Rone's World

Rone's World আমার পেজে আপনাকে স্বাগত জানাই এবং আপনাদের যেকোন ধরনের ভিডিও দেখতে পারবেন।
আমার ব্লাড গ্রুপ B+ Positive, কারো লাগলে ফলো দিন

আপনি যদি পুরোনো সাদা-কালো ছবিগুলো বের করতে বা পুনরুদ্ধার করতে চান, তবে সেটা কয়েকভাবে সম্ভব—১. ফিজিক্যাল ছবি (প্রিন্টেড ফ...
07/09/2025

আপনি যদি পুরোনো সাদা-কালো ছবিগুলো বের করতে বা পুনরুদ্ধার করতে চান, তবে সেটা কয়েকভাবে সম্ভব—

১. ফিজিক্যাল ছবি (প্রিন্টেড ফটোগ্রাফ) থাকলে

পুরোনো অ্যালবাম বা সংরক্ষিত জায়গা থেকে ছবিগুলো বের করুন।

স্ক্যানার ব্যবহার করে ছবিগুলো স্ক্যান করুন, এতে কোয়ালিটি ভালো আসবে।

স্ক্যানার না থাকলে মোবাইলের স্ক্যানার অ্যাপ (যেমন Google PhotoScan, Adobe Scan) দিয়ে ছবির ডিজিটাল কপি বানাতে পারেন।

২. যদি ছবিগুলো নেগেটিভ (ফিল্ম রোল) আকারে থাকে

ফটো স্টুডিওতে নিয়ে গিয়ে প্রিন্ট করাতে পারেন।

চাইলে নিজে ফিল্ম স্ক্যানার দিয়ে ডিজিটাইজ করতে পারবেন।

৩. যদি আগে কম্পিউটার/ফোনে সেভ করা থাকে

পুরোনো হার্ডড্রাইভ, মেমোরি কার্ড, CD/DVD, পেনড্রাইভ ইত্যাদি চেক করুন।

ডেটা হারিয়ে গেলে ডেটা রিকভারি সফটওয়্যার (Recuva, EaseUS Data Recovery, Disk Drill) দিয়ে চেষ্টা করতে পারেন।

৪. ছবিগুলো নতুন রঙে দেখতে চাইলে

অনলাইনে অনেক AI টুল আছে যেগুলো পুরোনো সাদা-কালো ছবিকে রঙিন করে দেয় (যেমন ColouriseSG, Hotpot AI, MyHeritage)।

👉

Hello, Everyone.Please suggest and Help me for select my logoWhich logo are the best for my branding?
06/09/2025

Hello, Everyone.
Please suggest and Help me for select my logo
Which logo are the best for my branding?

রংপুরের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর চাচা  #রংপুরের_বিনোদন  #চাচা_ভাতিজা  #ভাইরাল_চাচা
18/08/2025

রংপুরের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর চাচা #রংপুরের_বিনোদন #চাচা_ভাতিজা #ভাইরাল_চাচা

18/08/2025

রংপুরের সেই ভাইরাল #বিনোদন_চাচা, #চাচা_ভাতিজা পেজ এর জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর।

06/08/2025

I got over 10 reactions on one of my posts last week! Thanks everyone for your support! 🎉

05/08/2025

ছুটির দিনে বাবা-ছেলের ঘোরাঘুরি -
ছুটির সকালটা যেন একটুখানি বেশি আলো নিয়ে আসে। শহরের কোলাহল পেছনে ফেলে বাবা আজ ছেলেকে নিয়ে গেলেন কাছের এক সবুজ পার্কে। দুজনের মুখেই ছিল খুশির ঝিলিক।

দুর্বাঘাসে ভেজা শিশির তখনও রোদের ছোঁয়া পায়নি। খালি পায়ে ঘাসে হাঁটতে হাঁটতে ছেলে হেসে বলল, “বাবা, এটা কি বৃষ্টি পড়েছিল?”
বাবা হেসে বললেন, “না, ওটা শিশির। সকালে ঘাসের উপর তৈরি হয়।”

