সৌভাগ্য

সৌভাগ্য গল্পস্বল্প

চারপাশে প্রচুর মানুষের সাথে দেখা হবে, অনেক ভিড় ঠেলে এগোতে হবে, অনেক রকম কথা কানে আসবে শুধু আপনাকে যেটা করতে হবে সেটা হল...
13/01/2025

চারপাশে প্রচুর মানুষের সাথে দেখা হবে, অনেক ভিড় ঠেলে এগোতে হবে, অনেক রকম কথা কানে আসবে শুধু আপনাকে যেটা করতে হবে সেটা হলো ইগনোর। জীবনে কিছু মানুষ আবর্জনা ছড়াতে আসবে, তাদেরকে আগাছার মতো উপড়ে ফেলে দিতে হবে, লাইফ আপনার বাউন্ডারি আপনাকেই সেট করতে হবে, নেগেটিভিটি যেখানে দেখবেন সটান সেখান থেকে দূরে সরিয়ে নেবেন নিজেকে।

শুনতে খারাপ হলেও আপনার কাছের অনেক মানুষ আপনাকে খারাপ দেখতে চায়, তারা চায় সহানুভূতি নামক মলমের তলে একটু কাটা ঘায়ে নুন ছিটাতে, আপনি সিম্পলি সেই সুযোগ টাই দেবেন না, অযথা তর্কে যাবেন না, বোঝাতে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আপনার সামনে কেউ যদি বলে আপনি মুখ্যু তাই মেনে হেসে বেরিয়ে আসুন, ওই যে সময় আর এনার্জি বাঁচিয়ে নিলেন, ব্যাস কেল্লাফতে। যে যা বলছে শুনে নিন, আর মুচকি হেসে শিরদাঁড়া সোজা করে নিজের সিদ্ধান্তটা নিজেই নিন, যারা নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে তারা আসলেই জীবন চেনে, বোঝে..

আপনাকে নিয়ে যখন বাকিরা সমালোচনা করতে ব্যস্ত থাকবে আপনি ঠিক সেই সময় গাছ লাগান, ঘুরে আসুন, রং তুলি নিয়ে ক্যানভাস সাজান, বাড়ি গোছান, গল্প পড়ুন, আরো দুটো সাহিত্য পড়ুন, নিজের পুরোনো ফটো দেখুন, ব্যাডমিন্টন খেলুন, ফটো তুলুন, চা খেতে বেরিয়ে পড়ুন, নামাজ পড়ুন, পুজো করুন। মোটকথা তাদের কথায় রিয়েক্ট করবেন না, যা বলছে বলুক, আপনার কানে এলেও ফেলে দিন, দিনশেষে আপনি জানেন আপনি কি, কেমন, আর এটাও জানেন যারা বলছে তারা আপনার কাছে জাস্ট ম্যাটার করেনা ঠিক এইটাই।

একটা বাউন্ডারি সেট করুন, একদম যাদের বা যার বুকে মিশে আপনি শ্বাস নেবেন, যার সামনে আপনি আয়নার মতো দাঁড়াতে স্বাচ্ছন্দ্য বোধ করেন ঠিক তাদের কাছেই ওপেন আপ হন, তাদের কাছেই এক্সপ্লেন করুন, তাদের কাছেই ঝুঁকতে শিখুন, কারণ হয়তো তারা বা সে আপনাকে খারাপ দেখতে চাইবে না।
বাদবাকি দুনিয়াকে ' মালা ঘুরা ' করে ঝেড়ে ফেলে দিন।

একটা কথা মাথায় রাখবেন জীবন অনেক সুন্দর, আপনি যে জীবন টা বাঁচতে পারছেন সেটা অনেক সুন্দর, আপনাকে শুধু মাঝে মাঝে গজিয়ে ওঠা আগাছা গুলো মিটিয়ে ফেলতে হবে অথবা কোণে একটা কাঁটাঝোর দেখতে পেলে সাইড কাটিয়ে চলে আসতে হবে, সবকিছুর উত্তর দিতে নেই, সবকিছুতে রিয়েক্ট করতে নেই, সবাইকে বোঝানোর কোনো প্রয়োজন নেই, এগুলো বাদ না দিতে পারলে, লস টা আপনারই।
© সংগৃহীত

