বাগিচা বাড়ি-Bagica Bari

বাগিচা বাড়ি-Bagica Bari কৃষি ভালোবাসি ❤️ ছাদ/মাঠ কৃষি নিয়ে জানার চেষ্টা করি এবং যতটুকু পারি ছাদকৃষি নিয়ে পরামর্শ দিয়ে থাকি।
(4)

ঈদ মোবারক। শুভ সকাল।
08/06/2025

ঈদ মোবারক।
শুভ সকাল।

সন্ধায় সবাইকে, ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।
07/06/2025

সন্ধায় সবাইকে, ঈদের শুভেচ্ছা।
ঈদ মোবারক।

ঈদ মোবারক 🐂🐂🐂
07/06/2025

ঈদ মোবারক 🐂🐂🐂

আবূ ক্বাতাদাহহ (রাঃ) থেকে বর্ণিতঃ-রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, “আরাফার দিনের রোযা রাখলে আল্লাহ্‌...
06/06/2025

আবূ ক্বাতাদাহহ (রাঃ) থেকে বর্ণিতঃ-
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, “আরাফার দিনের রোযা রাখলে আল্লাহ্‌র নিকট আশা রাখি যে তিনি বিগত এক বছরের ও আগামী এক বছরের গোনাহ মাফ করে দেবেন।” (মুসলিম ১১৬২)

শুভ সকাল ❤️❤️

‎আবু মাসউদ উকবাহ ইবনু আমর (রাঃ) থেকে বর্ণিতঃ-এক লোক তাঁর জন্য খাদ্য তৈরি করল। এরপর তাঁকে দাওয়াত দিল। অতঃপর তিনি বললেন, ঘ...
05/06/2025



আবু মাসউদ উকবাহ ইবনু আমর (রাঃ) থেকে বর্ণিতঃ-
এক লোক তাঁর জন্য খাদ্য তৈরি করল। এরপর তাঁকে দাওয়াত দিল। অতঃপর তিনি বললেন, ঘরে কি ছবি আছে? সে বলল, হ্যাঁ। তিনি ঘরে প্রবেশ করতে অস্বীকার করলেন, শেষ পর্যন্ত ছবি ভেঙ্গে ফেলা হল। অতঃপর তিনি ঘরে প্রবেশ করলেন (বায়হাকী, আদাবুয যিফাফ ১৬৫ পৃঃ)।

শুভ সন্ধ্যা ❤️❤️❤️

টস টসে লাল মধু 😋 #লিচু  #ছাদকৃষি  #ছাদবাগান
05/06/2025

টস টসে লাল মধু 😋
#লিচু
#ছাদকৃষি
#ছাদবাগান

আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ-রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, ‘মানুষের উপর এমন একটি সময় আসবে, যখন মানুষ...
04/06/2025

আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ-
রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, ‘মানুষের উপর এমন একটি সময় আসবে, যখন মানুষ হালাল-হারাম উপার্জনে বিবেচনা করবে না’ (বুখারী, মিশকাত হা/২৭৬১)।

শুভ সকাল 💜💜

ইমরান ইবনু হুছায়েন (রাঃ) থেকে বর্ণিতঃ-রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, ‘লজ্জা কল্যাণ ছাড়া আর কিছুই নিয়ে আ...
03/06/2025

ইমরান ইবনু হুছায়েন (রাঃ) থেকে বর্ণিতঃ-
রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, ‘লজ্জা কল্যাণ ছাড়া আর কিছুই নিয়ে আসে না’। অপর এক বর্ণনায় রয়েছে, ‘লজ্জার সবকিছুই কল্যাণ’ (বুখারী, মুসলিম, মিশকাত হা/৫০৭১)।

শুভ সন্ধ্যা সকলকে 💜

‘উসমান ইবনু ‘আফফান (রাঃ) থেকে বর্ণিতঃ-তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সাঃ) বলেছেন : উযূ করার সময় কেউ যদি উত্তমরূপে উযূ করে তাহল...
03/06/2025

‘উসমান ইবনু ‘আফফান (রাঃ) থেকে বর্ণিতঃ-
তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সাঃ) বলেছেন : উযূ করার সময় কেউ যদি উত্তমরূপে উযূ করে তাহলে তার শরীরের সমস্ত গুনাহ ঝরে যায়। এমনকি তার নখের নীচের গুনাহও বের হয়ে যায়।

শুভ সকাল ❤️‍🩹♥️

আব্দুল্লাহ ইবনু ওমর (রাঃ) থেকে বর্ণিতঃ-রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, ‘নিশ্চয়ই যারা এসব ছবি-মূর্তি তৈরি...
02/06/2025

আব্দুল্লাহ ইবনু ওমর (রাঃ) থেকে বর্ণিতঃ-
রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, ‘নিশ্চয়ই যারা এসব ছবি-মূর্তি তৈরি করে, ক্বিয়ামতের দিন তাদের কঠিন শাস্তি দেয়া হবে। তাদের বলা হবে তোমরা যেসব ছবি-মূর্তি তৈরি করেছ তাতে আত্মা দান কর’ (বুখারী হা/৫৯৫১)

শুভ সকাল❤️‍🩹

আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ-রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, ‘তোমরা সাতটি ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে ...
01/06/2025

আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ-
রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, ‘তোমরা সাতটি ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাক; তার একটি হচ্ছে যাদু (বুখারী, মুসলিম, মিশকাত হা/৫২; বঙ্গানুবাদ মিশকাত ১ম খণ্ড, হা/৪৭ ‘ঈমান’ অধ্যায়)।
শুভ সন্ধ্যা 💖

আবূ হুরাইরাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃতিনি বলেন, রাসূলুল্লাহ্ (সাঃ) বলেছেন : কেউ কোন উদ্দেশ্যে মাসজিদে এলে, সে ঐ উদ্দেশ্য অনুপ...
01/06/2025

আবূ হুরাইরাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সাঃ) বলেছেন : কেউ কোন উদ্দেশ্যে মাসজিদে এলে, সে ঐ উদ্দেশ্য অনুপাতেই (প্রতিদান) পাবে।

শুভ সকাল💝

Address

Dinajpur

Alerts

Be the first to know and let us send you an email when বাগিচা বাড়ি-Bagica Bari posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share