
19/03/2025
দিনাজপুর কালিতলা সারদেশ্বরী স্কুলের সামনে সোনাপীর গোরস্থানে সকাল ১১ টা থেকে নিয়ে বিকেল পর্যন্ত ঘোরাঘুরি করতে দেখা যায়। তার নিজ নাম ঠিকানা কিছুই বলতে পারতেছে না। যদি কেউ চিনে থাকেন। অবশ্যই সোনাপীর গোরস্থান মাদ্রাসা সংলগ্ন হানিফ স্যারের বাসায় যোগাযোগ করবেন।