Mohammad Rubel Rana

Mohammad Rubel Rana আমি আমার মতো ....💗💗
কারো Extra Attitude দেখার Time নাই ....🤫😎

Blood Group - (O+) Positive

আলহামদুলিল্লাহ
15/03/2025

আলহামদুলিল্লাহ

২০২৩ সালের অনার্স ৩য় বর্ষ (নিয়মিত, অনিয়মিত ও গ্রেড উন্নয়ন) পরীক্ষার সময়সূচী পরীক্ষা আরম্ভের সময় প্রতিদিন দুপুর ১:০...
14/03/2025

২০২৩ সালের অনার্স ৩য় বর্ষ (নিয়মিত, অনিয়মিত ও গ্রেড উন্নয়ন) পরীক্ষার সময়সূচী
পরীক্ষা আরম্ভের সময় প্রতিদিন দুপুর ১:০০ টা
পরীক্ষা শুরু ও শেষ তারিখ : ২৪/০৪/২০২৫ ইং হতে ২৬/০৫/২০২৫ ইং পর্যন্ত

হুমায়ূন আহমেদ স্যার বলতেন, পৃথিবী শূন্যস্থান পছন্দ করে না। তিনি বলতেন, কিছু না কিছু, কেউ না কেউ শূন্যস্থান পূর্ণ করে দেয়...
11/03/2025

হুমায়ূন আহমেদ স্যার বলতেন,

পৃথিবী শূন্যস্থান পছন্দ করে না। তিনি বলতেন, কিছু না কিছু, কেউ না কেউ শূন্যস্থান পূর্ণ করে দেয় কিংবা দখল করে নেয়।
কথাটা সত্য না। কিছু শূন্যস্থান আজীবন শূন্যই রয়ে যায়। পুরো একটা পৃথিবী ঢেলে দিলেও সেসব শূন্যস্থান আর পূর্ণ হয় না; কিছুতেই হয় না, কোনোদিন হয় না!❤️‍🩹

কথা কিন্তু বাস্তব...🙏
07/03/2025

কথা কিন্তু বাস্তব...🙏

❌ ফ্লার্ট করা ছেলেদের থেকে ১০০ হাত দূরে থাকুন। আপনি যতটুকু প্রশংসার যোগ্য তার চেয়ে বেশি প্রশংসা যখন কেউ আপনাকে করে, তার...
06/03/2025

❌ ফ্লার্ট করা ছেলেদের থেকে ১০০ হাত দূরে থাকুন। আপনি যতটুকু প্রশংসার যোগ্য তার চেয়ে বেশি প্রশংসা যখন কেউ আপনাকে করে, তার সম্পর্কে সাবধান হয়ে যান। ভালো ছেলেগুলো সাধারণত খুব একটা স্মার্ট হয় না। তারা হয়তো বোরিং হয়, কিন্তু তারা কখনো চিট করে না। অন্যদিকে, ফ্লার্ট করা পুরুষ এ্যাট্রাকটিভ হলেও কথার ফাঁদে মেয়েদের সর্বনাশ করাই তাদের একমাত্র লক্ষ্য। এজন্য চেহারা না, চরিত্রের প্রেমে পড়ুন।

❌ সবসময় নিজের গাট ফিলিংসকে প্রাধান্য দিন। দেখে খারাপ মনে হয় না, কিন্তু মন থেকে কেন জানি লোকটাকে পছন্দ হয় না - এমন হলে সেই ব্যক্তি থেকে দূরে থাকুন।

❌ আপনি কালো, শর্ট, মুখে ব্রণ - এগুলা কিচ্ছু না। সৃষ্টিকর্তা আপনাকে যেভাবে বানিয়েছেন আপনি সেভাবেই সুন্দর। আপনার মেধা আর যোগ্যতা দেখে যেন একটা ছেলে আকৃষ্ট হয়, নিজেকে সেভাবে তৈরি করুন। নিজেকে সুন্দর দেখানোর বাসনা মেয়েদের সবচেয়ে বড় দুর্বলতা। রূপচর্চায় কম, যোগ্যতা অর্জনে বেশি সময় দিন।

❌ চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করবেন না। (গণহারে ট্রাস্ট এর কথা বলছি, ট্রাস্টওয়ার্দি ম্যান অবশ্যই আছে) বাবার অফিসের কলিগ, মামার পরিচিত, বড় ভাইয়ের বন্ধু, একদম ফ্যামিলি পারসন, মহাপুরুষ টাইপের লোক - এরকম কারো সাথে একা কোথাও থাকবেন না। মনে রাখবেন, মেয়েরা কাছের মানুষদের দ্বারা সে*ক্সুয়ালি অ্যা*বিউজ হয় সবচেয়ে বেশি।

❌ কারো বাসায় যেতে হলে পরিবারকে জানিয়ে যাবেন। যেখানে যাচ্ছেন সেখানকার ঠিকানা, ফোন নাম্বার মা, বাবা, বড় ভাই বা বোনকে দিয়ে যান। এবং অবশ্যই যত দ্রুত সম্ভব বাসায় ফিরে আসুন। পরিবারের সদস্যদের ছাড়া কোথাও রাত কাটাবেন না।

