21/07/2025
#ওরা ঠিক আশেপাশেই থাকে,
তবু আমার বাচ্চাটার দিকে একটুখানি চোখ মেলে তাকায় না।
কেন?
কারণ সে আমার পেট থেকে এসেছে?
একটা নিষ্পাপ মুখ,
যার হাসি দেখলেই তো মন নরম হয়ে যাওয়ার কথা…
কিন্তু না,
ওরা যেন পাথরের মতো কঠিন চোখে তাকায়,
বা একেবারেই তাকায় না।
একবারও কেউ ডেকে নেয় না,
একবারও কেউ খবর নেয় না,
যেন আমার বাচ্চাটা কোনো মানুষই না…
শুধু আমার সন্তান বলেই ওকে ভালোবাসা থেকে বঞ্চিত করা হয়।অথচ ও তো শুধু ভালোবাসা পাওয়ারই যোগ্য 🙂।
আমার বুকের ভেতরটা ছিঁড়ে যায় এসব ভেবে…
তবু মুখে কিছু বলি না,
কারণ আমি জানি—
আমার ভালোবাসার ছায়া দিয়েই আমি ওকে আগলে রাখবো।
---
আজকের পর থেকে আমার মনেও কোনো আশা রাখবো না,
ওই মানুষগুলো কখনো আমার বাচ্চাটার খোঁজ নেবে—এমন ভাবতেও চাই না আর।
হ্যাঁ, ভবিষ্যতে কোনো একদিন যদি তারা খোঁজ নিতে চায়ও,
তখনও আমার সন্তানের জীবনে তাদের ভালোবাসার কোনো প্রয়োজন থাকবে না।
আমি আমার সন্তানকে এমনভাবে বড় করব—
যাতে ওর জীবনের একটুও ফাঁক না থাকে ভালোবাসা আর যত্নের।
যাতে একটুও আক্ষেপ না থাকে,
যে ভালোবাসা ও পায়নি।
আমার সন্তানের পৃথিবী হবে এমন—
যেখানে কেউ তাকে অবহেলা করতে পারবে না,
যেখানে কেউ তাকে অবদমিত করতে পারবে না,
কারণ আমি আমার নিজের হাতেই তাকে গড়ে তুলব,
একটা পরিপূর্ণ ভালোবাসার মানুষ হিসেবে। 💔✨
#