22/06/2025
দিনাজপুর, ১৯ জুন, ২০২৫ : দিনাজপুর গোড়-এ শহীদ বড় ময়দানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৩ অিধিদপ্তরের আয়োজনেও দিনব্যাপী আম, কৃষি প্রযুক্তি ও ফল মেলার উদ্বোধন করা হয়েছে। এবারের মেলার প্রতিপাদ্য রাখা হয়েছে 'দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই'।