
11/04/2025
_আলহামদুলিল্লাহ।।। 🥰🥰
ডেনড্রোবিয়াম অ্যাফিলাম🌸
__দীর্ঘ ২ বছরের অপেহ্মার ফুল😍
৬ মাস আগেই ঝড়ে গিয়েছিল এর সব পাতা। একটা মাত্র কঙ্কাল শুকনো ডাল, দেখে বোঝার উপায় নেই সে বেঁচে আছে। মৃত প্রায় এই ডেনড্রোবিয়াম অ্যাফিলাম ফুল দেখার আশা ছেড়ে দিয়েছিলম সেই কবেই!! তবুও কোনো এক টানে উপরে ফেলি নি তাকে।
কিন্তু এই রাতে হটাৎ তার দর্শনে আমার চোখ চরকগাছ🤩।
***তাহার মতো সুন্দরীকে দেখা সৌভাগ্য আমার🤍
তাকে দেখে কি যে উল্লাস ছুয়ে গেছে আমাকে, শব্দে বুঝাতে পারবো না।
আনস্পেক্টেড কোনো কিছু পেয়ে যাবার আনন্দ তাকে দেখে পেলাম।।
🌸
#মাশাআল্লাহ😍