Up To Date

Up To Date Trying to know the unknown

নার্সরা সব থেকে বেশি ঝুঁকি নিয়ে কাজ করিলেও পুলিশরা ঝুঁকি ভাতা পেলেও নার্সরা পাচ্ছেনা। কারন সবক্ষেত্রে নার্সরা অবহেলিত।
30/07/2025

নার্সরা সব থেকে বেশি ঝুঁকি নিয়ে কাজ করিলেও পুলিশরা ঝুঁকি ভাতা পেলেও নার্সরা পাচ্ছেনা। কারন সবক্ষেত্রে নার্সরা অবহেলিত।

২০২২ সালের অভিযোগ এর রায় পাওয়া ২৮/৭/২৫ ইং তারিখ।
29/07/2025

২০২২ সালের অভিযোগ এর রায় পাওয়া ২৮/৭/২৫ ইং তারিখ।

21/07/2025

মাইলস্টোন কলেজের ভবনের উপর প্রশিক্ষণ বিমান বিধস্ত হওয়া দুর্ঘটনায় সকল কে আল্লাহ হেফাজত করুন।।

21/07/2025

মানুষের শরীরের প্লাটিলেট কমে গেলে এবং বেশি হলে কি হয়।

মানুষের রক্তে নর্মাল প্লাটিলেট কাউন্ট (Platelet count) সাধারণত হয়:

🩸 Normal Platelet Range:
1,50,000 থেকে 4,50,000 (per microliter of blood)
বা
1.5 লক্ষ থেকে 4.5 লক্ষ / µL

ব্যতিক্রম হলে কী হতে পারে?
প্লাটিলেট কাউন্ট ব্যাখ্যা
🔻 < 1,50,000 প্লাটিলেট কম (Thrombocytopenia)
🔺 > 4,50,000 প্লাটিলেট বেশি (Thrombocytosis)

প্লাটিলেটের কাজ:
রক্ত জমাট বাঁধতে সাহায্য করে

রক্তপাত বন্ধ করে

আঘাতের স্থান দ্রুত শুকাতে সাহায্য করে

যাদের যাদের এই ক্রাইটেরিয়া গুলা পুরন আছে তারাতারা আবেদন করতে পারেন।
18/07/2025

যাদের যাদের এই ক্রাইটেরিয়া গুলা পুরন আছে তারাতারা আবেদন করতে পারেন।

11/07/2025

আগে পাশের হার ছিলো ৯৫%
আর এখন পাশের হার ৬৮% আগেই ভালো ছিলাম।তা আপনারা কি বলেন।।

IBN SINA JOB QUESTION 11-JULY, 2025SENIOR STAFF NURSE.উত্তর কমেন্ট বক্সে।
11/07/2025

IBN SINA JOB QUESTION 11-JULY, 2025
SENIOR STAFF NURSE.উত্তর কমেন্ট বক্সে।

হিসাব বিজ্ঞান নিয়ে না পড়ার কারনে কত কিছুই মিস করতেছি।     #হিসাববিজ্ঞান
10/07/2025

হিসাব বিজ্ঞান নিয়ে না পড়ার কারনে কত কিছুই মিস করতেছি। #হিসাববিজ্ঞান

LIDOCAINE VS LIDOCAINE+ADRENALINE এর মধ্যে পার্থক্য।। G-Lidocaine এবং Lidocaine with Adrenaline (বা Lidocaine + Epinephr...
02/07/2025

LIDOCAINE VS LIDOCAINE+ADRENALINE এর মধ্যে পার্থক্য।।

G-Lidocaine এবং Lidocaine with Adrenaline (বা Lidocaine + Epinephrine) — দুটিই স্থানীয় চেতনানাশক ওষুধ (local anesthetics) হলেও, এদের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য আছে।

🟩 G-Lidocaine:
✅ উপাদান: শুধু Lidocaine hydrochloride
✅ কাজ:

স্থানীয়ভাবে স্নায়ুর কার্যকারিতা ব্লক করে ব্যথা অনুভব কমায়

সাধারণ ছোটখাটো অপারেশন, ইনজেকশন বা স্কিন ইনজুরি চিকিৎসায় ব্যবহার হয়

✅ ব্যবহার ক্ষেত্র:

দাঁতের চিকিৎসা

ছোট সার্জারি

ত্বক বা মিউকাস ঝিল্লিতে সাময়িক চেতনাহীনতা সৃষ্টি

✅ রক্তনালীতে প্রভাব:

Lidocaine vasodilator হিসেবে কাজ করে, মানে রক্তনালী কিছুটা প্রসারিত করে

✅ রক্তপাত নিয়ন্ত্রণে সহায়ক নয়
🟨 Lidocaine with Adrenaline (Epinephrine):
✅ উপাদান:

Lidocaine hydrochloride + Adrenaline (Epinephrine)

✅ কাজ:

ব্যথা কমায় (lidocaine)

রক্তনালীগুলো সংকুচিত করে (adrenaline), ফলে:

রক্তপাত কমে

ওষুধের শোষণ ধীরে হয়

চেতনানাশকের কাজ দীর্ঘস্থায়ী হয়

✅ ব্যবহার ক্ষেত্র:

যেখানে দীর্ঘস্থায়ী চেতনানাশা প্রয়োজন

রক্তপাত কমাতে হয় (যেমন দাঁতের অপারেশন, ছোট স্কিন কাটছাঁট)