দুজনেই বসে পড়ল এক ছায়াঘেরা গাছের নিচে। চারপাশে দৌড়াদৌড়ি করা পাখি, সাইকেল চালানো ছোটরা, ঘুড়ি ওড়ানো কিশোরেরা — সব যেন এক চিরচেনা কিন্তু হারিয়ে যাওয়া চিত্র।

বাবা হাতে ধরিয়ে দিলেন একটা ছোট ঘুড়ি। ছেলে বলল, “চলো না বাবা, আমরা দুজনেও উড়াই!”
বাবা বললেন, “তাই তো, আজ আমরা শুধু ঘুড়ি নয়, সময়টাকেই উড়িয়ে দিই।”

ঘণ্টার পর ঘণ্টা কেটে গেল এই হাসি-মজা, গল্প-খেলাধুলার মাঝে।
বাবা ছেলেকে বললেন, “জীবনের সব চেয়ে বড় উপহার এই সময়টুকু — তোমার সাথে কাটানো মুহূর্ত।”
---

05/08/2025

জীবিকার তাগিদে শহরমূখী হতে হয় কিন্ত শহুরে বড়ই যান্ত্রিক। আবার মনটা যেতে চায়, সেই চিরচেনা কাঁদা মাটির রাস্তা আর সবুজের মাঠ, ঝাড়গ্রাম বনের গ্রামে।

05/08/2025

আজকে ৫ ই আগস্ট ২৫, স্বৈরাচার হাসিনা পালানোর এক বছর পূরণ
Rone's World ---

✊ জুলাই ২৪: গণআন্দোলনের এক বছর – স্মৃতি, ত্যাগ ও প্রত্যয়

আজকের এই দিনটি, জুলাই ২৪, আমাদের জাতির ইতিহাসে একটি সাহসী অধ্যায়ের স্মারক। ২০২৪ সালের এই দিনে বাংলাদেশ এক অস্বাভাবিক সংকট মুহূর্তে দাঁড়িয়ে ছিল। হাজারো মানুষ রাস্তায় নেমেছিল গণতন্ত্র, ন্যায়বিচার, ও স্বচ্ছ নেতৃত্বের দাবিতে। এই দিনটি ছিল গণজাগরণের, পরিবর্তনের এবং সর্বোপরি একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখার দিন।

🕯️ যাদের রক্তে লেখা হলো পরিবর্তনের গল্প

এই আন্দোলনে অনেকেই ছিলেন যাঁরা আর আমাদের মাঝে নেই। তাঁদের মধ্যে অন্যতম ছিলেন আবু সাঈদ, যিনি শহীদের মর্যাদা নিয়ে আমাদের হৃদয়ে স্থায়ী হয়ে আছেন। তাঁর আত্মত্যাগ আজও আমাদের মনে করিয়ে দেয়—পরিবর্তনের জন্য কত বড় মূল্য দিতে হয়।

📢 আন্দোলনের মূল দাবি ও প্রেক্ষাপট

২০২৪ সালের জুলাই মাসে দেশজুড়ে বেকারত্ব, দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন ও প্রশাসনের অকার্যকরতায় জনমনে অসন্তোষ চরমে ওঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তরুণ প্রজন্ম একটি জাতীয় প্রতিবাদের ডাক দেয়, যা দ্রুত সারাদেশে ছড়িয়ে পড়ে।

মূল দাবি ছিল:

ন্যায্য নির্বাচন ব্যবস্থা

ঘুষ-দুর্নীতিমুক্ত প্রশাসন

শিক্ষিত বেকারদের জন্য কর্মসংস্থান

মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা

🛑 দমন-পীড়ন এবং মানুষের প্রতিরোধ

সরকার প্রথমে আন্দোলন দমনের চেষ্টা করে। গ্রেপ্তার, নির্যাতন, ইন্টারনেট বন্ধ—সবই হয়েছিল। কিন্তু জনগণের মনোবল ভাঙেনি। বরং আন্দোলন আরও বিস্তৃত হয়। সাংবাদিক, শিক্ষক, ছাত্র, শ্রমিক—সবাই এক কণ্ঠে আওয়াজ তোলে।

🌱 এক বছর পর – কী শিখলাম?