❌ বাবা-মাকে বন্ধু বানান। তাদের কাছে কোনোকিছু গোপন করবেন না বা তাদের অজান্তে কোনো কাজ করবেন না। নিজের সিক্রেট কথাগুলো পরিবারের সদস্য ছাড়া অন্য কারো সাথে শেয়ার করা থেকে বিরত থাকুন। মনের কথা কাউকে বলে হালকা হতে চাইলে শ্রোতা হিসেবে ফ্যামিলি মেম্বারদের বেছে নিন।

❌ কারো সাথে সম্পর্কে জড়ানোর আগে বা কাউকে বিশ্বাস করার আগে ১০০ বার ভাবুন। হ্যাঁ, ঠিকই পড়েছেন, ১০০ বার।

❌ নিজের আবেগ সব সময় নিয়ন্ত্রণে রাখুন। মেয়েরা আবেগের কারণে ভিকটিম হয়।

❌ সব সময় সৎ পথে থাকবেন। খারাপ পথগুলো সহজ, অনেক বেশি আনন্দ দেয়, কিন্তু তা ক্ষণিকের জন্য। সঠিক পথ আপনাকে দেবে নিরাপত্তা, তা যত কষ্টেরই হোক না কেন।

#ভাইরালভিডিওシভিডিও ゚ ゚

06/03/2025

🤭🤭🤭

Rasel Rana Abir Rakib Hasan Bappy রোদেলা কিছু গল্প দে Md Islam Asikh SN Subol Roy

সময়ের সাথে সাথে Boyfriend, Girl Friend থেকে এখন স্বামী স্ত্রীর হয়ে গেল 🤩
05/03/2025

সময়ের সাথে সাথে Boyfriend, Girl Friend থেকে এখন স্বামী স্ত্রীর হয়ে গেল 🤩

27/02/2025

ইসলামে কর্মস্থলে দায়িত্বশীলতা এবং সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজের ক্ষেত্রে ফাঁকি দেওয়া বা দায়িত্ব অবহেলা করা ইসলামের দৃষ্টিতে অনুচিত ও গুনাহের কাজ হিসেবে বিবেচিত হয়।

কুরআন ও হাদিসের দৃষ্টিকোণ থেকে

1. বিশ্বাসযোগ্যতা ও আমানতদারিতা
আল্লাহ বলেন:
"নিশ্চয়ই আল্লাহ তোমাদের আদেশ দেন, তোমাদের কাছে যে আমানত আছে, তা তার হকদারকে পৌঁছে দিতে..."
(সুরা আন-নিসা: ৫৮)
কাজ একটি আমানত, এবং এর যথাযথ দায়িত্ব পালন করা প্রত্যেক কর্মীর জন্য ফরজ।

2. অসততা ও প্রতারণা হারাম
নবী (সা.) বলেন:
"যে আমাদের সঙ্গে প্রতারণা করে, সে আমাদের দলভুক্ত নয়।"
(সহিহ মুসলিম: ১০২)
অফিসে ফাঁকি দেওয়া বা দায়িত্ব অবহেলা একধরনের প্রতারণা।

3. কঠোর পরিশ্রমের প্রশংসা
নবী (সা.) আরও বলেন:
"আল্লাহ সেই ব্যক্তিকে ভালোবাসেন, যে তার কাজ নিষ্ঠার সাথে সম্পন্ন করে।"
(আল বায়হাকি, শু'আবুল ঈমান: ৫৩১২)
তাই, একজন মুসলিম কর্মচারীর উচিত সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করা।
ফাঁকি দেওয়ার ক্ষতি
এতে কর্মস্থলের পরিবেশ নষ্ট হয়।
প্রতিষ্ঠানের প্রতি অবিচার করা হয়।
হালাল রিজিক সন্দেহযুক্ত হয়ে যেতে পারে।
পরকালে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে।

উপসংহার
ইসলামিক শিক্ষায় কাজে ফাঁকি দেওয়া স্পষ্টতই অন্যায় এবং এটি এড়িয়ে চলা জরুরি। বরং কর্মস্থলে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতা বজায় রেখে কাজ করাই ইসলামের শিক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

বিয়ে না করলে চাকরি থাকবে না   Md Islam Asikh রোদেলা কিছু গল্প দে Rasel Rana Abir SN Subol Roy Rakib Hasan Bappy রেইনবো ...
27/02/2025

বিয়ে না করলে চাকরি থাকবে না

Md Islam Asikh রোদেলা কিছু গল্প দে Rasel Rana Abir SN Subol Roy Rakib Hasan Bappy রেইনবো পেইন্ট শো-রুম পীরগঞ্জ ゚ ゚ #ভাইরালভিডিওシভিডিও

সুন্দর হওয়াটা জরুরী নয়, কারো কাছে গুরুত্বপূর্ণ হওয়াটা অনেক সুন্দর..!!🤍🌸
27/02/2025

সুন্দর হওয়াটা জরুরী নয়, কারো কাছে গুরুত্বপূর্ণ হওয়াটা অনেক সুন্দর..!!🤍🌸

26/02/2025

হারিয়ে ফেলার ভয়ে খুচরো পয়সাকে যে ভাবে আগলে রাখে বুক পকেটে! আমি তেমন করে আগলে রাখি তোমাকে!🥹❤️

25/02/2025

😭

24/02/2025
কম্বল আর ফ্যানের শিফট চেঞ্জ হচ্ছে 🥰
24/02/2025

কম্বল আর ফ্যানের শিফট চেঞ্জ হচ্ছে 🥰

Address

Dinajpur
RANGPUR

Alerts

Be the first to know and let us send you an email when Mohammad Rubel Rana posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share