Apathy BiRd

Apathy BiRd I Don't react Anything �

_আলহামদুলিল্লাহ।।। 🥰🥰ডেনড্রোবিয়াম অ্যাফিলাম🌸__দীর্ঘ ২ বছরের অপেহ্মার ফুল😍৬ মাস আগেই ঝড়ে গিয়েছিল এর সব পাতা। একটা মাত্র ...
11/04/2025

_আলহামদুলিল্লাহ।।। 🥰🥰

ডেনড্রোবিয়াম অ্যাফিলাম🌸

__দীর্ঘ ২ বছরের অপেহ্মার ফুল😍
৬ মাস আগেই ঝড়ে গিয়েছিল এর সব পাতা। একটা মাত্র কঙ্কাল শুকনো ডাল, দেখে বোঝার উপায় নেই সে বেঁচে আছে। মৃত প্রায় এই ডেনড্রোবিয়াম অ্যাফিলাম ফুল দেখার আশা ছেড়ে দিয়েছিলম সেই কবেই!! তবুও কোনো এক টানে উপরে ফেলি নি তাকে।
কিন্তু এই রাতে হটাৎ তার দর্শনে আমার চোখ চরকগাছ🤩।
***তাহার মতো সুন্দরীকে দেখা সৌভাগ্য আমার🤍

তাকে দেখে কি যে উল্লাস ছুয়ে গেছে আমাকে, শব্দে বুঝাতে পারবো না।

আনস্পেক্টেড কোনো কিছু পেয়ে যাবার আনন্দ তাকে দেখে পেলাম।।

🌸
#মাশাআল্লাহ😍

___ফিডের ওয়াল ছেয়ে যাচ্ছে জুতা চোরের পোস্টে!! আমরা বাঙ্গালী, জানি না আমাদের দ্বারা অসম্ভব কি!!কিছু উগ্র মানুষ ঝামেলা ক...
09/04/2025

___ফিডের ওয়াল ছেয়ে যাচ্ছে জুতা চোরের পোস্টে!! আমরা বাঙ্গালী, জানি না আমাদের দ্বারা অসম্ভব কি!!

কিছু উগ্র মানুষ ঝামেলা করছে, ভাঙচুর করছে, চুরি করছে।
সেইটা কোন দেশে করে না?
একটা দেশে ভালো খারাপ সবাই থাকেই। ক্রিমিনাল থাকেই।

তাই বলে এতো এতো মানুষের ভালোবাসা ব্যর্থ হয়ে যাবে না, এতো মানুষের ছুটে আসা ব্যর্থ হয়ে যাবে না।

সবাই বাঙালি কত খারাপ, বাঙালি জুতা চুরি করে এসব নিয়ে ড্রাম ফাটাতে ব্যস্ত।
কিন্তু একবার ভাবুন?
সাধারণ মানুষ কি চমৎকার ভাবে আন্দোলন করেছে, নেমে এসেছে ঘরের মেয়েরা, বাচ্চারাও।

কতটা মমতা হৃদয়ে ধারণ করলে এখান থেকে হাজার মাইল দূরের অদেখা অজানা মানুষগুলোর জন্য এমন আন্দোলন করা যায়, চোখে আগুন, বুকে মমতা আর গালায় কান্না রাখা যায়?
নামাজে, মোনাজাতে তাদেরকে রাখা যায়?

এই মমতা যেন অটুট থাকে ____

আমাদের মেইন ফোকাস কি সেটা আমাদের ভুলে গেলে চলবে না।

ফিলি*স্তিনের অবস্থান পৃথিবীর ম্যাপে যেখানেই হোক,
আমাদের হৃদয়ে ফিলি*স্তিনের অবস্থান সবার উপরে থাকুক।

Ayesha Akter

তুর'স্কে কিভাবে ০১ দিনে কেএফসি এর ৫৩৭টি আউটলেট বন্ধ হল !!! তুর'স্কের জনগণ KFC কে বয়কট করেছিলো, যার ফলে তারা দেওলিয়া (ব্য...
08/04/2025

তুর'স্কে কিভাবে ০১ দিনে কেএফসি এর ৫৩৭টি আউটলেট বন্ধ হল !!!