✅ বিশেষ সতর্কতা:

আঙ্গুল, নাক, কান, পুরুষাঙ্গ ইত্যাদিতে ব্যবহার নিষেধ (রক্তনালী সংকোচনের কারণে রক্ত চলাচল বন্ধ হয়ে টিস্যু মারা যেতে পারে)

হার্ট বা উচ্চ রক্তচাপ রোগীর ক্ষেত্রে সাবধানে ব্যবহার করতে হয়

📊 মূল পার্থক্য সারাংশে:
বৈশিষ্ট্য G-Lidocaine Lidocaine with Adrenaline
উপাদান শুধুই Lidocaine,আর Lidocaine + Adrenaline
কাজের সময়কাল= কম সময় স্থায়ী বেশি সময় স্থায়ী
রক্তনালীতে প্রভাব প্রসারিত করে= (Vasodilation) সংকুচিত করে (Vasoconstriction)
রক্তপাত কমাতে সাহায্য করে
ব্যবহার সাধারণ চেতনানাশা রক্তপাত কমানো দীর্ঘস্থায়ী চেতনানাশা দরকার এমন স্থানে

যে সকল রোগীদের লিভারে সমস্যা দেখা দেয় সেই সকল রোগীদের এই সকল টেস্ট দেওয়া সয় সাধারণত। চলুন আজকে এই টেস্ট রিপোর্টের বাংলা ...
28/06/2025

যে সকল রোগীদের লিভারে সমস্যা দেখা দেয় সেই সকল রোগীদের এই সকল টেস্ট দেওয়া সয় সাধারণত। চলুন আজকে এই টেস্ট রিপোর্টের বাংলা বিশ্লেষণ করি।।
:

রিপোর্টটি একটি লিভার ফাংশন টেস্ট (LFT) রিপোর্ট। নিচে বিস্তারিত বিশ্লেষণ দেওয়া হলো:

🧪 রিপোর্ট বিশ্লেষণ
Test Result Normal Range ব্যাখ্যা
S. Bilirubin (Total) 4.1 mg/dL 0.2 – 1.0 mg/dL (Adult) ❌ উচ্চ — জন্ডিস বা লিভারের সমস্যা নির্দেশ করে

SGOT (AST) 73 U/L upto 40 U/L ❌ উচ্চ — লিভার বা হার্টের ক্ষতির ইঙ্গিত দিতে পারে

SGPT (ALT) 23 U/L Upto 42 U/L ✅ স্বাভাবিক

S. Alkaline Phosphatase 81 U/L Male: 53–128 U/L ✅ স্বাভাবিক

🧾 সারাংশ বিশ্লেষণ:
বিলিরুবিন অনেক বেড়ে গেছে (4.1 mg/dL)। এটি জন্ডিস, লিভারের ইনফ্লেমেশন (hepatitis), অথবা বাইল ড্রেনেজ ব্লক থাকলে হতে পারে।

SGOT (AST) কিছুটা বেড়েছে, যা লিভার সেল ড্যামেজের ইঙ্গিত দেয়।

SGPT (ALT) স্বাভাবিক, তাই হেপাটোসেলুলার ইনজুরি তেমন বেশি নয়।

Alkaline Phosphatase স্বাভাবিক, তাই বাইল ডাক্ট ব্লক বা গলব্লাডার সংক্রান্ত সমস্যা তেমন নেই।

ধরেন রাসেল নামের একজন রোগী প্রচন্ড শ্বাসকষ্ট নিয়া আই সি ইউ তে ভর্তি হইলোডক্টর ABG TEST দিলো। রিপোর্ট আসার পরে দেখলেনPaCO...
26/06/2025

ধরেন রাসেল নামের একজন রোগী প্রচন্ড শ্বাসকষ্ট নিয়া আই সি ইউ তে ভর্তি হইলো
ডক্টর ABG TEST দিলো। রিপোর্ট আসার পরে দেখলেন

PaCO₂ > 45mmhg,

pH

DjNCians rocks again..🏆.. PRIDE of DjNCদিনাজপুর নার্সিং কলেজের ২০১৭-১৮ সেশনের BSc ২য় ব্যাচের শিক্ষার্থী   Basak বাংলাদেশ...
22/06/2025

DjNCians rocks again..🏆.. PRIDE of DjNC

দিনাজপুর নার্সিং কলেজের ২০১৭-১৮ সেশনের BSc ২য় ব্যাচের শিক্ষার্থী Basak বাংলাদেশ পুলিশ এর উপ-পরিদর্শক S.I হিসেবে চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

এই সাফল্য প্রমাণ করে যে নার্সিং শিক্ষার্থীরা সকল ক্ষেত্রেই অলরাউন্ডার। ৪ বছর মেয়াদি বিএসসির পড়াশোনা যে কতটা হার্ড সেটা একজন মেডিকেল পার্সন ছাড়া কেউ বুঝবে না। এতো কঠিন পড়াশোনার পাশাপাশি জেনারেল লাইনের প্রস্তুতি নিয়ে, জেনারেল শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতা করে সফলতা অর্জন সত্যিই প্রেরণাদায়ক। আমাদের Nurse রা এভাবেই সফলতা নিয়ে আসবে ইনশাআল্লাহ।

Address

Dinajpur
1983

Website

Alerts

Be the first to know and let us send you an email when Up To Date posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category