03/07/2025
📘 ফেসবুক পোস্ট করার গাইডলাইন (Meta Community Standards)
১. ✅ সহিংসতা ও উস্কানি নিষিদ্ধ
সহিংসতার প্রশংসা, হুমকি, মারধর বা আত্মহত্যা/আত্ম-আঘাত বিষয়ক পোস্ট নিষিদ্ধ।
কাউকে হত্যা বা আহত করার হুমকি দেওয়া যাবে না।
২. 🚫 ঘৃণাত্মক বক্তব্য নিষিদ্ধ
ধর্ম, জাতি, লিঙ্গ, ভাষা, দেশ, যৌনতা বা শারীরিক অবস্থা নিয়ে কটাক্ষ/ঘৃণা ছড়ানো যাবে না।
ঘৃণামূলক মিম, জোক বা ছবি এড়িয়ে চলুন।
৩. 🔞 অশ্লীলতা ও নগ্নতা নিষিদ্ধ
যৌনতা বিষয়ক স্পষ্ট কনটেন্ট, নগ্নতা, পর্নোগ্রাফি, বা যৌন উদ্দীপক লেখা/ছবি/ভিডিও পোস্ট করা যাবে না।
৪. 📛 ভুয়া তথ্য ও গুজব ছড়ানো নিষিদ্ধ
রাজনৈতিক, স্বাস্থ্য, সামাজিক ইস্যু নিয়ে বিভ্রান্তিকর বা ভুয়া তথ্য শেয়ার করবেন না।
ভুল তথ্য ছড়ালে ফেসবুক পোস্ট সরিয়ে ফেলতে পারে এবং পেজের রিচ কমে যেতে পারে।
৫. 🧑⚖️ কপিরাইট আইন মানতে হবে
কারো লেখা, ছবি, গান, ভিডিও অনুমতি ছাড়া পোস্ট করা যাবে না।
গান কভার করলে মূল শিল্পী/লেখকের নাম উল্লেখ করুন।
৬. 🚫 স্প্যাম ও স্ক্যাম নিষিদ্ধ
অতিরিক্ত বা বারবার একই পোস্ট, ক্লিকবেইট ("এই পোস্ট না দেখলে দুর্ভাগ্য") নিষিদ্ধ।
প্রতারণামূলক অফার বা লিঙ্ক এড়িয়ে চলুন।
৭. 🔐 ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করতে হবে
কারো নাম, ফোন নম্বর, ঠিকানা, চ্যাট স্ক্রিনশট বা ছবি অনুমতি ছাড়া পোস্ট করা যাবে না।
৮. 🎯 অনুভূতিপূর্ণ কনটেন্টে সতর্কতা
দুর্ঘটনা, মৃত্যু বা রক্তাক্ত ছবি পোস্ট করার সময় ভিউয়ার ডিসক্রিশন ব্যবহার করুন বা "sensitive content" ট্যাগ দিন।
৯. 🎮 ভুয়া পরিচয় বা ছদ্মবেশী অ্যাকাউন্ট নিষিদ্ধ
অন্য কারো নাম, ছবি বা পরিচয়ে পেজ/প্রোফাইল খোলা যাবে না।
১০. ⚠️ প্ল্যাটফর্ম ব্যবহারের অপব্যবহার নিষিদ্ধ
ফেসবুকের কোনো ফিচার যেমন বোট, অটোমেশন, ফেক ফলোয়ার ব্যবহার নিষিদ্ধ।