22/05/2025
ক্যারিয়ারের শুরুতে কী শিখবেন?
একটা প্রশ্ন…
আপনি যেটা জানেন, সেটা দিয়ে কি আজই ইনকাম শুরু করতে পারবেন?
বিশ্ববিদ্যালয়ের ক্লাসে চার বছর কাটিয়ে অনেকেই বের হয় হাতে শুধু সার্টিফিকেট নিয়ে।
কিন্তু জব মার্কেট যখন প্রশ্ন করে— তুমি কী করতে পারো?
তখন আমাদের উত্তর হয়— আমার CGPA তো ভালো।
সমস্যাটা এখানেই।
আজকের বাজারে চাকরি পেতে হলে দরকার এমন কিছু স্কিল, যা দিয়ে আপনি কাজ শুরু করতে পারেন কোনো প্রকার সার্টিফিকেট না দেখিয়েও।
তাহলে কোন ৫টি স্কিল ক্যারিয়ারের একেবারে শুরুতে আপনাকে সত্যিকারের শক্তি দিতে পারে আসুন জেনে নেই।
1️⃣. যোগাযোগ দক্ষতা (Communication Skill)
কথা বলা মানেই শুধু মুখ খোলা না।
নিজের ভাবনা পরিষ্কারভাবে অন্যের কাছে পৌঁছে দেওয়া একটা আর্ট।
ইন্টারভিউতে আপনি যা বলেন, ক্লায়েন্টের সঙ্গে আপনি যেভাবে কথা বলেন—সবকিছুই বিচার হয় এই স্কিল দিয়ে।
ভুলে যাবেন না, ভালোভাবে কথা বলতে না পারলে, আপনার জ্ঞানটাও মূল্যহীন হয়ে পড়ে।
2️⃣. এক্সেল বা গুগল শিটস (Excel/Sheets)
হ্যাঁ, এটা প্রথমে বিরক্তিকর মনে হতে পারে।
কিন্তু অফিসের ভিতর এই সফটওয়্যারটাই আপনার আসল হাতিয়ার।
সেলস রিপোর্ট, ইনভেন্টরি, বাজেট, এনালাইসিস—সবকিছু চলে এখান দিয়ে।
যার হাতে Excel নেই, তার হাতে আধুনিক অফিসের ভাষা নেই।
3️⃣. গুগল করে শেখার ক্ষমতা
অনেকেই আছে, যেকোনো সমস্যায় বলে—ভাই, একটু গাইড করেন।
কিন্তু যিনি জানেন কীভাবে গুগল করতে হয়, তিনি নিজেই নিজের গাইড।
আপনি যদি ১০০টা প্রশ্ন নিয়ে বসে থাকেন, আর কেউ যদি একটা প্রশ্ন নিয়েও না বসে থেকে নিজে সার্চ করে সমাধান বের করতে পারে—তাহলে কে এগিয়ে থাকবে?
সোজা কথা—শেখার ক্ষমতা মানেই টিকে থাকার ক্ষমতা।
4️⃣. লেখার দক্ষতা (Writing Skill)
কিছু মানুষ আছে যারা চুপচাপ থেকেও প্রভাব ফেলে
শুধু তাদের লেখার মাধ্যমে।
ভালো করে একটা ইমেইল লেখা,
নিজের সিভিতে নিজের কথা বলা,
সোশ্যাল মিডিয়ায় কিছু গুছিয়ে উপস্থাপন করা,
সবকিছুই শুরু হয় লেখার দক্ষতা দিয়ে।
ভাষা যদি পরিষ্কার না হয়,
আপনার মনের কথাও কেউ বুঝবে না।
5️⃣. সময় ব্যবস্থাপনা (Time Management)
আপনি কতটা ট্যালেন্টেড, সেটা সময় বলে না।
আপনি কীভাবে সময় ব্যবহার করেন, সেটাই বলে আপনি কতটা সফল হবেন।
যদি দিনশেষে নিজের শেখার জন্য সময় না বের করতে পারেন, তাহলে কোনো স্কিলই আপনার পক্ষে কাজ করবে না।
সময়কে যারা গুরুত্ব দেয়, তারা ধীরে হলেও ঠিকই এগিয়ে যায়।
একটা কথা মনে রাখবেন…
ডিগ্রি থাকলেই কেউ চাকরি দেয় না—স্কিল থাকলেই দেয়।
কারণ অফিসে কাজে লাগে প্র্যাকটিক্যাল জ্ঞান,
আর সেটা আসে শেখা থেকে, প্রয়োগ থেকে, সার্টিফিকেট থেকে না।
এখনই নিজেকে জিজ্ঞেস করুন—
আমি কী জানি, যা দিয়ে আজই কিছু করতে পারি?
কারণ আপনার স্কিলই একদিন আপনার পরিচয় হয়ে উঠবে।🧠🫵
অল দ্যা বেস্ট।👍🤝