
17/07/2025
#মানসিক শান্তি যেখানে নেই সেইখানে কোটি টাকার বিছানায় শুয়ে থেকেও শান্তিতে থাকা যায়না।
কিছু মানুষের কথা শুনে মনে হয় যেখানে টাকা সেখানেই সকল সুখ শান্তি 🤣🤣
সেই সকল মানুষের উদ্দেশ্যেই বলতে চাই। কোটি টাকার পিছনে না ছুটে নিজের শান্তি কোন জায়গায় সেটা খুঁজে দেখুন। তাহলে বুঝবেন ১০০ তলার পাকা দালানে বসে, মাছ- মাংস দিয়ে ভাত খেয়ে অশান্তিতে থাকার চাইতে ডাল ভাত খেয়ে শান্তিতে থাকা অনেক শ্রেয়।