21/11/2024

শুনো পাতা যেমন বেমানান
ওই সবুজ সঞ্জীবনীযুক্ত গাছে,
মানুষও তেমন অপ্রয়োজনী বস্তু
মূল্যহীন এই স্বার্থের পৃথিবীতে!
~সৌভাগ্য
✒️কৃ

যেকোনো হৃদয়ঘটিত দূর্ঘটনার আগে আপনার সতর্ক বিচ্ছিন্নতা, কি ভাবেন,টের পাইনা? চুপ থাকি,কারণ এই সময় কথা বলার নিয়ম নেই।আমার দ...
07/11/2024

যেকোনো হৃদয়ঘটিত দূর্ঘটনার আগে আপনার সতর্ক বিচ্ছিন্নতা,
কি ভাবেন,টের পাইনা?
চুপ থাকি,কারণ এই সময় কথা বলার নিয়ম নেই।
আমার দিনে দু'টো লালটিপ লাগে
হারিয়ে না গেলে স্নানের আগে মনে করে আয়নায় লাগিয়ে রাখি।
স্নান শেষে আবার পড়ে নেই।
ঠিক লালও না,আপনার আদা'চা রঙের
দিনে একটা ফুল লাগে।যেকোনো -
কৃষ্ণচূড়া হলে ভালো।
আপনার দিনে ক'টা সিগারেট লাগে? তিনটে?
তাহলে এবার দু'টোতে নেমে আসেন
সম্ভব হলে নাহয় তা থেকেও একটা বাছিয়ে রাখবেন
আমার দ্বিতীয় লালটিপ টার মতন......
এভাবেই নাহয় শেখা হয়ে যাবে সংসারের জটিল হিসেব নিকেশ🌿
~সৌভাগ্য
✒️কৃ
pic: collected

এতো ভাঙাগড়া, এতো নিঃসঙ্গতা, এতো একাকিত্ব
31/10/2024

এতো ভাঙাগড়া, এতো নিঃসঙ্গতা, এতো একাকিত্ব

26/10/2024

এইসব ভার্চ্যুয়াল প্রেম ট্রেম আর ভাল্লাগছে না
পাশ ফিরে তাকাতেই যেন তোমার দেখা পাওয়া যায়,এমন ব্যবস্থা করো।
অসম্ভব জ্বরের দিনে,
ব্যালকনিতে এসে দাড়ালে যেন কপালে তোমার হাতের তোর ঝোড় দেখতে পাই।
"এমা এত্তো জ্বর বাধিয়েছো কীভাবে! "
কোন সময়ে কোন অসুধে আমার জ্বর সারবে
এই দ্বায়িত্ব নেওয়ার ব্যবস্থা করো।
ফোনকলের যত্ন আর ভাল্লাগছে নাহ।
অমন শক্ত জ্বরে অসুধে কাজ হয়না।
যেন জলপট্টি দিতে পারো,সেই ব্যবস্থা করো।
কিছু একটা করো।

~সৌভাগ্য

আমাদের একটা বাড়ি হোক ঠিক বাড়ির মত বাড়িও চাইছি না চাইছি একটা ঘর হোক,ঘরের পাশে খোলা বারান্দা একটা মাত্র রান্নাঘর, তার পাশে...
21/10/2024

আমাদের একটা বাড়ি হোক
ঠিক বাড়ির মত বাড়িও চাইছি না
চাইছি একটা ঘর হোক,ঘরের পাশে খোলা বারান্দা
একটা মাত্র রান্নাঘর, তার পাশে শান্ত কলঘর..
আপাতত এইটুকু হোক।
তবে ঘরের আধভাঙ্গা জানালা দিয়ে যেন দেখা যায় কৃষ্ণচূড়া অথবা শিমুল।বকুল হলেও অসুবিধে নেই....
খুব বৃষ্টির দিন সারা বারান্দা ভিজে যাক,
বৃষ্টির হাওয়ার সঙ্গে দু'একটা কৃষ্ণচূড়া এসে নাহয় পড়বে সেখানটায়.....

‌➤সৌভাগ্য

৫ ই কার্তিক ১৪৩১~

09/09/2024

Bhoot FM

29/08/2024

Bhoot FM 😈

Address

Dinajpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when সৌভাগ্য posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সৌভাগ্য:

Share