
21/10/2024
আমাদের একটা বাড়ি হোক
ঠিক বাড়ির মত বাড়িও চাইছি না
চাইছি একটা ঘর হোক,ঘরের পাশে খোলা বারান্দা
একটা মাত্র রান্নাঘর, তার পাশে শান্ত কলঘর..
আপাতত এইটুকু হোক।
তবে ঘরের আধভাঙ্গা জানালা দিয়ে যেন দেখা যায় কৃষ্ণচূড়া অথবা শিমুল।বকুল হলেও অসুবিধে নেই....
খুব বৃষ্টির দিন সারা বারান্দা ভিজে যাক,
বৃষ্টির হাওয়ার সঙ্গে দু'একটা কৃষ্ণচূড়া এসে নাহয় পড়বে সেখানটায়.....
➤সৌভাগ্য
৫ ই কার্তিক ১৪৩১~