আজ এক বছর পর আমরা ফিরে তাকাই সেই আন্দোলনের দিকে—গর্বের সঙ্গে, কৃতজ্ঞতার সঙ্গে, এবং কিছু প্রশ্ন নিয়ে:

কী পরিবর্তন এসেছে এই এক বছরে?

আমরা কি সত্যিই সেই ত্যাগের মর্যাদা দিতে পেরেছি?

আমাদের দায়িত্ব কি আজ শেষ?

✨ সামনের পথ

পরিবর্তন কোনো একদিনে আসে না। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। আবু সাঈদদের ত্যাগের ঋণ শোধ করতে হলে আমাদের সচেতন নাগরিক হতে হবে। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে, এবং গণতন্ত্রকে বাস্তবে রূপ দিতে হবে।

---

আসুন, আজকের এই দিনটিতে আমরা শপথ করি—দেশপ্রেম, সত্য ও ন্যায়ের পথে চলার।

🕊️
আবু সাঈদ সহ সকল শহীদের প্রতি রইলো গভীর শ্রদ্ধা।
জুলাই ২৪ – শুধুই তারিখ নয়, একটি প্রতিজ্ঞা।

---
Gen Z Bangladesh Nationalist Party-BNP Bangladesh Jamaat-e-Islami

পৃথিবীর সকল সন্তানের সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল হলো বাবা-মার কোল, এজন্যই প্রত্যেক মা-বাবার উচিত সন্তানদের সঠিক তথ্য ও জ্ঞ...
02/08/2025

পৃথিবীর সকল সন্তানের সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল হলো বাবা-মার কোল, এজন্যই প্রত্যেক মা-বাবার উচিত সন্তানদের সঠিক তথ্য ও জ্ঞান অর্জন এর জন্য সুন্দর একটা পরিবার উপহার দেওয়া। - Rone's World

21/07/2025

#আপডেট #নিউজ

#উত্তরায় #মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমানবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়েছে
উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমানবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়েছে।

উত্তরা মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত: নিহতের সংখ্যা বেড়ে ২০ আহত ১৮০।

উত্তরার মাইলস্টোন স্কুলে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২০ হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে। এছাড়া বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া আহতদের সংখ্যাও জানিয়েছে আইএসপিআর।

১. কুয়েত মৈত্রী হাসপাতাল: আহত ৮ জন, নিহত নেই

২. জাতীয় বার্ন ইনস্টিটিউট: আহত ৭০ জন, নিহত ২

৩. ঢাকা মেডিকেল: আহত: ৩, নিহত ১

৪. সিএমএইচ-ঢাকা: আহত ১৭, নিহত ১২

৫. কুর্মিটোলা জেনারেল হসপিটাল: আহত ১, নিহত ২

৬. লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার, উত্তরা: আহত:-১১ নিহত: ২

৭. উত্তরা আধুনিক হসপিটাল: আহত ৬০, নিহত ১

৮. উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল: আহত: ১, নিহত নেই।

এই ৮ হাসপাতালে মোট আহত হয়ে চিকিৎসাধীন ১৭১ জন। নিহত ২০ জন।

17/07/2025

দৃশ্যটি দেখার পর থেকেই মনের ভেতর কিছু যেন ঘুরপাক খাচ্ছে। এরা ছেলে-মেয়ে-স্ত্রী নিয়ে কীভাবে থাকে খায় আর সংসার করে, অথচ রান্নার একটা চুলাও নাই। বৃষ্টির পানি তরকারিতে পড়তেছে অথচ তাতেও তাদের রান্না মজা করে সবাই খাচ্ছে।

এটাই মনে হয় প্রকৃত সূখ-শান্তি!!!!!

Address

Dinajpur, Rangpur, Bangladesh
Dinajpur
5250

Telephone

+8801704300997

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rone's World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rone's World:

Share