Limon - The Freelancer

Limon - The Freelancer I'm a full time Freelancer. I'm works on Digital Marketing.

05/09/2025

বহুদিন পর পেইজের এক্সেস পেলাম !'🥹

যখন আপনি দীর্ঘ সময় (১৪-২৪ ঘণ্টা) না খেয়ে থাকেন, তখন আপনার শরীর একটি আশ্চর্যজনক বায়োলজিক্যাল মোডে প্রবেশ করে। সে সময় শরী...
06/06/2025

যখন আপনি দীর্ঘ সময় (১৪-২৪ ঘণ্টা) না খেয়ে থাকেন, তখন আপনার শরীর একটি আশ্চর্যজনক বায়োলজিক্যাল মোডে প্রবেশ করে। সে সময় শরীর নিজের পুরনো, নষ্ট, কিংবা অসুস্থ কোষগুলো “খেয়ে ফেলে” অর্থাৎ ভেঙে পুনর্ব্যবহার করে!
আর এই প্রক্রিয়ার নাম “অটোফ্যাজি” যার অর্থই হলো “নিজেকে খাওয়া”!

এতে কী হয় জানেন?
🔹 বয়সজনিত কোষ দূর হয়
🔹 প্রদাহ সৃষ্টিকারী কোষ পরিষ্কার হয়
🔹 এমনকি ক্যান্সার বা অ্যালঝেইমারের মতো রোগের কোষও নষ্ট করতে শুরু করে!

এই পুরো প্রক্রিয়াটা শরীরের একটা প্রাকৃতিক ডিটক্স সিস্টেম। কোষের ভেতরের আবর্জনা, খারাপ প্রোটিন, নষ্ট মাইটোকন্ড্রিয়া সব পরিষ্কার হয়ে যায়। ফলে শরীর ভিতর থেকে সতেজ হয়, রোগ প্রতিরোধক্ষমতা বাড়ে।

সিয়াম পালনের মাধ্যমে আমরা মুসলিমরা দিনে প্রায় ১৪ ঘন্টা খালি পেটে থাকি এতে অটোফ্যাজি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে।

এই অসাধারণ প্রক্রিয়াটি আবিষ্কার করেন জাপানের বিজ্ঞানী ইয়োশিনোরি ওসুমি, যিনি ২০১৬ সালে পেয়েছিলেন নোবেল পুরস্কার। 🏅

আর সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হচ্ছে আপনি চাইলেই এই শক্তিশালী প্রক্রিয়াটি শুরু করতে পারেন শুধুই ইন্টারমিটেন্ট ফাস্টিং করে!

বয়স কমাতে চান? শরীরকে ভিতর থেকে সারাতে চান? রোগ প্রতিরোধ বাড়াতে চান?
তাহলে মাঝে মাঝে না খাওয়াটাই হতে পারে আপনার সুস্থতার চাবিকাঠি।

ক্যারিয়ারের শুরুতে কী শিখবেন?একটা প্রশ্ন…আপনি যেটা জানেন, সেটা দিয়ে কি আজই ইনকাম শুরু করতে পারবেন?বিশ্ববিদ্যালয়ের ক্লাসে...
22/05/2025

ক্যারিয়ারের শুরুতে কী শিখবেন?

একটা প্রশ্ন…

আপনি যেটা জানেন, সেটা দিয়ে কি আজই ইনকাম শুরু করতে পারবেন?

বিশ্ববিদ্যালয়ের ক্লাসে চার বছর কাটিয়ে অনেকেই বের হয় হাতে শুধু সার্টিফিকেট নিয়ে।

কিন্তু জব মার্কেট যখন প্রশ্ন করে— তুমি কী করতে পারো?

তখন আমাদের উত্তর হয়— আমার CGPA তো ভালো।

সমস্যাটা এখানেই।

আজকের বাজারে চাকরি পেতে হলে দরকার এমন কিছু স্কিল, যা দিয়ে আপনি কাজ শুরু করতে পারেন কোনো প্রকার সার্টিফিকেট না দেখিয়েও।

তাহলে কোন ৫টি স্কিল ক্যারিয়ারের একেবারে শুরুতে আপনাকে সত্যিকারের শক্তি দিতে পারে আসুন জেনে নেই।

1️⃣. যোগাযোগ দক্ষতা (Communication Skill)

কথা বলা মানেই শুধু মুখ খোলা না।

নিজের ভাবনা পরিষ্কারভাবে অন্যের কাছে পৌঁছে দেওয়া একটা আর্ট।

ইন্টারভিউতে আপনি যা বলেন, ক্লায়েন্টের সঙ্গে আপনি যেভাবে কথা বলেন—সবকিছুই বিচার হয় এই স্কিল দিয়ে।

ভুলে যাবেন না, ভালোভাবে কথা বলতে না পারলে, আপনার জ্ঞানটাও মূল্যহীন হয়ে পড়ে।

2️⃣. এক্সেল বা গুগল শিটস (Excel/Sheets)

হ্যাঁ, এটা প্রথমে বিরক্তিকর মনে হতে পারে।

কিন্তু অফিসের ভিতর এই সফটওয়্যারটাই আপনার আসল হাতিয়ার।

সেলস রিপোর্ট, ইনভেন্টরি, বাজেট, এনালাইসিস—সবকিছু চলে এখান দিয়ে।

যার হাতে Excel নেই, তার হাতে আধুনিক অফিসের ভাষা নেই।

3️⃣. গুগল করে শেখার ক্ষমতা

অনেকেই আছে, যেকোনো সমস্যায় বলে—ভাই, একটু গাইড করেন।

কিন্তু যিনি জানেন কীভাবে গুগল করতে হয়, তিনি নিজেই নিজের গাইড।

আপনি যদি ১০০টা প্রশ্ন নিয়ে বসে থাকেন, আর কেউ যদি একটা প্রশ্ন নিয়েও না বসে থেকে নিজে সার্চ করে সমাধান বের করতে পারে—তাহলে কে এগিয়ে থাকবে?

