KOKO মানুষ তাই পায়,
যা সে করে।

12/08/2025

সব কথায় আমি আমার স্বামী কে জানিয়ে দেই😜।

সারাটা দিন হাড়ভাঙা পরিশ্রম করেও মানুষটার মুখে ক্লান্তির ছাপ নেই, বরং থাকে একটুকরো শান্ত হাসি।দিন শেষে যখন আমার সাথে কথা ...
11/08/2025

সারাটা দিন হাড়ভাঙা পরিশ্রম করেও মানুষটার মুখে ক্লান্তির ছাপ নেই, বরং থাকে একটুকরো শান্ত হাসি।
দিন শেষে যখন আমার সাথে কথা বলতে আসে, মনে হয় সারাদিনের সমস্ত অপেক্ষা পূর্ণ হলো।
আমি সারাদিন উঁকি মেরে থাকি শুধু এই মুহূর্তটার জন্য—যেন পর্দার ওপাশে তার সেই হাসিমাখা মুখটা দেখি।
তারপর সে হাসতে হাসতেই নিংড়ে বলে দেয় দিনের জমে থাকা সব গল্প, আর আমি ডুবে যাই সেই হাসি আর কথার স্রোতে।

থেমে তো কিছুই  থাকবেনা  শুধু  মনে  থাকবে  কিছু মানুষের  ব্যবহার আর কথা
10/08/2025

থেমে তো কিছুই থাকবেনা শুধু মনে থাকবে কিছু মানুষের ব্যবহার আর কথা

"একসাথে থাকার ৪ বছর পূর্ণ হলো"চার বছর আগে হয়তো আমরা জানতাম না এই পথটা কত রঙিন হবে,কখনো ঝগড়া, কখনো অভিমান, আবার কখনো একই ...
10/08/2025

"একসাথে থাকার ৪ বছর পূর্ণ হলো"
চার বছর আগে হয়তো আমরা জানতাম না এই পথটা কত রঙিন হবে,
কখনো ঝগড়া, কখনো অভিমান, আবার কখনো একই কফির কাপ ভাগাভাগি—
সব মিলিয়ে আমাদের গল্পটা হয়ে গেছে অসম্পূর্ণ হলেও সবচেয়ে সুন্দর।

এই চার বছরে শিখেছি—
ভালোবাসা মানে শুধু হাসি না,
ভালোবাসা মানে কঠিন সময়ে পাশে দাঁড়ানো,
অভিমান ভুলে আবার হাত ধরা,
আর একে অপরের মধ্যে ঘর খুঁজে পাওয়া।

সময়, মানুষ, পরিস্থিতি—সবই বদলেছে,
কিন্তু বদলায়নি একটাই জিনিস—
আমাদের “আমরা”। 💕

 #স্বামী ::::আমি তো শুধু বলেছিলাম মাথা টিপে দে...কিন্তু ও তো ইতিহাস লিখে দিলো!"ভাগনি:::📷😂💆‍♂️🎀
06/08/2025

#স্বামী ::::আমি তো শুধু বলেছিলাম মাথা টিপে দে...
কিন্তু ও তো ইতিহাস লিখে দিলো!"
ভাগনি:::📷😂💆‍♂️🎀

 #সকাল মানেই নতুন শুরু।যা হয়নি গতকাল, হতে পারে আজ।তাই হাল ছাড়ো না। জেগে উঠো। হাঁটো সামনে দিকে।শুভ সকাল ✨
31/07/2025

#সকাল মানেই নতুন শুরু।
যা হয়নি গতকাল, হতে পারে আজ।
তাই হাল ছাড়ো না। জেগে উঠো। হাঁটো সামনে দিকে।
শুভ সকাল ✨

" #আমার সাহসের শেষ জায়গাটা যেন আম্মুর চোখেই ভেঙে পড়ছে..."বায়োপসি টেস্টের আগে আমি বারবার মাকে ভরসা দিচ্ছিলাম। বলছিলাম,"ভয়...
28/07/2025

" #আমার সাহসের শেষ জায়গাটা যেন আম্মুর চোখেই ভেঙে পড়ছে..."
বায়োপসি টেস্টের আগে আমি বারবার মাকে ভরসা দিচ্ছিলাম। বলছিলাম,
"ভয় পেও না আম্মু, কিছুই হবে না, আমি তো আছি!"
কিন্তু আম্মু আমার যে কেমন মন পাতলা মানুষ…
ভয়ের চোটে দু’বার অপারেশন বেড থেকে নেমে এসেছে।

আমি দেখেছি—একজন মা কতটা সাহসী হতে পারে সন্তানের জন্য,
আবার দেখেছি—একজন মা নিজের ভয়টুকু লুকাতেও কতটা ছোট হয়ে যেতে পারে…

আজ শুধু এতটুকুই বলি,
আমার মা যেন সুস্থ হয়ে ওঠে। আমার মা যেন আবার নিজের নাতিকে হাসিয়ে বলতে পারে,
"চলো খেলতে যাই।"
আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন 🌸

 #আমার সন্তানের খেলার সাথি, আমার মায়ের জন্য দোয়া চাচ্ছি…আমার বাচ্চার ছোট্ট জগতে সবচেয়ে প্রিয় খেলার সাথি তার নানু।ঘুম থেক...
28/07/2025