তুর'স্কের জনগণ KFC কে বয়কট করেছিলো, যার ফলে তারা দেওলিয়া (ব্যাংকের কাছে ২১৪ মিলিয়ন ডলার দেনা) হয়ে ব্যবসা গুটিয়ে চলে যেতে বাধ্য হয়েছে। একদিনে ৫৩৭টি আউটলেট ব'ন্ধ ঘোষ'ণা করেছে।

বয়'কট কি জিনিস তা জানতে হবে, বয়'কট মানে কারো প্রতি'ষ্ঠানে ভা'ঙচুর করা নয়।

কিছু চিহ্নি'ত বাঙ্গু'দের পরিকল্পিত ভাঙ'চুর-চুরির কারণে বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি'কারী কর্ম'সূচীও ম্লান হয়ে যায়। ভবিষ্য'তে এসব বিষয়ে কঠোর দৃ'ষ্টি রাখতে হবে, কঠোর হতে হবে।

বয়'কট করুন, ভাঙ'চুর নয়, লুটত'রাজ নয়।

DIY Mirror, Cardboard & Jute Crafting 🧡💛💰রশি দিয়ে বানিয়ে যে এতো সুন্দর লুক আসবে,  বানানোর আগে বুঝতেও পারি নি😍⚜️কেমন হয়েছ...
03/03/2025

DIY Mirror, Cardboard & Jute Crafting 🧡💛

💰রশি দিয়ে বানিয়ে যে এতো সুন্দর লুক আসবে, বানানোর আগে বুঝতেও পারি নি😍

⚜️কেমন হয়েছে❓

মাঝে মাঝে ‘পথের পাঁচালী’ এর দুর্গা হতে ইচ্ছে করে। এলোমেলো রুক্ষ চুল, ফ্যাকাসে শাড়ি। ইচ্ছে করলেই মুক্ত পাখির মতন উড়ে বেড়া...
24/10/2024

মাঝে মাঝে ‘পথের পাঁচালী’ এর দুর্গা হতে ইচ্ছে করে। এলোমেলো রুক্ষ চুল, ফ্যাকাসে শাড়ি। ইচ্ছে করলেই মুক্ত পাখির মতন উড়ে বেড়ানোর সাধ, দস্যি মেয়ে হয়ে এগাছ থেকে ওগাছে ফল পারতে ওঠা। কখনো বা এক দৌড়ে ঘাসবন পেড়িয়ে ট্রেন দেখতে যাওয়া। মেলায় গিয়ে ছোট ছোট খুশি কেনা। বান্ধবীদের সাথে বনভোজন করে ধোয়ায় চোখ লাল করা। গাছের ডালে বসে খিলখিলিয়ে হাসা। আরো কত্ত দস্যিপনা! তারপর একদিন অকালে, মরন জ্বরে টুপ করে নিভে যাওয়া।

আহ্! কত্ত ভালো হতো দুর্গার জীবনটা পেলে। তাহলে হয়তো এসব ডিপ্রেশন, ফ্রাস্টেশন, হেজিটেশন কিছুই ছুঁতে পারতো না। শুধু ওড়ার তৃপ্তি নিয়ে বিদায় নেওয়া যেতো।

কিন্তু আফসোস! আমরা যে চাইলেই সব কিছু পারি না। কিছু আমাদের ভাগ্যে থাকে না আর কিছু থাকে নাগালের বাইরে। আর এটাই জীবন!

23/10/2024

জীবন টা কি অদ্ভুত তাই না😊

উপরওয়ালা মৃত্যু হারাম করেছে আর জমিন ওয়ালা-রা বেঁচে থাকা হারাম করে দিয়েছে....🙂💔

ইদানীং নিজেকে বিষমভাবে হারিয়ে ফেলেছি। কোনটাতে ভালো লাগছে আর কোনটাতে খারাপ, এই হিসাবটা ঠিক মেলাতে পারছি না। সবকিছু থেকে ক...
10/10/2024

ইদানীং নিজেকে বিষমভাবে হারিয়ে ফেলেছি। কোনটাতে ভালো লাগছে আর কোনটাতে খারাপ, এই হিসাবটা ঠিক মেলাতে পারছি না। সবকিছু থেকে কেমন যেন বিচ্ছিন্ন দ্বীপের মতো ছিন্ন হয়ে যাচ্ছি। না কোলাহল ভালো লাগছে, আর না একাকিত্ব। আমি আসলে স্বস্তির নিশানাই খুঁজে পাচ্ছি না।

এক মাথার উপরের আকাশকে যখন সব বলতে যাবো, তখন দেখি সেও বৃষ্টি হয়ে কেঁদে নিচ্ছে। চাঁদটাও মেঘের আড়ালে লুকোচুরিতে ভীষন ব্যস্ত। রবকে ডাকছি কিন্তু কোনো সাড়া পাচ্ছি না।

আমি না, খুব বিশ্রীভাবে একটা গোলকধাঁধায় আটকে যাচ্ছি। হারিয়ে যাচ্ছি নিজের থেকে। মনে হচ্ছে, এখান থেকে কখনো বের হতে পারবো না। কখনো না।

It's Hurt when i can't ignore you the way you ignore me.🖤💚💚💚🖤
01/06/2024

It's Hurt when i can't ignore you the way you ignore me.

