Mukta parvin

Mukta parvin My name is Mukta Parvin. I am a professional Facebook marketer specialist. I work on page setup, optimized, boosting, page promotion, ads campaign.

লোগো হলো একটি প্রতীক, চিহ্ন বা ডিজাইন, যা কোনো প্রতিষ্ঠান, ব্র্যান্ড, কোম্পানি বা সংগঠনকে চিনিয়ে দেয় এবং অন্যদের থেকে আল...
21/09/2025

লোগো হলো একটি প্রতীক, চিহ্ন বা ডিজাইন, যা কোনো প্রতিষ্ঠান, ব্র্যান্ড, কোম্পানি বা সংগঠনকে চিনিয়ে দেয় এবং অন্যদের থেকে আলাদা করে।

👉 সহজভাবে বললে, লোগো হচ্ছে একটি ভিজ্যুয়াল আইডেন্টিটি, যা দেখে মানুষ বুঝতে পারে এটি কোন ব্র্যান্ড বা প্রতিষ্ঠানের।
লোগোর বৈশিষ্ট্য :
পরিচিতি: প্রতিষ্ঠান বা ব্র্যান্ডকে উপস্থাপন করে।
আকর্ষণীয়তা: সহজে মনে রাখা যায় এমন হয়।
স্বকীয়তা: অন্য লোগোর সঙ্গে মিলে না যায়।
বার্তা বহন: ব্র্যান্ডের লক্ষ্য বা ভাবনা বোঝায়।

উদাহরণ :

অ্যাপলের লোগো (Apple কোম্পানির জন্য আপেল আকৃতির প্রতীক)

আগামী দিনের ফ্রিল্যান্সার। এখন থেকেই প্রাকটিস শুরু।
11/09/2025

আগামী দিনের ফ্রিল্যান্সার। এখন থেকেই প্রাকটিস শুরু।

01/09/2025

সাহায্য করার বেলা কেউ নাই।তখন নাকি আমার বাচ্চা আমার সংসার। আমাকেই বুঝতে হবে।
কিন্তু যদি সমান্য কোনো ভুল হইছে। তাহলে কথা শুনানোর মানুষের অভাব নাই। 😭😭

বেশ কিছু দিন আগে মেয়েকে বলেছিলাম সবসময় জুতা পায়ে দিয়ে  থাকতে।কারণ সে জুতা পরতে চাইতো না।আজ সকালে ঘুম থেকে উঠেই মেয়ে বলে ...
28/08/2025

বেশ কিছু দিন আগে মেয়েকে বলেছিলাম সবসময় জুতা পায়ে দিয়ে থাকতে।কারণ সে জুতা পরতে চাইতো না।আজ সকালে ঘুম থেকে উঠেই
মেয়ে বলে ' মা আজকে রাত থেকে জুতা পায়ে দিয়ে ঘুমাতে হবে।
আমি বললাম কেনো?
মেয়ে বলতিছে সপ্নে যে আমি খালি পায়ে যেখানে সেখানে চলে যাই। 🤩🤩
আমি হাসতে হাসতে ক্লান্ত।
কি যে উত্তর দিবো ভেবেই পাই না

26/08/2025

সময়ের সাথে সাথে
সবচেয়ে আপন জনেরাই
আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে।

24/08/2025

পরিশ্রম উন্নতির চাবিকাঠি
আত্মবিশ্বাস সাফল্যের চাবিকাঠি।

জীবন ছোট এবং সময় দ্রুত গতিসম্পন্ন।
24/07/2025

জীবন ছোট এবং সময় দ্রুত গতিসম্পন্ন।

কেউ সুযোগ নিচ্ছেে ,আবার কেউ সুযোগ করে দিচ্ছে । তবে সুযোগ  নেওয়া মানুষেরই  পাল্লাটা ভারি । যেমন ,এক  বোতল পানির দাম ৬০০ ট...
24/07/2025

কেউ সুযোগ নিচ্ছেে ,আবার কেউ সুযোগ করে দিচ্ছে । তবে সুযোগ নেওয়া মানুষেরই পাল্লাটা ভারি ।
যেমন ,এক বোতল পানির দাম ৬০০ টাকা । আল্লাহ না করুক এমন এক ভয়াবহ দিন পানি বিক্রেতা ভাইদের জীবনে আসতে পারে । যানবাহন চালকেরা দাড়িয়ে তামাশা দেখছে । সাহায্য তো করছেই না বরং কয়েক গুন ভাড়া বাড়িয়ে যাত্রী পরিবহন করছে । আর কেউ কেউ তো ভিডিও করা নিয়েই ব্যাস্ত। কি সার্থপর মানুষ । নিজের সার্থ ছারা কিছুই বুঝে না ।
আমাদের মনে রাখা উচিত । আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না । তবে আবার সবাই সমান না । যাদের মনে মনুষ্যত্ম বলে কিছু আছে ,মানুষের জন্য ভালোবাসা আছে তারাই এগিয়ে এসেছে রক্ত দিতে ।সমাজের পিছিয়ে পড়া তৃতীয় লীঙ্গের মানুষগুলো এসেছে রক্ত দিতে ।
আল্লাহ তাআলা যেন সকলকে হেফাযত হেদায়েত করেন ।

07/07/2025

আত্মবিশ্বাস সাফল্যের চাবিকাঠি।

19/06/2025

Address

Dinajpur
5200

Telephone

+8801760043780

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mukta parvin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mukta parvin:

Share