতিটা টপিককে আলাদা করা। যখন আলাদা করতে পারবেন তখন দেখবেন নিজের অবস্থান যতটা খারাপ মনে হতো, ততোটা আসলে খারাপ না। আপনার শুধু প্রয়োজন সঠিকভাবে বিষয়গুলো নির্দিষ্ট করা। আর তা ঠিক করে যাওয়া।
দুই।
বিগত প্রিলির ২০০ মার্কসকে যাচাই করলে দেখবেন ঘুরেফিরে ৮০-১২০ টার মত টপিক থেকে প্রতিবারই ৮০-১০০ মাকর্স (কমপক্ষে) কমন থাকে৷ সামনেও এর ব্যতিক্রম হবার সম্ভাবনা কম। তাহলে ঐসব টপিকে সর্বোচ্চ পড়াশোনা আপনাকে অর্ধেক প্রস্তুতি ও নিজের উপর পুরো কনফিডেন্স গ্রো করাতে অবশ্যই সাহায্য করবে। অবারিত তথ্যের এ সময়ে এসে যদি বলেন আপনারা এসব জানেন না, তাহলে বলবো আপনি মোটেও সিরিয়াস নন।
তিন।
পুরো রোডম্যাপ প্লানিং করার পর আপনি নামবেন পড়াশুনার মিশনে। (ম্যাক্সিমামই কোন প্লানিং ছাড়াই শুরু করে। আর ফলাফল তো হতাশাই হবার কথা)।
পড়তে যেয়ে দেখবেন আরেক সমস্যা। হাজার হাজার তথ্য, কোনটা কীভাবে শুরু করবেন, কোন বই পড়বেন, কোথায় কোচিং-প্রাইভেট পড়বেন৷ এসব নিয়ে জটিলতা সৃষ্টি হবে৷ এ বিষয়গুলো ফেইস করা বিসিএস জার্নির একটা অংশ। কার্যকর নির্দেশনা বা পরিচিত মেন্টর আপনাকে এখানে কিছুটা সহযোগিতা করতে পারে৷
চার।
ভাই, পড়লে তো আমি পারবো। কিন্তু পড়তেই তো পারি না। কীভাবে এতক্ষণ পড়বো!!
প্রশ্নটা খুব কমন।
এখানে আসবে আপনার পড়াশুনা কেন্দ্রীক টার্গেট নির্ধারণ আর নিজের ডেডিকেশন। আমরা টার্গেট ফিক্সড করতে ঝামেলা করি।
আগামী এক মাসের প্লানিং কী হবে, সেটাকে ৭ দিনে ভাগ করা। সেটাকে আবার প্রতিদিনে বাটোয়ারা করা। এমনকি দিনের প্রতিটি বেলায় যদি আপনি আপনার করণীয় বিষয়কে ফিক্সড করতে পারেন তবেই জার্নিটা সহজ হয়ে যাবে।
পাঁচ।
ভাই, এভাবে তো ভাবা অনেক কঠিন বিষয়। এত প্লানিং, মেইনটেইন একাই কীভাবে করবো!! অন্যান্য কাজও তো থাকে।
---হ্যা। অনেক বিষয় থাকে। একাই না করতে পারলে কোন সিস্টেমের সহায়তা নিন। এক্সপার্টের কাছে যান। নিজে যেন এভাবে কাজ করতে বাধ্য থাকেন, সেই পরিবেশ তৈরি করুন। #পরিশ্রম তো লাগবেই।
ছয়।
পরিশ্রম তো করতে পারবো। কিন্তু সঠিক উপায়ে হচ্ছে কি না কীভাবে জানবো!!
--- নিজেকে যাচাই করুন৷ শুধু ক্যাম্পাসকেন্দ্রিক আপনাদের প্রতিযোগিতা না। সারা দেশ। এটা মনে রাখুন। এখানেও কোন প্রতিযোগিতামূলক প্লাটফর্ম বা এক্সপার্ট আপনাদের সহায়ক হতে পারে।
এরপরও আরও অনেক ছোটখাট বিষয় থেকে যায়। যা এই জার্নির মাধ্যমে আপনি শিখে যাবেন।
আর যারা একদমই ফ্রেশার/ অনার্সে আছেন (জিরো লেভেল)। তারা নিজেদের মত শুরু করতে যেয়ে বিষয়গুরো খুবই এলোমেলো করে ফেলেন। আপনারা সিনিয়রদের সঠিক দিকনির্দেশনা নিয়ে অল্প করে পড়াশুনা শুরু করতে পারেন।
লেখার পরিসর অনেক বড় হয়ে গেছে। এক পোস্টে সব আলোচনা সম্ভবও নয়। আপনাদের একান্ত পরিশ্রমগুলো কার্যকরী উপায়ে হোক। সফলতা মাত্র সময়ের বিষয় ইনশাআল্লাহ।
#রিপোস্ট
From: Mahmudul Hasan Rumon vai timeline