Md.Arafat Hosen Badhon

Md.Arafat Hosen Badhon Human life is nothing but the
collection of moments
so,to kill time is to shorten life

30/07/2025

আগামীকাল একটি বড় দিন। এটা অফিসিয়াল। সকাল ৮:১০ মিনিটে স্বাক্ষর করা হয়েছে। এটা টিভিতেও দেখানো হয়েছে। ভুলে যাবেন না, আগামীকাল থেকে নতুন ফেসবুক নিয়ম (অর্থাৎ নতুন নাম, মেটা) চালু হচ্ছে, যার অধীনে কোম্পানি আপনার ছবিগুলো ব্যবহার করতে পারবে। মনে রাখবেন, এর সময়সীমা আজই শেষ।

এই বার্তার যেকোনো স্থানে আঙুল দিন, “কপি” দেখা যাবে। “কপি” তে ক্লিক করুন। এরপর নিজের পেজে যান, একটি নতুন পোস্ট তৈরি করুন এবং খালি স্থানে আঙুল দিন, “পেস্ট” দেখাবে – “পেস্ট” এ ক্লিক করুন। এটি সিস্টেমকে বাইপাস করতে সাহায্য করবে। যারা কিছু করেন না, তারা সম্মতি দিচ্ছেন বলে ধরে নেওয়া হবে।

৬০ মিনিটস শো অনুযায়ী: যদি আপনি এটি মিস করে থাকেন, তাহলে জানিয়ে রাখি যে একজন আইনজীবী আমাদের এই পোস্টটি করার পরামর্শ দিয়েছেন। গোপনীয়তা লঙ্ঘনের জন্য আইন অনুযায়ী শাস্তি হতে পারে।

নোট: ফেসবুক (মেটা) এখন একটি পাবলিক প্রতিষ্ঠান। প্রতিটি সদস্যকে এরকম একটি ঘোষণা পোস্ট করতে হবে। যদি আপনি অন্তত একবারও এরকম কোনো বিবৃতি প্রকাশ না করেন, তাহলে প্রযুক্তিগতভাবে এটি ধরে নেওয়া হবে যে আপনি আপনার ছবি এবং প্রোফাইল তথ্য ব্যবহারের অনুমতি দিয়েছেন।

আমি এই মর্মে ঘোষণা করছি যে আমি ফেসবুক বা মেটাকে আমার কোনো ব্যক্তিগত তথ্য বা ছবি ব্যবহারের অনুমতি দিচ্ছি না।

ফেসবুক ( মেটা ) কে আমি আমার কোনো ব্যক্তিগত তথ্য ‌, কোনো ছবি অথবা আমার ব্যক্তিগত কোনো কিছুই ব্যবহার করতে দেবো না ‌, কোনো অনুমতি দিচ্ছি না ! ফেসবুক / মেটা কে এই মর্মে আমি আমার আপত্তি জানিয়ে দিলাম !

দূর্ঘটনার পর বেঁচে যাওয়া একজন ছাত্র তার আহত বন্ধুকে ক্লাসরুম থেকে ফিরিয়ে আনতে গিয়েছিল।ফায়ার ব্রিগেডের অফিসার বাধা দিয়ে ব...
23/07/2025

দূর্ঘটনার পর বেঁচে যাওয়া একজন ছাত্র তার আহত বন্ধুকে ক্লাসরুম থেকে ফিরিয়ে আনতে গিয়েছিল।

ফায়ার ব্রিগেডের অফিসার বাধা দিয়ে বললেন, "এর কোনো লাভ নেই! তোমার বন্ধু অবশ্যই মারা যাবে"।

কিন্তু ছাত্রটি তখনও গিয়ে তার বন্ধুকে একা একা ফিরিয়ে আনল।

মৃতদেহ দেখে ফায়ার ব্রিগেডের অফিসার বলে, "আমি তোমাকে বলেছিলাম এর কোন মূল্য নেই। সে মারা গেছে"।

ছাত্র'টি উত্তর দেয়: 'না স্যার, এটা সত্যিই মূল্যবান ছিল। যখন আমি তার কাছে গেলাম, সে তখনও জীবিত ছিলো -

আমার বন্ধু আমাকে দেখে, হাসল এবং তার শেষ কথাটা বলল:
"আমি জানতাম তুমি আসবে"!
💔💙🤲

সংগৃহিত

21/06/2025

হে আল্লাহ্ আপনি সবাইকে হেদায়েত দান করুন❤️🙂

21/06/2025

কষ্ট তো তখনি হয় 😄🤣

13/06/2025

Rington ta just

12/06/2025
🤣🤣
11/05/2025

🤣🤣

কি মনোরোম পরিবেশ  🙂
01/05/2025

কি মনোরোম পরিবেশ 🙂

সাটন স্লাব কটন পাঞ্জাবি বুকে হাতায় এমব্রয়ডারি সিকুয়েন্সের কাজ করা প্রিমিয়াম কোয়ালিটি স্নাপ বাটন সাইজ Size M/L/XL
27/09/2024

সাটন স্লাব কটন পাঞ্জাবি বুকে হাতায় এমব্রয়ডারি সিকুয়েন্সের কাজ করা প্রিমিয়াম কোয়ালিটি স্নাপ বাটন সাইজ
Size M/L/XL

Address

Dinajpur

Telephone

+8801914929991

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md.Arafat Hosen Badhon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md.Arafat Hosen Badhon:

Share