সোজা কথা—শেখার ক্ষমতা মানেই টিকে থাকার ক্ষমতা।

4️⃣. লেখার দক্ষতা (Writing Skill)

কিছু মানুষ আছে যারা চুপচাপ থেকেও প্রভাব ফেলে
শুধু তাদের লেখার মাধ্যমে।

ভালো করে একটা ইমেইল লেখা,
নিজের সিভিতে নিজের কথা বলা,
সোশ্যাল মিডিয়ায় কিছু গুছিয়ে উপস্থাপন করা,
সবকিছুই শুরু হয় লেখার দক্ষতা দিয়ে।

ভাষা যদি পরিষ্কার না হয়,
আপনার মনের কথাও কেউ বুঝবে না।

5️⃣. সময় ব্যবস্থাপনা (Time Management)

আপনি কতটা ট্যালেন্টেড, সেটা সময় বলে না।

আপনি কীভাবে সময় ব্যবহার করেন, সেটাই বলে আপনি কতটা সফল হবেন।

যদি দিনশেষে নিজের শেখার জন্য সময় না বের করতে পারেন, তাহলে কোনো স্কিলই আপনার পক্ষে কাজ করবে না।

সময়কে যারা গুরুত্ব দেয়, তারা ধীরে হলেও ঠিকই এগিয়ে যায়।

একটা কথা মনে রাখবেন…

ডিগ্রি থাকলেই কেউ চাকরি দেয় না—স্কিল থাকলেই দেয়।

কারণ অফিসে কাজে লাগে প্র‍্যাকটিক্যাল জ্ঞান,
আর সেটা আসে শেখা থেকে, প্রয়োগ থেকে, সার্টিফিকেট থেকে না।

এখনই নিজেকে জিজ্ঞেস করুন—
আমি কী জানি, যা দিয়ে আজই কিছু করতে পারি?

কারণ আপনার স্কিলই একদিন আপনার পরিচয় হয়ে উঠবে।🧠🫵

অল দ‍্যা বেস্ট।👍🤝

সমুদ্রের ঘ্রাণ নিয়ে আকাশের বিশালতাকে অনুভব করা ,জীবনের হয়তো সর্বশ্রেষ্ঠ সেই পাওয়া !'😊🤍
28/01/2025

সমুদ্রের ঘ্রাণ নিয়ে আকাশের বিশালতাকে অনুভব করা ,জীবনের হয়তো সর্বশ্রেষ্ঠ সেই পাওয়া !'😊🤍

07/11/2024

Alhamdulillah 🥰🤲

নিজ কর্মের প্রতি বিশ্বাস ছিল। স্থির লক্ষ্য, নিজের প্রতি দৃঢ় বিশ্বাস,  কঠোর পরিশ্রম সবসময়ই অনেক বড় বড় অর্জনের কারণ হয় !'✊...
06/11/2024

নিজ কর্মের প্রতি বিশ্বাস ছিল। স্থির লক্ষ্য, নিজের প্রতি দৃঢ় বিশ্বাস, কঠোর পরিশ্রম সবসময়ই অনেক বড় বড় অর্জনের কারণ হয় !'✊🎯

অর্জনের সময়টা এখন! আলহামদুলিল্লাহ 😊💗🤲

13/07/2024

Are you interested in freelancing?🤝💰💸

🗣️ডিজিটাল মার্কেটিং কেন করবেন?👉 ডিজিটাল মার্কেটিং হচ্ছে বর্তমান পৃথিবীতে সব থেকে চাহিদা সম্পন্ন জব সেক্টর গুলোর মধ্যে অন...
12/07/2024

🗣️ডিজিটাল মার্কেটিং কেন করবেন?

👉 ডিজিটাল মার্কেটিং হচ্ছে বর্তমান পৃথিবীতে সব থেকে চাহিদা সম্পন্ন জব সেক্টর গুলোর মধ্যে অন্যতম। যতই দিন যাচ্ছে ডিজিটাল মার্কেটারদের চাহিদা হু হু করে বেড়েই চলেছে।

আমাদের দেশে খুব কম মানুষই এই পেশায় সক্রিয়। তাই জব পাওয়া তুলনামূলক সহজ হবে । আপনিও চাইলে তিন-চার মাস ট্রেনিং নিয়ে কাজে লেগে যেতে পারেন। যতই দিন যাচ্ছে মানুষ ততই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সক্রিয় হচ্ছে ।

আমরা প্রত্যেকেই কোন না কোন সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্ত । সেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেই যদি লাইফটাইম ইনকাম জেনারেট করা যায় তাহলে ক্ষতি কি !

Address

Dinajpur

Alerts

Be the first to know and let us send you an email when Limon - The Freelancer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Limon - The Freelancer:

Share