🖤💚💚💚🖤

27/04/2024

_আমরা আপাদমস্তক সার্থপর প্রানী.....!!!

কোথায় সেই রাস্তাঘাট পুরোমাঠ দৌড়ে দৌড়ে ঈদে খোঁজা চাঁদ?  কোথায় সেই সারারাত জেগে চাঁদরাতে মেহেদী দেয়া? কোথায় সেই খামে গুজে ...
10/04/2024

কোথায় সেই রাস্তাঘাট পুরোমাঠ দৌড়ে দৌড়ে ঈদে খোঁজা চাঁদ?
কোথায় সেই সারারাত জেগে চাঁদরাতে মেহেদী দেয়া? কোথায় সেই খামে গুজে দেয়া প্রিয়জনকে দেয়া ঈদ কার্ড? কোথায় সেই ঈদের দিন পর্যন্ত পুরানো হয়ে যাবে ভেবে ঈদের নতুন জামা লুকিয়ে রাখা?
আর কোথায়-ই বা ঈদের দিন সকাল সকাল গোসল করে নতুন জামা গায়ে দিয়ে সবাইকে ঈদ মুবারাক জানিয়ে সালামি নেয়া; আর কোথায় ১০ টাকা, ২০ টাকা ৫০-১০০ টাকা সালামি পেয়ে সেই সালামির খুদ্রতম প্রতিযোগিতা?
____কোথায় ঈদ;
কোথায় সেই ঈদের চাঁদ খোঁজা;
কোথায় ঈদের আনন্দ??!!

নেই,
এসবের কিচ্ছু-ই নেই🥺
সব কেড়ে নিয়েছে ডিজিটাল সব ডিভাইস🥀

এখনকার প্রায় বাচ্চারা তো জানেই না ঈদের চাঁদ ওঠে;
চাঁদ উঠলে তবেই ঈদ হয়!!
সরু বাঁকা সিলভার চাঁদ দেখার কি সেই আনন্দ!!

এখন বড় থেকে ছোট সবাই ঈদ সহ সব খবরি জানতে হাতে তুলে নেয় স্মার্ট মোবাইল ফোন❤️‍🩹
ফেইস বুক জানিয়ে দেয় কবে ঈদ বা যে কোন ফেস্টিভ্যাল!!🥀

সবাইকে_____

🌙🌙 ঈদ মোবারক 🌙🌙

تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنْكُمْ
"তাকাব্বা-লাল্লাহু মিন্না ওয়া মিনকুম" 🥀
অর্থ: আল্লাহ আমার এবং আপনার নেক আমলগুলো কবুল করুন 🥀

10/04/2024

উঠুন, জাগুন সেহরি খান, আর মাত্র এতো মিনিট বাকি আছে.....
কী জানি, আগামী বছর এ ডাক আর শুনবো কী না। কারোর ডাকে হুড়মুড়িয়ে উঠার এ সাধ নিতে আমি থাকবো কী না। সবকিছুই যেন প্রশ্নের মুখে!
তবে হ্যাঁ, ফুরিয়ে যাওয়া নিয়ে ভয় নেই আমার, ভয় স্রষ্টার সামনে দাঁড়ানোটা নিয়ে।
তবুও আমরা দোয়ায় বাঁচি, ভয়কে স্বস্তির রূপ দিয়ে দিতেও ভুলি না।
দোয়ায় রাখি একে অপরেকে যাতে সুস্থ থাকি, ভালো থাকি, মুহুর্তগুলো সুন্দর কাটে।

08/04/2024

___কোথাও কোনো ভুল হয়ে গেলে
মাফ চেয়ে নেবার মন মানসিকতা আমার আছে।
এই একটা কারনেই নিজেকে আমার মানুষ মানুষ লাগে;
এছাড়া মানুষ হিসেবে দাবি করবার মতো আমার কোনো গুন নাই।

Address

Dinajpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Apathy BiRd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Apathy BiRd:

Share