
26/03/2024
এন্ডিক🇧🇷🐐 কে নিয়ে কিছু লিজেন্ডের উক্তি:-
🗣️.লিওনেল মেসি 🇦🇷 :
আমার কাছে এন্ড্রিকই ইতিহাসের সেরা ফুটবলার। ও আমার সব রেকর্ড ভেঙে দিবে।
🗣️.ক্রিস্টিয়ানো রোনালদো🇵🇹 :
আমি বিশ্বের সেরা গোল স্কোরার কিন্তু এন্ডিকের সামনে আমি কিছুই না।
🗣️.কাকা 🇧🇷 :
আপনি ৫০ বছরে ৫০ টা মেসি, রোনালদো, পেলে, ম্যারাডোনা কে পাবেন, কিন্তু আগামী ১০০ বছরে ১ টাও এন্ডিক পাবেন না
🗣️. রোনালদো নাজারিও 🇧🇷:
এন্ড্রিক আমার চোখে ইতিহাসের সেরা স্ট্রাইকার.
🗣️.পাওলো মালদিনি :
আমি ইতিহাসের সেরা, ডিফেন্ডার কিন্তু এন্ড্রিককে বল নিয়ে আসতে দেখলে আমার পেন্ট ভিজতে শুরু করে।
🗣️.দিয়েগো ম্যারাডোনা :
আমার কপাল ভালো এন্ডিকের বিপক্ষে খেলতে হয়নি।
🗣️.হ্যালান্ড :
এন্ডিককে দেখেই খেলা শিখছি।
🗣️.কিলিয়ান এমবাপ্পে :
এন্ডিক মাঠে থাকলে আমার হাত পা কাপে।
🗣️. সুয়ারেজ :
এন্ডিক ইতিহাসের সেরা ফুটবলার।
🗣️. রোনালদিনহো🇧🇷 :
নিশ্চয়ই এন্ডিক ইতিহাসের সেরা খেলোয়াড় এবং তার ক্যারিয়ারে ১০ টা ব্যালেনডিয়র আমারা আশা করি
🗣️. পেলে 🇧🇷:
এন্ড্রিক কমপক্ষে ৫ টা বিশ্বকাপ জিতবে
এন্ডিক নামটা শুধু ভালোবাসার এবং ভয়ের🇧🇷
🐐🇧🇷 Endrick The GOAT