#আমার সন্তানের খেলার সাথি, আমার মায়ের জন্য দোয়া চাচ্ছি…
আমার বাচ্চার ছোট্ট জগতে সবচেয়ে প্রিয় খেলার সাথি তার নানু।
ঘুম থেকে উঠেই খুঁজে, খেলার মাঝখানে ডাক দেয়, হাসে—সব কিছুই যেন নানুকে ঘিরে।
কিন্তু আজ সেই নানু খুব অসুস্থ।
আমার মায়ের জন্য আপনাদের সবার কাছে দোয়া চাই।
আল্লাহ যেন তাকে সুস্থতা দেন, আমার বাচ্চার পৃথিবীটা আবার হাসিতে ভরে ওঠে।

একটা দোয়া, একটা শুভকামনা—এটাই এখন সবচেয়ে বড় প্রয়োজন। 🌿

হাসপাতালের বেডে শুয়ে শুয়ে যখন আমরা ছবি তুলছিলাম,নার্সরা এমনভাবে তাকাচ্ছিলো যেন আমরা এখানে প্রেমের ওয়ার্কশপ চালু করেছি!এক...
25/07/2025

হাসপাতালের বেডে শুয়ে শুয়ে যখন আমরা ছবি তুলছিলাম,
নার্সরা এমনভাবে তাকাচ্ছিলো যেন আমরা এখানে প্রেমের ওয়ার্কশপ চালু করেছি!
একজন তো চুপ করে দাঁড়িয়ে থেকে বলে ফেললো—
"আপু, ভাইয়া… এখানে সবাই অসুস্থ… আপনারা কেন এত সুখী?"
আমরা তো তখন হেসে গড়িয়ে পড়ার বাকি! 🤣
“বোন, আমাদের রোগটা অন্য… আমরা একে অপরকে ছাড়া থাকতেই পারি না!” 💑

.

DNA report!! 😂😂😂😂😂😂😂😂😂
24/07/2025

DNA report!! 😂😂😂😂😂😂😂😂😂

 #ওরা ঠিক আশেপাশেই থাকে,তবু আমার বাচ্চাটার দিকে একটুখানি চোখ মেলে তাকায় না।কেন?কারণ সে আমার পেট থেকে এসেছে?একটা নিষ্পাপ ...
21/07/2025

#ওরা ঠিক আশেপাশেই থাকে,
তবু আমার বাচ্চাটার দিকে একটুখানি চোখ মেলে তাকায় না।
কেন?
কারণ সে আমার পেট থেকে এসেছে?

একটা নিষ্পাপ মুখ,
যার হাসি দেখলেই তো মন নরম হয়ে যাওয়ার কথা…
কিন্তু না,
ওরা যেন পাথরের মতো কঠিন চোখে তাকায়,
বা একেবারেই তাকায় না।

একবারও কেউ ডেকে নেয় না,
একবারও কেউ খবর নেয় না,
যেন আমার বাচ্চাটা কোনো মানুষই না…
শুধু আমার সন্তান বলেই ওকে ভালোবাসা থেকে বঞ্চিত করা হয়।অথচ ও তো শুধু ভালোবাসা পাওয়ারই যোগ্য 🙂।

আমার বুকের ভেতরটা ছিঁড়ে যায় এসব ভেবে…
তবু মুখে কিছু বলি না,
কারণ আমি জানি—
আমার ভালোবাসার ছায়া দিয়েই আমি ওকে আগলে রাখবো।
---

আজকের পর থেকে আমার মনেও কোনো আশা রাখবো না,
ওই মানুষগুলো কখনো আমার বাচ্চাটার খোঁজ নেবে—এমন ভাবতেও চাই না আর।
হ্যাঁ, ভবিষ্যতে কোনো একদিন যদি তারা খোঁজ নিতে চায়ও,
তখনও আমার সন্তানের জীবনে তাদের ভালোবাসার কোনো প্রয়োজন থাকবে না।

আমি আমার সন্তানকে এমনভাবে বড় করব—
যাতে ওর জীবনের একটুও ফাঁক না থাকে ভালোবাসা আর যত্নের।
যাতে একটুও আক্ষেপ না থাকে,
যে ভালোবাসা ও পায়নি।

আমার সন্তানের পৃথিবী হবে এমন—
যেখানে কেউ তাকে অবহেলা করতে পারবে না,
যেখানে কেউ তাকে অবদমিত করতে পারবে না,
কারণ আমি আমার নিজের হাতেই তাকে গড়ে তুলব,
একটা পরিপূর্ণ ভালোবাসার মানুষ হিসেবে। 💔✨
#

 #রাতের অন্ধকারে চুপচাপ শুয়ে থাকি,মনে পড়ে—“সে নাকি আমার কারণেই অভিসাপ্ত।”তখন নিজের বুকের ভেতর হাত রাখি…এখানেই তো ওর জন...
18/07/2025

#রাতের অন্ধকারে চুপচাপ শুয়ে থাকি,
মনে পড়ে—
“সে নাকি আমার কারণেই অভিসাপ্ত।”
তখন নিজের বুকের ভেতর হাত রাখি…
এখানেই তো ওর জন্য বাঁচার হাজারো কারণ জমে আছে।

Address

Dinajpur
[email protected]

Website

Alerts

Be the first to know and let us send you an email when KOKO posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share